|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
স্যোশাল মিডিয়া আমি কি লিখি....
গত পনেরো বছরের উপর ব্লগে, ফেসবুকে লেখালেখি করি। অবশ্য ছাত্র জীবন থেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিনে নিয়মিত লেখা ছাড়াও কয়েকটি অখ্যাত পত্রিকায় টুকটাক লেখা প্রকাশিত হয়েছে..... 
সোশ্যাল মিডিয়ায় কম বেশি সবাই ফাপর নেয়, কারন এখানে সরাসরি কেউ কাউরে দেখে না, সে যেটা দেখাতে চায় বা বলতে চায় সেটাই আপনার দেখতে পান, শুনতে পান। জাজ করার সুযোগ খুব কম থাকে। এতদিনের অভিজ্ঞতায় বলছি, সবার স্বার্থে নতুন এই পাগল গুলাকে থামানোর চেষ্টা করা উচিত অথবা সবার ইগনোর করা উচিত। 
স্যোশাল মিডিয়ায় লেখার সবচাইতে ভালো দিকটা হচ্ছে ইনস্ট্যান্ট পাঠক প্রতিক্রিয়া পাওয়া যায়, যা প্রিন্ট মিডিয়ায় পাওয়া যায়না। যদিও স্যোশাল মিডিয়ার সিংহভাগ বন্ধুই আমার লেখা পড়েন না। তবু কারণে অকারণে লিখি। মন খারাপ হলেও লিখি। মন উৎফুল্ল থাকলেও লিখি। আমার লেখালেখির নির্দিষ্ট কোনো বিষয় বস্তু নাই- যখন যা মনে আসে তাই লিখি। লোকজ সংস্কৃতি, মিথ, ধর্ম বিশ্বাস, ইতিহাস, রাজনীতি, প্রাচীন সভ্যতা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, আত্মদর্শন, সাহিত্য, প্রবন্ধ সব কিছুই পড়ার আগ্রহ আমার; এসব থেকেই কিছু কিছু বিষয় নিয়েই নিজের মতো লিখতে চেষ্টা করি। অর্থাৎ আমি বারোয়ারি লেখক। কখনওই মনে করি না, স্যোশাল মিডিয়ায় লিখে আমি নজরুল-রবীন্দ্র নাথ হয়ে যাবো। আমার লেখা পড়ে বিশ্ববাসীর কেউ জ্ঞান অর্জন করবেন তেমন ভাবার মূর্খতা আমার নাই। আমি নিজেকে সক্রেটিস, আইনস্টাইন মনে করার ধৃষ্টতা দেখানোর মতো বেকুব নই।
আমার লেখা কতজন পড়ে কয়টা মন্তব্য করেছে, কত হিট হলো- সেগুলো গোনার মতো মানসিকতাও নাই। দুই চারজন যারা আমার লেখা পড়ে মন্তব্য করেন তাতে আমি উৎসাহিত হই। এমনকি  মতামত নেতিবাচক হলেও সেখানে আমার উদ্দেশ্যহীন লেখালেখির কিছুটা সার্থকতা খুঁজে পাই। আমি ভিন্ন মতকে স্বাগত জানাই। ভিন্ন মত আমাদের মননকে সমৃদ্ধ করে সন্দেহ নাই। কিন্তু হীনমন্যতায় ভোগা, মানসিক বিকারগস্তদের আমি এড়িয়ে চলি। 
লেখালেখির আর একটা কারণ, লেখালেখির মাধ্যমে মানুষের সঙ্গে হৃদয়ের একটা সংযোগ তৈরি হয়। আসলে লেখা ছাড়া অন্য কোন উপায়ে না বলা কথা জানানোর উপায় থাকে না। সেই তাড়না থেকেই আমি লিখি। আমাদের চিন্তার আশ্রয় মানসিক অভিজ্ঞতা। প্রতিভা নিয়ে সবাই জন্মগ্রহণ করে না। মানসিক অভিজ্ঞতা সঞ্চয়ের ইচ্ছা ও উৎসাহ আর প্রক্রিয়াটির চাপ ও তীব্ৰতা সহ্য করবার শক্তি অনেকগুলো বিশ্লেষণযোগ্য বোধগম্য কারণে সৃষ্টি হয়। এটা বাড়ে অথবা কমে।
