নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https:/facebook.com/ar.kabir.79

কবির ইয়াহু

সদা সর্বদা সত্যের পক্ষে ।

কবির ইয়াহু › বিস্তারিত পোস্টঃ

ভিনদেশিদের দেশপ্রেম আর আমাদেরও দেশপ্রেম।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৮

কিছুদিন আগে এলিট নামে এক দেশীয় মোবাইল কোম্পানি বাজারে এসেছে,তারা স্মাটফোন বানাবে।এটা নিয়ে আমাদের গালমন্দের শেষ নেই।সেদিন আমার এক সহকর্মী বলছে ভাই বাঙ্গালী বানাইবো স্মাটফোন সেটা আবার পাবলিক কিনবে চালাতে পারবে তো?আর কিনবেই বা কোন বলদে আইফোন এর যুগে এলিটফোন!
অথচ দেখুন আমাদের প্রতিবেশি দেশ ভারতে ১২০ কোটিরও বেশি লোকের বসবাস।
এমন পরিবার কমই আছে যাদের দেশের তৈরি একটা Hero মটরসাইকেল নাই।
তারা নিজেরাও ভালোকরেই জানে তাদের প্রোডাক্ট কোয়িলিটির দিক দিয়ে আমেরিকার হারলি ডেভিটসনের ধারের কাছেও নাই।তবুও তারা ব্যাবহার করে।
কারন তারা একটা জিনিস বিশ্বাস করে কোন প্রোডাক্টই জন্মের সময় পাফেক্ট ভাবে জন্ম নেয় না,
এটা একটা চলমান প্রোছেচ তাই তারা Hero কে রিয়েল হিরো মনে করেই চালায়।

হাঁ তারা নিজেরাও তাদের প্রোডাক্টর সমালচনা করে।
এটা মাথায় রেখেই করে যেন ঐ সমালচনা থেকে প্রোডাক্টের মান আরো ভালো করতে পারে।
যেন বন্ধ না হয়ে যায়।

আর আমরা সমালচনার বদলে ব্যাঙ্গ করি।

দেশীয় প্রোডাক্ট ব্যাবহার করতে ভিন দেশীরা যেখানে গর্ভবোধ করে
আমরা সেখানে লজ্জা পাই।
আমরা কোথাও গিয়ে বসলে আমরা ওয়ালটনের ফোনটা পকেটে রেখে আইফোনটা টেবিলে রাখি ওয়ালটনের ফোন ব্যাবহার করি কেউ দেখলে পেষ্টিস যাকবেনা!
আমাদের যেটা নিয়ে গর্ববোধ করার কথা আমরা সেটা করতে লজ্জা পাই
আর যেটা নিয়ে লজ্জা পাবার কথা আমরা সেটা নিয়ে গর্ববোধ করি।

এই হলো আমরা বাংলাদেশী।

আমি কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম সেখানে মোটামুটি সব শ্রেনীর মানুষের সথে চলেছি কথা কলেছি।
আমি সেদিন অবাক হয়েছিলাম তাদের দেশপ্রেম দেখে |

একদিন এক ট্যাক্সিতে করে যাচ্ছি ট্যাক্সি চালকরে আমি বাংলায় প্রশ্ন করছি আর সে আমাকে হিন্দিতে উত্তর দিচ্ছে।এমন বেশ কিছু পথ যাবার পর আমি তাকে বল্লাম

দাদা তেরা ঘর দিল্লিয়ে না ?

সে পিছু ফিরে আমার দিকে তাকিয়ে একটু তৃপ্তির হেসে তখন বাংলায় বললো
না দাদা আমার ঘর বিহারে।
আমি কিছুটা অবাক হয়ে বললাম
দাদা আপনি তো এতক্ষন হিন্দি বলছিলেন?
তখন ট্যাক্সি চালক আমাকে বললাম দাদা আপনি আমার ভাষায় কথা বললেন শুনে ভালো লাগল তাই বলছি
এই হলো তাদের দেশপ্রেম।
আর আমরা আমাদের দেশের বেলায় Cool

শুধু মুখেই বলি

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪

ছাসা ডোনার বলেছেন: আমি আপনার সাথে একমত। এটা অবশ্য ছোটবেলা থেকে বাবা মায়ের কাছ থেকে পাওয়া। স্কুলে পড়াশুনা করার সময় আমাদের সবাইকে বাংলার চেয়ে ইংরেজী শিক্ষার জন্য চাপ দেন বাবা মা, কারন ইংরেজী ভাল না জানলে উচ্চশিক্ষা লাভ করা অসম্ভব। আর সেই সাথে বিদেশে গিয়ে লেখাপড়া করার জন্য মনোভাব তৈরী করে। বিদেশী পন্য কিনে দিয়ে প্রশংসায় লিপ্ত থাকে। কাউকে দেশে তৈরী কোন জিনিষ দিয়ে আগ্রহ বাড়ানোর চেষ্টা করে না। তাই আমরা দেশে তৈরী জিনিসের কদর কি সেটা বুঝতে পারি না। তাই দেশের প্রতি ভালবাসা পরিবার থেকেই শিক্ষা দেওয়া উচিত।

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

কবির ইয়াহু বলেছেন: আমিও আপনার একমত।

অনেক ধন্যবাদ,ভালো থাকুন।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৬

কাল হিরা বলেছেন: আমিও এরকম বাঙালী তবে ওয়ালটন ব্যবহার করতে লজ্জা পাইনা ।

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

কবির ইয়াহু বলেছেন: হিরা ভাই,আপনি লজ্জা না পেলেও আমাদের মত অনেক লোক আছে যারা দেশীও পণ্য ব্যাবহার করতে লজ্জা পায়।

অনেক ধন্যবাদ ভালো থাকুন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.