নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কর্মব্যস্ততার মধ্যে একটু সময় পেলে কিছু একটা লিখি।

কবির সরদার

কবির সরদার › বিস্তারিত পোস্টঃ

অভিভাবক!

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

ছবিঃ নেট

অভিভাবকের জোড়ে আবুলও নেতা আর গোপালও কর্মকর্তা। তবে নীতিবান অভিভাবকের কথা আলাদা। কিন্তু এ সমাজটা নীতিহীন অভিভাবকে ঠাসা। যথাযথ অভিভাবকের অভাবে কেউ ছেড়া সেন্ডেল পায়ে রাস্তায় হাঁটছে আবার কেউ নীতিহীন অভিভাবকের আশির্বাদে পাজেরো চড়ছে।

বিশ্ব পরিমন্ডলে অভিভাবেকের গুণে পূর্ব টিমুরের মত ক্ষুদ্র জনগোষ্ঠীও স্বাধীন হচ্ছে আবার তিব্বতের মতো বৃহৎ দেশও কেউ গিলে খাচ্ছে। ইস্রাইলের মতো সন্ত্রাসী চক্রও পারমানবিক শক্তিধর হচ্ছে আবার ইরানের মতো স্বাধীন দেশও অধিকার বঞ্চিত হচ্ছে।

তালেবান ইস্যুতে বিশ্ব হেন করেগা, তেন করেগা বলে লাফালাফি করে আজ শক্তিশালী অর্থনৈতিক অভিভাবক কাতারের বলে সবাই সহযোগীতার জন্য আফগানিস্থানে ঝাপিয়ে পরছে। অথচ কপর্দকহীন অভিভাবক বাংলাদেশ আজও রোহিঙ্গাদের মাথায় নিয়ে ঘাড় মটকানো অবস্থায় হেঁটেই চলেছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০২

মোহামমদ কামরুজজামান বলেছেন: যার কাছে যত মানি-হানি (অর্থ ও ক্ষমতা) আছে তার জন্য তত :P আরও তত অভিভাবক খাড়া হয়ে যায়।আর তাইতো অভিভাবকের জোড়েই বকলম ও সব-কিছু (গাড়ী-বাড়ী-নারী-ক্ষমতা) পায় আর অভিভাবকের অভাবে অনেক যোগ্যরাও মানবেতর জীবন যাপন করে । তা সে ব্যক্তি বা রাষ্ট্র যেই হোক না কেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

কবির সরদার বলেছেন: শতভাগ সহমত।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েলের জনসাাধারণ ও রোহিংগা জনসাধারণের মাঝে কোন পার্থক্য আছে?

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

কবির সরদার বলেছেন: পার্থক্য নাই, সবারই ২টা ২টা করে হাত পা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.