নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
দুঃখ কষ্ট যশ খ্যাতির আর এক নাম চার্লি চ্যাপলিন...
চার্লি চ্যাপলিন। পৃথিবীর চলচ্চিত্রের ইতিহাসে এমন মহান হৃদয়ের মানুষ আর আসেননি। স্বয়ং সত্যজিত রায়ের মতে- "পৃথিবীর চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তি চার্লি চ্যাপলিন"।
অথচ বুকের ভেতর কি গভীর বেদনা নিয়ে মানুষটি হাসিয়ে গেলেন সারাজীবন!
গতকাল নির্ঘুম গভীর পর্যন্ত আবারও চার্লির জীবনী পড়ছিলাম। আমার জীবনে সবচেয়ে বেশীবার পঠিত মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী। আবার চার্লির মত কিছু প্রিয় মানুষের জীবনীও বারবার পড়ি। তখন ভাবি, এ জীবনে কত বিখ্যাত মানুষ কত দুঃখ পেয়েছেন! অথচ আমরা শুধু নিজেদের দুঃখকেই সবসময় বড় করে দেখি।
চার্লির জীবনের কত উক্তিই তো সে কথা বারবার স্মরণ করে দিয়েছে আমাদের। তা পড়ে মন আমার ব্যথায় ভরে ওঠে। তখন আমার তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস "কবি" র সেই উক্তি/গান মনে পড়ে...
"এই খেদ রয়ে গেল মনে, ভালবেসে মিটিল না আশ... হায়! জীবন এত ছোট কেনে"!
জীবন নিয়ে এত ভালো দর্শনের কথা খুব কমই পড়েছি।তাই চার্লির কথা কোন তত্ত্ব কথা নয়, শুধু ভালেবাসার কথা। জীবনের কথা।
চার্লি চ্যাপলিনের (১৮৮৯- ১৯৭৭) জীবনটাই ধরা যাক না। শৈশব থেকে চরম দারিদ্র। বাবা ছেড়ে চলে গেছেন।
অসুস্থ মা ই তাঁর জীবনের একমাত্র আশ্রয়। মানসিক রোগী।
মাত্র নয় বছর থেকে চার্লি নানা কর্মশালায় কাজ করেছেন। কিন্তু ছোটবেলা থেকে কমেডি অভিনয় দিয়ে মঞ্চে অভিনয় শুরু।
সব পেটের দায়!
তারপর নজরে পড়ে গেলেন সিনেমা জগতের দিকপালদের। প্রতিভা আর ফুলের সৌরভ কি কখনও কি লুকিয়ে রাখা যায়? তাই হল চার্লির জীবনে।
হলিউড বরণ করে নিল এই প্রতিভাবান শিল্পীকে।
চার্লি হয়ে উঠলেন পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা, প্রযোজক, নির্দেশক, গীতিকার, সুরকার। সব! সব!
তাঁর অভিনয়ে চিরস্মরণীয় হয়ে রইল, দ্য কিড, দ্য গোল্ড রাশ, সিটি লাইটস, দ্য সার্কাস, মডার্ন টাইমসের মত কত, কত সিনেমা! সেলুলয়েডের ফিতায় আঁকলেন ব্যঙ্গ বিদ্রুপ আর কৌতুকের আড়ালে সমাজের নানা অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।
তিনবার আকাদেমি পুরস্কার ছাড়াও চলচ্চিত্রের এমন কোন সম্মান নেই যা তাঁর ঝুলিতে নেই। কিন্তু আদপে চার্লি ছিলেন একজন গভীর মানবতাবাদী। তাই হিটলারের স্বৈরাচারী কাজের বিরুদ্ধেে গর্জে উঠে সৃষ্টি করলেন, সেই জগতবিখ্যাত সিনেমা "দ্য গ্রেট ডিক্টেটর"। চার্লির গায়ে স্ট্যাম্প মেরে দিল সাম্রাজ্যবাদী শিবির... চার্লি কমুনিস্ট!
চার্লি সারাজীবন অনেক অর্থের মালিক হয়েছিলেন।
মাকে খুব ভালবাসতেন। মায়ের জন্য একটা গোটা দ্বীপ কিনে দিয়েছিলেন। সেখানে ছিল সব ব্যবস্থা। জীবনের শেষ কটা দিন যদি মাকে একটু ভালো রাখা যায়! সেই ভালোবাসা যেন চিরন্তন মানুষের প্রতি ভালোবাসা হয়ে ছড়িয়ে গেল ভুবন জুড়ে।
এত মানুষের ভালবেসে পেয়েও তাঁর ব্যক্তিগত জীবন সুখের ছিল না। প্রায়ই রাতে চার্লি গাড়ি করে একা একা সারা রাত রাস্তায় ঘুরতেন। কোথাও ফাঁকা রাস্তার পাশে ঘাসের ওপর শুয়ে পড়তেন...আর বলতেন "এই তো আমি! তোমাদের চার্লি! বেশ আছি!"
তাইতো চার্লির জীবনের কথা মনে হলে আমার কবির গানের কথাই মনে পড়ে... চার্লির জীবন যেন কবির সেই গানের মত..."যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম।"
জীবন এইরকমই...
