নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

God made village & man made Town...

১১ ই জুন, ২০২২ সকাল ১০:৩৫

God made village & man made Town...



ক্যাডেট কলেজে পড়ার সময় আন্তঃ ক্যাডেট কলেজ বিতর্ক প্রতিযোগিতায় "বাংলা বিতর্ক"র বিষয় ছিলো- 'গ্রাম্য জীবন বনাম শহুরে জীবন' আমি বলেছিলাম গ্রাম্য জীবনের পক্ষে.... আমি আমার বক্তব্য শুরু করেছিলাম উইলিয়াম কপার এর- God made the country, and man made the town.
What wonder then that health and virtue, gifts
That can alone make sweet the bitter draught
That life holds out to all, should most abound
And least be threaten'd in the fields and groves?....I want to say - God made village & man made Town....The creator can be found in the midst of natural beauty ....
তুমুল করতালির মাঝে আমি যুক্তি দিয়ে এবং প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম- সৃষ্টি কর্তার সৃষ্টিই সেরা, প্রকৃতিই শ্রেষ্ঠ সুন্দর।



এবার গ্রামে এসেছি চার বছর পর। অনেক কিছু বদলে গেছে গ্রাম্য ঐতিহ্যের। গ্রামের মানুষের মধ্যেও এখন শহুরে কালচার। তবুও
সৃষ্টি কর্তার সৃষ্টি কতো সুন্দর তার প্রমাণ পাওয়া যায় আমাদের গ্রাম বাংলায়। পোস্টের সাথে সংযুক্ত ফার্ন(পরগাছা) গুচ্ছ প্রাকৃতিক ভাবেই জন্ম হয়েছে.... অথচ ঢাকার একটা নার্সারি থেকে আমি এই ফার্ন চারা ৫০০ টাকায় কিনে চার পাঁচ বছর পরিচর্যার পরেও ফুল ফোটাতে পারিনি.....অথচ কারো কোনো পরিচর্যা ছাড়াই এমন অসংখ্য ফুলে ফুলে শোভিত হয়ে হয়ে আছে!! বৃষ্টিস্নাত ফুলগুলো থেকে যেনো ফোটায় ফোটায় সৌন্দর্য্য চুইয়ে পরছে!

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: খুবই ভালো কথা বলেছেন।
ফুলটির নাম ফক্সটেইল অর্কিড, প্রকৃতিতেই প্রচুর হয়।

১১ ই জুন, ২০২২ দুপুর ১:২৩

জুল ভার্ন বলেছেন: ফক্সটেইল অর্কিড, ধন্যবাদ জানাই ফুলের নাম জানানোর জন্য।

২| ১১ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সবকিছুই মনে হচ্ছে পরিবর্তনশীল

১১ ই জুন, ২০২২ দুপুর ১:২৪

জুল ভার্ন বলেছেন: পরিবর্তনশীল নাহলে জীবন জগত স্থবির হয়ে যেতো।

৩| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: আমার বড় ভাই পাবনা ক্যাডেট কলেজে লেখাপড়া করেছেন?
আপনি?

১১ ই জুন, ২০২২ দুপুর ১:২৫

জুল ভার্ন বলেছেন: আমি ঝিনেদাহ ক্যাডেট কলেজ থেকে পাশ করেছি।

৪| ১১ ই জুন, ২০২২ দুপুর ২:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সৃষ্টি কর্তার সৃষ্টিই সেরা।

১২ ই জুন, ২০২২ রাত ৯:১৬

জুল ভার্ন বলেছেন: অবশ্যই।

৫| ১১ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৮

শেরজা তপন বলেছেন: ফার্ন এর ফুলগুলো চমৎকার- দেখিনি কখনো

১২ ই জুন, ২০২২ রাত ৯:১৬

জুল ভার্ন বলেছেন: গ্রামের বনে জঙ্গলে অহরহ দেখা যায়।

৬| ১১ ই জুন, ২০২২ রাত ৯:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সৃষ্টি কর্তা ছাড়া কেউ কিছুই সৃষ্টি করতে পারেনা।
একমাত্র সৃষ্টি কর্তাই সব সৃষ্টি করেন, মানুষ শুধুমাত্র
রূপান্তর ঘটায়।

১২ ই জুন, ২০২২ রাত ৯:১৭

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

৭| ১২ ই জুন, ২০২২ সকাল ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: ফক্সটেইল অর্কিড গুলো কি সুন্দর!
এখনো গ্রামে গেলে পথপাশে ফুটে থাকা বুনোফুলগুলোর প্রতি আমি তাকিয়ে থাকি। শহরে হাঁটাচলা করার সময় কোথাও কোন ফুল চোখে পড়লেও, একটু থেমে সমীহ করি। মানুষের জন্য যেমন প্রকৃ্তির মায়া আছে, প্রকৃ্তির জন্যেও তেমন মানুষের মায়া থাকলে আমাদের এ সুন্দর দেশটা আরও সুন্দর হতো।
ছবিগুলোর নীচে দুটো কথা লিখে দিলে ভালো হতো।
পোস্টে চতুর্থ প্লাস। + +

১২ ই জুন, ২০২২ রাত ৯:১৯

জুল ভার্ন বলেছেন: জ্বি ভাইয়া আপনার মন্তব্যের সাথে একমত। ছবির ক্যাপশন পরিচিতি দেয়া উচিত ছিলো। ভবিষ্যতে মনে রাখবো। ধন্যবাদ প্রিয় শ্রদ্ধেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.