নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ডুরিয়ান, ভিয়েতনামের কাঠাল.........

৩১ শে মে, ২০২২ সকাল ১০:১৮

ডুরিয়ান, ভিয়েতনামের কাঠাল.........

ডুরিয়ান, হল ভিয়েতনামের কাঁঠাল। আমাদের দেশের কাঁঠালের মত কাঁঠালও ভিয়েতনামে পাওয়া যায়। তবে খুব কম। ডুরিয়ান কাঁঠাল প্রচুর বিক্রি হতে দেখেছি, ইন্দোনেশিয়া, মালেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামে স্ট্রিটফুড হিসেবে। গাছ দেখেছি ইন্দোনেশিয়ায়। বড় বড় গাছ ডালপালা ছড়িয়ে। খাঁজকাটা পাতা। ডগার দিকে ফল ধরে। অনেকটা জায়গা নিয়ে গাছের বিস্তার। কোয়াগুলো সদ্য জন্মানো বেড়ালছানার মত। আমাদের কাঁঠালের মতই স্বাদ। তবে ডুরিয়ানের গন্ধটা উৎকট!

দক্ষিন এশিয়ার অনেক দেশেই ডুরিয়ান ফলের সাথে নিয়ে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ডুরিয়ান ফল নিয়ে সব দেশের যাত্রীবাহী বিমানে পরিবহন নিষিদ্ধ। মালেশিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর, থাইল্যান্ডের বিমানবন্দরগুলিতে ডুরিয়ান বহনে নিষিদ্ধ সংক্রান্ত নোটিশ জাড়ি করা আছে।

অপ্রীতিকর গন্ধ থাকা সত্ত্বেও, ডুরিয়ন বিশ্বের সেরা ফলগুলির মধ্যে একটি। শিকড়, ছাল এবং পাতাগুলি জনপ্রিয় ভেষজ ওষুধে ব্যবহৃত হয়। এই ফলের আরও একটি ব্যবহার হ'ল আইসক্রিম প্রস্তুত করা।

ডুরিয়ন ফলের বৈশিষ্ট্যঃ

ডুরিয়ান ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি অন্ত্রের পরজীবীগুলি বহিষ্কার করার ক্ষমতাও ধারণ করে।

ডুরিয়ান প্রচুর পরিমাণে সরবরাহ করে শর্করা, ভিটামিন যা গ্রুপ বি, ভিটামিন সি এবং কিছু খনিজগুলির সাথে সম্পর্কিত: সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং তামা; তবে এগুলি ছাড়াও এটি ফাইবার পাশাপাশি ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে, যার অনেক সুবিধা রয়েছে; যেমন ওমেগা 3 এবং ওমেগা 6।


ডুরিয়ান ফলে স্বাস্থ্য সুবিধাঃ

* স্ট্রেস যে প্রভাব ফেলে সেগুলির প্রতিরোধের জন্য এটি দুর্দান্ত।

* ডুরিয়ান রক্তাল্পতা রোধ করার ক্ষমতা রাখে।

* ডুরিয়ান কার্ডিওভাসকুলার সিস্টেমের সর্বোত্তম কার্যকারিতা বজায় রাখতে সক্ষম।

* ডুরিয়ান আমাদের রক্তে চিনির স্তর নিয়ন্ত্রণে রাখতে খুব সাহায্য করে।

* মাইগ্রেন এবং মাইগ্রেনগুলি প্রতিরোধ এবং মুক্তি দিতে সহায়তা করে।
এটির মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে এবং সে কারণেই এটি তরল ধরে রাখার জন্য একটি দুর্দান্ত ফল।

* ডুরিয়ান ঘুম নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে।

* ডুরিয়ান আমাদের খাদ্য সঠিকভাবে হজম করতে সহায়তা করে।

* ডুরিয়ান উদ্বেগ এবং অনিদ্রার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে।


আমার বন্ধু দেবনাথকে ভিয়েতনাম থেকে ওদের বিজনেস কলিগ পাঠিয়েছে। আমিও কর্তিত অংশ ভাগে পেয়েছি।

