|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
রক্ষণশীল ইরানে একজন প্রতিবাদী অভিনেত্রী তারানেহ আলিদুস্তি....
রক্ষণশীল ইরানের অনেক কিছুই আমার অপছন্দের হলেও আমি ইরানী সিনেমার ভক্ত। ইরানীর সিনেমা বিশ্ব সিনেমা জগতে অনেক বড়ো ভূমিকা রাখছে, যেমনটি ইদানীং কোরিয়ান সিনেমাও খুব ভালো করছে। ইরানী ফ্লিম ইন্ডাস্ট্রীতে আমার অনেক জন বিখ্যাত পরিচালক এবং অভিনেতা- অভিনেত্রী আছেন যারা সিনেমা প্রেমীদের মন জয় করে নিয়েছেন। ইরানী আইন শৃংখলা বাহিনী ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগে ১৭/১২/২০২২ ইং তারিখ আটক ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। ইরানের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানজুড়ে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। আর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বিক্ষোভকে উসকে দেওয়ার অভিযোগ তারানেহ আলিদুস্তির নামে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার জানায়, নিজের করা দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো নথি দিতে ব্যর্থ হওয়ায় পুলিশ আলিদুস্তিকে গ্রেপ্তার করেছে। 
  
 
আদর্শবান কবি, সাহিত্যিক, লেখক শিল্পীরা কখনও রক্তচক্ষুর কাছে, লোভের কাছে, স্বৈরাচারী স্বেচ্ছাচারী ক্ষমতার সাথে মাথা নত করেন না। তাঁরা বলেন, করেন- করাটা, বলাটাই তাঁদের আদর্শিক কাজ। ধোপদুরস্থ জামাকাপড় পরে মঞ্চে দাঁড়িয়ে হাততালি পাবার লোভে নয়, তাঁরা নিজস্ব দায়িত্ববোধ থেকে বলেন এবং করেন। রাষ্ট্রের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে, অথবা প্রচলিত সব রকম বিধি-ব্যবস্থার বিরুদ্ধে। প্রকৃত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পীরা এভাবেই লিখে এবং বলে গেছেন বারবার। কেউ শুনেছে, কেউ শোনেনি। রাষ্ট্র কবেই বা শিল্পীর কথামত সিদ্ধান্ত নিয়েছে? যদিও এখনকার রাজাদের ‘ওই জায়গাগুলো’ থাকে না, তাই “রাজা তোর কাপড় কোথায়?”--- এই কথা জিজ্ঞেস করে এইসব রাজাদের লজ্জিত করা যায় না।
  
 
বিশ্ববাসী জানেন, পুলিশ হেফাজতে মাশা আমিনি নামের এক নারীর মৃত্যুর জেরে অনেক দিন ধরেই ইরানে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে আটক মোহসেন শেখারি নামে এক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেয় ইরান সরকার। আর এই মৃত্যুদণ্ড নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন তারানেহ আলিদুস্তি নামের প্রখ্যাত ইরানী অভিনেত্রী। এ সময় তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য এটি লজ্জা। এত রক্তপাত দেখেও তারা চুপ করে আছে।
৩৮ বছর বয়সী এই অভিনেত্রীর গ্রেপ্তারের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। এর আগেও ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আটক হয়েছিলেন তারানেহ আলিদুস্তি। ২০১৮ সালে পুলিশ এক নারীকে লাঞ্ছিত করলে টুইট করে প্রতিবাদ করেন এই অভিনেত্রী। প্রতিবাদের শাস্তিস্বরূপ ২০২০ সালে পাঁচ মাস জেলে কাটাতে হয়েছে তাঁকে। 
   
 
আসলে আমি এখানে সিনেমার রিভিউ লিখছি না, তবুও প্রসংগত বলছি- পরিচালক আসগর ফরহাদির অস্কার পাওয়া সিনেমা- দ্যা সেলসম্যান। অভিনেত্রী তারানেহ আলিদুস্তি অভিনীত দ্যা সেলসম্যান সিনেমাটি আমি দেখেছিলাম। আর্থার মিলারের ‘দ্য ডেথ অফ আ সেল্সম্যান’ নিয়ে নাটকও হয়েছে ইরান ছাড়াও অনেক দেশে। সিনেমার ঘটনাটি এমনঃ-এক দম্পতি নতুন ফ্লাটে উঠেছে। সেখানেই ঘটে ভয়াবহ দূর্ঘটনা। সিনেমার চরিত্র রানার (তারানেহ আলিদুস্তি) উপর অজানা অচেনা কেউ হামলা করে। প্রতিবেশীদের থেকে জানা যায় তাদের ফ্লাটে এর আগে একজন দেহব্যবসায়ী মহিলা থাকতেন। সন্দেহ করা হয় সেই মহিলার কোন কাস্টমারই রানার উপরে হামলা করেছে। একসময় ধরা পরে অপরাধী। ধরা পড়ার পর অপরাধীর কি শাস্তি প্রাপ্য সেটা নিয়েও চলে একধরণের সাইকোলজিক্যাল টানাপোড়ান। শাহাব হোসেইনি এমাদ চরিত্রে তার আকর্ষক, ব্রুডিং অভিনয়ের জন্য কানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। তারানেহ আলিদুস্তিও একটি যন্ত্রণাদগ্ধ চরিত্রে অসাধারন সুন্দর অভিনয় করেছেন- যা দর্শক হৃদয়ে যন্ত্রণার প্রতীক হয়ে থাকবে।
