নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান.....

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৫

"রাজা সবারে দেন মান,
সে মান আপনি ফিরে পান"-এটাতো সবারই জানা।

আলেকজান্ডার দ্য গ্রেট’ (Alexander the Great) ছিলেন একজন গ্রীক সম্রাট। সুদূর গ্রীস থেকে একের পর এক দেশ জয় করে তাঁর বাহিনী মিশর থেকে উত্তর-পশ্চিম ভারত পর্যন্ত এক বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তিনি একজন অন্যতম সফল সেনা নায়ক হিসেবে ইতিহাসের পাতায় স্থান পেয়েছেন। মাত্র ৩২ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি গঠন করেছিলেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সাম্রাজ্য।
পারস্য বিজয়ের পর ৩২৭ খ্রীস্টপূর্বাব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন। ভারতবর্ষের ইতিহাসে আলেকজান্ডারের ভারত আক্রমণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সে সময় উত্তর-পশ্চিম ভারত অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। প্রথমে আলেকজান্ডার পুষ্কলাবতীর রাজা অষ্টককে, তারপর অশ্বক জাতিকে পরাজিত করেন। অন্যদিকে তক্ষশীলার রাজা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। কিন্তু ঝিলমের রাজা পুরু তাঁর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরাজিত ও বন্দী হন। ইতিহাসে এই যুদ্ধ ‘হিদাস্পিসের যুদ্ধ’ নামে বিখ্যাত হয়ে আছে। এই যুদ্ধে পুরুর প্রবল পরাক্রম দেখে আলেকজান্ডার মুগ্ধ হয়েছিলেন ভীষণভাবে।

আলেকজান্ডারের সামনে বন্দী পুরুকে হাজির করা হলে আলেকজান্ডার নিজে এগিয়ে যেয়ে তাঁকে অভিবাদন জানান। বন্দী পুরুরাজকে আলেকজান্ডার জিজ্ঞাসা করেছিলেন, 'তিনি কি রকম ব্যবহার প্রত্যাশা করেন?'

জবাবে রাজা পুরু জানিয়েছিলেন- "একজন রাজার প্রতি আরেকজন রাজার যেরকম মর্যাদাপূর্ণ ব্যবহার হওয়া উচিত তিনি সেই ব্যবহার প্রত্যাশা করেন।"

আলেকজান্ডার পরাজিত রাজা পুরুকে রাজার মতো সম্মান দিয়ে বন্দী পুরুরাজকে মুক্তি দিয়েছিলেন এবং তাঁর রাজত্ব ফিরিয়ে দিয়ে নিজেও ভারতবাসীর কাছে সম্মানীত হয়েছিলেন।

এই পোস্ট লেখার উদ্দেশ্য ব্লগে ব্লগারের পারস্পরিক অসম্মান করার প্রকটতা!
প্রেক্ষাপট ভিন্ন হলেও কাউকে আঘাত করা, অপমান করাই যেনো কতিপয় ব্লগারের মূখ্য উদ্দেশ্য! এদের অনেকেরই আত্মসম্মানবোধ নাই বলেই অন্যকে সম্মান করতে পারেননা। যাদের নিজেদেরই সম্মান নাই তাই অন্যের প্রতি সম্মানবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে কিভাবে!

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর পোস্ট। কাউকে সম্মান না দিলে নিজেও সম্মান পাওয়া যায়না।

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: দূর্ভাগ্য, আমাদের সেই বোধটুকুও নাই।

২| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


আলেকজেন্ডার মাথায় যুদ্ধ বাদ দিয়ে যদি সৌরজগৎ ডুকানো যেত, ভালো হতো।

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৮

জুল ভার্ন বলেছেন: কেউ কেউ যুদ্ধ করেও বিখ্যাত হতে পারেন তার প্রমাণ আলেক সাহেব! ওনার মাথায় যুদ্ধবিদ্যা দিয়েই সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়ে ছিলেন।

৩| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩০

অপু তানভীর বলেছেন: এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার । নিজেদের নাই সম্মান তাই অন্যের সম্মান এদের সহ্য হবে না ।

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৪

জুল ভার্ন বলেছেন: একদম তাই।

৪| ০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: যারা সম্মানিত হওয়ার যোগ্য হিংসার কারণে তাদের সম্মান কনা করাটাই নিজের জন্য অসম্মানজনক। আপনার পোস্টের সাথে সহমত।


কিন্তু একাত্তরের ঘাতক রাজাকার যুদ্ধা অপরাধী জামাত শিবির ছাড়া। জামাত শিবিরকে লাথানো জুতানো ঠ্যাঙ্গানো ব্লগে জায়েজ।

০৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:২০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: এই পোস্ট লেখার উদ্দেশ্য ব্লগে ব্লগারের পারস্পরিক অসম্মান করার প্রকটতা!
আমাদের সমস্যা হচ্ছে আমাদের মাঝে অনেকেই ব্লগে বড় বড় বয়ান ছাড়েন। কিন্তু নিজে সেটির মূল্যায়ন করেন না। ধমু ধুম করা কথা ঘুরিয়ে ফেলেন। সেইসব ক্ষেত্রে তারা নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করেন।

০৬ ই জুলাই, ২০২২ রাত ৯:১৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট না দেওয়াই ভালো।
অথবা পোষ্টের শেষ প্যারাটুকু বাদ দিলেই লেখাটা প্রানবন্ত হতে পারতো।

০৬ ই জুলাই, ২০২২ রাত ৯:১৭

জুল ভার্ন বলেছেন: এই পোস্ট যদি ব্লগের নীতিমালা সামান্যতম বিচ্যুতির আলামত পায় তবে এডমিন /মডারেটর ব্লগের নীতিমালা প্রয়োগ করতে পারেন।

৭| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৩০

কামাল৮০ বলেছেন: যে সম্মান রক্ষা করতে জানে না তাকে সম্মান দেয় বোকারা।বাবার পরিচয়ে যারা সম্মান পেতে চান তারা সম্মান পাবার অযোগ্য।
স্বাধীন রাজা আর বন্ধি রাজা একই সম্মান পেতে পারে না।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৮| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৪১

ঢিসুম বলেছেন: মোহাম্মদ গোফরান এই ব্লগে জামাত শিবির কোন জায়গায় দেখল? ব্লগের সবাই মনে হয় তার উপর ক্ষেপে আছে কোন কারণে। সে রাগ দেখাবে কাকে? এইজন্য যারা ব্লগে নেই, তাদের উপর রাগ মেটাচ্ছে।

মিস্টার গোফ্রান, আপনি বরং পিয়া জান্নাতুলের শ্লীল ছবি দেখতে থাকুন, মাথা ঠান্ডা হবে।

০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৯

জুল ভার্ন বলেছেন: "বগলে ইট, মুখে শেখ ফরিদ"- সামু ব্লগে কতো বিপ্লবী দেখেছি....যাদের অরিজিন স্বাধীনতা বিরোধী!

৯| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৪

জ্যাকেল বলেছেন: আপনি ঠিক কথাই লিখেছেন ভাইসাহেব। যার নিজের আত্মসম্মানবোধ নাই সেই পারে অন্যকে অসম্মান করতে/হিংস্বাত্বক আচরণ করতে।


@ঢিসুম

চোরের মার বড় গলা জানা আছে না? মওদুদীবাদের ছুপা রুস্তমকে ইগনোর করাই হবে বেস্ট জবাব।

০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.