|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
অন্যরকম বিশ্বকাপ ফুটবল: জুলে রিমে ট্রফি .... 
 ১৯৫০ সালের ২৪ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল।
১৯৫০ সালে বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা নির্ধারণ পর্বে এশিয়া থেকে বাছাইপর্বে নিজেদের সরিয়ে নেয় ফিলিপাইনস, ইন্দোনেশিয়া ও বার্মা (বর্তমান মিয়ানমার)। তাই সরাসরি সুযোগ পায় ভারত। ফিলিপাইনস, ইন্দোনেশিয়া ও বার্মা নাম প্রত্যাহার করে নেওয়ার কারণেই ভারত কোনোও ম্যাচ না খেলেই সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবার সুবর্ণসুযোগ লাভ করেছিলো। তখন গোটাবিশ্বের মতো ভারতেরও অর্থনৈতিক অবস্থা ভালো চলছিলোনা। তাই সরকার আপত্তি তোলে সুদূর ব্রাজিল যাতায়াতের খরচ নিয়ে। ফিফা অর্ধেক মূল্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও, "প্র্যাকটিসের সময় পাওয়া যাবে না", "ভারতীয় খেলোয়াড়দের খালি পায়ে খেলার আবদার" এবং অলিম্পিক ফুটবলকে প্রাধান্য দেওয়ার অজুহাতে ভারতের বিশ্বকাপ যাত্রা বাতিল করা হয়। আসলে খালি পায়ে খেলার আবদার তোলায় ভারতের আর বিশ্বকাপ খেলা হয়নি!  
 
বিশ্বকাপ ১৯৫০: দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৩৮ পরবর্তী দুটি ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে পারেনি। ১২ বছর পর ১৯৫০ সালে ব্রাজিলে আয়োজিত হয় চতুর্থ বিশ্বকাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িত দেশ জার্মানি ও জাপানকে এ বিশ্বকাপে খেলার অনুমতি দেওয়া হয়নি। আর ইউরোপ থেকে অস্ট্রিয়া ও বেলজিয়াম নিজেদের প্রত্যাহার করে নিলে বাছাইপর্বের ফাইনাল রাউন্ড খেলা ছাড়াই সুইজারল্যান্ড ও তুরস্ক সুযোগ করে নেয় বিশ্বকাপে। বাছাইপর্বের পরও সরে দাঁড়ায় স্কটল্যান্ড ও তুরস্ক। ইংল্যান্ডের কাছে বাছাইপর্বে দ্বিতীয় হওয়ার কারণে স্কটল্যান্ড ও দক্ষিণ আমেরিকায় ভ্রমণে আর্থিক সমস্যার কারণে তুরস্ক খেলতে অস্বীকৃত জানায়। পরে এদের ঘাটতি মেটাতে ফিফা বাদ পড়া পর্তুগাল, আয়ারল্যান্ড ও ফ্রান্সকে আমন্ত্রণ জানায়। পর্তুগাল ও আয়ারল্যান্ড নেতিবাচক সাড়া দিলেও ফ্রান্স জায়গা করে নেয়। মূলত ব্রাজিল ফুটবল ফেডারেশনে সঙ্গে বিতর্কে জড়িয়ে বিশ্বকাপ বয়কট করেছিল আর্জেন্টিনা। এছাড়া ইকুয়েডের ও পেরু নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। জার্মানি ও জাপানকে বাদ দিয়ে এই টুর্নামেন্ট ছিল পৃথিবীর সব দেশের জন্য উন্মুক্ত। তারপরও বিশ্বকাপ খেলতে ফুটবল দল খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত পঞ্চাশের ব্রাজিল বিশ্বকাপে অংশ নেয় মাত্র ১৩টি দল। তখন বিশ্বকাপ ট্রফির নাম দেওয়া হয় জুলে রিমে কাপ। ফিফার প্রেসিডেন্ট হিসেবে জুলে রিমের ২৫ বছর উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।
আসরটিতে মোট ৬টি শহরে স্টেডিয়ামে খেলা হয়। ভেন্যুগুলো হলো, রিও ডি জেনিরো, সাও পাওলো, বেলো হরিজোন্তে, কুরিতিবা, পোর্তো অ্যালেগ্রি ও রেসিফ।এই বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করে- মারাকানা! আর এই মারাকানায় ঐতিহাসিক স্বপ্নভঙ্গ ঘটে ব্রাজিলের। মারাকানায় উপস্থিত প্রায় ২ লাখ সমর্থকের সামনে ২-১ ব্যবধানে সেলেকাওদের কাঁদিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে উরুগুয়ে। তবে গোল্ডেন বল জয় করেন ব্রাজিলের আদেমির জিজিনহো।
মারাকানার এই হার ব্রাজিল ফুটবল দলের খোলনলচে বদলে দিয়েছিল। সেদিন সেই হারের পর চারজন খেলোয়াড় মাঠ থেকেই অবসরের ঘোষণা দেন। এমনকি হারের পর দেশটির প্রতীক সাদা জার্সিকে পাঠিয়ে দেওয়া হয় নির্বাসনে। তৈরি করা হয় ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি। 
তথ্যসূত্রঃ বিশ্বকাপ ফুটবল উইকিপিডিয়া এবং ঘটনা বহুল চতুর্থ বিশ্বকাপ ফুটবল। 
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৮ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:০৪
২৮ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:০৪
জুল ভার্ন বলেছেন: যেকোনো কিছুর ইতিহাস ঘাটাঘাটির একটা বাতিক আমার আছে.... যার ফলশ্রুতি বিশ্বকাপ ফুটবল নিয়ে পরপর দুটো পোস্ট। 
না, আমি জার্মান ফুটবলের সমর্থক নই। আমার ফাস্ট চয়েজ- এবারের আসরের সব চাইতে অগোছালো দল আর্জেন্টিনা। দ্বিতীয় পছন্দ পাওয়ার ফুটবলের জনক জার্মানি। আমার পছন্দের দুটো দলেরই এবারের অবস্থা ত্রাহি মধুসূধন! 
