নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

জয় পরাজয় এর গল্প....

০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:৪১

জয় পরাজয় এর গল্প....

সৈয়দ মুজতবা আলীর লেখা এই গল্পটি পড়েছিলাম স্কুল জীবনেঃ-
খর্বকায় লোকটির স্ত্রী ছিলেন আয়তনে স্বামীর চারগুণ বড়ো! স্বামী প্রবর নিজের শারীরিক খর্বাকৃতির জন্য সবসময় ইনফিউরিটি কম্পলেক্সে ভুগত। তাই নিজের শারীরিক খর্বাকৃতির কষ্ট ভুলতে সবসময় স্ত্রীর উপর অকারণে ক্ষমতা জাহির করতো। প্রায় প্রকাশ্যেই টুলের উপর দাঁড়িয়ে লম্বা স্ত্রীর মুখে চড়থাপ্পড় মেরে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতো।

বিশালদেহী স্ত্রীর ধৈর্য্য এবং সহ্যের সীমা অতিক্রম করলে একদিন স্বামীকেই এক পশলা মেরে ঝাপটে ধরে স্বামীর উপর চেপে বসেন....রোগাপটকা খর্বকায় স্বামী নিজেকে বাঁচাতে গোংগাতে গোংগাতে "বাঁচাও বাঁচাও" চিৎকার-চেঁচামেচির শব্দে প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষু স্বামীকে উদ্ধার করে....

বেচারা স্বামী কোনো রকম ছাড়া পেয়েই নিজের শরিরের ধূলো ময়লা ঝাড়তে ঝাড়তে বলে, "আইজ দিছি- আচ্ছা মতো মাইর দিছি, আমার সাথে ফাইজলামি...."!

প্রতিবেশী দর্শকেরা যা বোঝার তা বুঝে নিয়েছে....
কিন্তু খর্বাকায় স্বামীর বাগড়ম্বরতা থামছেই না দেখে একজন বলে বসেন -'মিয়া তুমি মারলা ক্যামনে, আমরা এসেইতো তোমাকে তোমার বউয়ের তলা থেকে তুলে বাঁচালাম....!'

মুমূর্ষু স্বামী হারার পাত্র নয়। "আমি তলে শুইয়াই আচ্ছামত ধোলাই দিছি"!

জেতার গল্প সকলেই বলে
হারার গল্প বলে না,
ভোরের গল্প সকলেই বলে
রাতের গল্প বলে না।
সবাই সফল,
সকলে বিজেতা,
বিজেতা বিজয়ের কথা বলে না!
জেতার গল্প সকলেই বলে।
হারগুলো ভোলে না!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:৫৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জেতাই যে একমাত্র স্বপ্ন
সেই স্বপ্ন কি কেউ না দেখে ঘুমায়

০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:৫৮

জুল ভার্ন বলেছেন: আমি খুব বেশী জেতার স্বপ্ন দেখিনা। সাদামাটা নির্ঝঞ্চাট জীবন চাই। সুখ না পেলেও দুঃখ নাই, তবে স্বস্তি পেতে চাই।

২| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ১:৩১

গফুর মিয়া১৯১ বলেছেন: আপনি ব্লগ এ যা তুলে ধরলেন তা নির্মম সত্য।

০৪ ঠা জুন, ২০২২ দুপুর ১:৪১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: পড়লাম।

০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:৪০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:৩৬

আরইউ বলেছেন:



হা হা হা! আপনার পোস্টের সাথে ইদানিং আমি ব্লগের কমেডির বেশ মিল পাই। বেচারা স্বামী যেন ব্লগেরই এক চরিত্র, যাকে আমি ব্লগ ভাঁড় বলি--ভাঁড়টা আবার পোস্টও দিয়েছে!

০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:৪১

জুল ভার্ন বলেছেন: =p~ B-)) :-B

৫| ০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এই গল্প পড়ি নাই আমি আগে।

০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:১২

জুল ভার্ন বলেছেন: আমারও পড়াশুনার দৌঁড় অত্যন্ত সীমিত।

৬| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




শেষের কথাগুলিই বাস্তব।
সেই কবে এক কচ্ছপ খরগোশকে একবার দৌঁড়ে হারিয়েছিলো সে গল্প সবাই বলে কিন্তু তারপরে খরগোশ যে কতোবার কচ্ছপকে হারিয়েছে সে গল্প কেউ করেনা!

০৫ ই জুন, ২০২২ সকাল ১১:৫৩

জুল ভার্ন বলেছেন: চমতকার একটা উদাহরণ দিয়েন প্রিয় জিএস ভাই।

৭| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৯:৪৮

ফারহানা শারমিন বলেছেন: হারগুলো ভুলে না। হারগুলো ভুলা যায় না।

০৫ ই জুন, ২০২২ সকাল ১১:৫৩

জুল ভার্ন বলেছেন: তবুও আমরা হারের কথা প্রকাশ নাকরে জেতার গল্প বলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.