আসলে লেখার ঝোঁকও অন্য দশটা ঝোঁকের মতোই হয়। লিখতে পারাটাও আসলে নির্ভর করে লিখতে শেখার একাগ্রতার ওপর। তবে বিষয়বস্তুর তথ্য-উপাত্ত মজুদ থাকাটাও জরুরী। লিখতে হলে পড়তে হবে। পড়লেই লেখক হওয়া যায় না, এটা সত্যি। তবে লিখতে গেলে প্রচুর পড়াশুনা চাই। একজন ভালো পাঠকই হতে পারে- একজন ভালো লেখক।
আমাকে আমার অতীত প্রচন্ড রকম আকর্ষণ করে। গুরুজনদের বলা গল্প, আমাদের এই শহরের গল্প, শৈশব-কৈশোরের নানা কাহিনী, স্কুল কলেজে, হোস্টেলে ছাত্রজীবনের অনেক ঘটনাই আমার মনের অলিন্দে তোলপাড় করে। তবে পারিবারিক ইতিহাসের অনেকটাই সেই গুরুজনদের বিদায়ের সঙ্গেই বিলুপ্ত হয়েছে। সেইসব তথ্য লিপিবদ্ধ থাকলে পরবর্তী প্রজন্মের কাছে অমূল্য সূত্র হতে পারতো- কিন্তু বলতে দ্বিধা নেই, তেমন লেখার যোগ্যতা আমার নাই।।
তাই যা মনে আসে লিখে যাই স্যোশাল মিডিয়ায়। মনগড়া গল্প নয়, জীবন নামে একটি মহার্ঘ প্রাপ্তি থেকে নেওয়া টুকরো টুকরো শিক্ষা বা ঘটনার গল্প। আমাদের এই প্রজন্মের অনেকেই একই কাজ করছেন। আমরা সবাই মিলে লিপিবদ্ধ করছি এই ইতিহাস। একদিন হয়ত এই ছড়ানো ছিটানো লেখাগুলিকে ভবিষ্যত প্রজন্মের কাছে একটা সময়ের চিত্র তুলে ধরবে। তবে আমার ধারণা, স্যোশাল মিডিয়ার আবেদন এবং আয়ু খুবই সীমিত। 
অথবা, বলা যায়- স্যোশাল মিডিয়ায় যা লিখি এটা আমার ডায়েরি। যে লেখাগুলো জনসমক্ষে বা ভিড় ভাটটায় লেখা পছন্দ করিনা। সেগুলো এখানে লিখে রাখি, যা কোনো মহাজ্ঞানীর মহাজ্ঞান নয়- শুধুই হাবিজাবি.....এইসব লেখালেখির জন্য যদি আমাকে ব্লগ কতৃপক্ষ ব্লক/ব্যান করে তারজন্য কোনো ওজর আপত্তি করবোনা। আমার আইডি ফিরিয়ে দেওয়ার জন্যও ঘ্যানরঘ্যানর করবোনা।
পরিশেষে বলবো- আমি নিখুঁত নই; আমি সব সময় ভুল করি। আমি যা করতে পারি তা হল আমার ভুল থেকে শিখতে, তার দায়িত্ব নিতে, এবং আগামীকাল একটি ভাল কাজ করতে আমার সর্বোচ্চ চেষ্টা করা। 
সবার জন্য শুভ কামনা।
 ২৪ টি
    	২৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:২১
৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:২১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২|  ৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:২৩
৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:২৩
ইসিয়াক বলেছেন: লেখা চলুক অবিরাম। আমরা আসলে প্রতিদিনই শিখি একে অন্যের মাধ্যমে।শেখার ও জানার শেষ নেই। অনেকে কিছুদুর গিয়ে  মনে করে তার সব জানা বোঝা শেষ এটা ভুল ধারনা।
আর বই সব সময় বিশাল জ্ঞানের উৎস। আমি নিজে পড়তে ও লিখতে ভালোবাসি। এগুলোর মধ্যে কোন একটি যদি কারো ভালো লাগে তখন মনের ভিতর তৃপ্তি অনুভব করি। এর বেশি কিছু চাই না।
  ৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:২৫
৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:২৫
