![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইঞ্জিনিয়ারিং শেষ করে মাস্টার্স করছি। জানার জন্য পড়ি। পজেটিভ সমালোচনা করা পছন্দ করি।
ক্ষুদিরাম বসু এবং রবীন্দ্রনাথ ভারতের স্বাধীনতার প্রবাদ পুরুষ আখ্যা পেলেও বাংলাদেশের জন্য তারা অভিশাপ ছাড়া কিছুই নয়। এদের জাতীয়তাবাদী আন্দলনের কারনে বঙ্গভঙ্গ রদ বাংলাদেশের জন্য নিয়ে আসে অন্ধকার ভবিষ্যৎ। তা না হলে ১,০৬,৫৪০ বর্গ মাইল এর দেশ আজ থাকত ভারতের জন্য বিষফোড়া।। তখন জনসংখ্যা হত ৩১ মিলিয়ন যাদের মধ্যে ১৮ মিলিয়ন মুসলিম ও ১২ মিলিয়ন হিন্দু। যদিও বর্তমান সরকারে নারী এবং হিন্দু আধিক্য আমরা দেখতে পাই।
১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:২২
মোঃ নুরউদ্দিন কবির বলেছেন: এটা ১৯০৪/৫ সালের শুমারি।।
২| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৬
আবদুল মমিন বলেছেন: বীন্দ্রনাথ ভারতের স্বাধীনতার প্রবাদ পুরুষ
কোন হতবাগা আবার এইটা আবিস্কার করল ? ব্রিটিশ থেকে জমিদারীর মালিক কি এমনি এমনি হওয়া যায় ? ব্রিটিশদের দাশত্তের ক্ষেত্রে দুনিয়ায়র সবচাইতে বড় দাশ যে হতে পারে সেই তাদের থেকে একটা টাইটেল লাভ করে থাকে । রবি ঠাকুর ত সেখানে রক্ত চোষার লাইছেঞ্ছ পেয়ে গেলেন ।
৩| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৬
চাঁদগাজী বলেছেন:
এদিক ওদিক করে যেকোন প্রকারে রবী ঠাকুর বিরোধী কিছু একটা ছেড়ে দেয়ার চেস্টা করেন? ক্ষুদিরাম তো বৃটিশ বিরোধী ছিলেন, তাকেও কিছু একটাতে জড়ায়ে দিতেই হবে?
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:১০
চাঁদগাজী বলেছেন:
"তখন জনসংখ্যা হত ৩১ মিলিয়ন যাদের মধ্যে ১৮ মিলিয়ন মুসলিম ও ১২ মিলিয়ন হিন্দু। "
-বাকী মানুষ কি বাস্পীভুত হয়ে যেতো?