নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

প্রহসনের বিচার ১৬০০ সাল থেকে.....

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩৮

প্রহসনের বিচার ১৬০০ সাল থেকে......

রোমের পবিত্র হোলি অফিসে হাত বাঁধা অবস্থায় বসেছিলেন বছর সত্তরের বৃদ্ধ গ্যালিলিও। ক্লান্তিতে মাথা ঝুঁকে পড়েছে। অনেকবার পানি চেয়েও পাননি। কিছুক্ষণের মধ্যে গীর্জা সংলগ্ন বিচার প্রাংগণ ভরে উঠল মানুষে।

বিচার শুরু হলো.... দোষ, গ্যালিলিও বলেছেন- "কোপারনিকাসের কথাই ঠিক। সূর্য স্থির, পৃথিবী ঘুরছে তাঁর চারপাশে।"

কিন্তু তা কি করে সম্ভব! বাইবেল তো যুগ যুগ ধরে অন্য কথাই শিখিয়ে এসেছে। বুড়োটা যা বলছে, তা এক কথায় ঈশ্বরের বিরোধিতা, লোকটা ধর্মদ্রোহী। লোকটার শাস্তি চাই।

গ্যালিলিও নিজেও দূরবীন দিয়ে রাতের পর রাত দেখেছেন তারাদের চলাফেরা। এখন তিনি ক্লান্ত। লড়াই করার শক্তিটুকু অবশিষ্ট নেই। শাসক দলের নেতারা বলেছে- তিনি একবার স্বীকারোক্তি দিলেই তাঁকে ছেড়ে দেবে...।


গ্যালিলিও বাড়ি যেতে চান। অনেক কাজ বাকি।কাঁপা কাঁপা গলায় বললেন বৃদ্ধ গ্যালিলিও, "আমি, গ্যালিলিও গ্যালিলি, ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি, আমি চিরকাল এবং আজও চার্চ ও তাঁর মহান শিক্ষায় বিশ্বাসী। সূর্য নয়, পৃথিবী স্থির। সূর্য তার চারপাশে ঘুরছে।"

বিচার শেষ। ঠিক হল বাকি জীবন তাঁকে বন্দি দশায় কাটাতে হবে। তাঁর মত বিপদজনক অপরাধীকে বাইরে রাখা যায় না। কি জানি, কখন আবার কি প্রচার শুরু করবেন। আর বাড়ি ফেরা হল না গ্যালিলিওর।
হাঁটু মোড়া অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে তিনি শুধু বললেন- "তবু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে যাবে"।

সুদূর রোমে গ্যালিলিওর বিচারের নামে এই প্রহসন হয়েছিল ১৬৩৩ সনে, তবে বিচারের নামে প্রহসনে ১৬০০ সনে জর্দানো ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা শুরু হয়েছিল। এমন বিচার আরও হয়েছে- ইরাকে সাদ্দাম হোসেনের, মিশরের মুরসির এবং .....

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার ছোট্ট পোস্ট, অনেক অতৃপ্তি রয়ে গেল। আশা করি, সিরিজ আকারে লিখবেন প্রহসনের বিচারের ইতিহাস।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১

জুল ভার্ন বলেছেন: মাঝে মধ্যে বিদেশের প্রহসনের বিচারের কথা লিখবো....

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

কামাল৮০ বলেছেন: আজো অন্ধ বিশ্বাসী ধার্মীকরা বিজ্ঞানের অনেক কথাই মানে না।পরীক্ষিত সত্যকে তারা বলে মিথ্যা।এখনো লাইভে বলে সূর্য্য ঘুরে এবং পৃথীবি সমতল।বিবর্তন এখনো হাজার হাজার অন্ধ বিশ্বাসী মানতে চায় না।যেটা পরীক্ষিত সত্য।কারন এ সব কথা ধর্মের সাথে সাংঘষিক।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

জুল ভার্ন বলেছেন: যুগে যুগে, কালে কালে অশিক্ষিত মূর্খ ধর্মান্ধতা মানব সভ্যতার জন্য বিরাট প্রতিবন্ধকতা.... যারা সেই প্রতিবন্ধকতা অতিক্রম করতে পেরেছে তারাই বিশ্ব সভ্যতায় নেতৃত্ব দিচ্ছে।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: লিবিয়ায় মুয়াম্মার আল গাদ্দাফি এবং আরও অনেক অনেক ------------

ক্ষমতাশীন কিংবা তাদের দোসর রা নিজেদের প্রয়োজনে যুগে যুগে এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি ঘটিয়েই থাকে।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

জুল ভার্ন বলেছেন: গাদ্দাফিকেতো বিচারের আগেই হত্যা করা হয়েছিলো।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
চার্চ কি তাদের ভুল স্বীকার করেছে!!

