নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

কে আমি.....

২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১১

কে আমি?.....

Jean-Paul Charles Aymard Sartre (আমরা সংক্ষেপে বলি- জ্যা পল সাত্রে) নাম ভুলে যাওয়া একটা উপন্যাসে পড়েছিলাম, জার্মানীর অর্ধ অধিকৃত ফরাসীদের নিয়ে।

'হিটলারের সৈন্যরা প্যারিস দখল করে নিয়েছে। কয়েকশো মাইল দূরে একদল ফরাসী সৈন্য দিনের পর দিন অপেক্ষা করছে বিজেতাদের হাতে বন্দী হবার জন্য। তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব গেছে হারিয়ে। তাদের স্বদেশ নেই, তাদের নেই জাতীয় স্বকীয়তা, তারা আর মানুষ নয়, শুধু পরাজিত সৈনিক।এমন এক যুদ্ধে পরাজিত, যে যুদ্ধ তারা বাধায় নি। যে যুদ্ধ ঘোষণা করার সময় তাদের মতামত নেওয়ার প্রশ্ন জাগেনি কারুর মনে। যে যুদ্ধ জিতবার সুযোগ কিম্বা শত্রুকে মারবার সুযোগ পর্যন্ত তারা পায়নি।'-
এই পর্যন্ত সাত্রের লেখা।

আজকের এই আমি।
আমার মনে হয় তেমনি একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি। আমার মনে হয় আমি সেই রকম
একজন পরাজিত সৈনিক। আমার চারিদিকে কেবল প্রশ্নের বূহ্য - কে আমি?
কি আমি?
কোথায় আমি?
কেন আমি?
কার জন্য আমি?
যুদ্ধ মানেই তো ক্ষয়, ধ্বংস, হাহাকার, যণ্ত্রণা।

(অনেক দিন আগে সাত্রের লেখাটা পড়েছিলাম,
আজ আবারও শেয়ার করলাম)।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২২

সৈয়দ কুতুব বলেছেন: আমি কে? এই প্রশ্নের উত্তর রিলিজিয়ন ফলো করলে পাওয়া যায়। তবে দর্শনের দিকে থেকে চিন্তা করলে অনেক বিশাল ব্যাপার!

২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৭

জুল ভার্ন বলেছেন: আমি জানার জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির লেখা কিমিয়া ই সা'দত শ্রেষ্ঠ বই বলেই মনে হয়।

২| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার উদ্ধৃতি। কি আমি? আমি কোথায়? কেন আমি? কার জন্য আমি? ইত্যাদি প্রশ্ন একজন মানুষকে সঠিক চালিত করে।

২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৭

জুল ভার্ন বলেছেন: সঠিক উপলব্ধি।

৩| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০২

সৈয়দ কুতুব বলেছেন: কিমিয়া ই সা'দেত আমি নবম শ্রেণিতে পড়েছিলাম। ইমাম গাজ্জালীর মতো ফিলোসফার মুসলিম বিশ্ব আর পাবে না।

২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১

জুল ভার্ন বলেছেন: মাই গড! ওটাতো ইসলামি দর্শন বই, নবম শ্রেণিতে পড়ে ওই বই পড়ে আত্মস্থ করা বিরাট ব্যাপার!!
আমি প্রথম পড়েছি ত্রিশ বছর পেরিয়ে.... এখনো মাঝে মধ্যে পড়ি।

৫| ২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: আমি কে আমি কি প্রশ্নের শেষ নেই

২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৩

জুল ভার্ন বলেছেন: ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আমি সম্পর্কে দীর্ঘ ব্যাখ্যার পর এক শব্দে সমাপ্তি টেনে ছিলেন- "আমি হচ্ছে আত্মা"!

৬| ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫১

জটিল ভাই বলেছেন:
শেষের প্রশ্নগুলোর বিচরণ আজ প্রতিটি সুস্থ্য মন-মগজে!!!

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৫

জুল ভার্ন বলেছেন: বাস্তবতা!

৭| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৬

জুল ভার্ন বলেছেন:

৮| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এসব প্রশ্ন নিয়ে জ্ঞানী ব্যক্তিরা ভাবেন। অমন করে এসব প্রশ্নের উত্তর কখনো খুঁজি নি, তবে একদিন গভীর ধ্যানে বসবো নিজেকে খুঁজতে, আমি কে, বা কীইবা আমি।

সাত্রে'র বই থেকে যে অংশ উদ্ধ্বৃত করেছেন, ওটা অনেক গভীরে নিয়ে গেল।

ছোট, কিন্তু অসাধারণ এক পোস্ট।

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৫

জুল ভার্ন বলেছেন: সোনা ভাই, আপনি সৃজনশীল কবি মানুষ- আপনার দৃষ্টিকোণ আমাদের মতো সাধারণ মানুষের থেকে ভিন্নতর হবে এবং সেখান থেকেও আমরা নতুন কিছু শিখতে চাউ, জানতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.