(ডুরিয়ান ফলে স্বাস্থ্য সুবিধাদি এবং দ্বিতীয় ছবিটা সংগ্রহ করেছি গুগল থেকে)

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২২ সকাল ১০:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: আমাদের কাঁঠালের মতো কি আর স্বাদ হবে আমার মনে হয় না দাদা
ভাল থাকবেন--------

৩১ শে মে, ২০২২ সকাল ১০:৪২

জুল ভার্ন বলেছেন: গন্ধে উতকট হলেও ডুরিয়ানের স্বাদ ভালোই, তবে আমরা অবশ্যই আমাদের কাঠালকে শ্রেষ্ঠত্ব দিবো।

২| ৩১ শে মে, ২০২২ সকাল ১০:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


কাঠালের প্রজাতির ফল, আপনি খেয়েছেন?

৩১ শে মে, ২০২২ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: হ্যা, একাধিকবার খেয়েছি।

৩| ৩১ শে মে, ২০২২ দুপুর ১২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডুরিয়ান সাথে নিয়ে ভ্রমণ নিষিদ্ধ কেন, উৎকট গন্ধের কারণে?

কাঁঠাল একটা অনন্য স্বাদের ফল। তবে, আমাদের কাঁঠালও বাসি হলে গন্ধটা উৎকট হয়ে যায়।

আমাদের দেশে কি ডুরিয়ান আছে? বা চাষ করা সম্ভব? আইডিয়া থাকলে জানাবেন।

পোস্টে প্লাস রইল জুল ভার্ন ভাই।

৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৩৫

জুল ভার্ন বলেছেন: উৎকট গন্ধের কারণেই ডুরিয়ান সাথে নিয়ে ভ্রমণ নিষিদ্ধ! অনেক প্রকার ডুরিয়ান আছে- যার স্বাদও ভিন্ন ভিন্ন রকম। মিষ্টি কম, আমার কাছে কিছুটা অম্ল মধুর মনে হয়েছে। দেখতে কাঠালের মতো হলে স্বাদ কাঠালের মতো নয়।

আমাদের দেশেও বিভিন্ন হর্টিকালচার সেন্টারে ডুরিয়ান চারা পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রাম ছাড়াও সিলেট এবং ময়মনসিং এর পাহাড়ি এলাকায় কিছু চাষ হচ্ছে- তবে বানিজ্যিক ভাবে এখনও হচ্ছেনা।

ধন্যবাদ।

৪| ৩১ শে মে, ২০২২ দুপুর ১২:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফলটা এখনো খাওয়া হয়নি। আমার মনে হয় স্বাদ কাঠালের কাছাকাছি হবে।

৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৩৬

জুল ভার্ন বলেছেন: ঘ্রাণে কাঠালের মতোই, তবে স্বাদে আমাদের কাঠালের কাছাকাছিও নয়।

৫| ৩১ শে মে, ২০২২ দুপুর ১২:২৫

বিটপি বলেছেন: এটার স্বাদ কাঁঠালের মত নয়, কিছুটা টক - অনেকটা ডেউয়া বা কাও ফলের মত।

৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৩৮

জুল ভার্ন বলেছেন: আপনার ধারনা মোটামুটি সঠিক। অনেক প্রকার ডুরিয়ান আছে- যার স্বাদও ভিন্ন ভিন্ন রকম।

৬| ৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশেও এই ফলটা অনেক দোকানে দেখেছি।
থাইল্যান্ডে এবং ইন্দোনেশিয়াতে এই ফল হয়। তবে আমাদের দেশের কাঠাল স্বাদ বেশি।

৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৪৩

জুল ভার্ন বলেছেন: পার্বত্য চট্টগ্রাম ছাড়াও সিলেট এবং ময়মনসিং এর পাহাড়ি এলাকায় কিছু চাষ হচ্ছে- তবে বানিজ্যিক ভাবে এখনও হচ্ছেনা। অবশ্যই আমাদের কাঠালের স্বাদ, ঘ্রাণ অতূলনীয়।

৭| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:০৬

অপু তানভীর বলেছেন: আমার দেশী কাঠালই পছন্দ না, আবার বিদেশী কাঠাল ! আপনি যে বর্ণনা দিলেন তাতে এই ফল আমার মোটেই পছন্দ হওয়ার কথা না !
এই জাতীয় কাঠাল গুলো সম্ভবত পাহাড়ে ট্যুরে গিয়ে দেখেছিলাম বিক্রি করতে । গন্ধের কারণে খাওয়া হয় নি !

