নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

SORRY (দুঃখিত):....

২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৬

SORRY (দুঃখিত):....

‘SORRY’ শব্দের পূর্ণরূপ হচ্ছে—Someone On Really Remembering You.
যাঁরা পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বুঝেন এবং গুরত্বপূর্ণ বা মূল্যবান মনে করেন তারাই কোন ‘ভুল’ হলেই বিনা দ্বিধায় ‘SORRY’ বলেন। ‘ভুলের’ জন্য ‘SORRY’ বলাটা সদাচারণভূক্ত। ‘SORRY’ বলে দুঃখ প্রকাশ করার মধ্যে কোন লজ্জা নেই।

‘ভুল’ এবং ‘অন্যায়ের’ মধ্যে পার্থক্যঃ- ‘ভুল’ হচ্ছে অনিচ্ছাকৃত, ‘অন্যায়’ হচ্ছে ইচ্ছাকৃত। কারো কোন ‘ভুল’ হলে আত্মসংশোধনের জন্য ‘SORRY’ বললে ক্ষমাযোগ্য হয় এবং সমস্যা মোটামুটি সমাধান হয়ে যায়। ‘ভুল’ যেহেতু অনিচ্ছাকৃত সেহেতু ‘ভুল’ সর্বদা ক্ষমাযোগ্য। ‘ভুলের’ জন্য ‘SORRY’ বলা সংস্কৃতি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ইতিবাচক। ‘ভুলের’ জন্য নির্দ্বিধায় ‘SORRY’ বলা পারিবারিক সুশিক্ষা এবং মূল্যবোধেরও অংশ। নিজের ভুল নির্দ্বিধায় স্বীকার করে‘ SORRY’ বলতে পারা মানসিক উদারতার পরিচয় বহন করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.