নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

গুড মর্নিং বাংলাদেশ!

২৫ শে মে, ২০২২ সকাল ১০:০৩

গুড মর্নিং বাংলাদেশ!



আমার বরিশাল শহরের সূর্যদয়।
ধানসিড়ি নদীর তীরে।


গ্রাম পেরিয়ে বিস্তৃর্ণ বিল।


ধানমন্ডি লেকে হিজল ফুলের সৌন্দর্য্য!


আমার প্রিয় বাংলাদেশ।


সূর্যাস্তের বরিশাল।

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২২ সকাল ১০:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো চমৎকার।

২৫ শে মে, ২০২২ সকাল ১০:৫৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে মে, ২০২২ সকাল ১০:১৭

মিরোরডডল বলেছেন:




এতোটুকুই ? আর কিছু নেই ?
ধানসিঁড়ি নদীর ছবি ভালো লেগেছে ।
শেষের ছবিটাও কিউট !





২৫ শে মে, ২০২২ সকাল ১০:৫৮

জুল ভার্ন বলেছেন: আমার চোখে বাংলাদেশের সৌন্দর্য্য এতো ব্যপক এবং বিশাল যা কয়েকটা ছবিতে তুলে ধরা অসম্ভব।

শুভ কামনা।

৩| ২৫ শে মে, ২০২২ সকাল ১০:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সকাল সকাল ছবিগুলো দেখে ভাললাগলো। +++

২৫ শে মে, ২০২২ সকাল ১০:৫৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে মে, ২০২২ সকাল ১০:২৬

খাঁজা বাবা বলেছেন: ছবি দেইক্কা তো বাড়ি যাইতে মনে চায়

২৫ শে মে, ২০২২ সকাল ১০:৫৯

জুল ভার্ন বলেছেন: গ্রাম আমাদের শিকড়। শিকড়ের সন্ধানে মাঝে মধ্যে যেতে হবে।

৫| ২৫ শে মে, ২০২২ সকাল ১০:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো দেখে ভাল লাগল।

২৫ শে মে, ২০২২ সকাল ১০:৫৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে মে, ২০২২ সকাল ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর ছবি, বিশেষ করে নৌকা আর হিজল ফুলেরটা।

২৫ শে মে, ২০২২ সকাল ১১:০৯

জুল ভার্ন বলেছেন: সোনা ভাই, আজকাল হিজল গাছ/ ফুল খুব একটা দেখা যায়না। তবে, ধানমন্ডি লেকে বেশ কয়েকটা হিজল গাছে আছে।

৭| ২৫ শে মে, ২০২২ সকাল ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলায় আমাদের বাড়িতে একটা হিজল গাছ ছিল। তখন এটা খুব কমন গাছই ছিল, উড ভেলু ছিল, বিশেষ করে নৌকা বানানো হতো এ গাছের কাঠ দিয়ে। ফুলের দিনে, কোন সিজনে তা আজ ভুলে গেছি, ফুলের দিনে খুব ভোরে উঠে হিজল তলায় যেতাম। পুরো গাছতলা ভরে থাকতো থরে থরে সাজানো হিজল ফুলে। মেয়েদের মতো ওগুলো কুড়িয়ে মালা গাঁথতাম, গলায় ও হাতে পরতাম। ফুলের মধ্যে এই হিজল ফুলটাই আমাদের জন্য সহজলভ্য ছিল, যদ্দূর মনে পড়ে। এ নিয়ে আমার একটা গানও অবশ্য লেখা ও গাওয়া আছে, লজ্জার কারণে তা দিলাম না কিন্তু :)

২৫ শে মে, ২০২২ সকাল ১১:৩৫

জুল ভার্ন বলেছেন: হিজল গাছ মাটির ক্ষয়রোধ করে। সেইজন্যই আগেকার মানুষ নদী ও পুকুর পাড়ে হিজল গাছ লাগাতো। হিজল ফুলের সৌন্দর্য্য অসাধারন। হিজলের লতাগুল্মের ফুল এবং ফল গুলোই যেনো সৃষ্টিকর্তার নিজ হাতে গাঁথা এক একটা মালা।

