নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

কৌতূকের আড়ালে বুদ্ধিবৃত্তিক বলদামী!

০৮ ই জুন, ২০২২ সকাল ১০:৫১

কৌতুকের আড়ালে বুদ্ধিবৃত্তিক বলদামি....

বাদশাহ নামদার সভাসদদের উপস্থিতিতে নাসিরুদ্দিন হোজ্জাকে জিজ্ঞাসা করলেন - 'চাঁদ বেশী উপকারী না সূর্য?'

হোজ্জাঃ - "হুজুর, চাঁদই বেশী উপকারী। দিনের বেলা তো এমনিই কত আলো। রাতে যখন আলো থাকে না, তখন চাঁদের আলোই ভরসা।"

হেসে নিন, তারপর বলছি.....

কাল রাতে দেশব্যাপী ডায়রিয়া সমস্যা নিয়ে টিভিতে টক শো দেখছিলাম। উপস্থিত ছিলেন দেশের নামকরা সব টকমারানি গং। তারা সবাই স্বাস্থ্যসেবার মান উন্নয়ন নিয়ে অনেক জোকারি করেছেন। কে কোনো দেশে স্বাস্থ্য সেবার মান দেখে বিমুগ্ধ হয়েছেন, কোনো কোন দেশের স্ট্রিট ফুড কত মজাদার তার বর্ণনা দিয়েছেন।

স্বাস্থ্যব্যবস্থার হাল ফেরাতে সবাই অনেক ওয়াজ নসিহত করলেও কোনো পণ্ডিতই 'ভেজালমুক্ত পুষ্টিকর পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তার কথা' বললেন না। যদিও স্বাস্থ্যব্যবস্থা বলতে 'পুষ্টিকর পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তাই মুখ্য। আগে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে, চিকিৎসা তো রোগে পড়ার পর। রুগী ধরে সুস্থ করাটা স্বাস্থ্যব্যবস্থা তথা রোগ উপশমের একটা অংশমাত্র।

ভাবখানা এমন যে, ভেজালমুক্ত পুষ্টিকর ও পর্যাপ্ত খাবার আমরা সহজেই জোগাড় করতে পারি এবং সবার বাড়িতে ফিলটার আছে বা বোতল, জার ভর্তি পানি কিনে খাই-ই ওসব আর স্বাস্থ্যব্যবস্থার মধ্যে ঢুকিয়ে কী হবে?

.... মানে, দিনের বেলা যখন এমনিই এত আলো, তখন সূর্যের আর কী দরকার? চাঁদই বেশী কাজের!

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই টকশো একটা চোখেও দেখতারি না

০৮ ই জুন, ২০২২ সকাল ১১:৩১

জুল ভার্ন বলেছেন: আমি হলাম অস্থির প্রকৃতির টিভি দর্শক। প্রতি মিনিটেই চ্যানেল বদলাই। হঠাতই চোখে পরলো। আমার পরিচিত একজন সেই টক শোতে থাকায় কিছুক্ষণের জন্য দেখেছিলাম।

২| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:২৪

আমি ব্লগার হইছি! বলেছেন: টক শো দেখে মূল্যবান সময় নষ্ট করবেন না। অন্য কোন কাজ না পেলে ঘরের কাজে সাহায্য করবেন।

০৮ ই জুন, ২০২২ সকাল ১১:৩২

জুল ভার্ন বলেছেন: একদম ঠিক বলেছেন।

৩| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কৌতূকের আড়ালে বৃদ্ধিবৃত্তি ভাল বূঝালেন দাদা ভাল থাকবেন

০৮ ই জুন, ২০২২ সকাল ১১:৩২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিকই বলেছে এটা বুদ্ধিবৃত্তিক বলদামি।

০৮ ই জুন, ২০২২ সকাল ১১:৩২

জুল ভার্ন বলেছেন: নিঃসন্দেহে।

৫| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
prevention is better than cure.
এই সহজ সত্য কথাটা ওদেরকে আবারও
শিখাইতে হইবে!

০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:২৪

জুল ভার্ন বলেছেন: অবাক বিস্ময়, এই সহজ সরল বিশয়টা কোনো আলোচকই বললেন না। সবাই নিজের কথা বললেন, বিদেশের অভিজ্ঞতা বর্ণনা করলেন।

৬| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:১১

শূন্য সারমর্ম বলেছেন:

টকশো শুনলে মনে হয়,মানুষের কথার দাম এত কম হয় কি করে!

০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:২৫

জুল ভার্ন বলেছেন: সত্যিই, এতো সস্তা বালখিল্য বক্তব্য দেওয়ার জন্য ওদেরকে ডাকে! আর আমরাও সেইসব দেখে সময় নষ্ট করি!

