|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জড়পদার্থ.... 
কিছুই লিখতে পারছিনা। 
কারণ, পারিপার্শ্বিক অবস্থাটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে চেপে বসেছে। বর্তমান সময়ের গ্লানি, অনিরাপত্তাবোধ - সবকিছু মিলে আজ এক কালো ধোঁয়াশা চারিদিকে। আর আমি এখন এক গা সওয়া নাগরিক, যে বাঁচতে পারে মৃত্যুর ভ্রুকুটির সাথে হাত মিলিয়ে। যে বাঁচতে শিখেছে অন্যায়ের প্রতিবাদ না করে। যে বাঁচতে শিখেছে প্রতিদিন খুঁটে খুঁটে খেয়ে বা না খেয়ে। .....
যে বাঁচতে শিখেছে অশ্বডিম্ব সামাজিক সুরক্ষার ঘোষণার নীচে। যে বাঁচতে শিখছে বিনা ত্রাণের পরিত্রানে....।
আমি আজকাল চোখ বুজলেই ঘুমোতে পারিনা, আমি আজকাল ঘুমের মধ্যেও যে স্বপ্ন দেখি তা পরাবাস্তবতার হাত ধরে কোনো জীর্ণ পাতাঝরা কবিতা হয়ে যায় না, যেখানে কেউ রূপকের আড়ালে দুঃখ বা যন্ত্রণার কথা বলে না।
পরাবাস্তবতা আজ চূড়ান্ত কঠিন বাস্তব, যে নগ্ন হয়ে প্রতিদিন সংবাদ পত্রের প্রথম পাতায় হাজির হয় 'সুপ্রভাতের' সাথে। 
হাজার মাইল হেঁটে আসা পথভোলা পথিক আমি। আত্মনির্যাতনে যার অনিবার্য মৃত্যুর মুখোমুখি।
তাই আজ আমি নিশ্চুপ...
আমার বাকশক্তি নেই, আমার কোন শব্দ ছিলোনা। আমার কোন শব্দ নেই যেটা দিয়ে আমি খুব জোরের সাথে বলতে পারি...
আর নয় বেশিক্ষন এ দুঃস্বপ্নের প্রহর...
দূর থেকে আজও পৃথিবীর রং সবুজে নীল...
পাতাঝরা দিনের শেষে লুকিয়ে আছে কিশলয়ের নতুন আকাঙ্খা..
শুধু সময়ের অপেক্ষা এক নতুন 
বসন্তের...
আমার বরফ শীতল জিভ
জড়িয়ে আসছে....
বসন্তের অপেক্ষা বড় দীর্ঘ আজ....।
 ২০ টি
    	২০ টি    	 +৭/-০
    	+৭/-০  ১১ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:৪৫
১১ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:৪৫
জুল ভার্ন বলেছেন: রাইট।
২|  ১১ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:২৩
১১ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: লিখতে না পারার কিছু যন্ত্রনা আছে। সেই যন্ত্রনার ভাগ পাঠক পায় না।
  ১১ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:৪৬
১১ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:৪৬
জুল ভার্ন বলেছেন: আবার যন্ত্রণাদগ্ধ মন নিয়ে অনেক কিছু লেখা যা প্রকাশ করা যায়না!
৩|  ১১ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:৫২
১১ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- মনটা বিক্ষিপ্ত নাকি? প্রশান্তি নেমে আসুক জীবনে।
  ১১ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:২১
১১ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:২১
জুল ভার্ন বলেছেন: জীবন্ত লাশের আবার মন খারাপ!
৪|  ১১ ই অক্টোবর, ২০২২  বিকাল ৩:৫৫
১১ ই অক্টোবর, ২০২২  বিকাল ৩:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আমরা সবাই অপেক্ষা করি কোনো না কোনো কিছুর জন্য। কিন্তু সমস্যা হচ্ছে সময় আমাদের হাতে নেই। আমরা সময়ের পুতুল মাত্র। পোস্টে +++
  ১১ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:২৩
১১ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:২৩
জুল ভার্ন বলেছেন: আমরা জীবন্ত পুতুল বলেই সব কিছু মেনে নিতে পারিনা, তবুও মেনে নিতে বাধ্য হই!
