নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
লোভ এবং পাপ......
আজকের জুম্মায় ইমাম সাহেব মানুষের জীবনে লোভ ও লালসা সম্পর্কে বয়ান করেছেন। প্রথমেই তিনি লোভ ও লালসার পার্থক্য বুঝিয়েছেন। তারপর লোভ লালসা সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। শ্রুতি নির্ভর বয়ান গুছিয়ে লিখতে পারবোনা তবে এলোমেলো ভাবে উপস্থাপন করতে চেষ্টা করবো....
লোভঃ লোভ হচ্ছে মানুষের অন্তরে লুকানো ইচ্ছা বা বাসনা। অন্যায্য কিছু পাওয়ার ইচ্ছাই লোভ। যেমন, অন্যের ধনসম্পদ দেখে যেনো তেনো ভাবে তেমন ধনসম্পদ লাভের আকাংখা।
লালসাঃ লোভের বহিঃপ্রকাশ হচ্ছে লালসা।
আরবিতে একটি প্রবাদ আছে- ‘আল-ইনসানু হারিছুন ফিমা মুনিয়া’, অর্থাৎ নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষ লালায়িত থাকে। এটি মানুষের একটি মন্দ স্বভাব। সুকৌশলে, সুশোভিত এবং অতি সৌন্দর্যমন্ডিত করে মানুষ দ্বারা এ কাজ করাতে তার জুড়ি নেই। মানুষকে নানা লোভ দেখিয়ে অন্যায় পথে পরিচালিত করা, অভাবের ভয় দেখিয়ে গর্হিত কাজে লিপ্ত করা, ধন-দৌলতের প্রতি প্রলুব্ধ করে অন্যায়ভাবে সম্পদের পাহাড় গড়তে উদ্বুদ্ধ করা, মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার কলাকৌশল শেখানো, অন্যায়ভাবে পরস্পর ঝগড়া-বিবাদ, খুন-খারাবি, জোরপূর্বক অন্যের সম্পত্তি দখল, জালিয়াতি, প্রতারণা, প্রবঞ্চনা ইত্যাদি।
লোভ-লালসা মানুষকে অন্ধ করে তার বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ভালো-মন্দ, পাপ-পুণ্য বিচারের ক্ষমতা নির্মূল করে ফেলে। তাই লোভ মানুষের চরম শত্রু, জীবনের বিনাশ সাধনই এর কাজ।
লোভী মানুষ সর্বদা বঞ্চিত ও অপমানিত হয় লোভ, হিংসা,অহংকার বহু পাপের জন্ম দেয়। লোভ-লালসা হচ্ছে মানুষের চরিত্রের দুর্বলতম ও হীনতম বৈশিষ্ট্যের একটি। যার সাহায্যে সৃষ্টি হয় অন্যায় ও অবৈধ কাজের বিভিন্ন রাস্তা।
জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষই প্রবৃত্তির এই অদৃশ্য শক্তিশালী চাহিদার শিকার হয়।বলোভ মানুষের পারিবারিক জীবনে, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সৃষ্টি করে নানা সমস্যা এবং নিরাপত্তাহীন অশান্তির অস্বস্তিকর পরিবেশ।
সহোদরের মাঝে ধন-সম্পদ নিয়ে ঝগড়া-বিবাদ, ভাই-বোনের সম্পর্ক নষ্ট, আত্মীয়-স্বজনের সম্পর্কে বিচ্ছেদ এবং পাড়া-প্রতিবেশীর সঙ্গে মামলা-মোকাদ্দমা এবং দুর্নীতিতে জড়িত হওয়ায় ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে- সর্বনাশী লোভ। লোভ-লালসার প্রকৃতিতে আত্মসমর্পণ করে অন্যায়ভাবে অপরের ধন-সম্পত্তি আত্মসাৎ করায় এবং মানুষের মান-সম্মান ধূলিসাৎ, এমনকি অন্যদেরকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না।
পার্থিব জীবনে স্বাবলম্বীর প্রত্যাশায় ও প্রচেষ্টায় অবৈধভাবে ধন-সম্পত্তি উপার্জনের আসক্তিতে মানুষ সততা ও ন্যায়ের জীবন ভুলে যায়। প্রচুর পরিমাণে ধন-সম্পত্তি থাকলেও তার কোনো তৃপ্তি নেই সে আরও বেশি চায়। বর্তমান সমাজ ও রাস্ট্রে অন্যায় ও পাপাচারের উৎস রূপে লোভ-লালসা মানুষকে যে ধ্বংসের দিকে ধাবিত করছে, তা বিচার-বিশ্লেষণের অপেক্ষা রাখে না।