৩১ শে মে, ২০২২ দুপুর ১:৫৫

জুল ভার্ন বলেছেন: আমার কাছে আমের পর আমাদের কাঠাল অন্যতম সেরা ফল।
হ্যা ডুরিয়ান আমাদের দেশেও মাঝেমধ্যে দেখা যায়।

৮| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:১১

রানার ব্লগ বলেছেন: এমনিতেই কাঠাল খাই না তার উপরে ডোরিয়ান !!! না ভাই মাফ চাই !!!

৩১ শে মে, ২০২২ দুপুর ১:৫৬

জুল ভার্ন বলেছেন: আমের পরেই কাঠাল আমার অন্যতম পছন্দের ফল।

৯| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:৩৬

ভুয়া মফিজ বলেছেন: যতোই টেস্টি হোক না কেন, দুর্গন্ধে এইটার ধারে কাছে যাওয়া যায় না। খাবার গন্ধে হয় অর্ধভোজন, এইটার গন্ধে ভোজনের সাধ পুরাপুরি মিটে যায়! B:-/

৩১ শে মে, ২০২২ দুপুর ১:৫৮

জুল ভার্ন বলেছেন: এই ফলের কোষ/কোয়া হাতে নিয়ে কিছুক্ষণ রাখার পর কাপড়েও কয়েকদিন গন্ধ থাকে। আচ্ছামতো সাবান দিয়ে গোসল করলেও গন্ধ যায়না।

১০| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:৪৫

খাঁজা বাবা বলেছেন: আমাদের দেশি ফলগুলি হারিয়ে যাচ্ছে

৩১ শে মে, ২০২২ দুপুর ১:৫৮

জুল ভার্ন বলেছেন: এর জন্য বিদেশী ফলের প্রতি মোহ দায়ী।

১১| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:৪৮

আশিকি ৪ বলেছেন: পঁচা কাটালে ছাগু ছাগু দুর্গন্ধ।

৩১ শে মে, ২০২২ দুপুর ১:৫৯

জুল ভার্ন বলেছেন: কোনো পচার গন্ধই ভাল না।

১২| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনেছি এটি থাইল্যান্ডে খুব পাওয়া যায়। এর গন্ধ নাকি বেশায় বিশ্রী।
আমি একবার এর চকলেক পেয়েছিলাম, অতি জঘন্য।

৩১ শে মে, ২০২২ রাত ৯:২৬

জুল ভার্ন বলেছেন: ইন্দোনেশিয়া, মালেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার, চীন হচ্ছে ডুরিয়ানের জন্য বিখ্যাত। উল্লেখিত দেশে ডুরিয়ান স্ট্রিট ফুড হিসেবে যেমন বিক্রি হয় তেমনটা অন্য কোথাও দেখিনি। আবার সিংগাপুরে অভিজাত ডিপার্টমেন্ট স্টোরে বিক্রি হয় খুব বেশী দামে। এক দেড় কেজি ওজনের একটা ডুড়িয়ানের দাম বাংলাসদেশী টাকায় হাজার পাঁচেকতো হবেই।

