|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কৃত্রিম চিনি সংকট..... 
বাজারে অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিনির দাম। প্রতি কেজি লাল চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা ও সাদা চিনি ১১৫ টাকা দরে। কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম প্রায় ৩০ টাকা বেড়েছে। গত ২৫ বছরের বাজার পর্যবেক্ষণঃ কখনও চাল, ডাল, তেল,পেঁয়াজ, চিনিসহ এক একটা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাস্ট্রীয় আনুকূল্যে ব্যবসায়ীরা চক্রান্ত করে বাড়িয়ে আমজনতাকে সর্ব শান্ত করছে! যার বর্তমান সংযোগ চিনির দাম।
২০২০ সালের নভেম্বরে বাংলাদেশের ১৫টি রাষ্ট্রীয় চিনিকলের মধ্যে ৬টিতে আখমাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ কলগুলো হলোঃ পাবনা, কুষ্টিয়া, রংপুর, পঞ্চগড়, শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল।
দেশে চিনির পর্যাপ্ত চাহিদা আছে, আমাদের চিনিকল আছে। তা সত্ত্বেও চিনি শিল্পের এই বেহাল দশা কেন?
এই প্রশ্নের সহজ সরল জবাব- চিনি কলগুলো নিয়ে আমাদের সরকারের সদিচ্ছা ও পরিকল্পনার অভাব। সরকার ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতেই চিনিকলগুলোকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ জনগণের কথা সরকারের ভাবনায় নেই। এই সরকার ব্যবসায়ীবান্ধব সরকার। সরকার ও ব্যবসায়ীদের স্বার্থ এখন এক হয়ে গেছে। ব্যবসায়ীরাই এখন রাজনীতিবিদ। তারা জনগণের স্বার্থের কথা আর বিবেচনা করে না। যারা সরকার, তারাই যখন ব্যবসায়ী হয়ে যায় বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসায়ীদের সঙ্গে থাকে, তখন জনস্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থ বড় হয়ে যায়। দেখা যায় জনগণের করের টাকা জনগণের স্বার্থ রক্ষায় ব্যবহৃত হয় না। জনগণের সম্পদ লুটপাট বান্ধব অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে ব্যক্তিখাতে চলে যায়। সেটিই আমাদের এখানে ঘটছে। যার প্রভাব পড়েছে চিনিকলগুলোতে। 
ওপেন সিক্রেটঃ চিনি আমদানি হয় মূলত এস আলম, 
সিটি, মেঘনা গ্রুপের মাধ্যমে। এই তিনটি কোম্পানি বাজারে চিনির সংকট তৈরি করেছে এবং তারা সরকারের ঘনিষ্ঠ৷ এর মধ্যে এস আলম গ্রুপ সরকারের থেকে বহু সুবিধা পেয়ে থাকে। দুই বছর আগে সরকারের কাছ থেকে তারা তাদের চট্টগ্রাম পাওয়ার প্রজেক্ট এর ৩ হাজার ৭শো কোটি টাকার কর মওকুফ করিয়ে নিয়েছ...এরা এখন দেশের আটটি প্রাইভেট ব্যাংকের ৮৫ ভাগ মালিক।
 * বাংলাদেশ পৃথিবীর চতুর্থ চিনি আমদানি কারক দেশ। ২০ লাখ টন চাহিদার বিপরীতে মাত্র ৮০ হাজার টন চিনি দেশে উৎপাদিত হয়। দেশীয় চিনি খুবই মান সম্পন্ন কিন্তু সেই চিনি মিলে পড়ে থাকে, বিক্রি হয়না কেন? দেশের মিলগুলোকে লোকসানের অজুহাতে বন্ধ রেখে এতো বিপুল চাহিদা সম্পন্ন খাতটি ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হয়েছে....