লোভ মানুষের অধঃপতনের অন্যতম কারণ। লোভ একটি নৈতিক ত্রুটি। লোভ মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়। লোভী মানুষ আল্লাহতায়ালার কোনো নিয়ামতের শোকরিয়া আদায় করে না, বরং আল্লাহ তাকে যা দান করেছেন তার চেয়ে সে আরও অনেক বেশি কিছু চায়।
লোভ, হিংসা, অহংকার বহু পাপের জন্ম দেয়। লোভ পরিত্যাগ করে একজন আদর্শ মানুষ হওয়ার জন্য ইসলাম তথা পবিত্র কোরআন-হাদিসে বিভিন্ন ভঙ্গিতে গুরুত্ব আরোপ করা হয়েছে। ইসলামের মৌলিক শিক্ষাই হচ্ছে সৃষ্টিকর্তার ভয়, আদর্শের অনুশীলন, দুষ্টের দমন ও শিষ্টের পালন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞানার্জন, আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও বিবেকের শিক্ষাকে রপ্ত করার অভ্যাস সৃষ্টি করতে হবে। তা নাহলে ধ্বংস অনিবার্য।
লোভী মানুষ দু’টি উৎকৃষ্ট গুণ হতে বঞ্চিত। ফলশ্রুতিতে সে দু’টি দোষের অধিকারী।
(এক) লোভী মানুষ জীবনে পরিতৃপ্ত হওয়া থেকে বঞ্চিত, ফলে সে জীবন থেকে প্রশান্তিকে হাতছাড়া করে।
(দুই) লোভী মানুষ যেহেতু আত্ম সন্তুষ্টি হতে বঞ্চিত, ফলে সে অপরের বিশ্বাসকে অমর্যাদা করে।
আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের সবাইকে লোভ লালসা থেকে মুক্ত থেকে সৎ মানুষ হবার, ভালো মানুষ হবার তৌফিক দান করুন।
আমীন।
০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:১৬
জুল ভার্ন বলেছেন: আমীন।
২| ০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মধ্যে লোভ আছে। নানান ধরনের লোভ। তবে তা দমিয়ে রাখার যোগ্যতার আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুল্লিল্লাহ।
০৪ ঠা জুন, ২০২২ সকাল ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: লোভ দমন করে রাখার শক্তি সবার থাকেনা।
৩| ০৩ রা জুন, ২০২২ রাত ৮:৩৫
রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় লোভ থাকা উচিৎ কারন নির্লোভ ব্যাক্তি অথর্ব হয়ে যায় তার কিছুই করার থাকে না। অবশ্য লোভের শ্রেনী বিন্যাস আছে। আমি ব্যাক্তিগত ভাবে লোভী অসম্ভব লোভী মানুষ।
০৪ ঠা জুন, ২০২২ সকাল ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: লোভ আর ইচ্ছা এক নয়। আমার ধারণা, লোভ হচ্ছে কিছুটা নেতিবাচক রিপু, আর ইচ্ছা হচ্ছে ইতিবাচক।
৪| ০৩ রা জুন, ২০২২ রাত ৯:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লোভ লালশায় নিমজ্জিত
মানুষ আখেরাত ও
পরকালের সুখ
থেকে বঞ্চিত
থাকে।
০৪ ঠা জুন, ২০২২ সকাল ৯:৫০
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। লোভী মানুষ অন্যের অনিষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
৫| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১:২০
জগতারন বলেছেন:
এই ব্লগ লিখক লিখেছেনঃ
লোভঃ লোভ হচ্ছে মানুষের অন্তরে লুকানো ইচ্ছা বা বাসনা। অন্যায্য কিছু পাওয়ার ইচ্ছাই লোভ।
আর আমি বলিঃ
লোভঃ লোভ হচ্ছে মানুষের অন্তরে লুকানো ইচ্ছা বা বাসনা। ন্যায্যত এবং যুক্তিসংগত কিছু পাওয়ার এবং হওয়ার ইচ্ছা!
