নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আমার ক্যামেরায় তোলা কিছু ছবি....

১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৫

আমাদের অনেকজন ব্লগার বন্ধু অনেক ছবিব্লগ পোস্ট করেন- দেখে খুবই ভালো লাগে। আমিও কমবেশী ছবি তুলি- বেশীর ভাগই সেল ফোন ক্যামেরায়, মাঝেমধ্যে Nikon D5600 ক্যামেরায়। গত ছয়মাসে দুইবার বরিশাল গিয়েছিলাম- তখন বেশ কিছু প্রাকৃতিক দৃশ্ব্য ক্যামেরা বন্দী করেছিলাম- সেখান থেকে কয়েকটা ছবি শেয়ার করছিঃ


অস্তরাগঃ সন্ধ্যা নদী।



গ্রামীন রাস্তা।



বিষখালী নদী


লঞ্চে দাঁড়িয়ে হুলারহাট।


মাছ ধরা বন্ধ তাই জেলেদের মাছধরা নৌকা ডাংগায় বিশ্রাম।





একদা খড়শ্রোতা হলতা নদী, এখন মৃত খাল।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর হয়েছে দাদা মনেই হচ্ছে না আপনার তুলা ছবি
ভাল থাকবেন

১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:২২

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ কেন মনে হচ্ছেনা- আমার তোলা ছবি? আমি দেখতে খারাপ কিম্বা বয়স্ক মানুষ বলে??

২| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ দারুণ যতসব ছবি!

১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সৈয়দ মশিউর রহমান ভাই।

৩| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২৪

ভুয়া মফিজ বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো। এসব ছবি দেখলে বুকের মধ্যে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব করি। মনে হয়, সব ছেড়েছুড়ে দেশে চলে যাই। পরমুহুর্তেই বাস্তবতার ধাক্কায় হুশ ফেরে।

জীবনটা তেজপাতা হয়ে গেল বিদেশে থেকে। :(

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৩৮

জুল ভার্ন বলেছেন: বিদেশে আছেন, খুব ভালো আছেন - ভুল করেও দেশে থিতু হবার চিন্তা করবেন না। সেই ১৯৮৪ সনে যখন উচ্চ শিক্ষার জন্য লন্ডন যাই- শিক্ষা সমাপ্ত নাকরেই দেশে ফিরে এসেছিলাম অনেক আশা নিয়ে প্রিয় জন্মভূমির জন্য কিছু করে মাতৃঋণ শোধ করার প্রত্যয় নিয়ে। সফলতা আর ব্যার্থতার দোলাচলে এখন জীবন বাঁচাতেই ত্রাহিমধুসূধন অবস্থা!

আমি বাংলাদেশী- এটাই আমাদের রাস্ট্রীয় পরিচয়, আমাদের গর্ব। কিন্তু এই দেশ কি আমাদের? এই দেশে আমরা কেন এত অসহায়? এই প্রশ্নের জবাব যদি কখনো পেয়ে প্রতিকার করতে পারেন- তবেই দেশে ফিরে আসবেন।
শুভ কামনা।

৪| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৮

শেরজা তপন বলেছেন: দ্বীতিয় ছবিটা প্রথমে দিলে আকর্ষনীয় হত(আমার মত)।
বেশ তো- বাদ রাখলেন না আর কিছু :)

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৬

জুল ভার্ন বলেছেন: তপন ভাই, আপনি নিশ্চয়ই জানেন আমার টেকনিক্যাল সীমাবদ্ধতার বিষয়ে! ছবিগুলো মোবাইলে সেভ করা। ওখান থেকে মোট ১৫টা ছবি চুজ করে এড করেছিলাম। শেষ পর্যন্ত এভাবেই করতে পেরেছি অনেক কষ্টে!

৫| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:২২

মোগল সম্রাট বলেছেন: বিষখালি নদীর পাড়ে এতো তাল গাছ!!!

