|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
স্বপ্নের "মায়ের কোল"....  
সাভারের খাগান এলাকায় আমার একখণ্ড জমি আছে। মোটামুটি সস্তায় কিনেছিলাম ২২ বছর আগে। আমার জমিটুকুর পাশের জমি দেশ কুখ্যাত- একজন শিল্পপতি এবং রাজনৈতিক নেতার। তাদের কয়েক শত বিঘা জমির ওপর একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ছাত্র-শিক্ষকদের আবাসন ছাড়াও একটা টেক্সটাইল মিল। যখন জমি কিনেছিলাম তখন আমার জমির আয়তন ছিলো সাড়ে চৌদ্দ কাঠা। বাউন্ডারি ওয়াল করার পর জমির পরিমাণ স্থিতি হয় সাড়ে ১১ কাঠার সামান্য বেশী। বিদ্যুৎ, গ্যাস এবং পানির লাইন সম্বলিত জমিতে লো-কস্ট টিন শেড বিল্ডিং করে দূরসম্পর্কের একজন আত্মীয়কে স্ব পরিবার থাকতে দেই, যিনি মূলত কেয়ার টেকার এর দ্বায়িত্ব পালন করতেন। ক্ষমতাসীন প্রতিবেশীর হুমকি ধামকিতে তিনি ভয়ে এলাকা ছাড়েন। 
২০০৮ সন থেকে সাভারের বাসিন্দা অনুজ প্রতিম একজন ব্লগার আমার অনুরোধে জমিটা দেখভালের দায়িত্ব নেয়। তারপরও ক্ষমতাসীন প্রতিবেশী হাজী সাহেবের উপর্যুপরি হামলা, ভাংচুর এবং দখলের পর আরও ৩ কাঠা জমি হারাতে হয়। নিত্যনতুন ঝামেলায় ঢাকা থেকে প্রতি মাসে এমনকি সপ্তাহে সপ্তাহে সাভার যেয়ে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের কাছে ধর্ণা দিয়ে জমির নিয়ন্ত্রণ রক্ষা যন্ত্রণাময় হয়ে যায়। একপর্যায়ে জমিটা নামমাত্র দামে একজন প্রবাসীর কাছে বিক্রির চুক্তিতে দশ লাখ টাকা এডভান্স নেই এবং ক্রেতার সাথে জমি বিক্রি করার বায়নানামা উল্লেখ করে জমি ক্রেতা সাইনবোর্ড লাগিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। কিন্তু ক্ষমতাসীন প্রতিবেশীর হুমকিতে ক্রেতা ভয়ে জমি কিনতে অপরগতা প্রকাশ করলে বাধ্য হয়ে এডভান্স নেওয়া টাকা ফিরিয়ে দেই। 
রবীন্দ্রনাথ ঠাকুর এর "দুই বিঘা জমি" কবিতার উপেন হলাম আমি, আর জমিদার বাবু হলে- ভূমিদস্যু।
"শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, ‘বুঝেছ উপেন? এ জমি লইব কিনে।’
কহিলাম আমি, ‘তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই –
চেয়ে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাঁই।
শুনি রাজা কহে, ‘বাপু, জানো তো হে, করেছি বাগানখানা,
পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা –
ওটা দিতে হবে।"
কিছুদিনের মধ্যেই প্রভাবশালী হাজী সাহেব ইন্তেকাল ফরমান। তারপর তার ছেলে এমপি সাহেব করুণা করে আমার প্রতি সদয় হন। স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের সহযোগিতায় আমার জমির মালিকানা স্বত্ব নির্ঝঞ্ঝাট হয়। 
যখন জমি কিনেছিলাম তখন ইচ্ছা ছিল, মায়ের নামে একটি এতিমখানা করবো, সাথেই ছোটো একটা বাংলো টাইপ বাড়ি করবো....মাঝেমধ্যে গ্রামীণ পরিবেশে এতিমদের সাথে আমিও এক এতিম ওখানে স্বপরিবার কাটিয়ে আসবো।
এখন আর সেই পরিকল্পনা নাই। বরং বেশ কয়েক বছর যাবত একটা বৃদ্ধাশ্রম তৈরির ইচ্ছে আছে সীমিত ক্ষমতায়। জানিনা কতটা বা কবে পারব আমার স্বপ্নটা বাস্তবায়িত করতে.... নাম দেবো "মায়ের কোল"। একান্তই যদি নিজের সাধ্যে না কুলাতে পারি তাহলে একটা ট্রাস্টি বোর্ড করে আপনাদেরও পাশে চাইব.....যেখানে আমার কোনো পদ-পদবী এবং কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকবেনা। 
পথে ঘাটে, স্টেশনে বসে ভিক্ষা করা বৃদ্ধ বৃদ্ধা কিংবা ছেলে মেয়ে খেদানো বুড়ো বুড়ি সেখানে সীমিত পরিসরে রাজা–রানীর মত না হলেও আপন নিবাস অধিকার নিয়ে থাকবেন......। ছোট বাগান, গরমে ঠান্ডা রাখার যন্ত্র, বয়স ভেদে বিনোদনের ব্যবস্থা, ইমারজেন্সি মেডিক্যাল ফেসিলিটি, সব থাকবে..... সঅঅঅব......। 
আপনি যখন ডিপ্রেসড থাকবেন, মনে যখন কেউ ব্যথা দেবে, মনে হবে সবাই থেকেও আপনি একা, তক্ষুনি মন ভালো করতে "মায়ের কোল" থেকে ঘুরে যাবেন.. দেখবেন, ওদের ফোকলা হাসির ম্যাজিক আপনার আগামীর দিনগুলো অন্তত কিছুটা হলেও ভালো করে দেবে.......
স্বপ্ন সত্যির অপেক্ষায় দিন গুনছি আপাতত.......
 ৩০ টি
    	৩০ টি    	 +৯/-০
    	+৯/-০  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:০৭
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:০৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:১৩
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:১৩
মোগল সম্রাট বলেছেন: ’’আমি শুনে হাসি, আখি জলে ভাসি এই ছিলো মোর ঘটে”
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৩৮
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৩৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:১৯
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:১৯
গেঁয়ো ভূত বলেছেন: 
মহৎ উদ্যোগ, প্রার্থনা করি অবশ্যই সফলকাম হবেন, যদি বেঁচে থাকি একদিন ওখানে গিয়ে আপনার সাথে চা খাবো।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৩৯
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৩৯
জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।
৪|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:২৯
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক ভাল উদ্যোগ শুভ কামনা জানাই দাদা
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৩৯
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৩৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সরকার।
৫|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৩৫
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৩৫
শেরজা তপন বলেছেন: আপনার জমির পাশ দিয়ে নিত্য আমার যাতায়াত
দারুন উদ্যোগ! আপনার সফলতা কামনা করছি।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৪২
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৪২
জুল ভার্ন বলেছেন: আমি মাঝেমধ্যে ওখানে যাই, তবে সেটা বেশীরভাগ ক্ষেত্রে ছুটির দিনেই। 
ধন্যবাদ।
৬|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৫৪
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৫৪
ফ্রেটবোর্ড বলেছেন: এভাবে মানুষের জন্য ভাবে ক’জন, আপনার প্রচেষ্টার জন্য শুভকামনা রইল।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৩:০৩
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৩:০৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৫৯
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: 
খুবই ভালো ভেবেছেন।
আমি ছোট্ট বিষয় বলতে চাই। পরামর্শ নয়।
যতদূর বুঝলাম আপনার ২২ বছর আগে কেনা জমিটি এখন বেশ ভালো পজিশনে হয়ে গেছে। ফলে সবসময়ই এটার উপরে লোকজনের নজর থাকবে গিলে ফেলার। এখানে বৃদ্ধাশ্রম না করে বরং এই জমি বিক্রি করে দিয়ে সেই টাকায় ঢাকার কাছা কাছি কোনো গ্রামে গিয়ে এর চেয়ে অনেক বেশী জমি ক্রয় করে বাকি অর্থ দিয়ে বৃদ্ধাশ্রমের বৃত্তিটি তৈরি করে ফেলতে পারবেন। এবং করতে চাইলে সেটি এখনই শুরু করতে হবে কাজ।
গ্রামের খোলামেলা পরিবেশে তারা ভালো থাকবে। ফুলের বাগান, সবজি বাগান, কিছু মুরগি-টারকি থাকবে খোলা। অন্য রকম একটা পরিবেশ হবে। তবে লখ্য রাখতে হবে যাতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে ঢাকা থেকে যাওয়া বা আসা যায়।
আপনার এই সৎ চিন্তার জন্য শুভকামনা রইলো। আল্লাহ আপনার সহায় হোন।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৩:০৭
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৩:০৭
জুল ভার্ন বলেছেন: আপনার চিন্তা ভাবনাও অত্যন্ত সংগত। তবে ইতোমধ্যেই নির্দিষ্ট জমির প্রতিবেশীদের কথা দিয়েছি ওখানেই বৃদ্ধাশ্রম করার। আর ঢাকা থেকে সাভারের দুরত্ব মিরপুর/উত্তরা থেকে মতিঝিল যাওয়ার চাইতেও কম। 
দোয়া করবেন।
৮|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১:০৬
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১:০৬
ভুয়া মফিজ বলেছেন: দারুন উদ্যোগ। বিসমিল্লাহ বইলা শুরু করেন। আমার সাধ্য সীমিত, তবে কথা দিলাম.........আমারে পাশে পাইবেন।
বদমাইশ হাজী সাবে ইন্তেকাল ফরমাইয়া ভালো করছেন। আল্লাহ উনারে উত্তম প্রতিদান (মানে উত্তম-মধ্যম আর কি!!!) দিবেন আশা করি। জমি কি এখন সাড়ে আট কাঠা? ওই তিন কাঠা এমপি সাবে ফেরত দেয় নাই? না দিলে উনারও খবর আছে। 
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৩:১১
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৩:১১
জুল ভার্ন বলেছেন: আলহামদুলিল্লাহ। পরিকল্পনা মাফিক এগুচ্ছি। আপনার সু-ইচ্ছার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। 