আসগার ফারহাদির যেকোনো সিনেমার শেষেই উঠে আসে মানবিকতা। এটাও তার ব্যতিক্রম নয়। নিতান্তই রহস্যজনক ভাবে সিনেমার কাহিনী শুরু হলেও শেষ অবধি অন্যদিকেই চলে যায়।
ছবিঃ স্যোশাল মিডিয়ার সৌজন্যে।
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৪০
২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৪০
জুল ভার্ন বলেছেন: আমার দৃষ্টিতে বর্তমানে সব কিছু মিলিয়ে ইরানী মুভি শ্রেষ্ঠ। এই ব্লগেই আমি বিভিন্ন সময় ইরানী মুভি- Children of Heaven, Children of Heaven, The Song of Sparrows, The Circle, Turtles can Fly রিভিউ পোস্ট লিখেছি। ইদানীং কোরিয়ান মুভিও অসাধারন সুন্দর!
২|  ২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩৩
২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩৩
নতুন বলেছেন: ক্ষমতাই সব ধর্ম রক্ষাকবজ মাত্র। 
ক্ষমতাসীনরা ধর্মের ব্যবহার করেছে মানুষকে নিয়ন্ত্রনে রাখার জন্য। এখানেও বেতিক্রম না।
  ২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৪০
২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৪০
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।
৩|  ২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৪৪
২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন: 
সুন্দর। অনেক কিছু জানা গেল।
  ২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৫৯
২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৫৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৪|  ২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ২:০৩
২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ২:০৩
শূন্য সারমর্ম বলেছেন: 
একজন থেকে দল ভারী করে প্রতিবাদ করার চেষ্টা করলে ভালো হতো।
  ২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ২:১৯
২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ২:১৯
জুল ভার্ন বলেছেন: উচিত, কিন্তু তেমন সেলিব্রেটিরা এগিয়ে আসছেন না। এই ব্যাপারে অন্যান্য সব দেশ থেকে আমাদের দেশের শিল্পী সাহিত্যিকরা যোজন যোজন পিছিয়ে- এরা শুধু চোষ্য চর্ব লেহণেই পারদর্শী।
৫|  ২১ শে ডিসেম্বর, ২০২২  বিকাল ৪:০১
২১ শে ডিসেম্বর, ২০২২  বিকাল ৪:০১
পদাতিক চৌধুরি বলেছেন: খুবই খারাপ দিকে যাচ্ছে। ফেসবুকে একটু আগে আপনার পোস্ট দেখে একটা কমেন্ট করেছিলাম ভাইজান। কিন্তু বিষয়টি আমার এখন বলতেই গা শিউরে উঠছে।একটা সভ্য দেশ কত সহজেই বদলে দিয়েছে জীবন দর্শনকে।
  ২১ শে ডিসেম্বর, ২০২২  বিকাল ৪:১০
২১ শে ডিসেম্বর, ২০২২  বিকাল ৪:১০
জুল ভার্ন বলেছেন: একদা জ্ঞান বিজ্ঞানে অগ্রসরমান দেশে পারস্যের বর্তমান অবস্থা সত্যিই দুঃখজনক!
৬|  ২১ শে ডিসেম্বর, ২০২২  রাত ১১:৪৬
২১ শে ডিসেম্বর, ২০২২  রাত ১১:৪৬
কামাল১৮ বলেছেন: আমি ইরানের কোন ছবি দেখিনি কেবল আলী দস্তির একটা বই পড়েছি।
  ২২ শে ডিসেম্বর, ২০২২  সকাল ১০:১৩
২২ শে ডিসেম্বর, ২০২২  সকাল ১০:১৩
জুল ভার্ন বলেছেন: আগ্রহী হলে ইরানি এবং কোরিয়ান মুভি দেখতে অনুরোধ করবো- দেখবেন ওরা কতো এগিয়েছে।
৭|  ২২ শে ডিসেম্বর, ২০২২  সকাল ৮:৫৬
২২ শে ডিসেম্বর, ২০২২  সকাল ৮:৫৬
শেরজা তপন বলেছেন: ঠিক বিশ্বের অন্যতম সেরা মুভিগুলো ইরানে তৈরি হয়। 
তারানেহ আলিদুস্তি-র মত এমন একজন সাহসী অভিনেত্রীকে অভিনন্দন। 
* সাহসিকতা মানে যে পোশাক খুলে উদোম হওয়া নয় সেটা মানুষ আর কবে উপলব্ধি করবে???
  ২২ শে ডিসেম্বর, ২০২২  সকাল ১০:১৪
২২ শে ডিসেম্বর, ২০২২  সকাল ১০:১৪
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত পোষণ করছি।
৮|  ২২ শে ডিসেম্বর, ২০২২  সকাল ১১:২০
২২ শে ডিসেম্বর, ২০২২  সকাল ১১:২০
কামাল১৮ বলেছেন: সমাজ যেখানে পিছিয়ে সেখানে ভালো ছবি তৈরি হয়।অনেকটা কাঁঠালের আমসত্তের মতো ঘটনা।তবে কি তারা সমাজের বাইরে গিয়ে ছবি বানায়।আর সেটা ভালো ছবি।ছবি বানানোর টেকনিক হয়তো উন্নত,কিন্তু সামাজিক বাস্তবতা না।যেটাকে আমরা বলি বাস্তব ধর্মী ছবি।যেটা ছিলো সত্যজিতের বা ঋত্বিক ঘটকের ছবিতে।কোরিয়ান ছবি ভালো হতে পারে কারণ কোরিয়ান সমাজ অনেক এগিয়ে।
  ২২ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ২:৫৯
২২ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ২:৫৯
জুল ভার্ন বলেছেন: পৃথিবীতে অনেক দেশের সাহিত্যিক, কবি বুদ্ধিজীবি নানাবিধ প্রতিকূলতার মধ্যেও নোবেল জয়ের নজির আপনার অজানা নয়....প্রথমেই যদি কারোর উপর নেতিবাচক মানসিকতা ধারণ করেন তাহলে ন্যায় দৃষ্টি বাধাগ্রস্থ হবেই....তাই অনুরোধ করবো- উপরে রাজীব নুরের মন্তব্যের জবাবে যে মুভিগুলোর নাম উল্লেখ করেছি সেগুলো দেখবেন। আশা করি আপনার দৃষ্টিভংগী বদলে যাবে।
৯|  ২২ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:০৪
২২ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:০৪
বিটপি বলেছেন: আমেরিকার আর সেই দিন নাই বুঝাই যাচ্ছে। থাকলে এই সুযোগে ইরানের জনগণের কাছে স্বাধীনতা বিক্রি করার একটা মওকা পেয়ে যেত। দুঃখিত অনুভব করছি ইরানের জনগণের জন্য। ইরাকের পরিণতি দেখে তারা এখন আর আমেরিকাকে বন্ধু ভাবার কোন কোন সাহস পাচ্ছেনা। কিন্তু রক্ষণশীল ইরানের সরকারের হাত থেকে বাঁচানোর জন্য এই মুহূর্তে ভোগবাদী আমেরিকার বিকল্প কিছু আছে বলে আমার মনে হচ্ছেনা। 
  ২২ শে ডিসেম্বর, ২০২২  বিকাল ৩:০০
২২ শে ডিসেম্বর, ২০২২  বিকাল ৩:০০
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত পোষণ করছি।
১০|  ২২ শে ডিসেম্বর, ২০২২  সন্ধ্যা  ৬:০৯
২২ শে ডিসেম্বর, ২০২২  সন্ধ্যা  ৬:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার দৃষ্টিতে বর্তমানে সব কিছু মিলিয়ে ইরানী মুভি শ্রেষ্ঠ। এই ব্লগেই আমি বিভিন্ন সময় ইরানী মুভি- Children of Heaven, Children of Heaven, The Song of Sparrows, The Circle, Turtles can Fly রিভিউ পোস্ট লিখেছি। ইদানীং কোরিয়ান মুভিও অসাধারন সুন্দর! 
আপনি যে মুভি গুলোর কথা বললেন, সে মুভি গুলো নিয়ে আমি সামুতে রিভিউ লিখেছি। 
আর কোরিয়ান মুভি গুলো দূর্দান্ত হয়।
  ২২ শে ডিসেম্বর, ২০২২  রাত ৮:২২
২২ শে ডিসেম্বর, ২০২২  রাত ৮:২২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:২৭
২১ শে ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: ইরানী মুভি আমার পছন্দ।
যেমন ধরেন চিলড্রেন অব হেভেন। এই মুভি ১০০ শ' বার দেখার পরও বিরক্ত লাগে না। তারপর ধরেন সেপারেশন।