নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

তরমুজ যখন তবলা......

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৭

তরমুজ যখন তবলা......

ফেরিওয়ালা ভ্যানে করে ফল বিক্রি করতে এসেছে বাড়ির সামনে। কমলা, ড্রাগন, আংগুর আর তরমুজ।
বর্তমানে বাজারে যে ছোট ছোট তরমুজ পাওয়া যায় সেগুলো বিদেশি জাতের(যদিও সব তরমুজই বিদেশি) যা বারোমাসই পাওয়া যায়। এগুলো খুবই মিষ্টি রসালো এবং সুস্বাদু। এই তরমুজের স্পেশালিটি হচ্ছে তরমুজের ভিতরে পিংক, ডিপ রেড, ইয়োলো কালার। তবে ভালো তরমুজ চেনার সময় লাগল টক্কর।

মধ্যবয়স্ক বিক্রেতা একটা করে তরমুজ হাতে নিয়ে কানের কাছে নিয়ে তবলার মত বাজায়... মাথা নেড়ে পাশে নামিয়ে রাখে। গোটাপাঁচেক তরমুজ এইরকম করে দেখে তারপর একটা নিয়ে আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলল- "সেরা তরমুজটাই দিলাম। ভিত্রে রক্তের লাহান লাল আর মধুর মত মিষ্টি।'
- 'কি করে বুঝলেন?'

- "আপ্নে বুঝবাইন না। একিন রাহুইন, খারাপ অইলে লইয়া আইবেন, ট্যাকা ফেরত।"
তরমুজটা হাতে নিয়ে আমিও ওইরকম বাজাচ্ছি দেখে তার কি হাসি!
-'এটা ভাল নয়' - বললাম আমি।

- "বাইচ্চা ভালডা দিলাম আপ্নেরে! তাও কইতাছেন ভাল না!"
- 'না, এটা ভাল না। ওইযে ওইটা দিন তো- বোঁটার দিকটা হলুদ যেটা'- বলি আমি।
- "ওইডা ভাল অইবোনা।"

- তাহলে ওই যে- ডান পাসেরটা দিন।'
- " নাহ ভালা অইবো না.."- আবার বাজিয়ে দেখে।
- আর একটা হাতে নিয়ে - "এইটা লয়েন- (বাজানো চলছে)-এইডা মোনের মতো অইবো, রক্তের মতো লাল আর মধুর মতো মিষ্টি।"

আমিও তরমুজ বাজাচ্ছি...বিক্রেতাও তরমুজ বাজাচ্ছে...রাজপথের কোলাহল হারিয়ে যায় তরমুজ বাজানো শব্দের দ্যোতনায়- আমাদের বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড, কয়েক জন প্রতিবেশী এবং বেশ কয়েক জন পথচারী আমাদের তবলা (তরমুজ) বাদন দেখছে, আমি মজা পাচ্ছি...

বিক্রেতা তরমুজগুলোকে তবলার মতো বাজিয়ে একটা করে আমার হাতে দেয় আর আমিও তবলার বোল তুলে নাকচ করে দিই। সবমিলিয়ে আমিও গোটা পাঁচ ছয় তরমুজ বাজিয়ে দেখেছি। তারপর আমি যেটা চাইছিলাম, সেটাই হাতে দিল। নজর আছে আমার! ঠিক জিনিষটা চিনেছি দূর থেকেই!
বোঁটার কাছটা হলুদ, গাঢ় কালো রং, গা টা মসৃণ, আর বেশ ভারী। তবলা বাজালে একটা ভরাট শব্দ পাওয়া যাচ্ছে। ঢপ ঢপ করে ফাঁকা আওয়াজ নয়।

- "এইডা লাল অইবেনা কইলাম। দশ বচ্ছর ফল বিক্রি করছি আর আপ্নে আমারে মাল চিনাইন- খারাপ অইলে আমার কোনো দোষ নাই।"
- 'ওকে, আপনি কাটুন। খারাপ হলেও আমি নিয়ে নিবো। '

