নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কর্মব্যস্ততার মধ্যে একটু সময় পেলে কিছু একটা লিখি।

কবির সরদার

কবির সরদার › বিস্তারিত পোস্টঃ

জাতির বিভেদ

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪২

ধর্মের ভিত্তিতে জাতির বিভেদ হতে পারে না। ধর্মান্ধরা সস্তা জনপ্রিয়তার জন্য এই বিভেদ সৃষ্টি করেছে। জাতি হিসাবে আমি বাঙ্গালি, ধর্ম বিশ্বাসে আমি মুসলিম। ”মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ)” এই বক্তব্য পেশ করতে করতে মাওলানা সাহেবরা ওয়াজের ময়দান গরম করে ফেলেছেন। কিন্তু এর স্বপক্ষে কোন যুক্তি উপস্থাপন করতে পারেন নি। আপনাদের বক্তব্য অনুসারে ইহুদি, খৃষ্টানরাও আমাদেরই জাতি। কারণ তাদের নবিরাও ইব্রাহিম (আঃ) এর বংশধর।

কিন্তু না, মুসলিমরা একটা জাতি না। পৃথিবীর হাজারো জাতি তাদের ধর্ম হিসাবে শান্তির পথ ইসলামকে বেছে নিয়েছে। ইসলামের সুশিতল ছায়াতলে আশ্রয় নিলেই তুমি অন্য জাতিতে রূপান্তরিত হবে না। তাই যদি হতো তাহলে বাস্তুচ্যুত আফগানদের ঠেকাতে তুরস্ক কংক্রিটের প্রাচীর তৈরি করতো না। সৌদি, দুবাই, কুয়েত যেতে মুসলিমদের ভিসা লাগতো না। বেদুইন জাতি সৌদিরা বাঙ্গালি মুসলিমদের মিসকিন জাতি বলে গালি দিত না।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আসল সমস্যাটাই বুঝতে পারেন নাই। মুসলিমেরা নিজেদের বিভিন্ন জাতী ও ধর্মে একই বুঝছে বলেই আজকে তুরস্ক দেয়াল দিচ্ছে; সৌদী-দুবাইতে যেতে ভিসা লাগছে।

যদি তারা সঠিকটা বুঝতো (আমরা মুসলিম জাতী) তাহলে আজকের করুণ দশা হতো না।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবাই গোত্রে গোত্রে বিভিক্ত ছিলো; যুদ্ধের সময় এক গোত্রের সবাই অন্য গোত্রের বিরুদ্ধে বা পক্ষে যেতো। এমনও নজির আছে যে নিজেদের একজনকে বাঁচাতে গোত্র উজাড় হয়েছে; কিন্তু কেউ গোত্রের বাইরে যায় নি।

কিন্তু যখন তারাই ইসলাম গ্রহণ করা শুরু করলো, তখন তারা আর গোত্র মানে নাই। হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কুরায়েশরা এটা নিয়েই বেশী চিন্তিত ছিলো যে বিভিন্ন গোত্রের মনুষ কিভাবে একে অপরকে ভাই-ভাই মেনে নিয়ে এক কাতারে দাড়িয়ে গেলো।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৮

কবির সরদার বলেছেন: তার পরের ইতিহাস কি বলে?

২| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



ইসলাম ধর্ম বেদুইনদের জন্য সেই সময় কাজ করেছে, এখন অকেজো।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:১১

কবির সরদার বলেছেন: ইসলাম সর্বকালের উপযোগী, শুধু অনেকের বোঝার ভুল।

৩| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৪

বিটপি বলেছেন: "মুসলিম জাতির পিতা ইব্রাহীম (আঃ)" - এই স্টেটমেন্টের স্বপক্ষে যদি কোন মাওলানা প্রমাণ দিতে না পারে, তবে তো সে কোন মাওলানার জাতই না। আমি যদিও মাওলানা না, তারপরেও প্রমাণ দিচ্ছিঃ

"তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহীম। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমীন। এই কুরআনের পূর্বেও এবং পরেও।"
- সূরা হাজ্জ্বঃ ৭৮

কুরআন থেকে রেফারেন্স দিলাম। এইটার বাইরে আর কি প্রমাণ চান, জানাইয়েন।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৭

কবির সরদার বলেছেন: ধন্যবাদ! সম্পূর্ণ আয়াতটি একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে মুসলিম জাতির পিতা বলা হয় নাই।
বিভিন্ন জাতি গোষ্ঠী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তারা ধর্ম বিশ্বাসে মুসলিম হয়েছে। কিন্তু তাদের জাতিয়তার ভিন্নতা রয়েই গেছে।

৪| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: ধর্ম থেকে দূরে থাকাই মঙ্গল।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৭

কবির সরদার বলেছেন: কঠিন কিছু না।

৫| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৫

বিটপি বলেছেন: আরবী মিল্লাত শব্দের অর্থ জাতিই হয়। মিল্লাতা আবীকুম ইব্রাহীমা - মানে তোদের জাতির পিতা ইব্রাহীম। সমপূর্ণ আয়াতে এমন কিছু নেই, যাতে এই স্টেটমেন্টের আর কোন ব্যাখ্যা দেয়া যায়।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৫

কবির সরদার বলেছেন: এখানে আরবদের পিতা ইব্রাহীম আঃ এর মিল্লাত অনুসরন করতে বলা হয়েছে। মিল্লাত হলো পথ বা জীবন চলার একটি দিক নির্দেশনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.