নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
একজন প্রকৃত গুনীজনই আরেকজন প্রকৃত গুনীজনের কদর বুঝতে পারে....
প্রখ্যাত গায়ক মান্না দের একবার বুকে ব্যাথা হয়, তখন তিনি ব্যাঙালোরে, মেয়ের বাড়িতে। তিনি দেবী শেঠির নারায়ণা হৃদয়ালয়ে ফোন করে জানালেন তার সমস্যার কথা। হাসপাতাল থেকে এম্বুলেন্স পাঠানো হলো- দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য।
মান্না দে হাসপাতালের গেইটে এম্বুলেন্স থেকে নামলেন এবং দেখলেন তাঁকে বরণ করার জন্য হাসপাতালের সব শ্রেণির স্বাস্থ্যকর্মীরা লাইন করে দাঁড়িয়ে আছেন- হাতে ফুল নিয়ে। মান্না দে এই দৃশ্য দেখে এতো অভিভূত হয়ে পড়লেন যে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লেন।
স্বয়ং দেবী শেঠি তাঁর চিকিৎসার দায়িত্ব নিলেন। এক সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে উঠলেন। দেবী শেঠি তাঁকে দেখতে এসেছেন। মান্না দে বললেন 'আমি তো সুস্থ হয়ে গেছি, এবার ছুটি দাও'।
শেঠি বললেন "ঠিক আছে, আজকেই ছুটি দিয়ে দিচ্ছি''। 'তাহলে বিলটা পাঠিয়ে দাও'- বললেন মান্না দে।
"ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি"- বললেন ডক্টর দেবী শেঠি।
একটু পর বিল এলো।
মান্না দে দেখলেন প্রতিটি সার্ভিসের বিপরীতে শূন্য। এবং সর্বমোট বিল শূন্য। এই দেখে তিনি এতো বিস্মিত হলেন যে আনন্দে আবেগে তাঁর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। দেবী শেঠি এলেন তাঁকে বিদায় জানাতে, মান্না দে বিল নিয়ে প্রশ্ন করলে দেবী শেঠি বললেন "আমরা আমাদের শৈশব থেকে আপনার গান শুনে বড় হয়েছি, সাংস্কৃতিকভাবে নিজেদের উন্নত করেছি, আপনি আমাদের মহান অভিভাবক, আপনাকে সামান্য সেবা করতে পেরে আমরা ধন্য"!
মান্না দে তাঁর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি যখন হাসপাতাল ত্যাগ করছেন তখন দেখতে পেলেন প্রথম দিনের মত হাসপাতালের সকল স্বাস্থ্য কর্মীরা লাইন ধরে দু'ধারে দাঁড়িয়ে আছে, হাতে ফুল!
"মান্না দে ফ্যান পেজ" থেকে সংগৃহিত।
০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: সত্যিকারের গুণীজনেরাই এমন মহৎপ্রাণ হন।
২| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৫
কাছের-মানুষ বলেছেন: গুণীর কদর করতে হয়। ঘটনাটা জানতাম না।
ফেইসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল তার্কিস পাইলটের শিক্ষক প্লেনে উঠেছে, বিমানের ক্রু, পাইলট সবাই মিলে শিক্ষককে অবাক করে সম্মান জানাচ্ছে মাঝপথে, শিক্ষক হতবাক, অশ্রুসিক্ত, যাত্রীরা সবাই আবেগ আতড়িত হয়েছিল।
০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: একজন সম্মানিত মানুষই অন্য সম্মানিত মানুষের সম্মান বুঝতে পারেন। অন্যদিকে স্বঘোষিত শিক্ষিততা গুণীজনদের অসম্মান করে তার পদলেহীদের বাহবা কুড়িয়ে তৃপ্ত হয়।
৩| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি আমাদের দেশের ডাক্তাররাও দেবী শেঠির মত উদার হবেন। আমাদের দেশ থেকে অনেক রোগী ভারত যায় অনেক ক্ষেত্রে শুধু ডাক্তারদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য। অন্য কারণও অবশ্য আছে।
