নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তাওয়াক্কোল আব্দেল-সালাম কারমান.........

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৭

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তাওয়াক্কোল আব্দেল-সালাম কারমান.........

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তাওয়াক্কোল আব্দেল-সালাম কারমান। যখন সাংবাদিকরা তার হিজাব সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং কিভাবে এটি তার বুদ্ধি ও শিক্ষার স্তরের সাথে অনুপাত নয়।
তিনি উত্তর দিয়েছেন:
"প্রারম্ভিক সময়ে মানুষ প্রায় নগ্ন ছিল এবং তার বুদ্ধিবৃত্তিক বিবর্তিত হওয়ার সাথে সাথে তিনি পোশাক পরতে শুরু করেছিলেন আমি আজ যা আছি এবং আমি যা পরে আছি তা মানুষের অর্জন করা সর্বোচ্চ পর্যায়ের চিন্তা এবং সভ্যতার প্রতিনিধিত্ব করে, এবং এটি পিছুটান নয়। এটা আবার জামাকাপড় অপসারণ, এটাই প্রাচীন সময়ে ফিরে আসা।"

(Noble Peace Prize Winner "Tawakkul Abdel-Salam Karman", when asked about her hijaab by journalists and how it is not proportionate with her level of Intellect and education.
She replied:
"Man in early times was almost naked and as his intellect evolved, he started wearing clothes. What I am today and what I am wearing represents the highest level of thought and civilization that man has achieved, and its not regressive. Its the removal of the clothes again, that is the regression back to the Ancient Times.")

তাওয়াক্কোল আব্দেল-সালাম কারমান একজন ইয়েমেনের সাংবাদিক, রাজনীতিক এবং ইয়েমেনের আল-ইসলাহ রাজনৈতিক দলের একজন সদস্য। কারমান একজন মানবাধিকার কর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি “উইমেন জার্নালিস্ট উইথআউট চেইন্স” নামক নারী সাংবাদিকদের একটি দলকে নেতৃত্ব দেন। ২০০৫ সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। কারমান আন্তর্জাতিকাভাবে পরিচিত হয়ে উঠেন ২০১১ সালের ইয়েমেন বিদ্রোহের সময়। তাকে “লৌহ মানবী” ও “বিদ্রোহের মাতা” বলে অভিহিত করে ইয়েমেনের জনগণ। তিনি ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। তিনিই প্রথম ইয়েমেনীয় ও প্রথম আরবীয় নারী হিসেবে এই পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি দ্বিতীয় মুসলিম নারী এবং দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পদক লাভ করেন।
২০০৫ সালে সাংবাদিক হিসেবে কারমান ইয়েমেনে পরিচিত হয়ে উঠেন। তখন তিনি একটি মোবাইল ফোন সংবাদ সেবার মুখপাত্র ছিলেন, ২০০৭ সালে এই সেবাটির লাইসেন্স বাতিল করা হয়। এরপর তিনি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে আন্দোলন শুরু করেন। এছাড়া কারমান আরব বিদ্রোহের স্বপক্ষেও আন্দোলন করেন। তিনি ইয়েমেনীয় রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ-এর বিপক্ষে প্রবল প্রতিবাদী হয়ে উঠেন।

কারমান ১৯৭৯ সালের ৭ ফেব্রুয়ারি ইয়েমেনের মেখলাফে জন্মগ্রহণ করেন। মেখলাফ তাইজ শহরের নিকটেই। তাইজ ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর এবং এখানে অনেক প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কারমান তাইজ শহরেই শিক্ষাগ্রহণ করেন। তার পিতার নাম আব্দেল সালাম কারমান, তিনি একজন আইনজীবী এবং রাজনীতিক। আব্দেল সালাম একসময় ইয়েমেন সরকারের আইন বিষয়ক মন্ত্রী ছিলেন। তাওয়াক্কোল কারমানের এক ভাই, তার নাম তারিক কারমান। তারিক কারমান ইয়েমেনের প্রখ্যাত কবি। তাওয়াক্কোল কারমানের বোনের নাম সাফা কারমান, যিনি আল-জাজিরার সাংবাদিক। কারমানের স্বামীর নাম মোহাম্মেদ আল-নাহমী। তাদের তিন সন্তান।