১৩| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৫১

জুন বলেছেন: দুরিয়ান অনেকে ভীষণ পছন্দ করে। গন্ধটার জন্যই সমস্যা যা আপনি উল্লেখ করেছেন।তবে স্থানীয়রা কোন দুরিয়ানটা মজার তা বাছাই করতে পারে। আমাদের একবার স্থানীয় একজন খাইয়েছিল হলুদ ক্রীমের মত মসৃন মুখে দিলেই মিলিয়ে যায়। একটা কোয়ার দাম ২০০ বাত মানে বাংলাদেশের ৬০০ টাকা। সেদিন মলে ফুড এক্সপোতে দুরিয়ান এসেছিল, দোকানী কি যে তার সমাদর করছিল দেখার মত। একটা ছবি দিলাম।
দুরিয়ান অনেকে ভীষণ পছন্দ করে। গন্ধটার জন্যই সমস্যা যা আপনি উল্লেখ করেছেন।তবে স্থানীয়রা কোন দুরিয়ানটা মজার তা বাছাই করতে পারে। আমাদের একবার স্থানীয় একজন খাইয়েছিল হলুদ ক্রীমের মত মসৃন মুখে দিলেই মিলিয়ে যায়। একটা কোয়ার দাম ২০০ বাত মানে বাংলাদেশের ৬০০ টাকা। সেদিন মলে ফুড এক্সপোতে দুরিয়ান এসেছিল, দোকানী কি যে তার সমাদর করছিল দেখার মত। একটা ছবি দিলাম।

৩১ শে মে, ২০২২ রাত ৯:২৯

জুল ভার্ন বলেছেন: আপনি ঠিক বলেছেন, ডুরিয়ানের মধ্যে ভালো মন্দ বিভিন্ন জাতের আছে। দামও প্রচুর। সিংগাপুরে অভিজাত ডিপার্টমেন্ট স্টোরে বিক্রি হয় খুব বেশী দামে। এক দেড় কেজি ওজনের একটা ডুড়িয়ানের দাম বাংলাদেশী টাকায় হাজার পাঁচেকতো হবেই।

১৪| ৩১ শে মে, ২০২২ বিকাল ৪:০৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মালয়শিয়াতে প্রচুর বিক্রি হতে দেখেছি । তবে গাছে ফল পাকলে বিকট গন্ধ হয় চারিদিকে ছড়িয়ে পরে । গন্ধ এতোটাই বিকট যে , যেখানে এই গাছ আছে সেখানে শুধুই ড্রেনের গন্ধের মতো গন্ধে বসবাস করা অসম্ভব হয়ে পরে ।

৩১ শে মে, ২০২২ রাত ৯:৩০

জুল ভার্ন বলেছেন: আবার ইন্দোচায়নার মানুষ এই উৎকট গন্ধটাকেই পছন্দ করে!

১৫| ৩১ শে মে, ২০২২ বিকাল ৪:৫০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দেশীটা সেরা :)

৩১ শে মে, ২০২২ রাত ৯:৩০

জুল ভার্ন বলেছেন: অবশ্যই।

১৬| ৩১ শে মে, ২০২২ রাত ১০:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশের কাঁঠালের স্বাদ নির্ভর করে গাছের উপর। আমি গাছ বেছে কাঁঠাল খাই। সব গাছের কাঁঠাল খাই না। ভালো গাছের কাঁঠাল সব সময়ই ভালো হয়।

আমাদের দেশের কাঁঠালে গন্ধের সমস্যা নেই। তাই মনে হচ্ছে আমাদের কাঁঠালই ভালো। ভিয়েতনামের কাঁঠাল খাইনি। তাই তুলনা করতে পারছি না।

০১ লা জুন, ২০২২ সকাল ৯:২০

জুল ভার্ন বলেছেন: রসালো মিষ্টি কাঠাল আমার অন্যতম প্রিয় ফল। আমাদের দেশের কাঠাল সব থেকে সেরা। মাটির কারনে বৃহত্তর বরিশাল জেলায় আম কাঠালের ফলন অত্যন্ত নিম্ন মানের। ছেলে বেলায় শুনতাম 'যশোরের কাঠাল সব থেকে ভালো'। জিনেদাহ ক্যাডেট কলেজে পড়ার সময় প্রচুর কাঠাল খেয়েছি এবং জিনেদাহ্'র কাঠাল আমার কাছে সেরা মনে হয়েছে। পরবর্তীতে জানলাম ঢাকার অদূরে শ্রীপুর- ভালুকা- সাভার এলাকার কাঠাল ভাল। এখন দেখছি- দেশের বিভিন্ন অঞ্চলেই উন্নত মানের কাঠাল পাওয়া যায়। কিন্তু বৃহত্তর বরিশাল অঞ্চলে এখনও ভাল কাঠাল ফলে না।