০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: আমাদের দেশেও অনেক ভালো ডাক্তার আছেন কিন্তু তাদের মধ্যে মানবিক মূল্যবোধের অভাব প্রকট! চিকিৎসার চাইতেও চিকিৎসকদের সহানুভূতি একজন রোগীর জন্য কতটা সহায়ক তা আমাদের ডাক্তারগন বুঝেও প্রয়োগ করতে পারেন না- যার জন্য যাদুঘর একটানা সামর্থ্য আছে তারা বিদেশমুখি হন।
৪| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
দেবী শেঠি সাহেব অনেক অনেক বড় মনের মানুষের পরিচয় দিয়েছেন। তিনি সত্যি সত্যি বড় মনের মানুষ। মান্না দে’র গান আমার প্রিয় গানের তালিকায় থাকে সব সময়। +++
০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫০
জুল ভার্ন বলেছেন: ডক্টর দেবী শেঠি রোগীদের কাছে এতটাই জনপ্রিয় এবং শ্রদ্ধার তাই তাঁকে সম্মান করে "ভগবান শেঠি" সম্বোধন করেন। মান্না দে আমারও অন্যতম প্রিয় শিল্পী।
৫| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪২
রবিন.হুড বলেছেন: বাংলাদেশের ডাক্তারগণ মানুষ হোক। দেবী শেঠ এর মতো সেবা দিয়ে রোগীদের সন্তষ্ট করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সোনার ডাক্তারগণ এই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের বিখ্যাত কণ্ঠ শিল্পী আব্দুল জব্বার হাসপাতালের বেডে শুয়ে তাঁর গানের শ্রোতাদের নিকট থেকে ১ টাকা করে ভিক্ষা চেয়েছিলেন নিশ্চই হাঁসের খাওয়ার জন্য নয়।
০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: আমাদের ন্যায় প্রত্যাশা পূরণ হোক।
প্রায়ত শিল্পী আবদুল জব্বার সাহেবকে ব্যক্তিগত ভাবে চিনতাম জানতাম.... তিনি একবার জজন্ডিস আক্রান্ত হয়ে মূমুর্ষ অবস্থায়য় কয়েক মাস ততকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন... তাঁর একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল.... শিল্পীর কিছু ভক্ত তাঁর চিকিৎসার জন্য ফান্ড কালেকশন করে ছিলাম....সেই যাত্রায় তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেন। আফসোস, শিল্পী আবদুল জব্বার ভালো নৈতিক ও আদর্শিক বলীয়ান ছিলেন না....বরং অনৈতিকতা লালন করতেন।
৬| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৪
শেরজা তপন বলেছেন: ঃঅথচ এই অতি বিখ্যাত গুণী এই শিল্পীর কদর নিজের পরিবারের আত্মজনদের কাছে পাননি।
একেবারে শেষ সময়ে সম্পত্তি আর অর্থকড়ি ভাগ বাটোয়ারা নিয়ে সন্তানেরা তাকে চরম কষ্ট দিয়েছে
দেবি শেঠি উঁচু মানসিকতার পরিচয় দিয়েছেন।
০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:০২
জুল ভার্ন বলেছেন: হ্যা শিল্পীর মেয়ে এবং ভাইয়ের ছেলে আত সব সম্পত্তি গ্রাস করে শিল্পীকে অন্যের গলগ্রহ হতে বাধ্য করে ছিলো!
দেবী শেঠি তাঁর রোগীদের কাছে ভগবান শেঠি নামে পরিচিত।
৭| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: গাজীপুরে চৌরাস্তার ওদিকে মেডিপ্যাথ না কী নামে এক হসপিটালে গেলাম। ভিজিট অনেক বেশি। ডাক্তারকে বললাম, একটু কম নেন। ওনি বললেন, পড়ালেখা করতে অনেক খরচ হয়েছে।
বুঝলাম আসলেই তো।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৭
জুল ভার্ন বলেছেন: যতটা সম্ভব যাচাই-বাছাই করে ডাক্তার দেখাবেন, প্রায়শই খবরের কাগজে নিউজ হয় ঐ এলাকার ভূয়া ডাক্তারদের নিয়ে....