ধন্যবাদ।
২|  ২৮ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:২৬
২৮ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
আমার পছন্দের দুটো দলেরই এবারের অবস্থা ত্রাহি মধুসূধন! 
আর্জেন্টিনার হিসেব টা সহজ। জিতলেই হলো।  
আমার সেকেন্ড চয়েজ জার্মানী সম্ভবত বাদ পরে যাবে। 
আমার দল ব্রাজিল এইবার গতবারের তুলনায় ভালো দল ছিল।  কিন্তু নেইমারের ইনজুরি শেষ করে দিল। 
পরের রাউন্ডে যদি ফ্রান্স আর আর্জেন্টিনা খেলা হয় তবে যে দল জিতবে সেই চ্যাম্পিয়ন হবে আশা করি।  
  ২৮ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:২৮
২৮ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:২৮
জুল ভার্ন বলেছেন: আসলে এবারের ফুটবল নিয়ে কোনো প্রেডিকশন এখন পর্যন্ত সঠিক হচ্ছেনা, বরং ফলাফল উলটা হয়!
৩|  ২৮ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:৩৭
২৮ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলে এবারের ফুটবল নিয়ে কোনো প্রেডিকশন এখন পর্যন্ত সঠিক হচ্ছেনা, বরং ফলাফল উলটা হয়! 
মরক্কো জিতলো বেলজিয়ামের সাথে !!
দুটো ফাইনাল খেলবে এমন তিনটা দলের নাম বলতে পারেন? 
ফ্রান্স /আর্জেন্টিনা (দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি না হলেই ভালো )
 ইংল্যান্ড /ব্রাজিল। 
আমার মনে হয় এদের মধ্যে দুইটা দল ফাইনাল খেলবে। 
  ২৮ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:১৭
২৮ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:১৭
জুল ভার্ন বলেছেন: আমার প্রত্যাশা, দল কোনো ছোট বড়, স্টার সুপারস্টার বিবেচনায় নয়, বিশ্বকাপে যারাই খেলছে- সবাই যোগ্যতর দল হয়েই বিশ্বকাপের টিকেট পেয়েছে। কাজেই যারাই ভালো খেলবে তারাই যেনো যথাযত সম্মান পায়।
৪|  ২৮ শে নভেম্বর, ২০২২  সন্ধ্যা  ৭:৪৪
২৮ শে নভেম্বর, ২০২২  সন্ধ্যা  ৭:৪৪
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
  ২৯ শে নভেম্বর, ২০২২  সকাল ১০:৪৪
২৯ শে নভেম্বর, ২০২২  সকাল ১০:৪৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫|  ২৮ শে নভেম্বর, ২০২২  রাত ৮:৩২
২৮ শে নভেম্বর, ২০২২  রাত ৮:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ তথ্য। এগুলো জানা ছিল না।
  ২৯ শে নভেম্বর, ২০২২  সকাল ১০:৪৫
২৯ শে নভেম্বর, ২০২২  সকাল ১০:৪৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সোনা ভাই।
৬|  ২৯ শে নভেম্বর, ২০২২  রাত ১২:১৭
২৯ শে নভেম্বর, ২০২২  রাত ১২:১৭
শূন্য সারমর্ম বলেছেন: 
সাদা জার্সির ব্রাজিলের পূনর্জন্ম হয় হলুদে।
  ২৯ শে নভেম্বর, ২০২২  সকাল ১০:৪৮
২৯ শে নভেম্বর, ২০২২  সকাল ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: সাদা জার্সির ব্রাজিলও ততকালীন সময়ে বিখ্যাত ছিলো। তবে হলুদ জার্সিতেই আসল ব্রাজিলের উত্থান। যাকে সাদার ব্যর্থতার পর পূনর্জন্ম বলাই সংগত। 
ধন্যবাদ।
৭|  ২৯ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:১৩
২৯ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: নতুন নতুন বা অজানা তথ্য গুলো জানতে আমার ভালো লাগে। 
আপনাকে ধন্যবাদ।
  ২৯ শে নভেম্বর, ২০২২  দুপুর ২:১৪
২৯ শে নভেম্বর, ২০২২  দুপুর ২:১৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ রাজীব।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:৫৮
২৮ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ফুটবল বিশ্বকাপ সিরিজে ভালোই শ্রম যাচ্ছে। নতুন তথ্য সমৃদ্ধ লেখা পেলাম। ভালো লেগেছে।
আপনি কি জার্মানির সাপোর্টার ?