না, দখল করা তিন কাঠা ফেরত দেয়নি। ওনাদের বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল শিল্পের জমির বেশীরভাগই নয়ছয় করে মালিকানা নিয়েছে। জানিনা কবে ঐ দানবদের পতন দেখতে পাব। 
ধন্যবাদ।
৯|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১:১৭
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১:১৭
ভুয়া মফিজ বলেছেন: ব্লগার মরুভূমির জলদস্যুর প্রস্তাবটা খুবই চমৎকার। ভেবে দেখতে পারেন। তবে গ্রামে জমি কিনে আবার গ্রাম্য পলিটিক্সের মধ্যে পড়লে সমস্যা। তারপরেও বলবো প্রস্তাবটা সক্রিয় বিবেচনায় রাখেন।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৩:১৪
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৩:১৪
জুল ভার্ন বলেছেন: হ্যা ব্লগার দস্যুর চিন্তা ভাবনাও অত্যন্ত সংগত। তবে ইতোমধ্যেই নির্দিষ্ট জমির প্রতিবেশীদের কথা দিয়েছি ওখানেই বৃদ্ধাশ্রম করার। যতদিন আয়ু আছে- তাতে নতুন করে কোনো জমিজমা কেনার জটিলতা সহ্য করার মানষিক শক্তি নাই।
১০|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ২:৪৮
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ২:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: খুবই ভালো প্রস্তাব ভাইজান। আপনার উদ্দেশ্য সিদ্ধ হোক। আপনার পাশে আছি।
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৩:১৪
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৩:১৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।
১১|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৮:২২
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৮:২২
অপ্সরা বলেছেন: খুবই সুন্দর চিন্তা ভাইয়া। 
নামটাও সুন্দর!
  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৯:৪০
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৯:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ বোন।
১২|  ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৯:৪৭
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৯:৪৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!
নাম ও পছন্দ হয়েছে ভাই ! 
কিভাবে কেমন করে সাথে থাকোতে পারবো জানি না, তবে উৎসাহ দিয়ে হলে ও পাশে থাকতে চাই এমন একটি উদ্যোগের। 
শুভ কামনা। 
  ২৯ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ৯:৩৯
২৯ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ৯:৩৯
জুল ভার্ন বলেছেন: আপাতত উতসাহ এবং দোয়া চাই। অনেক ধন্যবাদ আপু।
১৩|  ২৯ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ১২:০১
২৯ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ১২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মহৎ প্রকল্প। শুভেচ্ছা রইল প্রকল্পের জন্য।
ভূমিদস্যুদের বিচারের ভার এখন আল্লাহর হাতেই ছেড়ে দিতে হবে।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ৯:৪১
২৯ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: এই ক্ষমতাধরদের বিচার করার মালিক একমাত্র আল্লাহ। 
ধন্যবাদ।
১৪|  ২৯ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ১২:৪৯
২৯ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ১২:৪৯
কামাল৮০ বলেছেন: এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভুরি! রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।রবি ঠাকুর
মনে পড়ে গেলো এই কবিতার অংশটি।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ৯:৪৩
২৯ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ৯:৪৩
জুল ভার্ন বলেছেন: "যার আছে ভুড়ি ভুড়ি- সে চায় আরও বেশী!" একেতো রাজনৈতিক নেতা, তার উপর হাজী- লাইক হাজী সেলিম, হাজী মকবুল গং!
১৫|  ২৯ শে সেপ্টেম্বর, ২০২২  সন্ধ্যা  ৭:২১
২৯ শে সেপ্টেম্বর, ২০২২  সন্ধ্যা  ৭:২১
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
সুন্দর মনোবাঞ্ছা। আপনার সব স্বপ্ন পূর্ণ হউক। মায়ের কোল ভরা থাকুক আপনার দেখা স্বপ্নে!!!!!
  ২৯ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৯:৩৩
২৯ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৯:৩৩
জুল ভার্ন বলেছেন: ফি আমানিল্লাহ্।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:০১
২৮ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:০১
শাহ আজিজ বলেছেন: খুব ভাল প্রকল্প । শুরু করুন দেরি না করে ।