 * ব্যবসায়ীদের হাত পা ধরে পুলিশ- মোবাইল কোর্ট দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না, বাজার নিয়ন্ত্রণ করতে সরকারের বিকল্প বাজার চেইন থাকতে হয়।
 * সরকার সব সংকটের জন্য রাশিয়ার যুদ্ধকে কারন হিসেবে দেখাচ্ছে কিন্তু এই যুদ্ধের আগে এখানে অযৌক্তিক অস্বাভাবিক মূল্য বাড়েনি? এবার প্রথম জিনিসপত্রের দাম বাড়লো?  
 * আমাদের দেশে ছোট বা বড় বেশিরভাগ ব্যবসায়ী অসৎ 
তারা রাতারাতি ধনী হতে চায়- অবৈধভাবে ধনী হতে চায়, সে ধর্ম কর্ম করে কিন্তু ধর্মের বিধান মানে না। মানুষের প্রতি তাদের কোন দায়িত্ব অনুভব করে না। এখানে যে পুঁজিবাদী অর্থনীতি তা মূলত রাক্ষুসে পুঁজিবাদ....
সরকারের দুর্বলতায়- কয়েকজন ব্যবসায়ীকে তোয়াজ করার জন্য তারা বাজার থেকে চিনি গায়েব করার সাহস পেয়েছে...চিনিকলে তো শুধু চিনি হয় না, আরও অনেক কিছু হয়। গত চার বছর কেরু এন্ড কোং লিকার উৎপাদন করেই শতশত কোটি টাকা লাভ করেছে। জীবাণুনাশক স্যানিটাইজার পর্যন্ত উৎপাদন হয়েছে। চাইলে প্রতিটি চিনিকলকে লাভজনক করা যায় কাউকে ছাটাই না করে ও মিল বন্ধ না করেই।
* চলতি অর্থবছরে চাহিদার চেয়ে বেশি চিনি আমদানি হয়েছে, যুদ্ধ শুরু বা ডলারের দাম বৃদ্ধির আগে আমদানি করা চিনি কেন ১২০ টাকার বেশি দামে কিনতে হবে? মূলত, সরকার ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতেই চিনিকলগুলোকে প্রায় ধ্বংস করে দিয়েছে।
* আরটিভিতে চিনির সংকট নিয়ে আলোচনায় ভোক্তা অধিকার এর মহাপরিচালক সাইফুজ্জামান শরীফের বক্তব্যের চুম্বক অংশ।
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ২৫ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:২৪
২৫ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:২৪
জুল ভার্ন বলেছেন: রাস্ট্রীয় সংস্থা করে মদের ব্যবসা, আর বলে "আমরা মদিনা সনদে দেশ পরিচালনা করি"!
২|  ২৫ শে অক্টোবর, ২০২২  সকাল ১০:২৭
২৫ শে অক্টোবর, ২০২২  সকাল ১০:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: একেই বলে দেশেত্ববোধ বুব্ধি হওয়ার পর থেকে এরকমী দেখছি
উন্নয়ন বলতে কিছু রাস্তা পাকা আর বড় অট্টালিকা 
খাদ্যসামগ্রীতে কোন উন্নয়ন নাই বরং ৩০বছর আগেই ভাল ছিল
ভাল থাকবেন দাদা--------
  ২৫ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:২৫
২৫ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:২৫
জুল ভার্ন বলেছেন: এটাই স্বৈরাচারী জনবিচ্ছিন্ন সরকারের উন্নয়ন এর মাপকাঠি!
৩|  ২৫ শে অক্টোবর, ২০২২  সকাল ১০:৩৮
২৫ শে অক্টোবর, ২০২২  সকাল ১০:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- উৎপাদন খাতের প্রায় প্রতিটির চিত্রই এমন। যেটির চাহিদা যত বেশী সেটির উৎবাদন ততো কমিয়ে ফেলের একটি চেষ্টা ব্যবসায়ীরা করে, সরকার তাতে মদদ দেয়। জনগন সেই জিনিস দ্বিগুণেরও বেশী টাকা খরচ করে কিনে পিছন দিক হাতায়।
  ২৫ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:২৬
২৫ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:২৬
জুল ভার্ন বলেছেন: সরকারের পৃষ্ঠপোষকতায় সামিট পাওয়ার জ্বালানি খাতে লুটপাট করে সিংগাপুরে ৭৮ তম ধনী এভাবেই লুটপাট করে হয়েছে...
৪|  ২৫ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:২০
২৫ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:২০
অপু তানভীর বলেছেন: আমাদের বাসায় সব সময় কেরু এন্ড কোংয়ের চিনি আসে । আব্বার ব্যবসার কারণে সরকারি ভাবেই সরাসরি মিল থেকে প্রতিমাসে চিনি কিনে নিয়ে আসে । দোকানের আমদানী করা চিনি আর কেরুর চিনির ভেতরে পার্থক্য খালি চোখেই লক্ষ্য করা যায় । কেরুর চিনি আসলেই চমৎকার । অথচ মানুষ এই চিনি কিনতে পারে না । পায় না ।
  ২৫ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:৫৯
২৫ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:৫৯
জুল ভার্ন বলেছেন: কেরু এন্ড কোম্পানির চিনি আমিও অনেক খেয়েছি- মান বিচারে যার সাথে অন্য কোনো চিনির তুলনা চলে না।
৫|  ২৫ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:৪৪
২৫ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: গতকাল ঢাকায় প্রায় সারাদিনই ঝড় বৃষ্টি হয়েছে। এই ঝড় বৃষ্টির মধ্যে দেখলাম টিসিবি পিকআপ ভ্যানে করে চিনি বিক্রি করছে। লোকজন লম্বা লাইন ধরে কিনছে।
  ২৫ শে অক্টোবর, ২০২২  বিকাল ৫:০৩
২৫ শে অক্টোবর, ২০২২  বিকাল ৫:০৩
জুল ভার্ন বলেছেন: খুধা কোনো দূর্যোগ মানে না।
৬|  ২৫ শে অক্টোবর, ২০২২  বিকাল ৪:৫৮
২৫ শে অক্টোবর, ২০২২  বিকাল ৪:৫৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুধু কি চিনি ? প্রতিটি পণ্যের সংকট তৈরি করে চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে । এর সাথে যারা জড়িত তারা সবাই বিশেষ মহলের আশীর্বাদ পুষ্ট । এ জন্যই ই ভ্যালি নামের প্রতরকেরা আবার বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে ।
  ২৫ শে অক্টোবর, ২০২২  বিকাল ৫:০৪
২৫ শে অক্টোবর, ২০২২  বিকাল ৫:০৪
জুল ভার্ন বলেছেন: কখনও চাল, ডাল, তেল,পেঁয়াজ, চিনিসহ এক একটা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাস্ট্রীয় আনুকূল্যে ব্যবসায়ীরা চক্রান্ত করে বাড়িয়ে আমজনতাকে সর্ব শান্ত করছে!
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২২  সকাল ১০:২০
২৫ শে অক্টোবর, ২০২২  সকাল ১০:২০
শেরজা তপন বলেছেন: দর্শনার কেরু এখন মদ উতপাদনে ভীষন ব্যস্ত!!
তিক্তকর সত্য কথন! এভাবে একটার পর একটা চলতেই থাকবে। রাতের আঁধারে কোন গেম হয় আর কিভাবে ভাগ-বাটোয়ারা হয় এখন বাঙ্গালীরা ভাল বোঝে।
একবার দেশে খরা হোল! এরসাদ সাহেব দরগায় দরগায় ঘুরছেন। বহু আরাধ্য বৃষ্টি যেদিন হোল- এরশাদ সাহেব সেদিন মিডিয়ার সামনে এসে খুব তমিজের সাথে বললেন, গত রাতেই তিনি সপ্নে দেখেছিলেন আজ বৃষ্টি হবে। ব্যাস সারা দেশে তাঁর জনপ্রিয়রা হু হু করে বেড়ে গেল!!!
সেই 'বলদ বুঝ' দেয়ার দিন চলে গেছে।