৭| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:২৬

রানার ব্লগ বলেছেন: আমি টকশো শুনি না বা অনুসরন করি না !!! এর থেকে বসে বসে হিরো আলমের গান শোনা অনেক শ্রুতি মধুর !!!

০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৬

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ চমৎকার বলেছেন। =p~

একটা জিনিস খেয়াল করে থাকবেন, হিরো আলম এবং ডক্টর মাহাফুজুর রহমান কাউকে কেয়ার করেনা-ওরা ওদের মতো চালিয়ে যাচ্ছে!

৮| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: সেরাম শিরোনাম হয়েছে।হেহেহৈ

০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৫১

জুল ভার্ন বলেছেন: শ্রেষ্ঠদের জন্য একটু আধটু অমন টাইটেল দিতেই হয়! =p~

৯| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভেজালমুক্ত পুষ্টিকর খাবার ও বিশুদ্ধ পানি
ঢাকায় এই দুই বস্তুর দেখা পাওয়া মুসকিল

০৮ ই জুন, ২০২২ দুপুর ১:০২

জুল ভার্ন বলেছেন: শুধু ঢাকায় নয়, গোটা বাংলাদেশে সাধারন মানুষের জন্য বানিজ্যিক খাদ্য-পানীয় প্রতিষ্ঠানে নাই।

১০| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভেজালমুক্ত খাবারের জন্য সবাই বিদেশের কথা বলবেন, অর্থাৎ ভেজালমুক্ত খাবারের জন্য বিদেশে চলে যেতে হবে। এক মাস বিদেশে ভেজালমুক্ত খাবার খেয়ে বাদবাকি ১১ মাস দেশে কি খাবো?

পোস্টে +++

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:০৩

জুল ভার্ন বলেছেন: সত্যিই তাই, উদাহরণগুলো তাদের জন্যই যারা দেশীয় পণ্য ছুঁয়েও দেখেনা।

মন্তব্যে এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

১১| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লাগেনি।

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:০৫

জুল ভার্ন বলেছেন: মনে খেদ কিম্বা ক্ষোভ থাকলে ভালো না লাগারই কথা। =p~

১২| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামে সহমত।

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:০৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:৩২

নূর আলম হিরণ বলেছেন: তাদের মগজে যতটুকু কুলিয়েছে ততটুকুই বলেছে।

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:৫০

জুল ভার্ন বলেছেন: আসলেই বিষয়টা মগজের।

১৪| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখি। বলতে পারেন আপনি আমার পছন্দের ব্লগারের তালিকায় ১০ জনের মধ্যে ১ জন।।কিন্তু আপনার পোস্টে যখন আমাদের বিনা অপরাধে গালি দেয়া হয় আর আপনি চুপ থাকেন তখন খারাপ লাগে। আমার জানা মতে আমি কোনদিন কাউকে অসম্মান করিনি।

০৯ ই জুন, ২০২২ সকাল ১০:১৪

জুল ভার্ন বলেছেন: প্রিয় মোহাম্মদ গোফরান, প্রথমেই বলে নেই- আমি কার প্রিয় কিম্বা অপ্রিয় ব্লগার তা নিয়ে বিন্দুমাত্র কৌতূহল নাই। আমি নিজেকে কখনো কতো নম্বরের কিম্বা ব্লগের সর্বকালের সর্বশ্রেষ্ট দূরের কথা- একজন নগণ্য পাঠক ব্লগারের বেশী কিছু ভাবিনা। আমি আমার মতো লিখি, কোনো সিন্ডিকেটবাজী করিনা। অন্যায়কে অন্যায় এবং ভালোকে ভালো বলার সৎ সাহস আছে।

আপনি লিখেছেন, "আপনার পোস্টে যখন আমাদের বিনা অপরাধে গালি দেয়া হয় আর আপনি নিশ্চুপ থাকেন তখন খারাপ লাগে"। প্রথমত আপনার মন্তব্যে "আমাদের" শব্দ নিয়েই জানতে চাই- আমাদের বলতে কি বোঝাতে চেয়েছেন? আপনি কি কোনো সিন্ডিকেট ভুক্ত?- এই প্রশ্ন আপনার মন্তব্যের জের ধরেই করছি।

দ্বিতীয়ত, আমার এমন একটা পোস্ট দেখান- যেখানে আপনাকে উদ্দেশ্য করে কেউ একটা খারাপ শব্দেও আপনার সমালোচনা করেছে- যেখানে আমি সমর্থন করেছি। জানিনা আপনি কেনো নিজেকে মজলুম ভাবছেন!