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৮

জুল ভার্ন বলেছেন: না বিষখালী নদীর তীরে তালগাছ নয়। তালগাছের ছবি তুলেছিলাম আমাদের গ্রামে যেতে পথে একটা ধানক্ষেত থেকে। ঠিকমতো ক্যাপশন দিতে পারিনি- এটা আমার অযোগ্যতা।

৬| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৩

নতুন বলেছেন: দেশের প্রাকৃতিক পরিবেশ সব সময়ই মিস করি।

বিদেশে অনেক কিছুই ভালো, জীবনের নিরাপক্তা আছে, সব ভালো কিছুই পাচ্ছি কিন্তু দেশের মাটি, আত্নীয়, বন্ধু, সামাজিক অনুস্ঠান, উতসব খুবই মিস করি।

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩১

জুল ভার্ন বলেছেন: প্রাকৃতিক দৃশ্ব্য আমাদের দেশ থেকেও বিদেশে আরও সুন্দর সাজানো গোছানো! আমাদের দেশে বর্ষার সিজনেই নদী, ক্ষেতখামারে ভালো দৃশ্ব্য দেখা যায়।

৭| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ কবি।

৮| ১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দৃষ্টিনন্দন প্রাণবন্ত ও নান্দনিক ছবি ব্লগ ভালো লাগলো।

১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:১৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। এই ছবি পোস্টের প্রেরণা তুমিই। ❤️

১০| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ক্যামেরায় চিরচারিত বাংলাদেশ ধরা পড়েছে।

১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১১| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে ছবি ব্লগ।

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই। ব্লগে ছবি দেওয়ার প্রেরণা- আপনি, রাজীব আর জুন।

১২| ১৮ ই জুলাই, ২০২২ রাত ২:৪০

কামাল৮০ বলেছেন: আমরা যদি এমন করে ভাবি,বিশ্বের সকল দেশই আমার দেশ,সকল মানুষই আমার জাতি গুষ্ঠি আমি তাদেরই অংশ।তা হলেই আমরা এই সংকীর্ণ জাতিয়তাবাদী চেতনা থেকে বের হয়ে আসতে পারবো।
ছবি ভাল লেগেছে ।নদীগুলো পরিচিত মনে হয়।৭১ রে ঐ এলাকায় অনেক ঘুরেছি। হোসনাবাদ ছিলাম দুই মাসের মতো।নিজাম সাহেবদের বাড়িতে।হোসনাবাদের কাছে এক নদীতে লঞ্চে চড়ে ঢাকায় আসি।

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২০

জুল ভার্ন বলেছেন: "সংকীর্ণ জাতিয়তাবাদী চেতনা থেকে বের হয়ে আসতে পারবো"- বক্তব্যে আমার দ্বিমত আছে। জাতীয়তাবাদ হতে পারে দেশ কিম্বা বৈশ্বয়িক। জাতীয়তাবাদ ছাড়া মানুষের পরিচয় সংকীর্ণ। জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পরে স্থান দেয়া হয়। জাতীয়তাবাদ একটি জাতির সংস্কৃতি রক্ষার্থে ভূমিকা পালন করে এবং জাতির অর্জনসমূহকে সামনে তুলে ধরে।

বৃহত্তর বরিশাল জেলায় তিনটা হোসনাবাদ আছে।
(১) বর্তমান বরগুনা জেলার হোসনাবাদ ইউনিয়ন, বেতাগী উপজেলার আওতাধীন।
(২) পূর্ব হোসনাবাদ, মুলাদি, বরিশাল।
(৩) বরিশাল জেলার গৌরনদী উপজেলাধীন হোসনাবাদ গ্রাম আছে। স্বাধীনতা যুদ্ধের সময় বেতাগী উপজেলার হোসনাবাদ আমিও গিয়েছিলাম মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে অস্র সরবরাহ করতে সহযোগী হিসেবে।

১৩| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২৭

অপু তানভীর বলেছেন: গ্রামীন রাস্তার ছবিটা খুবই পছন্দ হল !

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৩৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.