জুল ভার্ন বলেছেন: আমরা শেখানোর নামে শিক্ষা দিতে চাই.... তুমি নিঃসন্দেহে ভালো লেখো। শুভ কামনা।
৩|  ৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:৩৭
৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: 
চমৎকার লিখেছেন।
+ রইলো পোস্টে।
  ৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:৪৩
৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪|  ৩১ শে জুলাই, ২০২২  সকাল ১১:৫৫
৩১ শে জুলাই, ২০২২  সকাল ১১:৫৫
মোগল সম্রাট বলেছেন: ভালো লিখেছেন। লেখা চলুক । আমরা আছি আপনার সাথে।
  ৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:০৫
৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:০৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫|  ৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:০০
৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:০০
ফুয়াদের বাপ বলেছেন: ব্লগে আপনার লেখার ক্ষুদে পাঠক। আপনার লেখা থেকে কিছুনা কিছু জানতে পারি-শিখতে পারি। আপনার লেখার ধরন অনুকরনীয়। লিখে যান যতোদিন দেহে থাকে প্রান। 
  ৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:০৫
৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:০৫
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ ফুয়াদের বাপ।
৬|  ৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:০০
৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:০০
অপু তানভীর বলেছেন: তবে সোস্যাল মিডিয়ার লেখালেখির একটা খারাপ দিন আমার মনে হয়েছে । আমরা এখন যে কোন ঘটনার ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া সোস্যাল মিডিয়া ব্লগে প্রকাশ করে ফেলি । যে কোন অন্যায়ের প্রতিবাদও ঠিক একই ভাবে সোস্যাল মিডিয়াতে লিখে ফেলি । এতে করে সাথে সাথেই আমার রাগের একটা বহিঃপ্রকাশ ঘটে যায় । এবং সেই রাগ প্রকাশ করেই আমি নিজেদের মনকে শান্ত করে ফেলি ! ঠিক একই ভাবে দেশে চলতে থাকা অনাচার অনিয়মের প্রতিবারও আমরা ফেসবুক ব্লগে করেই নিজেদের মনকে শান্ত করে ফেলি । ফলে সেগুলো অনলাইনেই থেকে যায় ! কিছু কিছুর ভাইরাল হয়ে হয়তো প্রতিকার হয় নয়তো সেগুলো সেই অনলাইণ পর্যন্তই আটকে থাকে ।
  ৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:১১
৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:১১
জুল ভার্ন বলেছেন: সোস্যাল মিডিয়ার লেখালেখির স্থায়ীত্ব অত্যন্ত ক্ষণস্থায়ি। যেগুলো নিয়ে খুব বেশী ভাইরাল হয়- তাও দুদিন পর সবাই ভুলে যায়। সর্বপরি ফেসবুকে বেশীর ভাগ লেখা না পড়েই লাইক দেয়। 
সত্যি কথা বলতে, কয়েকজন মানসিক বিকারগ্রস্ত ব্লগারের নোংরামিতে আমি ব্লগের প্রতি বিতশ্রদ্ধ হয়ে গিয়েছি!