কারমান ব্যবসা শিক্ষায় স্তাতক এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। ২০১২ সালে তিনি কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন।

২০১০ সালে একটি প্রতিবাদ সভায় একজন মহিলা কারমানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন, তবে কারমানের সমর্থকরা সেটা প্রতিহত করেন। তারিক কারমানের উদ্ধৃতি থেকে জানা যায়, একজন প্রবীণ ইয়েমেনীয় আমলা তার বোন তাওয়াক্কোল কারমানকে ২০১১ সালের জানুয়ারিতে হত্যার হুমকি দিয়েছিল এবং তাকে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ থাকতে বলে।

কারমন পরিবারের পূর্ব পুরুষরা তুরস্কের আনাতোলিয়ার কারামান নামক অঞ্চলে থাকতেন। তুরস্ক সরকার কারমনকে তুরস্কের নাগরিকত্ব প্রদান করে, কারমান ২০১২ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এই নাগরিকত্ব গ্রহণ করেন।

তথ্যসূত্রঃ স্যোশাল মিডিয়া, বায়োগ্রাফি এবং একটা ছবি উইকিপিডিয়া এবং স্যোশাল মিডিয়া।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২০

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

কামাল৮০ বলেছেন: তিনি কি সুন্নি মুসলিম নাকি শিয়া মুসলিম।ইয়েমেনিরা বেশির ভাগ শিয়া।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৭

জুল ভার্ন বলেছেন: যদিও এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে ওনার বেশ কিছু লেখা পড়ে মনে হয়েছে ইনি সুন্নী মুসলিম।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৬

রবিন.হুড বলেছেন: সভ্যতার জয় হোক।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৭

জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৬

মুদ্‌দাকির বলেছেন: যদিও আমার মনে হয় মানুষ কখনো পুরোপুরি নগ্ন ছিল না,
তবুয় উনার সাথে একমত এই ব্যাপারে যে, জামাকাপড় ছেড়ে দেয়াটা একরকম আবার পিছিয়ে পরা।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৫

ঢাবিয়ান বলেছেন: আমাদের দেশে গনমাধ্যমের স্বাধীনতার পক্ষে লড়ার জন্য এমন একজন তাওয়াক্কোল আব্দেল-সালাম কারমান এর বড় প্রয়োজন/

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১১

জুল ভার্ন বলেছেন: একমত। কিন্তু তেমন কেউ এগিয়ে আসলে গুম খুন হয়ে যাবে।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ইদানিং ঐ ব্লাউজ পড়া না পড়ার স্বাধীনতা নিয়ে ফেসবুক ঘোলা হওয়ার পরে আরো একটি ছবি খুব সামনে আসছে।

কেউ কারো চেয়ে কম যেতে রাজি না।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫১

জুল ভার্ন বলেছেন: বিশয়টা রুচির...

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৫

মনিরা সুলতানা বলেছেন: পড়েছিলাম উনাকে নিয়ে। আপনার লেখায় আবার সামনে আসলো উনার জীবন সংগ্রাম।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৬

জুল ভার্ন বলেছেন: ব্লগে হিজাব, বোরকা নিয়ে ক্যাচালের মধ্যে এই পোস্ট দিলাম.....যদি কারোর শুভবুদ্ধির উদয় হয়।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: হিজাব তাঁর নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করেনি। হিজাব যে কোন প্রতিবন্ধকতা না এটা তিনি প্রমাণ করেছেন। যোগ্যতা থাকলে হিজাব কোন সমস্যা না।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৮

জুল ভার্ন বলেছেন: যোগ্যতা থাকুক কিম্বা না থাকুক হিজাব কারোর সমস্যা হওয়া উচিৎ না।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৫

শেরজা তপন বলেছেন: ডি ক্যাপ্রিও শুধু দুর্দান্ত একজন অভিনেতা নন একজন বুদ্ধিমান মানবিক মানুষ তার পাশে উঁনাকে দেখে ভাল লাগল।
আর ভাল লাগল আপনার লেখা।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫১