৮| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৫
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ গুনের কদর করা, ব্যাপার টা আমাদের ছেলে বেলার শিক্ষা।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৩
জুল ভার্ন বলেছেন: এখন হয়েছে উলটা....
৯| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৭
মুনাওয়ার সিফাত বলেছেন: মানুষের মন ছুঁতে পারলেই গুণীজনের কদর হয়।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৪
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর করে বলেছেন।
১০| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১৬
অপ্সরা বলেছেন: দেবী শেঠির পায়ে ফুলের অর্ঘ দেওয়া হলো।
সত্যিই আমি হলেও এটাই করতাম।
মান্না দে আমাদেরকে যে অনুভূতির জন্ম দিয়েছে তার গানে তা রবি ঠাকুরের পরেই মনে হয় আমাদের মন ছুঁয়ে যায়।
আর শুধু তাই নয় তার গায়কী তো সর্বকালের সর্বসেরা!!!
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৫
জুল ভার্ন বলেছেন: আমারও অন্যতম প্রিয় শিল্পী মান্না দে।
১১| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এই লেখাটি পড়েটি, মানে এই ঘটনাটার কথা পড়েছি।
আংলাদেশে এমনটা আশা করা যায় না।
আমাদের গুণীদের নিজের সব কিছু বিক্রি করে চিকিৎসা শেষে অর্থাভাবে হাতপাততে হয়, লোকের কাছে, দেশের কাছে, সরকারের কাছে।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১২| ০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৭
কামাল৮০ বলেছেন: আমার বাইপাস সার্জারি তার হাতেই হয়েছে।তখন হাসপাতাল তৈরির কাজ চলছে সাথে চিকিৎসাও চলছে।অনেক স্মৃতি আছে হসপিটাল ও ডাক্তারকে নিয়ে।বিশেষ কারনে আমাকে দুই মাস থাকতে হয়েছে হসপিটাল চত্তরে।সে অনেক লম্বা কাহিনী।
০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২৯
জুল ভার্ন বলেছেন: একাধিক বিকল্প ব্যবস্থা থাকায় বর্তমানে ওপেন হার্ট, বাইপাস সার্জারি খুব কম হয়। ২৫/৩০ বছর আগেই বাইপাস সার্জারির ৪/৫ দিনের মধ্যেই হাসপাতাল থেকে রিলিজ দেয়া হতো....নিশ্চয়ই আপনার মারাত্মক কোনো সমস্যা হয়েছিল যার জন্য!
আশা করি এখন সম্পুর্ণ সুস্থ।
শুভ কামনা।
১৩| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০৮
নীল আকাশ বলেছেন: পড়ে ভালো লাগলো।
০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৪| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: দেবী শেঠী একজন বড় মানুষও।আগেও ওনার বড় মনের পরিচয় পেয়েছি।আজ আপনার সৌজন্যে আরো একটি নুতন ঘটনা শুনলাম। সহমত ভাইজান আপনার সঙ্গে সত্যিকারের মানীই অপর একজন মানীর কদর করতে পারেন।
শুভেচ্ছা ভাইজান আপনাকে।
০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।
১৫| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৪
কালো যাদুকর বলেছেন: আমি এই গল্পটি কোথায় যেন শুনেছিলাম।ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।
০৭ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৩৬
জুল ভার্ন বলেছেন: হ্যা এই ঘটনাটা খুব বেশী ভাইরাল হয়েছিল। আমি মূল ঘটনা নিয়েছি মান্না দে ফ্যান পেজ থেকে, লিখেছি আমার মতো করে।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৭
গেঁয়ো ভূত বলেছেন: ভেরি ইম্প্রেসিভ !