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন।
পোস্টে প্লাস।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৬
ফুয়াদের বাপ বলেছেন: মুখ-অভিনয়ের রাজমুকুটের অধিকারী সবার প্রিয় চার্লি চ্যাপলিনের হাসি-মুদ্রার অপর পিঠের বর্ননা চমৎকার লিখেছেন। মাকে ভালো রাখার জন্য চার্লির চেষ্টা সর্বকালের সব সন্তানের জন্য উদাহরন। মানুষ মানবতার কান্ডারী হবে এটাই তো মানুষের অন্যতম গুন হওয়া উচিত-স্যালুট চার্লি চ্যাপলিন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৮
জুল ভার্ন বলেছেন: একমত এবং ধন্যবাদ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩৪
কামাল৮০ বলেছেন: চার্লিকে নিয়ে খুব সুন্দর লিখেছেন।আয়ু ততটুকুই ভালো যত দিন সাস্থ্য ভালো থাকে।যত আয়ু বাড়বে ততই নানা রোগ শোক বাসা বাঁধবে জীবনে।এটা প্রকৃতির নিয়ম।তখন বেঁচে থাকাটাই হয়ে যাবে এক বিড়ম্বনা।
মহানবীর জীবনি সবথেকে বেশী পড়েছেন।কার লেখা জীবনী নিরপেক্ষ মনে হয়েছে।সবাই অনেক পরে লিখেছেন।আল তাবারী,ইবনে হিশাম।সবথেকে কাছা কাছি সময়ে,নবীর মৃত্যুর একশ বছরের মধ্যে লিখেছেন ইছহাক।সুন্নিরা সেটা গ্রহন করে না।আবার পনেরশ বছর পর লিখেছেন কবি গোলাম মোস্তফা।নবী মোহাম্মদের ২৩ বছর লিখেছেন আলী দস্তি।শেষের দুটি জীবনী সম্পূর্ণ পড়া অন্য গুলি কিছু কিছু পড়া।আবার বিদেশি মানে পশ্চিমাদের লেখাও কিছু কিছু পড়েছি।আমার কাছে কোনটাই সম্পুর্ণ নিরপেক্ষ মনে হয় নাই।বর্ণনায় পার্থক্য আছে অনেক।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১০
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন, যতই বয়স বাড়ে অসুস্থতাও পাল্লা দিয়ে বাড়ে।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০
অপ্সরা বলেছেন: চার্লী চাপলিন আমারও অনেক প্রিয় আর প্রিয় এই গানটাও ভাইয়া।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদি জানতেম আমার কিসের ব্যথা......
তবে তোমায় জানাতেম…
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
চ্যাপলিন প্রথম বৃষ্টির মধ্যে কেঁদে দেখিয়েছিলো।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১১
জুল ভার্ন বলেছেন: ওনার অভিব্যক্তিই ন্যাচারাল।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০
শেরজা তপন বলেছেন: এমন মানবতাবাদী মহান মানুষ পৃথিবীর ইতিহাসে সর্বযুগেই বিরল!
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১১
জুল ভার্ন বলেছেন: একমত।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৯
অপু তানভীর বলেছেন: চ্যাপলিনের কেবল কমেডি দেখেছি আর হেসেছি । কিন্তু যখন তার বাস্তব জীবন সম্পর্কে জানি তখন মনের ভেতরে একটা আলাদা সম্মান জন্মেছিলো তার জন্য । এমন কষ্ট নিয়ে মানুষ কিভাবে এমন অভিনয় করতো সেটা অবাকই লাগতো !
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৩
জুল ভার্ন বলেছেন: মানুষের হাসি মুখের আড়ালে কতোই দুঃখ কষ্ট লুকিয়ে আছে... তা কেউ জানেনা।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: চার্লির ছবি পেলেই দেখি। হসতে হাসতে কখন যে চোখ ভিজে যায় টেরই পাইনা। খুব ভালো লিখেছেন ভাইয়া।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৩
জুল ভার্ন বলেছেন: একদম ঠিক। চার্লি চ্যাপলিনের ছবি দেখলেই হাসতে হাসতে চোখে পানি এসে যায়!
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৩
ভুয়া মফিজ বলেছেন: পর্দায় চার্লি মানেই হাসি। বাস্তবের চার্লি মানেই বেদনা।
চার্লি চ্যাপলিনের একটা কথা আমার খু্বই প্রিয়। বিভিন্ন জায়গায় সুযোগ পেলেই এটা ঝেড়ে দেই। এবার আপনাকে ঝেড়ে দিলাম; My pain may be the reason for somebody's laugh. But my laugh must never be the reason for somebody's pain.
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৫
জুল ভার্ন বলেছেন: কী নিষ্ঠুর বাস্তবতা!!!
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৩
Ml Ali বলেছেন: ভালো ব্যক্তিত্বের অবদান ও ভিত্তিতেই তিলে তিলে গড়ে ওঠা এই মানব সভ্যতা।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৮
গেঁয়ো ভূত বলেছেন:
চার্লি চ্যাপিলোনের এই ভিডিও টি আমার সবচেয়ে বেশি প্রিয়।
https://www.youtube.com/watch?v=_0a998z_G4g