এবং
যুক্তিসংগত কিছু পাওয়ার ইচ্ছাই হলো সভ্যতার ক্রমবিকাশ।
আমি যদি ১৯৮০ সালে ১২ ক্লাশ পাশ করার পর আমার যুক্তি সঙ্গগত ইচ্ছা বা লোভ;
বিদেশে এসে পড়াশন করার তাহলে আমি দেশেই পড়ে থাকতাম বিশ্বদেখা সুযোগ আমার থাকতো না।
পৃথিবীর সেরা সেরা প্রকৌশলীদের সাথে মিলে হাওয়াই জাহাজও বানানোর অংশিদার হতে পারতাম না।
আশাকরি সবাই বুঝতে পেরেছেন। যে লোভের কিছু ক্লাসিফিকেশন আছে।
যেমন যুক্তি সংগত অযুক্তি সংগত বা ভালো গ্রিডিং ব্যাড গ্রডিং।
০৪ ঠা জুন, ২০২২ সকাল ৯:৫৬
জুল ভার্ন বলেছেন: আপনি বলেছেন- 'লেখক বলেছেন' - আসলে আমি বলিনি। ইমাম সাহেব বলেছেন- যা আমি পোস্টে প্রথমেই লিখেছি। তবে আমার লেখায় কিছুটা তারতম্য হয়েছে। কারন, আমি যা শুনেছি সেটা শ্রুতি লেখা লিখেছি।
যুক্তিসংগত কিছু পাওয়ার ইচ্ছাই হলো সভ্যতার ক্রমবিকাশ - এই বিষয়ে আমার কোনো দ্বিমত নাই।।
আমিও আওনার সাথে একমত- লোভের যুক্তি সংগত অযুক্তি সংগত বা ভালো মন্দ বিবেচনা করার সুযোগ আছে।
আপনার জন্য শুভ কামনা। আপনি আমাদের দেশের সম্মান বয়ে আনবেন।
৬| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১:২৩
জগতারন বলেছেন:
টাইপো;
গ্রিডিং
পড়াশনা না করতাম।
০৪ ঠা জুন, ২০২২ সকাল ৯:৫৬
জুল ভার্ন বলেছেন: জ্বি বুঝেছি।
৭| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১:৪০
রাজীব নুর বলেছেন: আমার কোনো কিছুতেই লোভ হয় না। শুধু মনে হয় কত দিন আর দুনিয়াতে বাচবো?
০৪ ঠা জুন, ২০২২ সকাল ৯:৫৭
জুল ভার্ন বলেছেন: আমি তোমার মতো শতভাগ নির্লোভী নই। আমি আমার সাধ্যমতো, যোগ্যতা মতো ন্যায্য প্রাপ্য পাওয়ার জন্য লোভী বলা যায়।
৮| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:৩৭
অপু তানভীর বলেছেন: এটাকে ঠিক লোভ বলে কিনা আমার জানা নেই । তবে ছোট বেলা থেকে নিজের অবস্থান সম্পর্কে আমি সব সময় সচেতন । যা আমার পাওয়ার কথা না সেই জিনিস আমি কোন দিন মন থেকেই চাই নি । যদি উদাহরন দেই, আমি আর আমার ভাই । দুইজনই একই বাবা মায়ের সন্তান । বড় ভাইকে সাইকেল কিনে দেওয়া হল আমারও সেই বয়সে এসে সাইকেল পাওয়ার ইচ্ছে জেগেছে । আবার আমারই ক্লাসমেট একজন ছিল খুব বড় লোকের ছেলে । গাড়িতে করে স্কুলে আসতো । তার একটা উড়ন্ত হেলিকাপ্টার ছিল, তখনই পিসি ছিল তার । আমার কোন দিন সেটা দেখে মনে হয় নি যে আমারও একটা এমন হেলিকাপ্টার দরকার, একটা পিসি দরকার । তখনই জানতাম যে আমাদের অবস্থান এক নয় । তাই ওটা আমার চাহিদা করা ঠিক না !