৫|  ১১ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:৪০
১১ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:৪০
মোহামমদ কামরুজজামান বলেছেন: বর্তমান সময়ে আমরা সবাই পুরোপুর জীবন্ত নই অনেকটা অর্ধমৃত। 
পরিপার্শ্বিক  অবস্থা ও পরিস্থিতি কোনটাই ভালভাবে বেচে থাঁকার জন্য অনূকুল নয়।
তারপরও মানুষকে বেঁচে থাকতে হয় নানা রকম ঘাত প্রতিঘাতকে সয়েই। আর তাইতো গায়কে গেয়েছেন , " তবুও জীবন যাচছে কেটে জীবনের নিয়মে " ।
এসব কিছু  মেনে ও সব সমস্যার মাঝেও অল্প কয়েকদিনের আপনার-আমাদের এ জীবন হয়ে উঠুক আনন্দময় - এ চাওয়াই নিরন্তর।
  ১১ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:২১
১১ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:২১
জুল ভার্ন বলেছেন: "জীবনের নাম মহাশয়, যা সওয়ায় তাই সয়"!
৬|  ১১ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৪৪
১১ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: "আমি যদি ম’রে যেতে পারতুম
এই শীতে,
গাছ যেমন ম’রে যায়,
সাপ যেমন ম’রে থাকে
সমস্ত দীর্ঘ শীত ভ’রে।
শীতের শেষে গাছ নতুন হ’য়ে ওঠে,
শিকড় থেকে উর্ধ্বে বেয়ে ওঠে তরুণ প্রাণরস,
ফুটে ওঠে চিক্কণ সবুজ পাতায়-পাতায়
আর অজস্র উদ্ধত ফুলে।
আর সাপ ঝরিয়ে দেয় তার খোলশ,
তার নতুন চামড়া শঙ্খের মতো কাজ-করা;
তার জিহ্বা ছুটে বেরিয়ে আসে আগুনের শিখার মতো,
যে-আগুন ভয় জানে না।
কেননা তারা ম’রে থাকে
সমস্ত দীর্ঘ শীত ভ’রে,
কেননা তারা মরতে জানে।
যদি আমিও ম’রে থাকতে পারতুম—
যদি পারতুম একেবারে শূন্য হ’য়ে যেতে,
ডুবে যেতে স্মৃতিহীন, স্বপ্নহীন অতল ঘুমের মধ্যে—
তবে আমাকে প্রতি মুহূর্তে ম’রে যেতে হ’তো না
এই বাঁচার চেষ্টায়,
খুশি হবার, খুশি করার,
ভালো লেখার, ভালোবাসার চেষ্টায়।"
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:১০
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:১০
জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার কবিতা! কবির নাম জানতে চাই।
৭|  ১২ ই অক্টোবর, ২০২২  সকাল ৮:৪৩
১২ ই অক্টোবর, ২০২২  সকাল ৮:৪৩
শেরজা তপন বলেছেন: হাজার মাইল হেঁটে আসা পথভোলা পথিক আমি। আত্মনির্যাতনে যার অনিবার্য মৃত্যুর মুখোমুখি। তাই আজ আমি নিশ্চুপ...
আপনার যাপিত জীবনের কষ্ট অনুভব করার চেষ্টা করছি। 
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:১১
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:১১
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ ❤️
৮|  ১২ ই অক্টোবর, ২০২২  সকাল ৯:০০
১২ ই অক্টোবর, ২০২২  সকাল ৯:০০
কামাল৮০ বলেছেন: বনলতা সেন থাকলে শান্তি দিতে পারতো।
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:১২
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: বনলতা সেনের জনকেরও শান্তি ছিলো না!
৯|  ১২ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:২৮
১২ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে নেমে আসুক শান্তি প্রিয় ভাইয়ার
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:১২
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: বোনের দোয়া আল্লাহ রাব্বুল আল আমীন কবুল করুন। আমীন।
১০|  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:৫৩
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:৫৩
গেঁয়ো ভূত বলেছেন: 
লেখক বলেছেন: বাহ চমৎকার কবিতা! কবির নাম জানতে চাই।
এই শীতে — বুদ্ধদেব বসু
  ১৩ ই অক্টোবর, ২০২২  দুপুর ১২:১৩
১৩ ই অক্টোবর, ২০২২  দুপুর ১২:১৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ❤️
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:১৪
১১ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:১৪
কবিতা ক্থ্য বলেছেন: সব কথা সবার জন্য না।
সব লিখা ও সবার জন্য না।