নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আমার ক্যামেরায় কিছু দৃশ্য......

২২ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১১

আমার ক্যামেরায় কিছু দৃশ্য......


হলতা নদী, পিরোজপুর।


সন্ধ্যা নদী, ঝালকাঠি।


ফতুল্লা, নারায়ণগঞ্জ।


আফতাবনগর, ইস্টার্ন হাউজিং, ঢাকা।


বন্ধু দেবনাথ এর বাড়িতে, পূজার দাওয়াত, ঢাকা।



বিষখালী নদী, বরগুনা।


সৈয়দপুর, নীলফামারী।

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২৬

মিরোরডডল বলেছেন:




সন্ধ্যানদীটা অপূর্ব সুন্দর !
পূজার খাবারে নাড়ু কোথায় ?
ওদের লুচি ডাল খুবই মজার হয় ।
বিষখালী নদীর ছবিটাও সুন্দর ।

২২ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৭

জুল ভার্ন বলেছেন: পুজোয় ভিন্ন ভিন্ন সময় ভিন্ন রকম খাবার। নাড়ু ফল ইত্যাদি দেওয়া হয় দেবতার ভোগে..আমার দাওয়াত ছিলো ডিনারের। সত্যিই লুচি-ডাল খুব সুস্বাদু।

২| ২২ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৩

অপ্‌সরা বলেছেন: খুব সুন্দর ছবিগুলা ভাইয়া!

২২ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ শায়মা।

৩| ২২ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৮

আরোগ্য বলেছেন: চমৎকার। সবচেয়ে ভালো লেগেছে সন্ধ্যানদী আর বিষখালী নদীর ছবিদুটো।

২২ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৮

জুল ভার্ন বলেছেন: আমার কাছেও নদীর ছবি/দৃশ্য খুব ভালো লাগে।

৪| ২২ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রাকৃতিক দৃশ্যগুলো বেশি ভালো লাগে।

২২ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৯

জুল ভার্ন বলেছেন: কারণ, প্রকৃতি হলো গড মেড।

৫| ২২ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাহ! প্রায় সবগুলি ছবিই চমৎকার হয়েছে।
- প্রথম ছবির পরে তিন-চার লাইন লিখে দিলে প্রথম পাতায় এতো গুলি ছবি দেখা যেতো না।
- গাজী সাহেব এই পোস্টে মন্তব্য করার সুযোগ পেলে লিখতেন - আমার ধারণা, এই ধরণের পোষ্টগুলো থেকে ৭ম শ্রেনীর বাচ্চারা কিংবা তার নীচের শ্রেনীর বাচ্চারা উপকৃত হতে পারে। ;)

২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
যার যেমন রুচি সে তেমন মন্তব্য করবে করবেন!

৬| ২২ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৬

শেরজা তপন বলেছেন: রাতের খাবার শেষ করেও পুজোর থালি দেখে লোভ লাগলো।
হলতার ছবিটা সব থেকে ভাল লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৭| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১:১০

কামাল৮০ বলেছেন: শান্ত নদির ছবি খুবই সুন্দর।

২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৮| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ২:১৮

তাহমিদ রহমান বলেছেন: চমৎকার ছবি-ব্লগ!
বিশেষ করে গ্রামীণ নদীর ছবি, পুজোর খাবারের ছবি দেখে খুব ভালো লাগলো।

২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৯| ২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবগুলো ছবিই দারুণ হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১০| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর হয়েছে।
আপনার ক্যামেরার নাম কি? মডেল কত?

২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১২

জুল ভার্ন বলেছেন: আমার বেশ কয়েকটি ভালো ক্যামেরা আছে....যার মধ্যে উল্লেখযোগ্য নাইকন, মামিয়া, মিনোল্টা...ছোট ছেলে এমেচার ফটোগ্রাফার হিসেবে এই লাইনের লোকদের কাছে বেশ পরিচিত- ওরও অনেকগুলো উন্নত মানের ক্যামেরা আছে। তাই আমার নির্দিষ্ট কোনো ক্যামেরা নাই বরং বলা যায়- আমাদের পরিবারের। আমার এই ছবিগুলোও একাধিক ক্যামেরায় তোলা হলেও বেশী Nikon D7200 ক্যামেরায় তোলা।

১১| ২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




প্রথম দু'টো ছবিতে হারিয়ে যেতে হয়..............

২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৩

জুল ভার্ন বলেছেন: একরাশ ভালোবাসা ❤️

১২| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রত্যেকটা ছবি খুবই সুন্দর।

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৩| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: ২ নং ছবিটা (সন্ধ্যা নদী, ঝালকাঠি) ভীষণ, ভীষণ সুন্দর। নদীর নামের সাথে ছবিটা কি সু্ন্দর মিলে গেছে!
৬ নং ছবিটাও (বিষখালি নদী, ঝালকাঠি)।
শেষের ছবিটা কি আপনার সাম্প্রতিক সৈয়দপুর সফরের সময়ে তোলা হয়েছে?
বাদবাকি ছবিগুলোও সুন্দর।
পোস্টে প্লাস। + +

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৭

জুল ভার্ন বলেছেন: জ্বি, সাম্প্রতিক সৈয়দপুর ভ্রমণের সময় বেশ বৃষ্টি হয়েছিল... বৃষ্টি শুরুর আগে ছবিটা তুলেছিলাম রেলওয়ে ওয়ার্কশপ ক্যাম্পাসে। আরও কিছু ছবি তুলেছিলাম যা ফেসবুকে শেয়ার করেছিলাম।

নিখুঁতভাবে দেখে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা জানাই। ❤️

১৪| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৭

মনিরা সুলতানা বলেছেন: কী দারুণ নদীর ছবি গুলো !!!
পোষ্টে ভালোলাগা ভাই।

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ আপু।

১৫| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবিগুলি সুন্দর তুলেছেন।

প্রকৃতি আমাকে বেশী টানে তাই সন্ধ্যা নদী, বিষখালি নদী আর হলতা নদীর ছবি বেশী ভালো লেগেছে। আপনার কাছে ধানসিঁড়ি নদীর ছবি আছে?

২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১৬

জুল ভার্ন বলেছেন: আছে, তবে খুঁজে বের করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.