আমি না বুঝে তরমুজ কিনিনি সেটা ওকে বোঝানোটা জরুরী ছিল। শেষে ওরই ছুরি দিয়ে কাটলাম তরমুজটা। টকটকে লাল না হলেও বেশ লাল। রস গড়াচ্ছে টপটপ করে।
কি করে চিনবেন ভাল তরমুজ?
------------------------------------------
১. গায়ের রঙ ঘন হবে। কালো হোক বা হলুদে কালোতে। ফ্যাকাশে মানে কাঁচা। ডীপ কালার মানে পেকেছে ফলটা।

২. ভারী হবে। তরমুজ পাকলে তবে তাতে রস ভর্তি থাকবে। কাঁচা থাকলে হালকা হবে। একই আকারের দুটো তরমুজ হাতে নিলেই বুঝতে পারবেন।

৩. বোঁটার কাছটা হলুদ হলে পাকা আর ভালো। সবুজ হলে কাঁচা।

৪. তরমুজের গা মসৃণ হবে। খসখসে মানে কাঁচা।

৫. আঙুল দিয়ে বাজালে যদি ঢপঢপ আওয়াজ হয় তাহলে ওটা কাঁচা। পাকা হলে রসে ভরে থাকবে। ঢপঢপ আওয়াজটা হবেনা।
অতএব, ভালো তরমুজ কিনতে তবলা শেখা জরুরী! =p~

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালোই বলেছেন।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল উপায় বলেছেন। এ্যাপ্লাই করতে হবে । ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২৮

জুল ভার্ন বলেছেন: "একিন রাখিয়েন, ঠকবেন্না" =p~

৩| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৬

ইসিয়াক বলেছেন: যাক তথ্য গুলো জেনে উপকার হলো। এবার তরমুজ কেনার সময় আপনার লেখা উল্লেখিত পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখবো। আশা করি তরমুজ কিনতে গিয়ে আর ঠকবো না।
শুভকামনা রইলো।

০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪০

জুল ভার্ন বলেছেন: প্রয়োগ করে দেখুন, আশা করি ঠকবেন না।

৪| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ১। গতকাল তরমুজ নিয়ে বিপদে পড়ে গিয়েছিলাম। (ঘটনা আজ হয়ত লিখব)
২। ফারাউন নাকি তরমুজের ব্যবসা করতেন। সে বিষয়ে কিছু জানেন নাকি?

০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪০

জুল ভার্ন বলেছেন: তোমার লেখায় বিস্তারিত জানার অপেক্ষায়।

৫| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: বাজার থেকে বিক্রেতাই নিজের পছন্দ মতো সেরাটাই দেয়ার চেষ্টা করে আমাকে। নিরে আর নিরিক্ষণে যাই না।

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৪

জুল ভার্ন বলেছেন: যেকোনো খাদ্যপণ্য কেনাকাটায় আমার চয়েস গুরুত্বপূর্ণ।

৬| ০৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৮

জটিল ভাই বলেছেন:
পোস্টটা পড়তে যেয়ে এভাবে বারবার অন্যের মন্তব্যকে নাকচ করতে গুয়ার্তুমি দেখে বেদিশা হয়ে গিয়েছিলাম যে পোস্টের মালিক আপনি নাকি অন্যকেউ =p~
তাই পড়া শেষে + আর মন্তব্য দেবার আগে আবারো ভালো করে লেখকের নামটা দেখে নিলাম =p~

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৪

জুল ভার্ন বলেছেন: =p~ =p~ =p~

৭| ০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তোমার লেখায় বিস্তারিত জানার অপেক্ষায়।

হ্যাঁ লিখব। কিন্তু লেখাটা গুছাতে পারছি না। এলোমেলো হয়ে যাচ্ছে।

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৫

জুল ভার্ন বলেছেন: গডোর জন্য অপেক্ষা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.