নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

SORRY (দুঃখিত):....

২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৬

SORRY (দুঃখিত):....

‘SORRY’ শব্দের পূর্ণরূপ হচ্ছে—Someone On Really Remembering You.
যাঁরা পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বুঝেন এবং গুরত্বপূর্ণ বা মূল্যবান মনে করেন তারাই কোন ‘ভুল’ হলেই বিনা দ্বিধায় ‘SORRY’ বলেন। ‘ভুলের’ জন্য ‘SORRY’ বলাটা সদাচারণভূক্ত। ‘SORRY’ বলে দুঃখ প্রকাশ করার মধ্যে কোন লজ্জা নেই।

‘ভুল’ এবং ‘অন্যায়ের’ মধ্যে পার্থক্যঃ- ‘ভুল’ হচ্ছে অনিচ্ছাকৃত, ‘অন্যায়’ হচ্ছে ইচ্ছাকৃত। কারো কোন ‘ভুল’ হলে আত্মসংশোধনের জন্য ‘SORRY’ বললে ক্ষমাযোগ্য হয় এবং সমস্যা মোটামুটি সমাধান হয়ে যায়। ‘ভুল’ যেহেতু অনিচ্ছাকৃত সেহেতু ‘ভুল’ সর্বদা ক্ষমাযোগ্য। ‘ভুলের’ জন্য ‘SORRY’ বলা সংস্কৃতি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ইতিবাচক। ‘ভুলের’ জন্য নির্দ্বিধায় ‘SORRY’ বলা পারিবারিক সুশিক্ষা এবং মূল্যবোধেরও অংশ। নিজের ভুল নির্দ্বিধায় স্বীকার করে‘ SORRY’ বলতে পারা মানসিক উদারতার পরিচয় বহন করে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬

সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক বলেছেন ভালো লাগলো

২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার কখনো ভুল হলে নিঃসকোচে ক্ষমা চাই সরি বলি আমাকে কোন হিনমন্যতায় ভোগায়না।

২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫

জুল ভার্ন বলেছেন: আমিও ভুল করলে নিঃসংকোচে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করি।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৭

আজব লিংকন বলেছেন: সরির ফুল ফর্ম আজকে জানলাম ভাইজান।। এতদিন জানতাম সরি মানে দুঃখিত।
আসলেই 'SORRY' এবং 'Thank you' বলা পারিবারিক সুশিক্ষা এবং মূল্যবোধেরও অংশ।

২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ এবং আপনার বক্তব্যের সাথে একমত।

৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২২

আজব লিংকন বলেছেন: ভাইজান আমার পোষ্টে আমার মন্তব্য মুছতে গিয়ে আপনার মন্তব্যটা চাপ পড়ে মুছে গেল। সো সরি।
প্লিজ মন খারাপ করবেন না। দয়া করে আবার মন্তব্যটা দিন।

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৫

জুল ভার্ন বলেছেন: নো প্রব্লেম এয়ত অল। অমন আমারও মাঝেমধ্যে হয়ে যায়।

৫| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

আরইউ বলেছেন:



জুল ভার্ন,

আপনার বক্তব্যের সাথে দ্বিমত করার কোন সুযোগই নেই। ভুল মানুষেরই হয়; ভুল হলে ক্ষমা চাওয়ার এবং কারো ভুলকে ক্ষমা করে দেওয়ার সংস্কৃতি সমাজে ও দেশে খুবই জরুরি।

কিছু মনে করবেন না, আমার জানামতে "sorry" শব্দটি একটি সরল ইংরেজি শব্দ, এটি কোনো এক্রোনিম নয়।

অনেক ভালো থাকবেন। ধন্যবাদ!

২৭ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:১৫

জুল ভার্ন বলেছেন: ভুল আমরা সবাই কমবেশি করি, কিন্তু ভুল স্বীকার করার মতো মানসিকতা সবাই ধারণ করতে পারি না।

মানুষের অনুসন্ধিৎসাই অনেক কিছুর মতো শব্দেরও ব্যাখ্যা (এনালাইসিস অর্থে) বের করে- Sorry এটাও তেমন একটা ব্যাখ্যা, তবে স্বতসিদ্ধ নয়।

আপনার জন্যও শুভ কামনা।

৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

জটিল ভাই বলেছেন:
কিন্তু ভাই, যে সরি বলার পরও বারবার একই কাজ করে?

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০৬

জুল ভার্ন বলেছেন: ওরা নির্লজ্জ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.