নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

জীবনকে চিনতে হলে....

১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪৩

জীবনকে চিনতে হলে....

ভোগবাদীতার সুখের এ সংসার হলো ক্ষনিকের মায়া মোহের এক জটিল কারাগার। এখানে মুক্তি নেই, যুক্তি কম, আর চুক্তি পদে পদে। এখানে প্রেম আছে সত্য, কিন্তু তা সীমাহীন নয়। এখানে বিশ্বাস আছে, কিন্তু তা নিশ্ছিদ্র নয়। এখানে ত্যাগ আছে, তাও নিঃশর্ত নয়। এখানে ক্ষমা আছে ঠিকই, কিন্তু সেও নিঃস্বার্থ নয়।
এই লিখিত অলিখিত চুক্তির কারাগারে কেউ ভালো নেই, ভালো থাকতে পারে না। সবাই বিভিন্ন ভাবে ভালো থাকার এক অসাধারণ অভিনয় করে মাত্র।

তুমি কারো দেওয়া কষ্টে কষ্ট পেয়ে কেঁদেছো? আর কেঁদো না একান্তে।
হে প্রিয় নতুন; চলে যাও নদীর কিনারে,
পর্বতের পাদদেশে, সমুদ্র সৈকতে,
সবুজ ক্ষেতের আলে, ঝর্ণার ধারে, অনেক বৃক্ষ মাঝারে একান্ত নিভৃতে।

জীবনের এ অনির্দিষ্ট যাত্রাপথে তোমরা নতুন করে জীবনকে আবিস্কার করবে। জীবনের কত অজানা অচেনা রূপ রং আর রসের সাথে পরিচিত হবে। এ জীবনে তোমরা জীবনের সেই সত্যের অনুধাবন করতে সামর্থ্য হবে, যা ওই ভোগের কারাগারের জীবন তোমাদেরকে আড়াল করে আছে কিছু সস্তা আদিখ্যেতা পূর্বক নানান কায়দায়।

কিন্তু হ্যাঁ, এ পথে নিরাসক্ত হয়ে সবকিছু উপভোগ করতে হবে। ভোগের বাসনা ত্যাগ করতে হবে। জীবনের মায়া ত্যাগ করতে হবে। এখানে রোদ্দুর, অঝোর বৃষ্টি, প্রচন্ড গরম, ঠান্ডা, কাদা রাস্তা, ক্ষুধার জ্বালা সবকিছুর মধ্যেই জীবনের সত্য অনুভব করতে হবে।

(আমি কোনো অনুকরণীয় মানুষ নই, কাজেই আমার ডাকে কাউকে আসতে হবে না, আমি আমার উপলব্ধি প্রকাশ করেছিমাত্র)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


সবাই বন্দি "Invisible Prison "এ-

১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:০৩

জুল ভার্ন বলেছেন: মাত্র দুটো শব্দের সব কথা বলে দিয়েছেন! একটা কবিতা পড়েছিলাম। কবিতা ও কবির নাম মনে নাই, তবে কবিতার কিছু অংশ হুবহু নাহলেও এরকমটা মনে আছে-

"আমরা মুক্ত হয়েও বন্দী
অদৃশ্য কারাগার দ্বারা আমরা আবৃত,
আমরা বলতে চাই,
আমরা স্বধীনভাবে চলতে চাই,
কিন্ত অজানা এক অদৃশ্য সূতোয়
আমাদের হাত পা মূখ বাঁধা।

আমরা বলতে গিয়ে থেমে যাই
চলতে গিয়ে পথ হারাই,
সবকিছু হয়ে যায় এলোমেলো
অসম্পূর্ণই সব রয়ে গেল।

২| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জীবন একটা রহস্যময় সেকেন্টের আগে যা ঘটে
ভাল থাকবেন দাদা---------

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০৪

জুল ভার্ন বলেছেন: "জীবন একটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেত আর প্রতিটি নারী ও পুরুষ সেই মঞ্চের অভিনেতা; এ মঞ্চে প্রবেশপথও আছে আবার বহির্গমন পথও আছে, জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন"- কে বলেছিলেন জানিনা।

৩| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: ব্লগের সবচেয়ে বড় সুবিধা- অন্যের অভিজ্ঞা অর্জন করা যায়।

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৬

জুল ভার্ন বলেছেন: বরং বলা যায়- অভিজ্ঞতা আদান-প্রদান/শেয়ার করা যায়।

৪| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
নিরাসক্ত হয়ে সবকিছু উপভোগ করতে হবে
আমিতো তাই করি। :-B

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৪

কামাল৮০ বলেছেন: সুন্দর উপলব্ধি।

১৯ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর পোস্টে সহমত প্রকাশ করছি । পৃথিবীতে কিছুই নিঃস্বার্থ নয় সব স্বার্থের কঠিন জালে আবদ্ধ তাই চুক্তি ছাড়া মুক্তি নাই ।

১৯ শে জুলাই, ২০২২ সকাল ১০:৩৪

জুল ভার্ন বলেছেন: স্বার্থ নিয়ে সঠিক মন্তব্য করেছেন। নিজের সম্পর্কে চিন্তা করা স্বার্থপরতা নয়, কিন্তু শুধুই নিজের সম্পর্কে চিন্তা করা হলো স্বার্থপরতা। স্বার্থপর মানুষের চেয়ে প্রতারক আর কেউ হতে পারে না। মানুষ এখন অনেক স্বার্থপর। ধন্যবাদ।

৭| ১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: অল্প কথায় চরম সত্য কথা তুলে ধরেছেন। সহমত ভাইজান আপনার সঙ্গে।
শুভেচ্ছা আপনাকে।

১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪০

জুল ভার্ন বলেছেন: কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.