নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

গল্পটা পুরানো, আপনারা অনেকেই জানেন- তবু বলছিঃ-

১৬ ই জুন, ২০২২ সকাল ৯:৩২

গল্পটা পুরানো, আপনারা অনেকেই জানেন- তবু বলছিঃ-

দুজন মানুষ ক্রমাগত কাজ করে যাচছিলে, একজন গর্ত খুঁড়ছিলেন, আর একজন গর্ত বুজিয়ে যাচ্ছিলেন....
রাস্তার পাশে দাঁডিয়ে দেখতে থাকা নিবিষ্ট মানুষেরা প্রশ্ন করলেন- আপনারা কী করছেন?

শ্রমিকদের মধ্যে একজন বললেন- "আমরা ডিউটি করছি। তিনজনের গ্রুপ আমাদের। একজন গর্ত খুঁড়ি, একজন গাছ লাগান, আরেক জন গর্ত বোজান। গাছ লাগানোর লোকটি আজ ছুটিতে। আমরা দুজন ডিউটি করে চলেছি!"

দর্শকেরা বাহবা দিয়ে চলে গেলেন

দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে বিশ্ব এভাবেই চলছে...

গর্ত খোঁড়া মানুষটি আমি শ্রমিক।

গর্ত বোজান লোকটি আমরা সাধারণ মানুষ।

গাছ লাগানোর দায়িত্ব যার তার ছুটি কোনো দিন শেষ হয়না......

রাজনীতিবিদ, প্রশাসন, বুদ্ধিজীবী, সাংবাদিক, পুলিশ....যাদের কাজ হচ্ছে যে গাছগুলো লাগানো হয়েছিল -সেই গাছের ফল খাওয়া আর দর্শক হচ্ছেন - আমজনতা।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গল্পটা দারুণ হয়েছে। একেবারে বাস্তব।

১৬ ই জুন, ২০২২ সকাল ১০:২৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৪৮

অরণি বলেছেন: বাস্তবতার নিরিখে লেখা গল্প।

১৬ ই জুন, ২০২২ রাত ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আসলে অন্ধের দেখে চোখে দেখতে পাওয়া একধরনের অপরাধ।
আমাদের চোখ বুঝে থাকতে হবে।

১৬ ই জুন, ২০২২ রাত ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: চোখ মুখ বুজে থেকেও নিরাপদ নই।

৪| ১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর শিক্ষনীয় গল্প।

১৬ ই জুন, ২০২২ রাত ৯:৪০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর গল্প এখনকার চিত্র দাদা

১৬ ই জুন, ২০২২ রাত ৯:৪০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।

৬| ১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৬

অপু তানভীর বলেছেন: এই গর্ত খোড়া আর বুজানোর ঠেলাতেই দেশে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, গাছ লাগালে না জানি কি হয়ে যেত !
ছুটি যে কবে শেষ হবে কে জানে !

১৬ ই জুন, ২০২২ রাত ৯:৪২

জুল ভার্ন বলেছেন: ছেলে বেলায় পড়েছিলাম, মোল্লা আর দোপেয়াজার গল্প....সেই গল্পের মতো উন্নয়নের গপ্পো শেষ হবে না।

৭| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৩:২৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লড়কে লেংঙ্গে আজাদি ........ শুভ ব্লগিং

১৬ ই জুন, ২০২২ রাত ৯:৪২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৮| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: ভালো।

১৬ ই জুন, ২০২২ রাত ৯:৪২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৯| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০০

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




এখন শুধু গর্তই খোঁড়া হচ্ছে! গর্ত বোজানোর লোকটিও গাছ লাগানো লোকটির মতো ছুটিতে গেছে। :((

১৬ ই জুন, ২০২২ রাত ৯:৪৩

জুল ভার্ন বলেছেন: এই গর্ত হচ্ছে আমজনতার কবর।

১০| ১৬ ই জুন, ২০২২ রাত ৯:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গর্ত বোজানো হলে আবার গর্ত খোড়া হবে,
এভাবে যতবার খোড়া হবে তত বার বোজানো
চলতেই থাজবে।
"চড়ুই পাখি যত বার আসবে যাবে ততবার ফুরুত
চলবে"

১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:০২

জুল ভার্ন বলেছেন: ছেলে বেলায় পড়া গল্পটার কথা সামান্য মনে আছে- ছেলেটার নাম ছিলো ফাহিম.....

১১| ১৭ ই জুন, ২০২২ রাত ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন: জি এস ভাইয়ের সাথে একমত; আজকাল শুধু খুড়ছেই। শুনলাম পাতাল রেলের জন্য নাকি আবার খুড়াখুড়ি শুরু হবে এবার না আবার ঢাকাই ডেবে যায় আমি সে চিন্তায় আছি।

১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:০৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.