কিন্তু আমারই বড় ভাইকে যা দেওয়া হয়েছে আমাকে তা দেওয়া কেন হবে না, এই নিয়ে অভিযোগ ছিল সব সময় !
এই চাহিদাকে কি লোভ বলে?
লালসা কোনদিন প্রকাশ পায় নি । কোন দিনই না ! যা আমার প্রাপ্য না তা আমি কোন দিন অবৈধ ভাবে অর্জন করি নি কিংবা করার চেষ্টাও করি নি !
০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:৫১
জুল ভার্ন বলেছেন: তোমার চিন্তা চেতনার সাথে আমার খুব মিল আছে।
আমি বড়ো হয়েছি সৎ মায়ের সংসারের ভাই বোনদের সাথে। আমি পরিবারের বড়ো সন্তান। কিন্তু আমার প্রাপ্তির খাতা অত্যন্ত নগণ্য ছিলো অন্যসব ভাই বোনদের তুলনায়। শিশু মনে আমার মনের ভেতর না পাওয়ার অতৃপ্তি ছিলো সত্য, কিন্তু ক্ষোভ ছিলো না।চাকরীসূত্রে বাবা অনেক দূরে। যেকোনো কারনে আমাকে দোষারোপ করার একটা প্রবণতাও ছিলো- আমি প্রতিবাদ না করে মেনে নিতাম আরও কঠিন দোষারোপ থেকে রক্ষা পেতে। আমি মেনে নিয়েছিলাম- আমার মা নেই, আল্লাহ রাব্বুল আল আমীনের ইচ্ছাতেই আমার জগত সংসারে আমি অবহেলীতি থাকবো। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিলো- আমি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত নই। লালসা আমাকে কখনো আমার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। আমার এই আত্মবিশ্বাসই আমাকে আজকের আমি করে তুলেছে।
তোমার জন্য অনেক শুভ কামনা।
৯| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:৩৮
নজসু বলেছেন:
আমি খুব সাদামাঠা। অল্পতেই খুশি হই। না পেলেও বেজার নই।
লোভ লালসা নেই বললে চলে।
আপনাকে অনেক ধন্যবাদ মানুষের ভয়ানক কিছু কুরিপু অল্প কথায় সুন্দর করে উপস্থাপন করেছেন।
আল্লাহ তৌফিক দান করুন।
০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:৫৩
জুল ভার্ন বলেছেন: আলহামদুলিল্লাহ।
আমিও খুব অল্পতেই তুষ্ট হই। যা পেয়েছি তাতেই সন্তুষ্ট, যা পাইনি তা নিয়ে কোনো আপসোস নাই।
শুভ কামনা নজসু।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২২ বিকাল ৫:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ আমাদের লোভ লালসা হিংসা অহংকার থেকে হেফাজত করুন। অন্তরে এগুলো থাকলে নাকি ইবাদতও কবুল হয়না।
আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে, তা হল রাগ। রেগে গেলে আমি বেশি ডেসফারেট হয়ে যাই।
শয়তান নাকি মানুষকে রাগিয়ে দিয়ে পাপাচারে লিপ্ত করায়। সীমালঙ্ঘন করায়।
এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমীন।