নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

৭৫ বছর বয়সে সরকারি চাকুরী থেকে অবসর....

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৬

৭৫ বছর বয়সে সরকারি চাকুরী থেকে অবসর....

নরসিংদী থেকে ঢাকা ফিরছি....পাঁচদোনা নামক একটা যায়গায় ট্রাফিক জ্যামে দীর্ঘসময় আটকে আছি.... একটা বড়ো সাইজের ট্রলি লাগেজ নিয়ে বেশ সৌম্য সুদর্শন একজন বৃদ্ধ গাড়ির জানালায় টুকটাক করে শব্দ করে দৃষ্টি আকর্ষণ করলেন। গ্লাস নামাতেই সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, "স্যার ঢাকা যাচ্ছেন?"

আমার জবাবের অপেক্ষা না করেই বললেন, "আমাকে জরুরী ঢাকা এয়ারপোর্ট যেতে হবে, একঘন্টার বেশী সময় জ্যামে আটকা আছি... বাস কাঁচপুর ব্রিজ হয়ে সায়েদাবাদ- গুলিস্তান যাবে। বাসে যেতে অনেক সময় লাগবে, ভাড়া গাড়িও পাচ্ছি না। আপনারা তো কাঞ্চন ব্রিজ হয়ে তিনশো ফুট দিয়ে যাবেন। যদি আপনার কোনো অসুবিধা না হয়, আমাকে সাথে নিয়ে গেলে উপকার হবে।"

আমি জিজ্ঞেস করি- 'কিভাবে বুঝলেন আমরা কাঞ্চন ব্রিজ হয়ে তিনশো ফুট দিয়ে যাবো?'

উত্তরঃ "প্রাইভেট, মাইক্রো ওই দিক দিয়েই যায়...."।

গাড়িতে আমার অফিসের একজন ইঞ্জিনিয়ার আছেন, আমার কোনো সমস্যা নাই। তবুও বয়স্ক মুরব্বির দিকে তাকিয়ে কিছুটা সন্দেহ নিয়ে জানতে চাইলাম- 'ব্যাগে কি আছে....?'

"স্যার, খারাপ কোনো কিছু না, আমার মেয়ের ব্যাগ ফেলে গেছে, আজ রাতে ওর ফ্লাইট.... যাবে"- আমার সন্দেহ আন্দাজ করে নিজেই বললেন।

মুরব্বির চেহারা এবং চোখের ভাষায় খারাপ কিছু মনে হয় না বরং একটা শ্রদ্ধাজাগানিয়া সম্মোহন আছে....তবুও আমি কিছুটা ইতস্তত করছি....দেখে তিনি আবার বললেন, "আমার মেয়ে স্বামীর সাথে ----- থাকে... ছুটি কাটিয়ে আজ ওর মা আর বড়ো ছেলের সাথে ঢাকা যাওয়ার সময় ভুল করে ব্যাগটা ফেলে গেছে....."।

গাড়িতে উঠে জড়োসড়ো হয়ে বারবার 'স্যার ধন্যবাদ' জানাচ্ছেন.... অমন একজন বয়স্ক লোক বারবার স্যার সম্বোধন করায় বিব্রতবোধ করছিলাম....আমি পরিবেশ স্বাভাবিক করতে তাঁর ব্যক্তিগত বিষয়াদি জানতে চাই....

তিনি নিজের নাম বললেন..."তিতাস গ্যাস নরসিংদী অফিসে চাকরি করি...."- 'চাকরি করি' মনে হলো আমি ভুল শুনেছি, তাই আমি জানতে চাইলাম, "কতো বছর আগে অবসর গিয়েছেন?"

তিনি বললেন, "অবসর নেইনি, এখনো ৩ বছর চাকরি আছে। আসলে চাকরিতে ঢোকার সময় বয়স কম দেখিয়েছিলাম....আমার বর্তমান আসল বয়স ৭২ বছর।"

আমি অবাক হয়ে বিস্তারিত জানতে চাইলাম....

তিনি বললেন, "এমনিতেই আমি পড়া লেখা শুরুই করেছিলাম বেশী বয়সে। ১৯৭৩ সনে আইএ পাস করি। দেশে কোনো চাকরি বাকরি না পেয়ে সৌদি চলে যাই। ওখানে আরএম কো'র ওয়েল ফিল্ডস লেবারের কাজ করতাম। বছর দশেক পর দেশে ফিরে এক আত্মীয়ের সাথে পার্টনারশিপ ব্যাবসা শুরু করি। দুই বছরের মধ্যে সব টাকা পার্টনার মেরে দেয়। উলটা অনেক টাকা দেনা হয়ে পরি....স্ত্রী সন্তান নিয়ে এক বেলা খাই দুই বেলা না খেয়ে থাকি...। আমার পরিচিত একজন তিতাসগ্যাস কোম্পানিতে ফাইনান্স ম্যানেজার পদে চাকরি করতেন। তিনি সব শুনে বললেন, তুমিতো সৌদিতে লেবারের কাজই করতে একদম বেকার না থেকে আমাদের অফিসে মাস্টার রোলে লেবারের কাজ শুরু করো, সরকারি চাকরি- একসময় পার্মানেন্ট হইয়া যাইবা। কিন্তু লেবার পোস্টের জন্য সার্টিফিকেট লাগবে অষ্টম শ্রেণির। গ্রামের স্কুল থেকে অষ্টম শ্রেণির সার্টিফিকেট জোগাড় করে ফিল্ড ম্যান পদে ঢুকলাম। এক বছর পর চাকরি পার্মানেন্ট হইল। কিন্তু আসল বয়সের কারণে আমার আইএ পাস সার্টিফিকেট শো করার উপায় ছিলো না। এখনো ফিল্ড ম্যান পদেই আছি.....!"- আরও অনেক কথা হলো.....

ঘটনাটা শেয়ার করলাম অন্য কারণে.... যার বর্তমান বয়স ৭২ তিনি এখনো সরকারি চাকরি করছেন এবং আরও তিন বছর পর অবসরে যাবেন- তখন তার প্রকৃত বয়স হবে ৭৫ বছর!

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: বাস্তবঘটনা নাকি দাদা

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৮

জুল ভার্ন বলেছেন: একদম বাস্তব। ওনার নাম পরিচয় এবং একটা ছবিও তুলেছি কিন্তু প্রকাশ করা ওনার জন্য ক্ষতিকর হতে পারে ভেবেই তা করলাম না।

২| ০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমাদের অনেকের এখন দুইটা জন্ম তারিখ । সার্টিফিকেটের টা স্কুল থেকে দেওয়া । আমার মনে আছে , রেজিস্টেশন করতে গিয়ে নিজের জন্ম তারিখ বললে, স্যার কমিয়ে দিয়ে বললেন । যা ভাগ , সেই থেকে ভাগছি । লেখাটা ভালো লেগেছে ধন্যবাদ

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:১২

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের ছাড়া আমাদের সময়ের ৯০% মানুষের জন্ম তারিখ স্কুলের স্যাররা বসিয়ে দিতেন নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সময় এবং বেশির ভাগ তারিখ দিতেন জানুয়ারী অথবা জুন মাসের প্রথম সপ্তাহে - যাতে এসএসসি তে বয়স হিসাব করা সহজ হয়।

৩| ০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
আগে প্রায় সকলেই চারকির জন্য বয়স কমাতো। উনি একটু বেশী কমিয়েছেন।

০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৬

জুল ভার্ন বলেছেন: একটু বেশী নয়, খুব বেশীই কমিয়েছেন। এটা না করলে ভদ্রলোকের পরিবারটা ধ্বংস হয়ে যেতো। ভ্রদ্র লোকের মুখের কথা, "বিদেশে এবং দেশের গ্যাস এবং ওয়েল ফিল্ডে কাজ করলেও এখনো অফিশিয়াল 'ফিল্ড ম্যান' পদে থেকেও তিনি ফোরম্যান এর দায়িত্ব পালন করেন এবং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারগন তিতাস গ্যাস অফিসে জয়েন করে মাঠ পর্যায়ে ওনার কাছে হাতে কলিমে প্রশিক্ষণ নেন"!

৪| ০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৩

কামাল৮০ বলেছেন: এমন উপকার করতে যেয়ে অনেকে বিপদে পড়ে।তাই আজকাল আর কেউ উপকার করতে চায় না।

০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

জুল ভার্ন বলেছেন: নিজে অনেক ভুক্তভোগী তাই ভদ্রলোকের ব্যাগে কি আছে জানতে চেয়েছি....

৫| ০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

খায়রুল আহসান বলেছেন: আমার এক কাজিনও এমনটি করেছিল। গ্রাজুয়েশনের পর সে বহু চেষ্টা করেও কোন সরকারী চাকুরি যোগার করতে পারেনি। একটার পর একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকেছে আর চাকিরি ছেড়ে চলে এসেছে। এই করতে করতে তার বয়স মধ্য চল্লিশে পৌঁছে। তারপর সে কিভাবে যেন লাইনঘাট ধরে কাস্টমস বিভাগে একটা চাকুরি যোগার করে। শুধু তাই নয়, একই লাইনঘাট ধরে নার্সিং অফিসার পদে চাকুরিরত তার স্ত্রীকে সে চাকুরি ছাড়িয়ে নিয়ে তাকেও কাস্টমস বিভাগের চাকুরিতে ঢোকায়। কিন্তু বয়স তো তার জন্যে পিছু হাঁটেনি, সে স্বাস্থ্যুগত কারণে পুরোটা সময় চাকুরি করতে পারেনি।

"যা ভাগ , সেই থেকে ভাগছি" - হা হা হা, বড় মজা পেলাম আপনার মন্তব্যের এ অংশটুকু পড়ে, @সাখাওয়াত হোসেন বাবন! একটা সময় ছিল, যখন এটা আমাদের দেশে বহুল প্রচলিত ছিল। তবে এখন এ ব্যবস্থাটা অনেকটা কমে এসেছে, কোথাও কোথাও একেবারেই দূরীভূত হয়েছে। আ্মার প্রকৃত জন্মতারিখও সার্টিফিকেটের তারিখ থেকে এক বছরের মত বেশি। বড় হয়ে যখন এখানে সেখানে ফরম পূরণ করতাম, তখন এই লিখিত মিথ্যাচারের জন্য খুব অপরাধবোধে ভুগতাম। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যা হবার তা হবে, আমার সন্তানদের জন্মতারিখ আমি সত্যটাই সবখানে উল্লেখ করবো। করেছিও তাই। আরেকটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার সন্তানদের কোন ডাকনাম রাখবোনা। তাদের নামের প্রথম অংশই তাদের ডাকনাম। এর কারণ, ছোট বেলায় আমার তিনটে ডাকনাম ছিল। আমার দাদীমা আমাকে এক নামে ডাকতেন, বাসায় ছিল আরেকটা নাম, আর অন্যান্য কিছু আত্মীয়স্বজন এবং বন্ধু মহলে ছিল অন্য একটি ডাকনাম।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ৮:৪০

জুল ভার্ন বলেছেন: আমার একজন নিকট আত্মীয় ছাত্র জীবনে চরম বাউন্ডুলে ছিলো। পড়াশোনা করতোনা কিন্তু অসম্ভব মেধাবী ছিলো। যখন তিনি পড়াশোনায় মনোযোগী হলেন তখন তার বয়স বেড়ে গেছে। বাধ্য হয়ে মূল বয়স থেকে ৮ বছর কমিয়ে এস এস সি পাশ করে বোর্ডে স্টান্ড সহ। এসএসসি তেও ভালো রেজাল্ট। অনার্স-মাস্টার্স ফাস্ট ক্লাস। বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম ১০ জনের মধ্যে স্থান হয়। শেষ পর্যন্ত সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নিয়েছেন।

আমার সঠিক জন্ম তারিখ সার্টিফিকেটে। ছেলেদেরও তাই। আমার এবং আমাদের দুই ছেলের ডাক নাম সহ নামের তিনটি অংশই রেজিস্ট্রার্ড নাম।

৬| ০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

শেরজা তপন বলেছেন: হ্যা বিপদে পড়া অসম্ভব নয়। কিছু খারাপ মানুষের জন্য সবাই নির্মম নিষ্ঠুর হয়ে গেছে!!
অনেক সময় ইচ্ছের বিরুদ্ধে দেখেও না দেখার ভান করি।

এই বয়সে সরকারী চাকুরির ঘটনা বিরল! ঘটনাটাও ভিন্নধর্মী

০২ রা অক্টোবর, ২০২২ রাত ৮:৪৫

জুল ভার্ন বলেছেন: ঘটনাটি ভিন্নধর্মী এবং মোটামুটি ব্যতিক্রমী বলে লিখেছি।
অনেক বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে আমি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেওয়ার পর আহত ব্যাক্তি মারা যায়। পুলিশ কেইস হয়। যেহেতু আমার নাম ঠিকানা দিয়ে ভর্তি করিয়ে ছিলাম তাই মামলায় আমাকে জড়ানো হয়। দীর্ঘ চার বছর সেই মামলায় কোর্টে দৌড়াতে হয়েছিল। তারপর থেকে দূর্ঘটনা কবলিত স্থান সভয়ে দূরে এড়িয়ে যাই।

৭| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭

খায়রুল আহসান বলেছেন: "আমার সঠিক জন্ম তারিখ সার্টিফিকেটে। ছেলেদেরও তাই। আমার এবং আমাদের দুই ছেলের ডাক নাম সহ নামের তিনটি অংশই রেজিস্ট্রার্ড নাম" - গুড, ভেরি গুড!

০২ রা অক্টোবর, ২০২২ রাত ৯:০০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ।

৮| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ৯:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকারি চাকরী জিন্দাবাদ!!! :)

সামনে সরকারি চাকরীতে প্রবেশের বয়স সীমা করা হবে হয়তো ৪০ বছর।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:১৬

জুল ভার্ন বলেছেন: করা উচিৎ। কারণ, এখন লেখাপড়া শেষ করতেই বর্তমানে চাকুরিতে ঢোকার বয়স পেরিয়ে যায়। সর্বপরি দেশের মানুষের গড় আয়ু দশ বছর বেড়েছে। ৫৯ বছরে অবসর নিয়েও অন্তত আরও ৫ বছর সার্ভিস দেওয়ার মতো ফিট থাকেন।

৯| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:১৮

জগতারন বলেছেন:
আমি এইখানে আসিয়াছিলাম।
উনি ১৯৭৩ সালে আই, এ, পাশ করে !
তা হলে ১৯৭১ সালে উনার বয়স নিশ্চয়ই ১৬ -এর উপরে!!
তখন উনার ঐ বয়সে দেশের প্রায় সকল যুবকি মুক্তি যুদ্ধে গিয়েছিল,
উনি যান নাই কে ? পুছ (জিজ্ঞাসা) করতে পারতেন
.।.।

আপনি মুক্তি যুদ্ধ দেখেছেন,
পথে প্রান্তে এমন কথোকোপনে এই প্রশ্নটি আপনি উহাকে জিজ্ঞাসা করা বাঞ্ছনীয় ছিল, আমি মনে করি ?
উহা কি রাজারকার মনসম্পন্ন নাকি (!)
বুঝি নয়া বাপু।
.।.।

উনি সৌদি আরবে 'আরএনকো' কম্পানিতে চাকরি করতেন (!)
ঐ কোম্পানি'র নাম সম্ভবত "আরএমকো" হবে।
আমার জানা মতে সৌদিতে 'আরএনকো' ওয়েল কোম্পানি নামে কোনও কোম্পানি নেই।
তবে "আরএমকো" পৃথিবীর অন্যতম সেরা ও বড় ওয়েল কোম্পানি, সেটা সৌদিতে অবস্থিত।

.।.।
আজকের পোষ্ট আমার ভালো লেগেছে।
এ পোষ্ট দেবার জন্য আপনাকে অভিন্দন জানাই।
পথে প্রান্তে এমন পোষ্ট সুখ পাঠ্য আমার।

০৩ রা অক্টোবর, ২০২২ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: আমি পোস্টেই উল্লেখ করেছি-......আরও অনেক কথা হয়েছে..... "- যেগুলো অপ্রসাংজ্ঞিক সেগুলো বলে পোস্টের আয়তন বৃদ্ধি করিনি। আমার পোস্টের মূল বিষয় বয়স কমিয়ে চাকরির বিষয়টা.....
এবার আপনার কাছে জিজ্ঞাসা- আপনি কিম্বা আপনার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন?

আপনার প্রশ্নের জবাবঃ স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের জনসংখ্যা ছিলো সাড়ে সাতকোটি। প্রত্যক্ষ/রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা ছিলেন প্রায় দুই লাখ। তবে কয়েক লক্ষ মুক্তিযোদ্ধা প্রকৃয়া অনুসরণ করে মুক্তিযোদ্ধা তালিকায় স্থান করে নিতে পারেননি। ৭৩ সনে যারা আইএ পাশ করেছিলেন তারা কি সবাই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন? বর্তমানে মুক্তিযুদ্ধের অন্যতম বড়ো চেতনাধারী ডক্টর জাফর ইকবাল এবং তার বড়ো এবং ছোট ভাই স্বাধীনতা যুদ্ধের সময়ই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও মুক্তিযুদ্ধে যোগ না দিয়ে শর্ষীনা পীরের মুরিদ হতে গিয়েছিল। ফিরে এসে যুদ্ধের পুরোটা সময় যাত্রাবাড়ীর একটা বাড়িতে লুকিয়ে ছিলো..... "পুছ (জিজ্ঞাসা) করতে পারতেন
.।.।"

যাদের শরীরে রাজাকারের রক্ত আছে তারাই অন্যদেরকেও অপ্রাসঙ্গিক ভাবে রাজাকার বলে....এটাই এখন মুক্তিযুদ্ধের চেতনা! (পথে প্রান্তে এমন কথোকোপনে এই প্রশ্নটি আপনি উহাকে জিজ্ঞাসা করা বাঞ্ছনীয় ছিল, আমি মনে করি ?
উহা কি রাজারকার মনসম্পন্ন নাকি (!)
বুঝি নয়া বাপু।
.।.।) - সংগত কারণেই সেই প্রশ্নটা তাকে করেছিলাম এবং খুব সুন্দর সম্মানজনক একটা জবাবও দিয়েছিলেন- যা এই পোস্টের বিষয়বস্তু ছিলনা বলেই উল্লেখ করিনি।

সৌদি আরবে আর এনকো নয়, আর এমকো হবে, যা আমার টাইপো হয়েছিল, এডিট করে দিয়েছি

ধন্যবাদ।

১০| ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১২:৪৩

শ্রাবণধারা বলেছেন: ঘটনাটা বেশ ভাল লাগলো। পড়ে মনে হলো ভদ্রলোক বেশ অভিজ্ঞতাসম্পন্ন এবং তিতাস গ্যাসের মত কোম্পানীর জন্য বেশ যোগ্য লোক। যদিও এরকম ভাবে বয়স কমানোটা খুব দুঃখজনক। তবে বয়বৃদ্ধ বলেই হয়ত তাকে সহযোগীতা করতে আপনারা দ্বিধা করেনন.

