![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ঊষারা পুতুল নিয়ে খেলা করেনা, অসংখ্য তরুনদের হৃদয় নিয়ে খেলা করে...
আমরা মানে আমাদের ছেলেবেলায় ক্লাস ওয়ান-টু-থ্রীতে পড়েছি রাম সুন্দর বসাকের 'বাল্যশিক্ষা'। রবি ঠাকুরের 'সহজ পাঠ' এবং 'সবুজ সাথী' নামের শিশুতোষ বই। এই বইগুলো মূলত উপদেশমূলক বই। এতে গণিমিঞা, জুলেখা, টোনাটুনির গল্প দারুণ মজাদার ছিল। আজও গল্পগুলো মনে ... অমলা কণা উষা। তাহারা তিন বোন। অমলার বীনা আছে, কণার সেতার আছে....অমলা বীনা বাজায়, কণা সেতার বাজায়। সবার ছোট ঊষা তাহার এখন খেলা করার বয়স, সারাদিন পুতুল নিয়ে খেলা করে....
প্রথম - দ্বিতীয় শ্রেণির দিকে ছিল -- গনি মিয়া একজন কৃষক, জুলেখা বাদশাহর মেয়ে, মজার আলাপ, বাক বাকুম পায়রা, বাবুরাম সাপুরে, ষোল আনাই মিছে, মাহমুদের কবুতর, শামীম বাগান করিল, হাতেম ভাই হাতি চড়ে, বাঘ ভালুক শিকার করে ইত্যাদি।
তৃতীয়, চতুর্থ শ্রেণির দিকে ছিল- শিয়াল পন্ডিত ছড়া (আমড়া গাছের ঝোপের ভিতর মৌমাছিদের বাসা), ঘুড়ি, তালগাছ, ঝিঙ্গেফুল।
পঞ্চম শ্রেণির দিকে ছিল- মুনাজাত, উইপোকার আজব কাহিনী, সেকালের কথা, মমিনরা সাত ভাই, কবিতা- রবিঠাকুরের 'সামান্য ক্ষতি'। প্রায় ষাট বছর আগের পড়া। বিস্তারিত মনে নেই। তবুও কয়েকটা ছড়া কবিতার কিছু লাইন এখনও মনে আছে.....
* "আমাদের গ্রামটাকে কত ভালো বাসী, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি।'
* "দেশে দেশে পড়ে সাড়া,
বুকটান করে দাঁড়া,
কে কে তোরা যাবি বল?
খোকা খুকু আগে চল।
চাঁদ-তারা পতাকায়,
আয় সবে ছুটে আয়।
খোকা-খুকু লড়বে,
ভালো দেশ গড়বে।"
* "হাসেম ভাই হাতি চড়ে
বাঘ ভালুক শিকার করে।"
* "ঝড় খর তীর
এলো ঝড়, উড়ে খর, এসো বীর, আনো তীর।
ঝড় এলো কড়কড়
ডাল নড়ে সরসর
শালিক বলে চড়াই
তীরটা দেখে ডরাই!"
* "তালগাছ এক পায় দাঁড়িয়ে সবগাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে"- এমন আরও কয়েকটি লাইন ও ছড়া এখনো মনে আছে! সেই সব নষ্টালজিকতা ভুলে ফিরে আসি- "অমলা কণা উষার গল্পে।
....অমলা বীনা বাজায় কি না জানিনা। কণা সেতার বাজায়। বাজায় কি না জানিনা। তবে আন্দাজ করছি- এখন ওদের হাতে লেটেস্ট মডেলের এন্ড্রয়েড ফোন, ল্যাপটপ- গ্রুপ স্টাডির নামে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিপরীত লিংগের বন্ধুদের সাথে বেলেল্লাপনা, অশ্লীল আড্ডা বাজি আর রিল ভিডিওতে মশগুল থাকে... সবার ছোট ঊষা যাহার এখন খেলা করার বয়স, ঊষা নাম পালটিয়ে এখন ১১ বছর বয়সি কিশোরী আরাবি ইসলাম সুবা। সে পুতুল নিয়ে খেলা করেনা, অসংখ্য তরুনদের হৃদয় নিয়ে খেলা করে...
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩০
জুল ভার্ন বলেছেন: কেউ পড়ে না!
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১০
অধীতি বলেছেন: দারুন লিখেছেন। রিলস এবং টিকটক সুবাদের কে অতিরিক্ত স্ক্রিনিং করাচ্ছে ফলে তাদের শৈশব বলে আর কিছু থাকছে না। তালগাছ এক পায়ে দাড়িয়ে.... আহা দেশে আজ বৃক্ষ নিধন হচ্ছে, খেলার মাঠ নিধন হচ্ছে। শিশুরা আর শিশু নেই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৯
জুল ভার্ন বলেছেন: ঘুমিয়ে আছে সুবা চরিত্র বেশীরভাগ শিশুর অন্তরে.....
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ আমলের শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দীপু মনি ও ইসকনে বিশ্বাসী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অপশিক্ষা কার্যক্রমের ফল হলো এইসব কোমলমতী বাচ্চাদের বিপথগামীতা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২১
জুল ভার্ন বলেছেন: এদেশের শিক্ষা ব্যবস্থা ওরা ধ্বংসের ষোলকলা পূর্ণ করে দিয়ে গিয়েছে।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের সময়ও অনেক সুন্দর সুন্দর ছড়া কবিতা গল্প ছিল
চয়নিকা ছিল, ইলশে গুঁড়ি কবিতা ছিল, প্রার্থনা ছিল
মা কথাটি ছোট অতি কিন্তু যেন ভাই
ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই।
আরও অনেক অনেক শিক্ষনীয় গল্প ছিল। পরবর্তীকালে সব কিছুই কালের অতলে হারায় গেল।
সুন্দর পোস্ট
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৮
জুল ভার্ন বলেছেন: শিক্ষার মোরালিটি ধ্বংস করেছে আওয়ামী দুঃশাসন! স্বাধীনবাংলাদেশে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, প্রথমেই আঘাত করেছে শিক্ষাব্যবস্থায়। ধর্মীয় বিশ্বাসের আঘাত হেনেছে। তারপর সামাজিক রাজনৈতিক বিভাজনের দিকে এগিয়ে নিয়েছে।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৯
Ruhin বলেছেন: এর মূল কারন ইন্টারনেটের অতি সহজলভ্যতা । টিকটক, ফেসবুক, চ্যাট, ইন্সট্রাগ্রাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১০
জুল ভার্ন বলেছেন: অবশ্যই আপনার উল্লেখ্য উপাদানগুলোর সাথে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধ্বংস করা হয়েছে নীতি নৈতিকতা।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩০
Ruhin বলেছেন: হ্যাঁ । কিন্তু ইরান কিন্তু কট্টর ইসলামিক দেশ,ঐদেশে এগুলোর নাম গন্ধ ও নেই । কিন্তু তবুও ইরানের মেয়েরা ছোটকাল থেকেই ভার্জিনিটি হারাচ্ছে। এর কারন কি ইন্টারনেট ছাড়া? এমনকি ১৯৭৯ এর আগেও এই অবস্থা ছিলনা
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩২
জুল ভার্ন বলেছেন: অনেকগুলো খারাপের মধ্যে ইন্টারনেট একটা উপলক্ষমাত্র.....
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: আজকে আপনার পোস্ট হিট !