নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
প্রসংগঃ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী.....
প্রতিবছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর প্রায় সকল পত্রিকায় পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের পরিচয় তুলেধরা হয়। সেই পরিচিতিতে আমরা এমন অনেক মেধাবীদের মুখ দেখে আপ্লুত হই- যারা আর্থীক জীবন সংগ্রামে পরাজিত হয়েও স্কুল-কলেজ জীবনের পরীক্ষায় জয়ীহয়ে আবারো উচ্চশিক্ষা জীবনের এক অনিশ্চিত আশংকায় পতিত হয়!
বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।সেই দারিদ্রসীমায় বাসকরা প্রত্যেক মা-বাবাও আশা করে তার সন্তান স্কুলে যাক, লেখাপড়া শিখে বড় হোক। কিন্তু আর্থিক অনটনের কারণে শিশু বয়সেই তাদেরকে শিশুশ্রমে বাধ্য হতে হয়। তারপরেও অনেক দরিদ্র সন্তান পড়া লেখার অদম্য আকাঙ্ক্ষায় শিক্ষা গ্রহনে সচেস্ট থাকে। স্কুলে শিক্ষকের অপ্রতুলতা এবং অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষকের দ্বারা প্রত্যেক শিক্ষার্থীর বিশেষভাবে খোঁজখবর নেয়াও সম্ভব হয় না। অনেক শিক্ষার্থী আছে, যারা কোন কোন বিষয় ঠিকভাবে বুঝতে পারে না বিধায় প্রাইভেট কোচিং/টিউটরের প্রয়োজন বোধ করে, কিন্তু দারিদ্র্যের কারণে অনেকের পক্ষেই সেই প্রয়োজন মেটানো সম্ভব হয় না। আবার অনেক পিতামাতা নিরক্ষর বা স্বল্পশিক্ষিতহেতু বাড়িতে সন্তানদের বিষয়ভিত্তিক কোন সমস্যার সমাধান করতে পারেন না। ফলে অধিকাংশ দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা কোনরকমে না বুঝে, অস্পষ্টতার মধ্যে থেকে শিক্ষাজীবন চালিয়ে যায়। এসব কারণে অধিকাংশ শিক্ষার্থী লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ে, স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে ফলশ্রুতিতে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে। তারপরেও অনেকেই শুধু মনের জোড় আর গড গিফটেড মেধার জোড়ে ভালো ফলাফল করে আমাদেরকে চমকে দেয়!
বর্তমান সময়ে অনেক উন্নত দেশেও সামাজিক, অর্থনৈতিক এবং জাতিসত্ত্বাভেদে শিক্ষাগত বৈষম্য বিদ্যমান। এই বৈষম্য কোটি কোটি গরীব ছেলেমেয়ের সম্ভাবনাময় জীবনকে স্থিমিত করে দিচ্ছে। এটি সমাজে তাদের নাগরিক অংশগ্রহণ ও ভবিষ্যৎ উপার্জনমূলক কর্মকাণ্ডকেও নানাভাবে ব্যাহত করছে। আমার ধারনা-এই শিক্ষাগত বৈষম্যের তিনটি পরস্পর সম্পর্কযুক্ত কারণ রয়েছে।
প্রথম কারণ, যেসব ছেলেমেয়েরা স্বল্পআয়ের অবস্থানে বসবাস করে তারা উচ্চআয়ের এলাকায় বসবাসরত ছেলেমেয়েদের তুলনায় অধিক বাঁধার সম্মুখীন হয়। এসব বাঁধার মধ্যে আছে, অপর্যাপ্ত স্বাস্থ্যসুবিধা, পুষ্টি, গৃহায়ন এবং মানসম্মত প্রাক-বিদ্যালয় ব্যবস্থা।
দ্বিতীয়ত, বিদ্যালয়গুলোর বিদ্যমান অবকাঠামোগত অবস্থা ছাত্রছাত্রীদের অতিরিক্ত ও বিশেষ চাহিদা মেটানোর জন্য অপ্রতুল। বিদ্যালয়গুলোতে পেছনে পড়ে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য আলাদা কোনো সময় বরাদ্দ নেই। সেই সাথে উপযোগী মানসম্মত শিক্ষকদেরও অভাব রয়েছে। এ ছাড়াও এই সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের দিকে বিশেষ নজর দিলে এরা যে অন্যান্য সুবিধাপ্রাপ্ত ছেলেমেয়েদের মতো ভাল করতে পারে, এমন ধারণাও শিক্ষকদের মধ্যে অনুপস্থিত।
তৃতীয়ত, সমাজে প্রচলিত বিশ্বাস শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন এবং এতদ সঙ্গে বিনিয়োগে নিরুৎসাহিত করছে। তাই দারিদ্র্য, যেটার কারণে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে মনোযোগ দিতে পারে না, তা নিরসনের জন্য বিনিয়োগ যুক্তিযুক্ত নয় বলে মনে করা হচ্ছে।
উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায় মাধ্যমিক স্তর একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই স্তরে শিক্ষার্থীর ঝরেপড়ার ঝুকি থাকে সবচেয়ে বেশি এবং এই ঝরেপড়ার অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান।
মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিপ্রাপ্ত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় পাশের হার শতভাগ নিশ্চিত করাসহ সামগ্রিক জীবনমান উন্নয়নে যা করণীয়ঃ
১। দরিদ্র শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা।
২। বিদ্যালয়ে আন্তঃপরীক্ষায় দরিদ্র শিক্ষার্থীদের অংশগ্রহণ শতভাগ নিশ্চিত করা।
৩। শিক্ষার্থীদের উন্নয়নে সমাজের শিক্ষিত ব্যক্তিদের স্বেচ্ছাসেবামুলক কাজে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করা।
৪। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
৫। শিক্ষার্থীর সহায়তাকারীদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করা।
৬। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সুবিধা প্রদানে সকল বিদ্যালয়কে বাধ্য করা।
হাজারো সমস্যাপীড়িত আমাদের এই দেশ। অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা এই অত্যাবশ্যকীয় প্রয়োজন মেটাতেই হিমসীম খেতে হয় আমাদের দেশের অধিকাংশ দরিদ্র পরিবারের পিতামাতার। এই সকল সমাস্যায় যখন তারা হাবুডুবু খায় তখন তারা ভাবতেই পারে না সন্তানের শিক্ষার কথা। আর এভাবেই সময় গড়িয়ে যায় এবং হতভাগ্য শিশুটি একইভাবে পূর্ব পুরুষের দারিদ্রকে লালন করে চলে। আমার ধারনা, সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদেরকে মানসম্মত শিক্ষার সুযোগ করে দেয়া হলে, তারা এটাকে কাজে লাগিয়ে পরিপূর্ণভাবে উৎকর্ষতা লাভ করতে পারে।
এবার আসা যাক অদম্য মেধাবী শিক্ষার্থীদের বিষয়। প্রতি বছরই এইচএসসি রেজাল্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যাল এবং চিকিতসা শাস্রে অধ্যয়নের জন্য বেশ কিছু শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েও পড়ার সুযোগ অনিশিত শুধুমাত্র আর্থিক কারনে। এই শিক্ষার্থিদের সংখ্যা দেশজুড়ে পঞ্চাশ জনেরও কম। এই অদম্য মেধাবীদের খুব সহজেই দায়িত্ব নিতে পারের দেশের চৌষট্টি জেলার চৌষট্টিজন জেলা প্রশাসক। সকল জেলা প্রশাসকদেরই একটা নিজস্ব তহবিল আছে, যে তহবিলের অর্থ যোগান দেয় সবাজের স্বচ্ছল শ্রেনীর লোকেরা। যেমন কেউ যদি তার ব্যক্তিগত অস্রের লাইসেন্স রিনিউ করতে যান তখন তাকে সরকারি ফিস ছাড়াও একটা বড়ো অংকের টাকা জেলা প্রশাসক ফান্ডে ডোনেশন দিতে হয়। একইভাবে জেলা প্রশাসকের কাছে যেকোনো সেবা নিতে গেলে এই ফান্ডে ডোনেশন প্রথা অনেকটাই আইনের মতো হয়ে গিয়েছে। সেই ফান্ড থেকেই জেলা প্রশাসক অতিথি আপ্যায়ণ, দান খয়রাত দিয়ে থাকেন। দেশ ব্যাপী সকল অদম্য মেধাবীদের মধ্য থেকে এক একজন ডিসি যদি এক একজন মেধাবীর উচ্চ শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন তাহলে সমাজের সব চাইতে হিতৈশী কাজই করা হবে।
শুধু ডিসি সাহেবেরাই নন, এই সুবিধাবঞ্চিতদের জীবনে হাসি ফোটানোর জন্য আমাদের একটু ক্ষুদ্র সহযোগিতাই যথেষ্ট। আমরা যদি প্রত্যেকে এলাকা ভিত্তিক স্বামর্থানূযায়ী অন্তত একজন মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিই তাহলে তার জীবনটা হতে পারে সম্ভাবনাময়। আমাদের এই সামান্য আত্মত্যাগের মাধ্যমে আমরা যেমন সমাজের জন্য একটা বড় কাজ করতে পারি। তেমনি গড়ে তুলতে পারি আত্মত্যাগী কিছু মানুষ।
১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১০
জুল ভার্ন বলেছেন: একমত।
২| ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর এক বিষয় পাঠ করলাম দাদা ভাল থাকবেন
১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সকারের এমন এটা তহবিল গড়ে তোলা দরকার যারা এমন আর্থিক কষাঘাতের মধ্যেও ভালো করবে তাদের লেখাপড়ার খরচ চালাবে। যদি আবার পড়াশুনায় খারাপ করে তাহলে আর্থিক সহায়তাও বন্ধ হবে।
