![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ নেট
আমরা আগুনে ঘি ঢেলে মজা দেখতে অভ্যস্ত। কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা/মানসিকতা কয়জনের আছে? একটা সন্ত্রাসকে কখনো আরেকটা সন্ত্রাস দিয়ে বন্ধ করা যায় না। এতে সন্ত্রাসের লেলিহান শিখা আরো ব্যাপক আকারে ছড়িয়ে পরে।
২০ বছর আগে এক সন্ত্রাসকে দমনের নামে আফগানিস্থানে যে সন্ত্রাস গেড়ে বসেছিল – আজ তার অবসান হলো। লক্ষাধিক নীরিহ প্রাণ সন্ত্রাসের বলি হয়েছিল এবং হচ্ছিল। বাইডেন প্রশাসনের যোগ্য কূটনীতির কারণে আজ সেই সন্ত্রাসের অবসান হয়েছে। এক সময়ে যাদের ভিতর ছিল উগ্রতা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা – আজ তারা রাষ্ট্রিয় শিষ্টাচারের অন্তর্ভুক্ত। বাইডেন প্রশাসনই পেরেছে নিজেদের ইগোকে বিসর্জন দিয়ে তালেবানকে সঠিক পথে ফিরিয়ে আনতে।
অনেক ধর্ম নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, উদারপন্থি গোষ্ঠি বাইডেনের সমালোচনা করেছেন। কিন্তু কেন? আসলে তারা অসাম্প্রদায়িকতার মুখোশের আড়ালে পুরোটাই সাম্প্রদায়িক। তাদের মন মানসিকতা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে সবসময় কাজ করে। তারা উদার পন্থার নামে উগ্র পন্থাকে উসকে দেয়। ধর্ম নিরপেক্ষতার নামে তাদের অপছন্দের শ্রেণীকে ধর্ম পালনে বাধার সৃষ্টি করে। আজ বাইডেনের যুগান্তকারি সিদ্ধান্তে সে সব শ্রেণীর মুখোশ উন্মোচিত হয়েছে। তারা বাইডেনের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য নানাভাবে চাপ প্রয়োগ করেছিল। মনে হচ্ছে তারাই আইএসকে উস্কে দিয়েছিল কাবুল বিমান বন্দরের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে বোমা হামলা করতে। যাতে বাইডেন তার সিদ্ধান্ত থেকে সরে এসে পাল্টা হামালায় লিপ্ত হয়। কিন্তু তাদের সেই অপচেষ্টায় প্রভাবিত না হয়ে বাইডেন প্রশাসন তার সিদ্ধান্তে অবিচল থেকে শান্তির ইতিহাস রচনা করলেন। হয়তো তার দেশে সাময়িক জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। কিন্তু অচিরেই এর সুফল আমেরিকাবাসি ভোগ করবে। তখন তার জনপ্রিয়তা সর্বকালের রেকর্ড ভঙ্গ করবে।
সমালোচকদের মুখে চুনকালি দিয়ে বিশ্বে যে শান্তির সুবাতাস তুমি বইয়ে দিলে, এজন্য স্যালুট তোমায় ”বাইডেন”।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮
কবির সরদার বলেছেন: আসলে আমরা আলোর আড়ালে সবসময় অন্ধকার খুঁজি। এজন্যই ভালোটা তেমন বিবেচনায় নেই না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২১
ওসেল মাহমুদ বলেছেন: আপাত:ভালো মনে হচ্ছে ! দেখা যাক ভবিষ্যতে কি হয় !
০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১
কবির সরদার বলেছেন: ভালোটাই আশা করি।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
বাইডেনের সিদ্ধান্ত ঠিক ছিলো, ডেডলাইন দিয়ে উইথড্রটা আপনার কাছে কেমন লেগেছে?
