নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

অশনি সংকেত......

১১ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৫

অশনি সংকেত...

এক সর্বগ্রাসী অন্ধকার ঘিরে রয়েছে চারিদিক...
ঘিরে রয়েছে সম্ভাব্য অসম্ভবের করাল ছায়া!
মুক্তিহীন, গন্তব‍্যহীন, হীনবল প্রজার প্রাণান্তকর পরিস্থিতি...।
পালক নির্বিকার!!
স্থির চিত্তে, নির্দিষ্ট উদ্দেশ‍্যে,
হ‍্যামলিনের সুরে নিয়ে চলেছে নিশ্ছিদ্র অমানিশায়....
কোথাও অখাদ‍্যের তালিকা ধরে....,
কোথাও আপাতসুখের রঙিন স্বপ্নে বিভোর করে...।

আর কতদূর এভাবে....?
আর কতদিন স্বভাবে
চুপ থাকবে তোমরা??

এখনও কি বুঝতে পারছো না,
এক অতল পরিণতির দিকে তলিয়ে যাচ্ছ তোমরা?
প্রতি পলে, প্রতি মুহুর্তে বিভীষিকাময় ভবিষ্যতে ডুবে যাচ্ছে তোমার প্রজন্ম,
ডুবে যাচ্ছে তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা!!

এখনও ছোঁয়াচ বাঁচিয়ে চলতে চাও?
তা বেশ....!
তাই চল..... !
জেনে রেখো - পাশাপাশি সবকটি ঘর পুড়ে যাওয়ার পরে...
আগুন কিন্তু তোমার প্রাসাদোপম অট্টালিকাকেও গ্রাস করবে....।
তোমার জলন্ত অট্টালিকা উদ্ধার করার জন্য কেউ বেঁচে থাকবে না সেদিন!!

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৫

কামাল৮০ বলেছেন: লক্ষ্য ঠিক করে অগ্রসর হতে হবে।সংগঠিত করতে হবে জনগন কে।সতস্ফুর্ত আন্দোলনে শাসকের পরিবর্তন হবে কিন্তু জনগনের লাভ হবে না।

১১ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৮

জুল ভার্ন বলেছেন: একমত। কোনো পরিবর্তনেই লাভ হবেনা যদি আমজনতার ভাগ্যের পরিবর্তন না হয়।

২| ১১ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫২

জ্যাকেল বলেছেন: আমজনতা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ না করলে আল্লাহ ভাগ্য চেঞ্জ করে দেবেন না। কোরআনে স্পষ্ট করে দিয়েছেন।

আপনার কবিতাটা যুক্তিযুক্ত হইয়াছে।

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৬

জুল ভার্ন বলেছেন: মনে হয় আমরা সবাই আফিম খেয়ে অবচেতন হয়ে আছি। চেতনায় ফিরিয়ে আনতে প্রয়োজন তরুণ নেতৃত্ব।

৩| ১১ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০৭

অক্পটে বলেছেন: জনগণের টুিটি চেপে ধরে একজন দেশ চালাচ্ছে। দূর্ণীতিকে উনি ইতিহাসের সুউচ্চে স্হান করে দিয়েছেন। চালের দাম তেলের দাম মাংসের দাম যতোই বাড়ুক এতে লুটেরা প্রজাতির কোন সমস্যা হবেনা। তারা তিনবেলা মাংস দিয়েই খাবে (তথ্যমন্ত্রীর তথ্য) আমাদের মন্ত্রীর চোখে তিন বেলা মাংস খাওয়ারাই হল এদেশের আসলি জনগণ। আর বাকিরা জামাত শিবির।

এই হাইব্রিড গণতন্ত্রের মালিককে হটাতে হলে জনগণকে কিছু মূল্যতো অবশ্যই দিতে হবে। বিনামূল্যে কিছুইতো আসেনি। কিন্তু আমার কথা হল এক হটিয়ে যিনি আসবেন তিনিও যদি তারই মতো হন তাহলে কি লাভ হল।

এই দেশের একজন সত্যিকার অভিবাবক দরকার আমরা তার অপেক্ষায় আছি। আপনার দৃষ্টিতে কাকে অভিবাবক হিসেবে দেখতে ভাল লাগবে। ড. রেজা কিবরিয়া কেমন হতে পারেন।

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৮

জুল ভার্ন বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

ডক্টর রেজা কিবরিয়া সাহেবকে জানার তেমন সুযোগ আমার হয়নি। তবে কয়েকটি টক শোতে ওনার মার্জিত বক্তব্য ভালো লেগেছে।

৪| ১১ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি।

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৯

জুল ভার্ন বলেছেন: আমরা দিশাহারা!

৫| ১১ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌
(ঈ) ইদের পরের দিন এই কবিতা কেন?

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১০

জুল ভার্ন বলেছেন: কবিতার আবার শীতগ্রীষ্ম আছে নাকি! এটা দুই বছর আগে ফেসবুকে লিখেছিলাম।

৬| ১২ ই জুলাই, ২০২২ রাত ১২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমসাময়িক বিষয় নিয়ে
সুন্দর কাব্য!
ভালো লাগলো।

১৩ ই জুলাই, ২০২২ সকাল ৮:১৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৭| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৩৫

রাজীব নুর বলেছেন: কবিতা লিখেছেন? নাকি ভয় দেখাচ্ছেন?

১৩ ই জুলাই, ২০২২ সকাল ৮:১৮

জুল ভার্ন বলেছেন: ভয় পাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.