১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৩
জুল ভার্ন বলেছেন: এটাই হওয়া উচিত।
৪| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০০
ভুয়া মফিজ বলেছেন: এই একটা বিষয়, যখনই খবরে দেখি, খুব খারাপ লাগে।
সরকারের দায়িত্বের কথা বাদ দেন। সাংবাদিকরা এসব ক্ষেত্রে সহায়তা করার কোন উপায় রাখতে পারে, যাতে করে কেউ চাইলে সহায়তা করতে পারে। আমি এ'ধরনের নিউজ দেখলেই সাহায্যের উপায় খুজি। কিছুই পাই না। খুবই মেজাজ খারাপ হয়।
১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৩
জুল ভার্ন বলেছেন: সাংবাদিকদের কাজ সংবাদ সংগ্রহ করে মিডিয়ায় প্রকাশ করা- যা তারা করছেন বলেই আমরা "অদম্য মেধাবী"দের সম্পর্কে জানতে পারছি। কিন্তু সার্বিক সহায়তা দিতে হবে সরকারকেই, রাস্ট্রকেই।
৫| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: আসলে এত এত শিক্ষার্থী। সরকার হিমশিম খাচ্ছে। কত বছর আগে থেকে সরকার বলছে, ছেলে মেয়ে হোক একটাই যথেষ্ঠ। কিন্তু জনগন সরকারের কথা শুনছে না।
এই তো ক'দিন আগে সোনাগাজী পোষ্ট দিলেন, সরকার রোহিংগাদের লেখাপড়া করাচ্ছে না। সরকার পরে গেছে চিপায়।
২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৭
জুল ভার্ন বলেছেন: আগে পরিবার প্রতি এভারেজ সন্তান চারের বেশী ছিলো কিন্তু অভাব ছিলনা। বর্তমানে এভারেজ সন্তান দুইজন। তবুও অভাবের তাড়নায় মানুষ দিশেহারা। যেদেশের রিজার্ভ ১০ বিলিয়ন ডলার সেদেশে দুই একশন অদম্য মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব সরকার কেনো নিতে পারবেনা?
৬| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৮
অধীতি বলেছেন: আমরা যে লেখাপড়া করি তা আমার কাছে জীবন ঘনিষ্ঠ মনে হয় না। আমার কাছে লেখাপড়া মানে হচ্ছে বাংলা ভাষা, হাতের কাজ কিছু শেখার পাশাপাশি গণিত এবং ব্যবসা, বিজ্ঞান অথবা মানবিক থেকে তার পছন্দের বিষয়গুলো পড়বে। ফলে দশম শ্রেণীতে থাকাকালীন সে অবদান রাখতে সক্ষম হবে। উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে নিজের কাজকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে পারবে।
২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২১
জুল ভার্ন বলেছেন: আপনি সঠিক কথা বলেছেন। মোদ্দাকথা আমাদের শিক্ষার কারিকুলাম তথা শিক্ষা ব্যবস্থায়ী যুগোপোযোগী নয়। আমাদের শিক্ষা কারিকুলাম হওয়া উচিত কারিগরি প্রধান্য, বিজ্ঞান ভিত্তিক।
ধন্যবাদ।
৭| ২০ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০২
গরল বলেছেন: আমি মনে করি শিক্ষার্থিদের কাজে লাগিয়েই শিক্ষার বৈষম্য কিছুটা হলেও দুর করা যেতে পারে। যেমন ধরুন প্রাথমিকের প্রত্যেকটা শিক্ষার্থিকে মাধ্যমিকে পর্যায়ের একজন শিক্ষার্থি মেনটর হিসেবে যুক্ত করে দেওয়া যেতে পারে এক বছরের জন্য। একই ভাবে মাধ্যমিকের মেনটর হবে উচ্চ মাধ্যমিকের একজন। এভাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের কেউ হবে ঊচ্চ মাধ্যমিকের মেনটর। ফাইনাল ও তৃতীয় বর্ষের কেউ হবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের মেনটর। মাস্টার্স ও পিএইচডির কেু হবে যথাক্রমে ব্যাচেলরের তৃতীয় ও চতুর্থ বর্ষের মেনটর। মেনটীর চুড়ান্ত পরীক্ষার নম্বরের একটা পারসেন্টেজ যোগ হতে পারে মেনটরের ফলাফলের সাথে যাতে তারা আগ্রহ নিয়ে মনটরশিপ প্রদান করে। কারণ আমাদের দেশে ভালো শিক্ষকের আশা করাটা একরকম দূরাশা। শুধুমাত্র আমার ব্যাক্তিগত ভাবনা।
২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২৩
জুল ভার্ন বলেছেন: আপনার শিক্ষা ভাবনা যথার্থ! নির্দিধায় একমত পোষণ করছি।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০০
সোবুজ বলেছেন: গরিব ভালো ছাত্রের লেখাপড়ার দায়িত্ব সরকারের নেয়া উচিত।তাতে সমাজ উপকৃত হবে।