|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ক্ষয়িষ্ণু ইচ্ছেগুলো.... 
কিছু একটা করবো, অসম্ভব কিছু একটা- 
ভাবতে ভাবতেই সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়। নির্ঘুম রাত কাটে কিছু একটা করার বাসনায়। সেই পথ দিয়ে চলে গেছে সোনালী কৈশোর, ছেলেবেলা, ক্ষয়িষ্ণু যৌবন। পেছনে বাড়তে থাকে নিষ্প্রাণ দেহটি। 
কিছু একটা করতেই হবে।
পাতা ঝরলে পাতা গজাবে না এ শরীরে।
শুধু নাম না জানা নির্ঘুম পাখি ঘোষনা করবে এ শীত একটু বেশিই স্থায়ী হবে, বুঝিবা শেষ হবে না কখনো। 
কিছু একটা করতে হবে ভাবতেই দেখি-
গতির সাথে পাল্লা দিতে গিয়ে পাখনাটাই খসে গেছে। অসমাপ্ত রয়ে গেছে আমার কিছু করার সংকল্প। কমতে শুরু করেছে আয়ুর অঙ্ক।
কত কিছু করার ইচ্ছে.... 
অথচ মিলিয়ে যাচ্ছে বাড়িফেরার পথ। 
বাম অলিন্দ পাথর হতে হতে লিখবে শুধু অর্থহীন দিনের পান্ডুলিপি।
 ২০ টি
    	২০ টি    	 +৯/-০
    	+৯/-০  ২২ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৫১
২২ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৫১
জুল ভার্ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
২|  ২২ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:০৫
২২ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবনকে রেস হিসেবে নিলেই হারার সম্ভবনা বেশী। জীবনকে যদি একটা দুর্গম জায়গায় ভ্রমণের মত মনে করা যায় তাহলে সমস্যা কমে যায়।
  ২২ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:৩৬
২২ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:৩৬
জুল ভার্ন বলেছেন: চাইলেই কি জীবনের গতি নিয়ন্ত্রণ করা যায়....রেস হিসেবে না চাইলেই কি জীবন যুদ্ধের দৌড় থেমে যাবে.... জীবন মানেই প্রতিযোগিতা করে টিকে থাকার প্রানন্তকর চেষ্টা!
৩|  ২২ শে আগস্ট, ২০২২  রাত ৮:০২
২২ শে আগস্ট, ২০২২  রাত ৮:০২
কামাল৮০ বলেছেন: প্রতিযোগিতা নিয়ে দুই রকম বক্তব্য আছে।যে যেটা গ্রহন করে।নিজেকে বড় করলেই অন্যরা ছোট হয়ে যায়।পরবর্তী প্রজন্মের মনোজগৎকে কিছুটা এগিয়ে দিতে পারাই জীবনের সার্থকতা।
  ২২ শে আগস্ট, ২০২২  রাত ৯:২৯
২২ শে আগস্ট, ২০২২  রাত ৯:২৯
জুল ভার্ন বলেছেন: আমিও আপনার সাথে একমত - পরবর্তী প্রজন্মের মনোজগৎকে কিছুটা এগিয়ে দিতে পারাই জীবনের সার্থকতা।
৪|  ২২ শে আগস্ট, ২০২২  রাত ৮:১২
২২ শে আগস্ট, ২০২২  রাত ৮:১২
শূন্য সারমর্ম বলেছেন: 
সময়ের বিবর্তনে মানুষ জীবটাই কাটা পড়ে।
  ২২ শে আগস্ট, ২০২২  রাত ৯:৩০
২২ শে আগস্ট, ২০২২  রাত ৯:৩০
জুল ভার্ন বলেছেন: জীবন জোয়ার ভাটার মতো, তবে কখনো কখনো তা বদ্ধ জলাশয় এর মতো স্থবির হয়ে যায়।
৫|  ২২ শে আগস্ট, ২০২২  রাত ৯:৪৪
২২ শে আগস্ট, ২০২২  রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
চমৎকার লিখেছেন। 
মানুষের তো কতো কিছুই করতে ইচ্ছে করে! ইচ্ছের পথেরা মানুষকে যে কোথায় কোথায় নিয়ে যায়!! কিন্তু পোড়ার পথ কি আর ফুরোয়!!!