আমাদের দেশের কাঠালের মতই ভিয়েতনামের কাঠাল(ডুরিয়ান) বিভিন্ন প্রজাতির আছে। তবে গুণে মানের দিক থেকে বাংলাদেশের কাঠালের সাথে কোনো তুলনা চলেনা।

১৭| ৩১ শে মে, ২০২২ রাত ১১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: দুরিয়ানের জাদুর সঙ্গে পরিচিত হলাম। এমনি কাঁঠালের গন্ধ অনেকেই সহ্য করতে পারেনা। সেখানে দুরিয়ান কাঁঠালের গন্ধ কতটাই উৎকট না জানি বিমানবন্দর থেকে নোটিশ দিয়ে একে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খাবার একটা রুচিশীলতার বিষয়।আর তা যদি দুর্গন্ধযুক্ত হয় খাবার হিসেবে তার আকর্ষণ কমতে বাধ্য বলে আমার মনে হয়।

০১ লা জুন, ২০২২ সকাল ৯:২৪

জুল ভার্ন বলেছেন: আসলে খাবারের রুচি বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রকম। আমরা যেসব খাবারের কথা কল্পনাও করতে পারিনা- চিন, ভিয়েতনাম, কম্বোডিয়ায় সেইসব খাবার গ্রোগ্রাসে খাচ্ছে। গন্ধের বিষটাও তেমন। আমি পাকা তালের গন্ধ সহ্য করতে পারিনা। কিন্তু পাকা তাল অনেকেরই পছন্দের। আমি আম দিয়ে ভাত খেতে পারিনা। আমি আম খাই কেটে কেটে। কিন্তু বাংলাদেশের একটা বড় অংশই আম-দুধে ভাত খেতে পছন্দ করেন। আমাদের ছোট ছেলে কোনো ধরনের ফলই খায় না।

১৮| ০১ লা জুন, ২০২২ সকাল ১১:১৪

রশিদ ফারহান বলেছেন: ফলটা নিয়ে ইন্টারনেটে অনেক মীম দেখেছি ইতোপূর্বে। আর আপনার পোস্টের কল্যাণে জানলাম এর উপকারী দিকগুলো। খাবার নিয়ে আমার দারুণ রকমের খুঁতখুঁতে স্বভাব রয়েছে, তার উপর এর 'গন্ধ' নিয়ে আপনি ও মন্তব্যে ব্লগারগণ যেভাবে বর্ণনা দিলেন তাতে এই ফল কখনো সামনে আসলে তা আদৌ ধরবো কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

শুভ কামনা।

০১ লা জুন, ২০২২ সকাল ১১:২০

জুল ভার্ন বলেছেন: আমিও খাবারের ব্যপারে তত্যন্ত খুঁতখুতে হলেও- সব খাবারই একবার চেখে দেখার বাতিক আছে, তা হোক গাঁজা কিম্বা ভাং =p~

১৯| ০১ লা জুন, ২০২২ সকাল ১১:৪৬

ফয়সাল রকি বলেছেন: ডুরিয়ান কেনার সময় কি কাঁঠাল কেনার মতো টোকা দিয়ে ভালো মন্দ বাছাই করতে হয়?
গন্ধের কথা শুনে খাবার আগ্রহ পাইনি।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:০৭

জুল ভার্ন বলেছেন: পাকা ডুরিয়ান আমাদের কাঠালের মতো নরম ছোলা নয়- যা হাতে ভেংগে কোষ বের করা যাবে। ছুড়ি দিয়ে কেটে কোষ বের করতে হয়। আমি অবশ্য আস্ত ডুরিয়ান বিক্রি করতে দেখিনি(সম্ভবত বেশী দামের জন্যই আস্ত ফল কেউ কেনেনা, অথবা শক্ত ফল কেটে কোষ বের করা কষ্টকর বলেই)। ডুরিয়ান কেটে কোষ/কোয়াগুলো খুব সুন্দর করে প্যাকিং করে বিক্রি করতে দেখেছি। কোনো কোষ নরম এবং রসালো। কোনো কোষ শক্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.