নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আমার ঘর, আমার বাড়ি....
"মানুষ 'ঘর ঘর' করে গলা শুকায়। একখানা ঘর আর কতখানিই বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়!" - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ঘর আর বাড়ির মধ্যে পার্থক্যটা একটু অন্য রকম ভাবে বুঝতে শিখি যখন প্রথম বাড়ি থেকে দূরে থাকতে শুরু করি। আগে বাড়ি বলতে মনে হতো যেখানে রোজ স্কুল থেকে ফিরি। আর ঘর হলো সেই বাড়িতে একটা কামরা যেখানে আমার পড়ার টেবিল আছে। আমার ঘুমানোর জন্য খাট বেড আছে। যেখানে চুপটি করে মনেমনে বানিয়ে নেওয়া যায় গোটা এক পৃথিবী, বাড়ির আর সকলের অজান্তে।
যখন সেন্ট জোসেফ স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হলাম তখন থেকেই আমার হোস্টেল জীবন শুরু। তখন আমার ঘর হলো- ইচ্ছেমতো পড়ার চেয়ার টেবিল ছেড়ে যেখানে বিছানার ওপর অগোছালো পড়ে থাকতো বই, জামাকাপড় থেকে শুরু করে বুবুর জন্য একাকী কান্না... হেরে যাওয়া, হারিয়ে যাওয়া আর ওলোট পালট সব কিছু। তখন বুঝতাম বাড়ি সকলের, আর ঘর শুধু আমার।
সপ্তম শ্রেণীতে ভর্তি হই ক্যাডেট কলেজে। পড়ি স্কুলের ক্লাস সেভেনে কিন্তু আমি ছাত্র কলেজের! সেখানে না ছিল বাড়ি আর না ঘর-ছিল শুধু কঠিন নিয়মের বেড়াজাল! পড়ায় ডিসিপ্লিন, খাওয়ায় ডিসিপ্লিন, খেলায় ডিসিপ্লিন এমনকি ঘুমানোতেও ডিসিপ্লিন।লেফট রাইট লেফট.... লেফট রাইট লেফট.... পিটি, ক্লাস, এসেম্বলি, রিডিং, গেম, ডাইনিং, প্রেয়ার, স্লিপিং সব কিছুর জন্যই আলাদা আলাদা ড্রেস। বেডরুম, বাথরুম, খেলার মাঠ কোনো কিছুই আমার নয়, সব আমাদের। সর্বত্রই য়্যাটেনশন আর 'সিংগেল লাইন ফলিং'-আরো কতো কী! কিন্তু কিছুই যেন নিজের নয়।
বিশ্ববিদ্যালয় জীবন সম্পুর্ণ উন্মুক্ত- "কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা"! কিন্তু জীবন আমার, ভালো মন্দ আমাকেই বেছে নিতে হয়। এখানে কেউ অবিভাবক নেই, নিজেই নিজের অবিভাবকত্বে বিশ্ববিদ্যালয় জীবন শেষে কর্ম জীবন। পেশাগত জীবনের কমবেশি সাফল্যের ধারাবাহিকতায় নিজেরই একটা বাড়ি হলো। পৈত্রিক বাড়ি ছেড়ে নিজের বাড়িতে...
সব কিছুই নতুন।
নিজের সংসার।
শুধু আমিই পুরাতন।
আবার বাড়ি ভেংগে ফ্ল্যাট বাড়ি। একই বিল্ডিংয়ে বিভিন্ন জেলার মানুষ - সবাই মালিক। কেউ কারোর নয়, আবার সবাই সবার! যার যার বন্ধ দড়জার ভিতরেই যার যার জগৎ সংসারের মধ্যেই এক নতুন কসমোপলিটান লাইফ।
দেখতে দেখতে কেটে গেছে অনেক সময়।
বদলে গেছে সবকিছু। বদলে গেছে আমার ঘর, আমার বাড়ি....
