নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কে আমি?.....
Jean-Paul Charles Aymard Sartre (আমরা সংক্ষেপে বলি- জ্যা পল সাত্রে) নাম ভুলে যাওয়া একটা উপন্যাসে পড়েছিলাম, জার্মানীর অর্ধ অধিকৃত ফরাসীদের নিয়ে।
'হিটলারের সৈন্যরা প্যারিস দখল করে নিয়েছে। কয়েকশো মাইল দূরে একদল ফরাসী সৈন্য দিনের পর দিন অপেক্ষা করছে বিজেতাদের হাতে বন্দী হবার জন্য। তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব গেছে হারিয়ে। তাদের স্বদেশ নেই, তাদের নেই জাতীয় স্বকীয়তা, তারা আর মানুষ নয়, শুধু পরাজিত সৈনিক।এমন এক যুদ্ধে পরাজিত, যে যুদ্ধ তারা বাধায় নি। যে যুদ্ধ ঘোষণা করার সময় তাদের মতামত নেওয়ার প্রশ্ন জাগেনি কারুর মনে। যে যুদ্ধ জিতবার সুযোগ কিম্বা শত্রুকে মারবার সুযোগ পর্যন্ত তারা পায়নি।'-
এই পর্যন্ত সাত্রের লেখা।
আজকের এই আমি।
আমার মনে হয় তেমনি একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি। আমার মনে হয় আমি সেই রকম
একজন পরাজিত সৈনিক। আমার চারিদিকে কেবল প্রশ্নের বূহ্য - কে আমি?
কি আমি?
কোথায় আমি?
কেন আমি?
কার জন্য আমি?
যুদ্ধ মানেই তো ক্ষয়, ধ্বংস, হাহাকার, যণ্ত্রণা।
(অনেক দিন আগে সাত্রের লেখাটা পড়েছিলাম,
আজ মনে পড়লো তাই শেয়ার করলাম)।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩
জুল ভার্ন বলেছেন: আধ্যাত্মিক পোস্ট!
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬
সোনালি কাবিন বলেছেন: মরু ভাইয়ের মত আমারো মাথার উপরে দিয়ে গেলো ।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১০
জুল ভার্ন বলেছেন: ভাগ্যিস মাথার উপ্রে পরে নায়- তাইলেতো এটেম্পট টু মার্ডার কেস খাইতাম!
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৫
অক্পটে বলেছেন: সাত্রের ভাবনা এখন এইখানেও কত সত্য! আজকের দিনে আমরা কতকিছুর জন্যইতো দায়ী নই কিন্তু পোহাতে হচ্ছে শতভাগ। কাদের জন্য চরম দুর্বিপাকে ডুবছি। এগুলোতো আমার আপনার বা ৯০ ভাগ মানুষের দোষে হয়নি, আমাদের কোন হাত নেই তাতে। শিক্ষিত সেডিস্ট হায়েনাদের লোভ আর লালসার শিকার হচ্ছি আমরা এই আম জনতা।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯
জুল ভার্ন বলেছেন: একমত।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪০
কামাল৮০ বলেছেন: জ্যঁ পল সার্ত্রে এক জন অস্তিত্ববাদী দাশর্নিক।সে প্লেটো এবং আ্যারিস্টোটলের উত্তরসুরী।ভাববাদের বিপক্ষে তাদের অবস্থান কিন্তু বস্তুবাদী না।মার্ক্সের বস্তু বাদ থেকে তাদের অবস্থান আলাদা।এক সময় তার সম্পর্কে জানার খুব আগ্রহ ছিল,কিছু বই পড়েছি, পরে আগ্রহ হারিয়ে ফেলি , লেনিনের তার সম্পর্কে সমালোচনা পড়ে।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪২
জুল ভার্ন বলেছেন: এখানেই আপনি ব্যতিক্রমী বামপন্থী! সাধারণত বামপন্থীরা সব ধরনের আলোচনা সমালোচনা সহজ ভাবে গ্রহণ করে.... লেনিনের তার সম্পর্কে সমালোচনা পড়ে জ্যঁ পল সার্ত্রে সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলার চাইতে আরও বেশী তাকে পড়ে বোঝা উচিৎ ছিল।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ইমাম গাজ্জালি বলেছেন;
'আত্মজয়ের চেষ্টাই সর্ব শ্রেষ্ঠ জিহাদ'।
এই লেখাটা কিশোর বেলায় প্রতিদিন চলার পথে পড়তো। তাই মুখস্ত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে চেনার চেষ্টা করা। আপনার প্রশ্নগুলিই এক সময় আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে।
জ্যা পল সাত্রে রাগ করে নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করেছিলেন। প্রকাশ্যে অবশ্য অন্য কারণ বলেছিলেন।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৭
জুল ভার্ন বলেছেন: নিজেকে চিনতে না পারলে অন্যকে চেনা যায়না। ইমাম গাজ্জালী সাহেবের কিমিয়ায়ে সাদাত' আমি পড়ে আমি কে? অর্থাৎ আমাকে চিনতে চেষ্টা করেছি....আমি বুঝেছি, আমির গভীরতা কতো গভীর - তাই আমিকে চেনা সহজ কোনো ব্যাপার না। যেখানে আমি কেই চেনা যায়না, সেখানে অন্যকে চেনা আরও কঠিন।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২০
কামাল৮০ বলেছেন: @ সাচু,আপনি পাঁচ বারের কথা বললেন,আমার নামাজের কথা মনে পড়ে গেলো।এই জন্য ব্যান করতে হবে।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫০
জুল ভার্ন বলেছেন: ভাইজান, সাচু কোথায় পাঁচ বারের কথা বলেছেন বুঝতে পারিনি। আর নামাজের কথা মনে পরায়ই যদি ব্যান করতে চান তাহলে বলবো, আপনার মানসিক সংকীর্তনতার কথা।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: সব মাথার উপর দিয়ে গেলো।
মাঝে মাঝে মাথার উপর দিয়ে যাওয়া অবশ্য ভালো।