  ২৩ শে আগস্ট, ২০২২  সকাল ১০:১৫
২৩ শে আগস্ট, ২০২২  সকাল ১০:১৫
জুল ভার্ন বলেছেন: জী এস ভাইজান, অপূর্ণতাই জীবন। ইচ্ছেগুলো এলোমেলো হয়ে দিন যায়, মাস আসে, বছরও ফুরিয়ে যায়। কিন্তু এসবের কিছুই হয়ে উঠে না। কল্পনা আর বাস্তবের মেলবন্ধন যে ঘটেনা। সম্ভাবনার সকল দ্বার রুদ্ধ করে অধিকাংশ সময় অনলাইনেই কেটে যায়। অথচ দেশী বিদেশী কত শত অসাধারণ বই এখনো পড়াই হয়নি। রবীন্দ্রনাথ-নজরুলকে পড়তেই এক জীবন কেটে যাবে। পড়া হয়ে উঠেনি শেক্সপিয়ার,শেলী, কিটস্, বায়রন,চার্লস ডিকেনস্ লিও টলস্টয়, বার্টান্ড রাসেল, জর্জ বার্ণাডশ, আঁনাতোল ফ্রান্স, উইলিয়াম ফকনার, টি এস ইলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, বরিস পেস্তারনাক, জ্যাঁ পল সাত্রে, পাবলো নেরুদা, গুন্টার গ্রাস, ভি এস নাইপল, গার্সিয়া মার্কেজ, নাগিব মাহফুজ, অক্টাভিও পেজ, অরহাম পামুক সহ বিশ্বসাহিত্যের বরেণ্য লেখকদের মহামূল্যবান অগুনতি সব বই। জীবনের হিসেব থেকে একেকটা দিন ঝরে পড়লেও কল্পনা আর বাস্তবের হিসেবে গরমিল থেকেই যাচ্ছে। জীবন থেকে প্রতিটি মূহুর্ত মহাকালের গর্ভে দ্রুত হারিয়ে যাচ্ছে কিন্তু মূহুর্তগুলোকে নিজের মত করে ফ্রেমে ধরা যাচ্ছে না। হয়তো এই জন্যই তারাশঙ্করের 'কবি' উপন্যাসে চোর-ডাকাত থেকে কবি হয়ে মূল চরিত্র ধারণকারী নিতাইয়ের বিখ্যাত উক্তি, 'জীবন এত ছোট কেনে'। ভালোবেসে মিটল না আশ কুলাল না এ জীবনে'।
৬|  ২২ শে আগস্ট, ২০২২  রাত ১০:২৩
২২ শে আগস্ট, ২০২২  রাত ১০:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: 
এইটা কিন্তু কবিতার মতো লেখা হয়েছে।
  ২৩ শে আগস্ট, ২০২২  সকাল ১০:১৭
২৩ শে আগস্ট, ২০২২  সকাল ১০:১৭
জুল ভার্ন বলেছেন: লিখলাম উপন্যাস- হয়ে গেলো কবিতার মতো!
ছেলে বেলায় আমার প্রিয় চরিত্র ছিলো আলেকজান্ডার। একবার আলেকজান্ডারের ছবি এঁকে বন্ধুদের দেখালাম- সবাই বললো -এটা নজরুলের ছবি!
৭|  ২৩ শে আগস্ট, ২০২২  রাত ১:৫৪
২৩ শে আগস্ট, ২০২২  রাত ১:৫৪
পোড়া বেগুন বলেছেন: 
কবিতার মতো সুন্দর।
  ২৩ শে আগস্ট, ২০২২  সকাল ১০:১৮
২৩ শে আগস্ট, ২০২২  সকাল ১০:১৮
জুল ভার্ন বলেছেন: নারীও নদীর মতো কথা কয়!
৮|  ২৩ শে আগস্ট, ২০২২  সকাল ১০:০২
২৩ শে আগস্ট, ২০২২  সকাল ১০:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর মনের অভিব্যক্তি অথচ সবই সত্য কথন 
সবার বেলাতেই এমন হচ্ছে
কিছু একটা করার ভাবনা ভাবতে ভাবতেই জীবন বুড়োতে
  ২৩ শে আগস্ট, ২০২২  সকাল ১০:২৪
২৩ শে আগস্ট, ২০২২  সকাল ১০:২৪
জুল ভার্ন বলেছেন: হয়তো এই জন্যই তারাশঙ্করের 'কবি' উপন্যাসে চোর-ডাকাত থেকে কবি হয়ে মূল চরিত্র ধারণকারী নিতাইয়ের বিখ্যাত উক্তি, 'জীবন এত ছোট কেনে। ভালোবেসে মিটল না আশ কুলাল না এ জীবনে'।
৯|  ২৩ শে আগস্ট, ২০২২  দুপুর ১২:০৪
২৩ শে আগস্ট, ২০২২  দুপুর ১২:০৪
জটিল ভাই বলেছেন: 
জটিলভাবে অসাধারণ আকুতি।
  ২৩ শে আগস্ট, ২০২২  দুপুর ১২:২৭
২৩ শে আগস্ট, ২০২২  দুপুর ১২:২৭
জুল ভার্ন বলেছেন: শুভ কামনা নিরন্তর।
১০|  ২৩ শে আগস্ট, ২০২২  দুপুর ১২:২২
২৩ শে আগস্ট, ২০২২  দুপুর ১২:২২
জগতারন বলেছেন: 
সুন্দর!
+++
  ২৩ শে আগস্ট, ২০২২  দুপুর ১২:২৭
২৩ শে আগস্ট, ২০২২  দুপুর ১২:২৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ জগতারন।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:১১
২২ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:১১
মনিরা সুলতানা বলেছেন: বাহ কী সুন্দর ভাবে চমৎকার শব্দে উঠে এসছে মনের আকুতি।
ভালোলাগা ভাই।