নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

বাদাম তেলের সন্ধানে....

০৯ ই মে, ২০২২ সকাল ৯:৩৫

বাদাম তেলের সন্ধানে....

ছেলে বেলা থেকেই আমার মাথায় কোনোকিছু একবার ঢুকলে তার নাড়িনক্ষত্র খুঁজে বের না করা পর্যন্ত স্বস্তি পাইনা। গত দুইদিন যাবৎ মাথার ভিত্রে শুধু বাদাম তেল.....

আসলে আমি ইতিপূর্বে বাদাম তেলের নাম শুনলেও খাওয়া দূরের কথা হাতে নিয়েও দেখিনি। আজাইরা মানুষ, কাম-কাজ নাই। নেমে পরলাম বাদাম তেলের সন্ধানে। বাড়ির পাসে গ্রীন রোড-ধানমন্ডির দুটো এগোরা আউটলেট, মিনা বাজার, ইউনি মার্ট, নন্দন সুপারশপ কোথাও বাদাম তেলের অস্তিত্ব নাই। অফিসের কাছেই ডিওএইচএস মহাখালী এসকেএস টাওয়ারের 'আমানা বিগ বাজার'.... বিরাট সুপারশপ! সেলসম্যান বললো - "স্যার, কোনো দিন বাদাম তেল দেখিইনি, বিক্রি করবো কিভাবে"।

মহাখালী সিটি কর্পোরেশন কাঁচা বাজারে এক দোকানে বাদাম তেলের সন্ধান পেয়েছি।
প্রতি লিটার ৮০০ টাকা। দোকানী বলেছে- "এ বাল কেউ কেনেনা। এক বছরেও এক টিন তেল বিক্রি হয়না।"

জিজ্ঞেস করলাম, 'এই তেল কি কাজে লাগে?'

উত্তরঃ "হুঞ্চি ফহিরেরা তাবিজ-কবচের জন্য তেলপড়া দেয়। আবার অনেকে কয়- ছোয়াবিন তেলের লগে বাদাম তেল মিশাইয়া বড়াপিডা ভাজলে ফোলে বেশী"!

গোটা কাওরানবাজার খুঁজে দুই দোকানে বাদাম তেলের সন্ধান পেয়েছি- এক দোকানে দুই লিটার, আর এক দোকানে ১৬ লিটারের টিন, অর্ধেকের বেশী বিক্রি হয়েছে এক বছরে। প্রতি লিটারের দাম- সর্বনিম্ন ৭৫০ টাকা!

জিজ্ঞেস করলাম "বাদাম তেল কি দিয়ে বানায়? কিসে ব্যবহার করে?"

চরম রাগ আর বিরক্তি নিয়ে দোকানীর উত্তরঃ- "তেল বানানোর মতো বাদাম দেশে হয় নাকি? এ বাল খায় না সাউয়ায় মাহে জানিনা- কেউ আধা লিটারের বেশী কেনেনা। হারা বচ্চরেও দুই লিটার ত্যাল ব্যাস্তে পারিনা।"

আমিঃ 'ভাই, এতো বিরক্ত হওয়া কি দোকানীদের উচিত? কাস্টমারতো আপনার কাছে জানতে চাইতেই পারে'।

এবার দোকানী দ্বিগুণ বিরক্তি প্রকাশ করে বলে- "ভাই, বিরক্ত হমুনা কি কর্মু। গত দুই দিনে কমপক্ষে দুইশো লোক আইস্যা জিজ্ঞেশ করছে বাদাম তেল আছে? সবাই দাম জানতে চায়- একজনেও এক ফোঁটা বাদাম তেল কেনেনায়!"

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২২ সকাল ৯:৪৩

বিজন রয় বলেছেন: আমিও বাদাম তেল দেখিনি।

তবে ভেরান্ডা গাছের তেল দেখেছি।

আমাদের গ্রামের বাড়িতে ওই গাছ পাওয়া যেত তার ফল দিয়ে গ্রামের লোকেরা তেল বানাতো, খুব সামান্যই।

এখন মনে হচ্ছে ওই ভেরেন্ডা গাছ আবার লাগাতে হবে।

০৯ ই মে, ২০২২ সকাল ৯:৫২

জুল ভার্ন বলেছেন: ছেলে বেলায় পিরোজপুর বেড়াতে গিয়ে ভেরেন্ডা তেল, রয়না ফলের তেল ঘানিতে ভাংগতে দেখেছিলাম। বাজে গন্ধ। শুনেছি- সেই তেল ঔষধী কাজে লাগে এবং কোনো কোনো মেশিনে ব্যবহার করা হয় লুব অয়েল হিসেবে।। আবার ফরিদপুর, বাগেরহাট, যশোর-ঝিনেদাহ এলাকায়ও দেখেছি ভেরেন্ডার তেল তৈরী করতে।

২| ০৯ ই মে, ২০২২ সকাল ১০:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি ভাল বলেছেন দাদা
আমরা আর কি কি তৈল খামু
নিজারাও জানি না--------------

০৯ ই মে, ২০২২ সকাল ১০:১৪

জুল ভার্ন বলেছেন: আমরা উপদেশ খাবো!