আপনি লিখেছেন, আমার জানা মতে আমি কোনদিন কাউকে অসম্মান করিনি।
এই মন্তব্য প্রসংগে আপনার সেকেন্ড লাস্ট পোস্টে আমার একটা মন্তব্যের জবাবে আপনি যে রিপ্লাই দিয়েছিলেন- সেটা কপি করি দিলাম। খেয়াল করে দেখবেন আপনার মন্তব্যে আমাকে আপনি টিজ করেছেন। আপনার টিজ করার বক্তব্যটুক বোল্ড করে দিলাম। আশা করি আপনি দেখে নিজের সম্পর্কে যা বলেছেন- সেটা মিলিয়ে নিবেন।



১. ০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:০২০

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

এক শ্রেণীর স্বঘোষিত সেলিব্রেটি আছেন- যে বা যারা নিজের পোস্টে গড়ে ৪০ টা কমেন্টস পরা নিয়ে গর্ব করে। অথচ সেই আহম্মকের পোস্টে নিজেই কিম্বা তার সিন্ডিকেট সদস্য একাই ৭/৮ টা মন্তব্য করে!

মিলিটারীদের একটা থিউরী আছে- যার নাম "কৌশলগত পশ্চাদপসরণ"। যুদ্ধের ময়দানে এই থিউরী তখনই প্রয়োগ করা হয় যখন সামনে অনিবার্য পরাজয়। আমার ব্যক্তিগত ধারণা, ব্লগ কতৃপক্ষ এখন সেই পরাজয় এড়াতেই "কৌশলগত পশ্চাদপসরণ" করতে চায়। অর্থাৎ ব্লগ কতৃপক্ষ ব্লগ চালনা নিয়ে দোমনায় আছেন।
০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:১৮০

লেখক বলেছেন: অনেক সেলিব্রিটি ব্লগারের পোস্টে একজন ব্লগার একাধিক মন্তব্য করে থাকেন। আপনি শুধু একজন কে দেখলেন!!! জুলভার্ন ভাই আমাকে প্লিজ আর হতাশ করবেন না। আপনার সম্পর্কে আমার ধারণা অনেক উঁচু। একজনই ২০/৩০ টা মন্তব্য করার কারণে অন্য সেলিব্রিটি দের গড় মন্তব্য কত হবে তা হিসেব করার সবিনয়ে নিবেদন জানাই। কার কথা বলছেন আমার জানা নেই। তবে আমি মনে করি উনি কত মন্তব্য পেয়েছে তা দিয়ে উনাকে মূল্যায়ন না করে কত মন্তব্য করেছেন তা দিয়ে মূল্যায়ন করা হোক। ব্লগে মন্তব্যকারীদের মূল্যায়ন বেশি হওয়া উচিৎ মনে করি। কারণ মন্তব্য না পাওয়াই অনেকে হতাশায় লেখা বন্ধ করে দিতে পারেন।

১৫| ০৯ ই জুন, ২০২২ সকাল ১০:১৯

জুল ভার্ন বলেছেন:

১৬| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ওটা আপনি ভুল বুঝেছেন
আমি একজন সিনিয়র ভাইকে কেনো টিজ করতে যাব??
আপনি আরেকটু গভীর ভাবে চিন্তা করলে বুঝবেন আমি করেছি।
যাই হোক আপনি কষ্ট পেলে আমি দুঃখিত।
তবে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আমায় ভুল বুঝেছেন। তাড়াহুড়ো করতে গিয়ে মন্তব্য অগোছালো হয়েছে। পরবর্তী থেকে আমি এলার্ট থাকবো।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৯

জুল ভার্ন বলেছেন: আমি আপনার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছি। যেহেতু আপনি বলেছেন- তাড়াহুড়ো করতে গিয়ে মন্তব্য অগোছালো হয়েছে। সেটাই বিশ্বাস করলাম। ধন্যবাদ।

১৭| ১০ ই জুন, ২০২২ রাত ১১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে ওনাদের দোষ নাই। টক শোর বুদ্ধিজীবীদের বাসায় ভেজালমুক্ত পুষ্টিকর খাবার সব সময় থাকে। তাদের বাসার পানি বৈদ্যুতিক ফিল্টারের মাধ্যমে পরিশোধন করা হয় অথবা তারা বোতলজাত পানি কিনে খেয়ে থাকেন। এগুলিকে তারা দিনের ফ্রি আলোর মত মনে করেন।

১১ ই জুন, ২০২২ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। বেশীর ভাগ টকমারানীদের সাথে আমজনতার কোনো যোগসূত্র নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.