৭|  ৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:১৯
৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লেখা পড়তে ভালো লাগে।  অনেকেই কিছুই জানতে পারি।  তবে 
কারো লেখা , উপন্যাস থেকে জ্ঞান অর্জন করার প্রবণতা আমার কম।  তাই সেই উদ্দেশ্যে কারো লেখা পড়ি না।  পড়তে ভালো লাগে , এটাই আনন্দের ব্যাপার আমার কাছে। 
শুভেচ্ছা আপনাকে। 
  ৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:৪০
৩১ শে জুলাই, ২০২২  দুপুর ১২:৪০
জুল ভার্ন বলেছেন: তবুও পড়ার অভ্যাস গড়ে তুলুন। আপনার, আমার দেখাদেখি আমাদের পরিবারের ছোটরাও পড়ায় আগ্রহি হবে। 
শুভ কামনা।
৮|  ৩১ শে জুলাই, ২০২২  বিকাল ৩:০০
৩১ শে জুলাই, ২০২২  বিকাল ৩:০০
জটিল ভাই বলেছেন: 
প্রিয় ভাই,
আপনি নিজের যেসকল বৈশিষ্ট্য বয়ান করিলেন তা হতেতো আপনার ব্লগার হইবার তেমন কোনো বৈশিষ্ট্য আছে বলিয়া মনে হইলো না। যদি লিখায় কতগুলো কমেন্ট টানতে পারছে তার হিসাব-কেতাবই না করলেন কিংবা আইডি হারাইয়া ঘ্যানরঘ্যান করার প্রস্তুতিই না রাখেন তবেতো আপনার ব্লগিং করার যোগ্যতাই প্রশ্নবিদ্ধ। যদিও ইহা আমার নয়, জনৈক স্বঘোষিত ব্লগবোধ্যার মতামত 
জটিলবাদ।
  ৩১ শে জুলাই, ২০২২  বিকাল ৩:১৩
৩১ শে জুলাই, ২০২২  বিকাল ৩:১৩
জুল ভার্ন বলেছেন: ভাইরে, পোস্টেই বলেছি, স্যোশাল মিডিয়ায় সবাই ভাব লয়, ফাফর দেয়....তাদের লেখা পড়ে জগতবাসী সবাই আইনস্টাইন হইয়া যায়....আমি আপনি আমজনতা ব্লগার, তাইতো বিশ্ব পণ্ডিত আমাদেরকে ইংগিত করে বলে- "কি লেখে....."!
জনৈকটার পণ্ডিতি দিয়া মাদরাসার পোলাপাইনরা "ঢিলা-কুলুক" এর কাম সারতে পারবে।
৯|  ৩১ শে জুলাই, ২০২২  বিকাল ৩:০৫
৩১ শে জুলাই, ২০২২  বিকাল ৩:০৫
শূন্য সারমর্ম বলেছেন: 
প্রতিদিন কয়টা নতুন লেখা লিখেন?
  ৩১ শে জুলাই, ২০২২  বিকাল ৩:১৪
৩১ শে জুলাই, ২০২২  বিকাল ৩:১৪
জুল ভার্ন বলেছেন: যদিও ইদানিং নতুন লেখা তেমন লিখছিনা, তবে সংখ্যায় আপনার কাছাকাছি থাকতে চেষ্টা করছি....
১০|  ৩১ শে জুলাই, ২০২২  বিকাল ৪:২৪
৩১ শে জুলাই, ২০২২  বিকাল ৪:২৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নাগরিক পথিকের রোজনামচা হচ্ছে স্যোশাল মিডিয়া
  ৩১ শে জুলাই, ২০২২  সন্ধ্যা  ৭:৫৫
৩১ শে জুলাই, ২০২২  সন্ধ্যা  ৭:৫৫
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।
১১|  ৩১ শে জুলাই, ২০২২  রাত ৮:০৬
৩১ শে জুলাই, ২০২২  রাত ৮:০৬
কামাল৮০ বলেছেন: লিখতে থাকুন আমরা পড়তে থাকি।
  ৩১ শে জুলাই, ২০২২  রাত ১০:০২
৩১ শে জুলাই, ২০২২  রাত ১০:০২
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ❤️
১২|  ৩১ শে জুলাই, ২০২২  রাত ৮:৩১
৩১ শে জুলাই, ২০২২  রাত ৮:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার অনেক পড়াশুনা। বিচিত্র ধরণের বিষয়ের উপর আপনি লিখতে পারেন।
কে কি বলল সেটা মনে না রেখে নিজের মত লিখে যান। আপনার অনেক পাঠক এই ব্লগে আছে। ভালো থাকবেন।
  ৩১ শে জুলাই, ২০২২  রাত ১০:০৩
৩১ শে জুলাই, ২০২২  রাত ১০:০৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই ❤️
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:০৮
৩১ শে জুলাই, ২০২২  সকাল ১০:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন দাদা আসলে আমরা সবাই ভুল করি
ভাল ও সুস্থ থাকবেন----------