৩| ০৯ ই মে, ২০২২ দুপুর ১২:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও শুনেছি কিন্তু দেখিনি বাদাম তেল।

০৯ ই মে, ২০২২ দুপুর ১২:৩৫

জুল ভার্ন বলেছেন: আমি গতকালই প্রথম বাদাম তেল দেখেছি। তাও আবার দুই ধরনের বাদাম তেল দেখেছি। একটার রঙ সাদা, অন্যটার রঙ গাড় লাল।

৪| ০৯ ই মে, ২০২২ দুপুর ১২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: গত বইমেলায় তেল ছাড়া রান্নার একটা বই রেবিয়েছে। এখন খুঁজে দেখলাম বিনাতেলে রান্নার মেলা বই আছে। এদের একটা কিনে আনতে হেব।

০৯ ই মে, ২০২২ দুপুর ১:০৫

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ

৫| ০৯ ই মে, ২০২২ বিকাল ৩:১৯

জ্যাকেল বলেছেন: তেলে ছাড়া রান্নার যে এত ব্যবসা আছে তা জানতে পারলুম। কিন্তু আপনার পোস্টের সাংবাদিকতা আমার কাছে বিশাল ভালো লাগিচ্চে। =p~ =p~ =p~

১০ ই মে, ২০২২ সকাল ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: ভালু নাগা, না নাগা আপেক্ষিক ব্যাফার তাই বলে আমার লেখার ভিত্রে সাংঘাতিকতা খুঁজে পাওয়া আঁর নাগি বুব্রুতুকর =p~ ধন্যবাদ।

৬| ০৯ ই মে, ২০২২ বিকাল ৩:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: দোকানদারের আরো কিছু কথা যোগ করলে ভালো হতো

১০ ই মে, ২০২২ সকাল ৯:৩৪

জুল ভার্ন বলেছেন: অনেক সেন্সর করে দুজনের বক্তব্য দিয়েছি! =p~

৭| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:১৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কোরবানির গরুর মতো দশা , গরু কিনে বাড়ি ফেরার সময় মানুষ দের দাম কতো হইছে প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ।

১০ ই মে, ২০২২ সকাল ৯:৩৫

জুল ভার্ন বলেছেন: হ্যা, এখন তেলের বোতল দেখেও পথচারীদের জিজ্ঞাসা- "কতো টাকা লিটার নিলো?"

৮| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৬

ভুয়া মফিজ বলেছেন: আমাদের সবচেয়ে কাছের স্টোরটাতে বিভিন্ন ধরনের বাদাম তেলসহ ৪৬ রকমের তেল আছে। গতকাল বাজার করতে গিয়ে গুনলাম! সবই ভোজ্য তেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সরিষার তেল নাই। এই তেলের জন্য আমাদের বাংলাদেশ, ভারত বা পাকিস্তানী দোকানে যেতে হয়।

দোকানীর উত্তর পড়ে চরম বিনোদন পাইলাম। =p~

১০ ই মে, ২০২২ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: ঢাকার কোনো মুদি দোকানে বাদাম তেল নাই। তবে সুপারশপে পাওয়া যায়- বিদেশী Almond oil দাম প্রতি লিটার হাজার টাকার উর্ধে।

দোকানীর সব কথা লিখলে আমার এই পোস্ট পর্ণগ্রাফীর দোষ দুষ্ট হতো! =p~

৯| ০৯ ই মে, ২০২২ রাত ১১:৫০

গরল বলেছেন: আমাদের এখানে এটা ব্যাপক সস্তা, আপনি অর্ডার করে দেখতে পারেন ঢাকায় ডেলিভারি দেয় কিনা।
Great Value Peanut Oil

১০ ই মে, ২০২২ সকাল ৯:৪০

জুল ভার্ন বলেছেন: ঢাকার সকল সুপারশপেই Almond oil পাওয়া যায়, তবে দাম প্রতি লিটার হাজার টাকার বেশী।

১০| ১০ ই মে, ২০২২ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: জনাব আমি কারাগার থেকে ছাড়া পেয়েছি।
দোয়া প্রার্থী।

১০ ই মে, ২০২২ সকাল ৯:৪১

জুল ভার্ন বলেছেন: বারবার কারাবরনকারী মজলুম ব্লগার রাজীব নুরঃ শুভেচ্ছা স্বাগতম!

১১| ১০ ই মে, ২০২২ রাত ১০:১২

জ্যাকেল বলেছেন: বারবার কারাবরনকারী মজলুম ব্লগার =p~
হাসি চেপে রাখা দায়। (মাফ করবেন রানু ভাই)

দোকানীর সব কথা লিখলে আমার এই পোস্ট পর্ণগ্রাফীর দোষ দুষ্ট হতো! =p~
তবে ১৮+ সহ উল্লেখ দিলে দোষমুক্ত হইতে পারতেন।

১৪ ই মে, ২০২২ সকাল ১০:১৫

জুল ভার্ন বলেছেন: খিকজ! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.