০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০
কবির সরদার বলেছেন: এখানে হার জিৎ বড় কথা নয়। চুক্তি মোতাবেক সব হয়েছে। অতএব ডেডলাইনের ব্যপারে আমাদের না ভাবাই ভালো।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৭
বিটপি বলেছেন: আমেরিকার ন্যাংটা চেহারা না দেখে মরলে একটা আফসোস থেকে যেত। আজ থেকে বিশ বছর আগে তারাবীর নামাজের পর বিতরের নামাজে যখন ইমাম কুনূতে নাযেলা পড়ত, তখন আফগানিস্তানের নিরীহ নারী পুরুষ শিশুদের কথা ভেবে চোখ খালি করে পানি ফেলেছি আর আল্লাহ্র সাহায্য চেয়েছি। এতদিন পর আল্লাহ আমেরিকা নামের প্রবল ক্ষমতাবান নরপশুর দিগম্বর অবস্থা দেখিয়ে মনটাকে যেন শান্ত করে দিলেন।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
কবির সরদার বলেছেন: কাউকে অভিশাপ দিলে সেই ক্ষেত্রে ইসলামকে না জড়ানোই ভালো। এতে ইসলামের প্রতি অন্য ধর্মাবলম্বীদের ঘৃণা জন্মায়। আমাদের সতর্কতার সাথে মন্তব্য করা উচিত, যেন আমার কারণে শান্তির ধর্ম ইসলামকে কেউ ভুল না বুঝে।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪১
শেরজা তপন বলেছেন: এটাতো ওদের পররাষ্ট্রনীতির অংশ নয় কি? প্রেসিডেন্ট হয়তো একটুখানি প্রভাব খাটাতে পারে কিন্তু নীতি পালটায় না, ট্রাম্প হলেও এমনটাই হোত একটু এদিক-ওদিক।
যা-ই হোক যেমনই হোক ,আফগানিস্তানের মানুষ অবশেষে যেন একটু শান্তিতে বাঁচতে পারে, এই প্রত্যাশা
০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
কবির সরদার বলেছেন: মনে হয় না, ট্রাম্প প্রশাসন এরকম সিদ্ধান্তে পৌছাতে পারতো।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
যুদ্ধের অবসান সঠিক সিদ্ধান্ত।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৯
কবির সরদার বলেছেন: ধন্যবাদ।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
কামাল১৮ বলেছেন: এখন দেখার অপেক্ষা কিন্তু লক্ষন ভালো না।তারা ঘোষণা দিয়েছে গনতন্ত্রের পথে হাটবে না শরীয়া আইন চালু করবে,
যেটা তালেবানের আগের শাসন আমলে ছিলো।বড় পার্থক্য হলো সেই শাসন আমল আমেরিকা সমর্থন করেছিলো আর এই শাসন আমল চীন সমর্থন করছে।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩
কবির সরদার বলেছেন: এটা অবশ্যই দুশ্চিন্তার কারণ। তবুও আরবের রাজতন্ত্র থেকে ভালো।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৫
কামাল১৮ বলেছেন: আরবদের প্রচুর তেলের টাকা আছে আফগানদের আছে ভিক্ষার ঝুলি।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৬
কবির সরদার বলেছেন: বাংলাদেশও একসময় তলাবিহীন ঝুড়ি ছিল।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: এই আধুনিক সমাজে তালেবানরা অযোগ্য ও অদক্ষ।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৮
কবির সরদার বলেছেন: তারা এখন আগের চেয়ে অনেক আধুনিক মানসিকতা সম্পন্ন।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
আফগান তালেবান আমেরিকার জন্য কোন সমস্যা ছিল না। নিজের দেশে যা ইচ্ছে করুক।
সমস্যা ছিল বহিরাগত লাদেন আলকায়দা আইএস বাগদাদিরা। যারা আমেরিকার মুল ভুখন্ডের জন্য বিপদের কারন ছিল।