লজ্জার কিছু নাই, আপনার গান আপনার সৃষ্টি। আমাদের সাথে শেয়ার করুন।
শুভ কামনা।

৮| ২৫ শে মে, ২০২২ দুপুর ১২:৩৭

অপু তানভীর বলেছেন: গ্রামের বাড়ি অনেক দিন আমি যাই না । বিশেষ করে দাদী মারা যাওয়ার পরে আর যাওয়াই হয় নি । আমাদের বাসার ঠিক পাশেই পুকুর/ বর্ষা কালে সেই পুকুর বিশাল নদীতে পরিনত হয় পানি বেড়ে গিয়ে ! ধানসিড়ি নদীর মত তখন এরকম ভাবে দৃশ্য দেখা যায় । বাড়ির ঘাটে নৌকা বাধা থাকে । তার পাশেই কচুরিপানা থাকে ! এই দৃশ্যটা বেশ চমৎকার লাগে আমার কাছে !

২৬ শে মে, ২০২২ সকাল ৯:১৬

জুল ভার্ন বলেছেন: স্মৃতিচারণ মন্তব্যের জন্য ধন্যবাদ অপু।

৯| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: শুভ দুপুর।

অনেকদিন গ্রামে যাই না। ছবি গুলো ভালো হয়েছে। নিশ্চয়ই মোবাইল দিয়ে তুলেছেন?

২৬ শে মে, ২০২২ সকাল ৯:১৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ রাজীব। হ্যা সেল ফোনে তোলা ছবি।

১০| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:৫৪

নজসু বলেছেন:



অপরূপা।

২৬ শে মে, ২০২২ সকাল ৯:১৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১১| ২৫ শে মে, ২০২২ দুপুর ২:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আই লাভড ধানসিরি নদীর তীর এন্ড বৃস্তির্ণ বিল এলট।

২৬ শে মে, ২০২২ সকাল ৯:১৮

জুল ভার্ন বলেছেন: ধানসিঁড়ির একটা অংশ ছাড়া ৯০ ভাগই মরা নদী নয়, শুকনো খাল!

১২| ২৫ শে মে, ২০২২ বিকাল ৪:১২

রানার ব্লগ বলেছেন: বর্ষায় গ্রামে যেতে মন চায় কিন্তু সম্ভব হয় না !!!

২৬ শে মে, ২০২২ সকাল ৯:১৯

জুল ভার্ন বলেছেন: আসলে আমাদের রুটি রুজীর সংস্থান দেয় শহর-তাই শহর কেন্দ্রীক হয়ে গিয়েছি আমরা।

১৩| ২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিগুলি খুবই ভালো তুলেছেন। সবগুলি ছবি ভালো হয়েছে। +

২৬ শে মে, ২০২২ সকাল ৯:২০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই।

১৪| ২৫ শে মে, ২০২২ রাত ৮:৩২

শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো জুল । আমিও গ্রামের বাড়ি যাইনা অনেকদিন , শহরে নিজের বাড়িতে যাই । কংক্রিট সব খেয়ে ফেলেছে ।

২৬ শে মে, ২০২২ সকাল ৯:২২

জুল ভার্ন বলেছেন: আমার গ্রামের যা কিছু সম্পদ আছে- তার ৮৫ ভাগই দখন করে নিয়ে স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের গুন্ডারা। সেগুলো উদ্ধার প্রকৃয়ায় যেতে হয়- কিন্তু উদ্ধার করতে যেয়ে জীবন হানীর আশংকায় পরে গিয়েছি!

ধন্যবাদ।

১৫| ২৫ শে মে, ২০২২ রাত ১১:৫০

ঢুকিচেপা বলেছেন: সবগুলো ছবিই দারুন তবে প্রথম ছবিটা চমৎকার হয়েছে।

২৬ শে মে, ২০২২ সকাল ৯:২৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.