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ বিস্তারিত লিখার জন্য ৷ উনার একটি নিউজ ফুটেজ CBS এ দেখেছিলাম ৷

১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: একজন লোবেল লরিয়েট যেভাবে মিডিয়ায় কভারেজ পায়- তুলনাআ মূলক ভাবে তাওয়াক্কোল আব্দেল-সালাম কারমান সেভাবে আলোচনায় আসেননি! তারপরও কিছু কিছু নিউজ দেখেছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৫

অপু তানভীর বলেছেন: সাহস আর সত্যের পক্ষে সব সময় পুরো পৃথিবী অবস্থান নেয় ।

আমাদের দেশেও এমন কোন সাংবাদি যদি থাকতো !

১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে আছে সাংবাদিক নামে কিছু পা চাটা দালাল।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একজন সাহসী মহিলা।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: ওনার অনেক লেখা আমি পড়েছি- যা পড়ে ওনাকে শুধু সাহসীই নয়, সৎ এবং একজন প্রকৃত ভালো মানুষ মনে হয়েছে।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬

অক্পটে বলেছেন: ভালো লাগল তার সম্পর্কে বিস্তারিত জেনে। মেয়েরা সাহসী পরোপকারী এবং সৎ হলে শ্রদ্ধায় এমনিতেই মাথা নত হয়ে আসে।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯

জুল ভার্ন বলেছেন: একমত। আমি সৎ সাহসী মেয়েদের সম্মান করি।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৩

শ্রাবণধারা বলেছেন: আপনি কি নিচের ছবির এই হাফপ্যান্ট পড়া বাঙ্গালী বিদুষী মহিলাটিকে চেনেন? আপনার কি ধারনা তিনি জামাকাপড় কম পড়ে পিছিয়ে পরা একজন?

১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যে আমার প্রতি আক্রোশ ফুটে উঠেছে! আমি কি আমার পোস্টে কোথাও নিজের মতামত দিয়ে পোশাক পড়া না পড়ার বিষয়ে বলেছি? আমার ধারণা জানতে না চেয়ে নিজের ধারণা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪২

শ্রাবণধারা বলেছেন: "লেখক বলেছেন: আপনার মন্তব্যে আমার প্রতি আক্রোশ ফুটে উঠেছ!"

জুল ভার্ণ ভাই, একেবারেই নয়। আমার সাধারণ একটি প্রশ্নে আপনি আক্রোশ দেখতে পেয়েছেন বলে অবাক হলাম।

তাওয়াক্কোল কারমানের নোবেল পুরস্কার পাওয়াও আমি অন্য মুসলিমদের মতই অনেক অনেক এবং অনেক খুশী হয়েছি। পোষাক হিসেবে তার হিজাব পরার স্বাধীনতাকেও আমি অত্যন্ত শ্রদ্ধার সাথেই দেখি। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরটা আমার ভাল লাগেনি। এর উত্তরে তিনি তার পোষাক পরার স্বাধীনতা বা সংষ্কৃতির কথা উল্লেখ করতে পারতেন, তা না করে তিনি উল্লেখ করেছেন যে এই পোষাক নাকি মানুষের সর্বোচ্চ চিন্তাশীলতা এবং সভ্যতাকে প্রতিনিধিত্ব করে। অতএব, আমি তার উত্তরে আপনাকে প্রশ্ন করলাম যে, যে নারী হাফপ্যান্ট পরে পার্কে বসে থাকে সে কি সর্বোচ্চ চিন্তাশীলতা এবং সভ্যতাকে প্রতিনিধিত্ব করে না?

সে যাক, আবারো কি আমি আপনাকে বিনীত ভাবে, প্রশ্ন করতে পারি? আপনি কি আমার দেয়া ছবির বৃদ্ধা মহিলাকে চেনেন। দয়া করে উত্তর দিলে খুশি হবো।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৭

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের চমৎকার ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, ছবির মহিলা বিখ্যাত কেউ, কিন্তু আমি রিকল করতে পারছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.