তবে মার্কিনিরা একদম শুন্য হাতে ফিরেনি।
জঙ্গি-সন্ত্রাসিদের মহাগুরু লাদেন আলকায়দা বালকায়দা আবুবকর বাগদাদির ইত্যাদির নাম মুছে ফেলেছে।
ইতিমধ্যে উচ্চ নজরদারি উচ্চ প্রযুক্তি উদ্ভাবন ব্যাবহার করে আমেরিকা ও সভ্য দেশগুলো বর্তমানে প্রায় সম্পুর্ন নিরাপদ।
বিমান ছিনতাই ১০০% বন্ধ হয়েছে।
আইডি বার্থসার্টিফিকেট ও পাসপোর্ট তাৎক্ষনিক ভেরিফাই সম্ভব হওয়াতে জঙ্গি-সন্ত্রাসিদের চলাফেরা বিমানে উঠা অসম্ভব হয়ে দাড়িয়েছে।
ট্রেনে বাসে বোমা হামলা, নাশকতা বর্তমানে প্রায় বন্ধ।
বড়ধরনের গাড়ীবোমা হামলা সব দেশেই বন্ধ হয়েছে,
ভেরিফায়েবল আইডি ফিঙ্গারপৃন্ট কারনে জঙ্গি-সন্ত্রাসিরা গাড়ি কিনতে বা গাড়ি ভাড়াও পাচ্ছেনা।
এখন জংলিরা কি আর করবে, অন্যের গাড়ী চুরি করে খালি গাড়ী নিয়ে রাস্তায় ফুটপাতে মানুষ চাপা দেয়।
বর্তমান উচ্চ টেকনলজিতে সেটাও বন্ধ হচ্ছে, ২০১০ মডেল পরবর্তি গাড়ীগুলো উচ্চপ্রযুক্তির। ডুব্লিকেট চাবি বানিয়ে বা ইগনিশানের তারজোড়া দিয়েও দিয়ে স্টার্ট করা যায় না, চাবি কেড়ে নিয়েও বেশীদুর যেতে পারে না, ৫ মিনিট পরই স্টপ।
এখন অবস্য মাঝে মাঝে একাই ছুরি চাপাতি নিয়ে কিছু একটা করার চেষ্টা করতে দেখা যায়।
সন্ত্রাস দমনে পশ্চিম এশীয়ায় আমেরিকা অলরেডি করদাতাদের ২ ট্রিলিয়ন ডলার খরচ করে ফেলেছে, বিতর্ক বাড়ছিল। অন্যান্ন বড় ধনী দেশের সহায়তা পাচ্ছিলনা, একা আর কত ব্যয় করবে? একা আর কতো গণহত্যার দায় নিবে?
মূলকাজ তো আগেই শেষ।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১০
কবির সরদার বলেছেন: তারা নিজের দেশে কিন্তু রাজনৈতিক আশ্রয়ের নামে অনেক সন্ত্রাসীকে সেল্টার দিয়ে রেখেছে।
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৪
জাহিদ হাসান বলেছেন: বর্তমান আফগানিস্তানের একজন সাধারণ নারী ও পুরুষের সাক্ষাৎকার -
নারীঃ আমাদেরকে এখন আর চাকরি কিংবা লেখাপড়া করতে হয় না। এগুলো করতে পারবো তাও ভাবি না। আমাদেরকে বাড়ির বাইরেও যেতে হয় না। যেতে পারবো, সেই কল্পনাও করি না!
পুরুষঃ আপনাদের দেশে পুরুষদের হয়তো অনেক লক্ষ্য থাকতে পারে। কিন্তু আমাদের দেশের পুরুষদের একটাই লক্ষ্য। বউ-বাচ্চা নিয়ে বিমানের চাক্কা ধরে হলেও এই সন্ত্রাসের জনপদ থেকে বের হয়ে যাওয়া!
তালেবান্দরদের ওয়াক থু
০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৪
কবির সরদার বলেছেন: মানুষকে ঘৃণা না করে ভালবাসতে শিখুন।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাইডেন ভালই করেছে। আর কত পড়ে পড়ে মার খাওয়া যায়? তারচে মানে মানে কেটে পড়াই অতি উত্তম!
০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৫
কবির সরদার বলেছেন: মন্দের মধ্যে একটু ভালো দেখলেও তার প্রশংসা করা উত্তম।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০০
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরণের বড় কাজে ছোটখাটো সমস্যা হয়েই থাকে। বাইডেনের ভালো পদক্ষেপগুলি না বলে মানুষ তাকে নিয়ে সমালোচনায় লিপ্ত। আর এই সব সিদ্ধান্ত প্রেসিডেন্ট একা নেন না। সামরিক বড় কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী উনি সিদ্ধান্ত দেন।