আর হ্যা সৌদিতে তার কাজের কোম্পানীটা খুব সম্ভবত Saudi Aramco (সৌদি অ্যারামকো) - Saudi Arabian Oil Company (formerly Arabian-American Oil Company) এই বিগত নাম থেকে Aramco নামটি এসেছে।

তেলের মজুদ এবং প্রতিদিনের তেম উৎপাদনের হিসেবে Saudi Aramco পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানি। ১৫-২০ বছর আগে তেল কোম্পানীগুলো পৃথিবীর সব চেয়ে বড় কোম্পানি ছিল, এখন অবশ্য আর তেমনটা নয়, এখন টেক-কোম্পানিগুলোই সবচেয়ে বড়।

০৩ রা অক্টোবর, ২০২২ সকাল ১০:০২

জুল ভার্ন বলেছেন: সৌদি আরবে আর এনকো নয়, আর এমকো হবে, যা আমার টাইপো হয়েছিল, এডিট করে দিয়েছি। Saudi Arabian Oil Company (formerly Arabian-American Oil Company সম্পর্কে আমার অল্পবিস্তর ধারণা আছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অদ্ভুদ শোনালেও এটাই বাস্তব।

০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৪

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে বয়স নিয়ে এমন ঘটনা আকচার ঘটছে।

১২| ০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যদ্দূর জানি সরকারি চাকরির বর্তমান বয়স-সীমা ৫৯ বছর। তার আরো ৩ বছর চাকরি আছে, সে হিসাবে সার্টিফিকেটে তার বর্তমান বয়স ৫৬ বছর, আর প্রকৃত বয়স ৭২, অর্থাৎ ১৬ বছর কম দেখানো আছে। এটা কীভাবে সম্ভব হলো জানি না।

বর্তমানে সব জায়গাতেই এন আই ডি বা জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন পড়ে। আজকাল বয়স কমানো খুব ডিফিকাল্ট। কেউ যদি হিসাব করে বয়স না কমিয়ে একেক জায়গায় একেক বয়স লিখেন, তাহলে একেবারে লেজে-গোবরে অবস্থা হয়ে যাবে। ব্যাংকে বেতন আসতেও সমস্যা হবে।

তবে, বৃদ্ধ লোকটার জন্য মায়া লেগেছে, তার বয়স কমানোর বিষয়টা চাপা পড়ে যায় তাতে।

এরকম ক্ষেত্রে অনেক বিপদের সম্ভাবনা থাকে। আপনি সেটা জানতেন বলেই সম্ভবত তাকে গাড়িতে ওঠানোর আগে এত জেরা করেছেন। যা করেছেন, ঠিকই করেছেন। কার মনে কী, কেউ তো জানে না। সতর্কতার বিকল্প নেই। তবে, লোকটার অ্যাপ্রোচে তাকে বেশ শিক্ষিত ও মার্জিত মনে হয়েছে, যেভাবে তাকে উপস্থাপন করেছেন।

সারাংশ : আপনার কাজটা আপনার উদার ও মহৎ মনের পরিচয় দিয়েছে। লোকটা ভালো মানুষ নয়, এই অজুহাতে এড়িয়েও যেতে পারতেন, তা না করে নিশ্চিত হয়ে তার একটা উপকার করেছেন। এটাই মাহাত্ম্য।

০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪২

জুল ভার্ন বলেছেন: হ্যা বর্তমান সরকারি চাকুরির বয়সসীমা ৫৯ বছর। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই বয়সসীমা ৬৪ বছর।

এই লোক যখন বয়স কম দেখিয়ে চাকুরিতে ঢুকেছিলেন তখন এন আই ডি ছিলো না। এসএসসি'র নিচে স্কুলের হেড মাস্টার কতৃক সনদই একমাত্র আইডেন্টিটি ছিলো এবং এর উপর এসএসসি সনদ। চাকুরির জন্য বয়স কম দেখানোর আরও কয়েকটি উদাহরণ এই পোস্টের মন্তব্যে উল্লেখ করা হয়েছে।


হ্যা গাড়িতে তোলার জন্য জন্য আমি অনেকটাই উদার হলেও যতটা সম্ভব যাচাই-বাছাই করার চেষ্টা করি।

ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.