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১১

জুল ভার্ন বলেছেন: হ্যা ২০১২ সনে ইতালি সরকার এবং পোপ স্বীকার করে - গ্যালিলিওর বিচার ভুল ছিলো এবং সেজন্য দুঃখ প্রকাশ করে।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৭

শেরজা তপন বলেছেন: এভাবে চলবেই যুগের পর যুগ ধরে। প্রহসনের এই বিচারের শুধু পট পরিবর্তন হবে...

আপনি আরো কিছু বলতে চাইছেন কিন্তু পারছেন না :(

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১২

জুল ভার্ন বলেছেন: জ্বি বলতে পারছিনা....

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪১

অপ্‌সরা বলেছেন: আহারে গ্যালিলিও! :(


২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৪

জুল ভার্ন বলেছেন: জর্দানো ব্রুনো, গ্যালিলিও, সক্রেটিস সহ অনেক গুণী মানুষকে হত্যা করা হয়েছে প্রহসনের বিচারে।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: বিষয়টা আগেই জানতাম।ভাবলে খুবই কষ্ট লাগে যে একজন সৎ মানুষকে কত কষ্টই না পেতে হয়েছিল।সক্রেটিসের মৃত্যুটাও এ প্রসঙ্গে মনে পড়ল, কতোটাই না কষ্টের ছিল।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৫

জুল ভার্ন বলেছেন: ব্রুনো, গ্যালিলিও, সক্রেটিস.... ইতিহাসের অংশ। সেই চারশো পাঁচশো বছর পেরিয়ে গেলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে বর্বতাও বৃদ্ধি পেয়েছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: গ্যালিলিও এই কাহিনী পড়ে না আবার কেউ তার সাথে অন্য কোন সব জান্তার তুলনা না দিয়ে দেয় :D

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৫

জুল ভার্ন বলেছেন: বেডরুমে-ড্রইং রুমে বসে ল্যাপটপ এর সামনে পল্টনীয় কায়দায় হাত-পা ছুড়ে, দাঁতমুখ খিঁচিয়ে হুংকার দিয়ে বক্তৃতা দিতে পারাদের পক্ষে অসম্ভব বলে কিছু নাই।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৩

গফুর মিয়া১৯১ বলেছেন: সাদ্দাম কি ভালো মানুষ ছিলেন? গাদ্দাফি কি ভালো মানুষ ছিলেন?

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩

জুল ভার্ন বলেছেন: ভালো-মন্দ আপেক্ষিক! ভালো মানুষ না হলেই তাদেরকে বিনা বিচারে/ প্রহসনের বিচারে জুডিশিয়াল কিলিং মেনে নিবেন?

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২২

গফুর মিয়া১৯১ বলেছেন: জুল ভার্ন ভাই, সাদ্দাম আর গাদ্দাফি এরা মেরি শেলি লেখা গল্পের ফ্রাঙ্কেস্টাইন । তাদের কারনে তাদের দেশের কোন মানুষ বিনা বিচারে হত্যার শিকার হলে সেই মানুষদের চোখ দিয়া দেখা হলে দেখা যাবে তাদের পাওনা পধতিতে মৃত্যু হয়েছে। তবে বিনা বিচারে জুডিশিয়াল কিলিং হোক এটার ঘোর বিরুদ্ধে আমি।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৯

জুল ভার্ন বলেছেন: একমত। তবে সঠিকভাবে বিচারের মাধ্যমে যেকোনো শাস্তি যথার্থ হবে। সাদ্দাম হোসেনকে, গাদ্দাফিকে হত্যা করেছে মার্কিনীদের নেতৃত্বে তাদের সকল লুটেরা সহযোগীরা মিলে- যারা দুনিয়ার সর্বত্র অশান্তি হানাহানীর জন্য দায়ী।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লেখাটা ভাল লাগল

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:৩২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.