নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কর্মব্যস্ততার মধ্যে একটু সময় পেলে কিছু একটা লিখি।

কবির সরদার

কবির সরদার › বিস্তারিত পোস্টঃ

ছ্যাবলা

১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪০

ছ্যাবলা, ক্যাবলা, হাবলা। এই তিনটা শব্দ সম্পর্কে বাঙ্গালিরা হাড়েহাড়ে ওয়াকিবহাল। তারপরও বলছি ছ্যাবলা হলো এক কথায় বাচাল। তারা কখনো ভেবে চিন্তে কথা বলে না। কারণ সেরকম বোধ শক্তি তাদের জন্মগত ভাবেই নেই। অনেক ছ্যাবলা মেধাবীও বটে। ঐ ছ্যাবলা মেধাবীরা তাদের এই অভ্যাসের জন্য বহুক্ষেত্রেই যোগ্য পদ থেকে বঞ্চিত হয়।

বেশির ভাগ ছ্যাবলা পরিলক্ষিত হয় কিশোর এবং উঠতি যুবকদের মধ্যে। তবে বয়স বাড়ার সাথে সাথে অনেক ছ্যাবলাই স্বাভাবিক হয়ে যায়।

কিন্তু কেউ যদি এই ছ্যাবলামি করতে করতে রাষ্ট্রিয় কোন উচ্চ পদ পেয়ে যায়, তাহলে রাষ্ট্রের কি অবস্থা দাঁড়ায়? হয়তো মেধা এবং মায়াকান্নার জোড়ে তার উচ্চ পদ প্রাপ্তি। কিন্তু জাতির কি অবস্থা হয়? বিশ্বের কাছে তারা পরিগণিত হয় ক্যাবলা এবং হাবলা জাতি হিসাবে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২০

রানার ব্লগ বলেছেন: ছ্যাবলা অর্থ বাচাল নয় জনাব। ছ্যবলা তাদেরই বলে যারা নির্লজ্জের মতো আচরন করে, যাদের গুরুত্ব না দেয়া সত্বেও যেকোন কিছুর মধ্যে বেশরমের মতো ঢুকে পরে নিজেকে জাহির করতে চায়।

১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

কবির সরদার বলেছেন: ঠিক তাই জনাব, অল্প কথায় সেরেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.