![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কী অপূর্ব সৃষ্টি......
এমন সুন্দর গাছ চোখে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। আরও ভাগ্যবান আমি, দুইটা গাছের মালিক আমি! আমাদের একজন প্রতিবেশী দুটি গাছ আমাকে গিফট করেছেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০
কামাল৮০ বলেছেন: গাছ তিনটি অপূর্ব এতে কোন সন্দেহ নাই।কিন্তু গাছ কি সৃষ্টি হয় না কি জন্মায়।এখানে সৃষ্টি শব্দটাতে আমার একটু সন্দেহ আছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০১
জুল ভার্ন বলেছেন: সৃষ্টি আর জন্মের মধ্যে তফাত খুবই কম- প্রচলিত অর্থে যা এড়িয়ে যাওয়া যেতে পারে।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু মনে হয় ৩ নাম্বার গাছটি কোথাও দেখেছিলাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০২
জুল ভার্ন বলেছেন: ফেসবুকে আমার টাইমলাইনে দেখতে পারেন, নার্সারিতে দেখতে পারেন। কারণ, এই গাছ দুস্প্রাপ্য নয়। যেকোনো ভালো নার্সারিতে পাওয়া যায়।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০
শেরজা তপন বলেছেন: প্রথমটা বাদে বাকি দুটো আপনার?
আপনি অনেক দুর্লভ গাছে লাগিয়েছেন আপনার ছাদ বাগানে- দারুন সখ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: গাছ আমার অন্যতম নেশা!
প্রায় তিন হাজার স্কয়ার ফুটের ছাদে সবজি, ফল-ফুলে আমার ছাদ বাগান বেশ সমৃদ্ধ!
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ দেখি আলপনা বৃক্ষ!! সুন্দর!
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৮
জুল ভার্ন বলেছেন: ভাভাই যায়না- এভাবে কোনো গাছ ন্যাচারাল ডিজাইন করা হতে পারে!
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৪
শেখ রফিকুল হক বলেছেন: খুবই চমৎকার।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৩১
স্বদেশ১ বলেছেন: খুব সুন্দর গাছ। আগেও একবার দেখেছি এমন অনেক সুন্দর সুন্দর গাছ শের এ বাংলা নগর নার্সারি মেলায়।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১০
জুল ভার্ন বলেছেন: হ্যা, নার্সারি মেলায় এমন সুন্দর সুন্দর অসংখ্য গাছ পাওয়া যায়।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫০
বিটপি বলেছেন: এই গাছ গুলোর নাম বলতে পারবেন? আমি একজন অতি প্রিয় মানুষকে গিফট করার জন্য কিনব। আপনি যেরকম আনন্দিত হয়েছেন, তাকেও সেরকম আনন্দিত করার ইচ্ছা করছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৩
জুল ভার্ন বলেছেন: প্রথমটার নাম ভুলে গিয়েছি। দ্বিতীয়টার স্থানীয় নাম বৌ রানী, তৃতীয়টার নাম চিরণ। এই গাছ পাওয়াযাবে আগারগাঁও পুরাতন বিমান বন্দর এলাকার নার্সারিগুলোতে।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গাছগুলো দারুণ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৫
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ তরকারি।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫০
মোহামমদ কামরুজজামান বলেছেন: খুব ভাল লাগল।
ভাই কথা না বলে কিংবা অল্পকথায় মহান সৃষ্টিকর্তার অপূর্ব কিছু সৃষ্টি তুলে ধরেছেন ।
তার এসব সৃষ্টির মাঝেই তার মহত্ম বা শ্রেষ্ঠত্ম ফুটে উঠে।
তবে এসব উপলব্ধি করার জন্য চিন্তাশীল মন জরুরী।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন ভাই। আমি কখনো এইসব বিষয় নিয়ে তর্ক করিনা। যে যা বলে তাকেই ধন্যবাদ দিয়ে নিজ বিশ্বাসে অটল থাকি।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৩
রানার ব্লগ বলেছেন: দ্বিতীয়টা বেশ !!
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
জুল ভার্ন বলেছেন: আসলে কোনোটা কোনওটা থেকে কম সুন্দর নয়!
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
কামাল৮০ বলেছেন: পার্থক্য আকাশ পাতাল।সৃষ্টি হলো,অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা।যেটা। সাধারণত শিল্পী সাহিত্যিকরা করে।আর জন্ম হলোএক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হওয়া বা করা।আরো পেসিফিক সংজ্ঞা আছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৪
জুল ভার্ন বলেছেন: ব্যাখ্যার জন্য ধন্যবাদ ভাইয়া।
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৩
মনিরা সুলতানা বলেছেন: কী অপূর্ব মোহনিয় রূপ !
ভাইয়া নেক্সট ব্লগ ডে তে গিফট করেন আমাকে
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: আচ্ছা একটা দেবো। দুই নম্বর চারা গাছের একটা বাবু জন্ম নিচ্ছে....ওটা আপনাকে দেবো।
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩২
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
অপূর্ব! অপূর্ব!
মানুষ রঙ তুলি দিয়ে আল্পনা আঁকে যা ধুয়ে মুছে যায় একসময়। আর প্রকৃতি আঁকে চিরস্থায়ী করে- জীবন্ত রূপে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪০
জুল ভার্ন বলেছেন: স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে তার্কিক ছিলাম....কলেজে একবার তর্কের সাবজেক্ট ছিলো "শহুরে জীবন বনাম গ্রাম্য জীবন"। আমি গ্রাম্য জীবন নিয়ে বলে সেরা তার্কিক নির্বাচিত হয়েছিলাম।
অসাধারণ সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইজান।
১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯
জগতারন বলেছেন:
সুন্দর!
লাইক!!
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯
জগতারন বলেছেন:
সুন্দর!
লাইক!!
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। আমার পোস্টে লাইকের আকাল....আপনার প্রতি কৃতজ্ঞতা।
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩০
অপু তানভীর বলেছেন: শেষ গাছটার পাতাটা আসলেই চমৎকার । এই রকম পাতা তো আগে দেখি নি ।
গাছটার নাম কী?
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৬
জুল ভার্ন বলেছেন: আমাদের দেশের নার্সারিতে চিরন নামে পরিচিত।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন!