![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালের পরিক্রমণে বর্তমান ফারসি উপন্যাস শতবর্ষেরও অধিক সময় পার করেছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় ফারসি উপন্যাসিক গন সযত্নে তুলে এনেছেন আধুনিক ইরানের সমাজ বাস্তবতার বর্ণিল চিত্র, যেখানে তারা জীবনের জটিল-কুটিল ও কুৎসিত- অন্ধকার দিকগুলোর প্রতিও যেমন আলোকপাত করেছেন তেমনি গভীর মানবিক মমতায় ভাস্বর হয়ে উঠেছে তাদের উপন্যাসের ক্যানভাস। সূচনাকাল থেকে ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ফারসি উপন্যাস অঙ্গনে আবির্ভূত এমনি ৫১ জন খ্যাতনামা ফারসি উপন্যাসিকের উপন্যাস এ গ্রন্থে আলোচিত ও বিশ্লেষিত হয়েছে
বিস্তারিত ক্লিক করুন
লেখকঃ আবদুস সবুর খান
রোদেলা প্রকাশনী
একুশে বইমেলা ২০১৩
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
কাব্য কবিতা বলেছেন: যারা এ ভাষার ফুল ফটাল
বিশ্ব বিবেকের ঘুম ভাঙ্গাল
তাদের চেতনা বৃথা যাবেনা
তারা নতুন ভোরে যেন আলোক রাশি
ধন্যবাদ। সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার পতাকায় ঐ দেখ জনতা
শহীদ ভাইয়ের মুখের হাসি
যারা রেখে গেল প্রান
প্রান ফসলের দান
তাদের মুখচ্ছবি উটে ভাসি
যারা এ ভাষার ফুল ফটাল
বিশ্ব বিবেকের ঘুম ভাঙ্গাল
তাদের চেতনা বৃথা যাবেনা
তারা নতুন ভোরে যেন আলোক রাশি ।
গানে আর কথার মালায়
কাব্য আর বিদ্যাশালায়
এমন মধুর ভাষার নাই তুলনা
চল তাই শ্রদ্ধায় স্মৃতির মিনারে আসি ।
কবি মোঃ মাসুদ রানা ।
শুভকামনা