সারমর্মঃ কোনো কিছুই আমার নয়....এই জীবনে কিছুই নিজের নয়, কেউ কারোও নয়। কেবল নিজেই নিজের।
১৪ ই জুন, ২০২২ সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ লিটন।
২| ১৪ ই জুন, ২০২২ সকাল ১০:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
খুব কম মানুষই নিজের হতে পারে।
১৪ ই জুন, ২০২২ সকাল ১১:০৬
জুল ভার্ন বলেছেন: গভীর ভাবে চিন্তা করলে আপনার কথাও সত্য।
৩| ১৪ ই জুন, ২০২২ দুপুর ১২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এইতো জীবন এইতো জীবন সংসার। এমন করেই কেটে যায় অফুরন্ত বেলা
১৪ ই জুন, ২০২২ দুপুর ২:৪৮
জুল ভার্ন বলেছেন: এভাবেই একসময় শেষ হবে জীবনের সকল লীলাখেলা।
৪| ১৪ ই জুন, ২০২২ দুপুর ১২:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরের যায়গা পরের জমি
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সে ঘরের
মালিক নই!
(আব্দুল আলীমের গাওয়া
পল্লীগীতি)
সুত্র দিলাম
পরে কইয়েন না
এটা কপি পেষ্ট!
সকাল ১০টার পোষ্ট ২.৩০ মিনিটেও ২ নম্বরে!
সামু কি খুড়িয়ে খুড়িয়ে চলে?
১৪ ই জুন, ২০২২ দুপুর ২:৫৮
জুল ভার্ন বলেছেন: নুরু ভাই, জীবন ও জীবিকার তাগিদে মানুষের কর্মব্যস্ততা বেড়ে গিয়েছে। এই আক্রার বাজারে আগে রুটি রুজিরোজগার এর ধান্ধা, তারপর সৃজনশীলতা, কবিতা সাহিত্য বিনোদন।
আস্তে আস্তে স্যোশাল মিডিয়া থেকেও মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। জীবন চলেনা, তবুও সামু যেভাবেই হোক চলছে - আপনি ছড়া কবিতা লিখে নিজের সৃজনশীলতা প্রকাশ করতে পারছেন, আমরা পাঠকরা তা পড়ে মুগ্ধ হচ্ছি, খুনসুটি, রাগ অভিমান করেও আন্তঃমহাদেশীয় নাগরিকদের নিয়ে একটা পরিবার হয়ে স্যোশাল মিডিয়ায় নিজেদের সরব রাখছি- আমাদের জীবনে বিনে পয়সায় আর কি এমন প্রাপ্তি আছে বলেন?
৫| ১৪ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৩
অপু তানভীর বলেছেন: ঘর আর বাড়ির পার্থক্য আমিও টের পাই যখন প্রথম ঢাকাতে আসি । গ্রামে আছে আমার বাড়ি আর ঢাকাতে আছে আমার ঘর । যদিও এই ঘরের মালিক আমি না তবুও এটা আমারই ঘর । এখানে নিজের মত করে থাকতে পড়তে ঘুমাতে পারছি !
১৪ ই জুন, ২০২২ দুপুর ২:৫৯
জুল ভার্ন বলেছেন: এটাই জীবনের ধর্ম, জীবনের স্বার্থকতা।
৬| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: সারমর্মটা সহী লিখেছেন।
১৪ ই জুন, ২০২২ রাত ৯:১৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: দার্শনিক হয়ে যাচ্ছেন!!!!!
১৪ ই জুন, ২০২২ রাত ৯:২০
জুল ভার্ন বলেছেন: একজন সাধারণ মানুষ হিসেবেই নিজেকে ভাগ্যবান মনে করি।
৮| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: অনন্ত কাল মাটির ঘরেই থাকিতে হবে।
১৪ ই জুন, ২০২২ রাত ৯:২২
জুল ভার্ন বলেছেন: যখন যেখানে যেমন কোনো আফসোস নাই, জীবন এবং মরনের সংরক্ষক তিনিই যিনি সব কিছুর নিয়ন্তা।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২২ সকাল ১০:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক ভাবনার জায়গা দাদা ঘর আর বাড়ি----------------