![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ! কত রং ! রং এ রঙ্গীন এই জীবনলীলা সাজাই, জীবনের মাঝে রং এর ভীড়ে তোমায় খুঁজে বেড়াই। তুমি আছ কিংবা তুমি নেই, রং এর শিল্পী আমি, তোমায় খুঁজে যাই।
আমাকে দিন দুয়েক ধরে একটা নাম্বার থেকে ফোন করা হচ্ছিলো। আমি একটি জরুরী ট্রেনিং এ রয়েছি। সেখানে আমি ইচ্ছে করলেই সাথে সাথে কল রিসিভ করতে পারিনা।
আমি যখন দেখলাম যে একটি নাম্বার থেকে বারে বারে আমাকে কল দেয়া হচ্ছে, তখন আমি কি ভেবে নিতে পারি?
আমাকে যেহেতু কোন অপরিচিত নাম্বার থেকে ফোন করে, বা মিসকল দিয়ে বিরক্ত করা হয়না; তাই-
আমি ভাবলাম-
১। আমি যে সমস্ত চাকরিতে এপ্লাই করে রেখেছি, সেখান থেকে ফোন আসেনি তো?
চাকরির দরখাস্তে আমি আমার বাসার টিএন্ডটি নাম্বারটি দিয়েছিলাম, আর আমার সেল ফোনের নাম্বারও।
যেহেতু গত অল্প কিছুদিন ধরে আমার টিএন্ডটি ফোনটি নষ্ট হয়ে আছে, সেহেতু সেখানে চেষ্টা করেও না পেয়ে আমাকে সেল ফোনে কল দেয়া হয়েছে। রাইট?
২। আমার কোন পরিচিত জন, অন্য কোন নাম্বার থেকে তো ফোন দেয়। এদের মধ্য থেকে কেউ কি জরুরী কল দিয়েছে? দিতে পারেই।
এরকম হয়েছে একদিন। একটি একটেল নাম্বার থেকে আমাকে ৪-৫ বার কল দেয়া হয়েছে। পরে ফোন করে আমি জানতে পেরেছি, এটা আমার বি এড এর এক ক্লাস মেট এর জরুরী কল। যাহোক, কাজে লেগেছে, জরুরী কল!!! নামাজের/লাঞ্চের ব্রেক এ আমি তার সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিলাম।
একটি বাংলালিঙ্ক ও একটি গ্রামীণ নাম্বার থেকে, আমাকে গত দুদিন শুধু পর পর ৭-৮বার মিসকল দেয়া হচ্ছে। আমি ধরেই নিলাম, এটা কেউ আমাকে ডিস্টার্ব করছে। কারণ- কয়েকবারের মিসকল দিয়েও সে যখন আমার কাছ থেকে কোন রেসপন্স পেলোনা, তখন পরিচিত কেউ হলে অবশ্যই তার নিজের নাম্বার থেকে আমাকে ফোন করতো, অথবা, কোন ম্যাসেজ দিয়ে তার প্রয়োজনটা সে আমাকে জানিয়ে দিতো।
গতকাল রাতে আমার ১০টা বেজে গেছে, বাসায় পৌছাতে। এদিকে সারাদিন আমার মোবাইলে অতিরিক্ত মিসকল আসার কারনে, যেহেতু আমার সেটটা পুরানা ও অকেজো হয়ে গেছে, সেজন্যেও চার্জ শুন্য হয়ে বন্ধ হয়ে গেছে। বাসায় ঢুকেই প্রথমে খেলাম ঝাড়ি!!! একেতো টায়ার্ড হয়ে আমি প্রায় , কি বলবো এগজস্টেড, সেখানে আমি বাসায় ফিরেই খেলাম ঝাড়ি!!! এমনিতে আমার পরিবার যেখানে সব সময় জানে, আমি কেমন? আর, আমার মোবাইলের সমস্যাটিও তাদের অবগত। তাহলে রাগ লাগে কেমন বলেন??
বাসায় ফিরেও ঐ নাম্বার থেকে নন স্টপ কল আসতেই আছে, এবং তা মিসকল। এতবার মিসকল দিশ কেন?? জানতে নিজেই কল-ব্যাক করলাম!!! এমনটা আমি কখনই করিনা। করেই জানলাম , লোকটার জরুরী ব্যাপার হলো, "এটা কোন জায়গা?" এ ধরনের প্রশ্ন শুনলে এত্ত বিরক্ত লাগে!!! আমি তো রেগেই ছিলাম, তার উপর এই প্রশ্ন শুনে বললাম, "এটা, ঢাকা। এই শুনে কি আপনার কোন উপকার হলো?? আমার কাছে আপনার দরকার থাকলে, আপনি ফোন করে আপনার প্রয়োজন জানাবেন। আপনি কেন মিসকল দিয়ে জ্বালান আমাকে? " উত্তরে ব্যাটা বলে, "ও!" আমি তখন আরো রেগে গিয়ে বললাম, "আপনি যদি আবারো আমাকে ফোন করেন, আপনার এই নাম্বার এর বিরুদ্ধে আমি রিপোর্ট করবো!" ব্যাটা বলে, "ও তাই না?" আমি জোরে রাগান্বিত স্বরে "ইডিওট" বলে ফোনটা কেটে দিলাম।
এর পরেই আমার মনে পরলো, মোবাইলে কি যেন একটা অপশন থাকে, এরকম মিসকল দিয়ে জ্বালালে; ঐ সিস্টেম করে রাখলে, যতবার মিসকল দেবে, ততবার ব্যাটার টাকা কাটা যেতে থাকবে। আমি এই নাম্বারের আসা মিসকল কয়েকবার রিসিভ করেও ঠেকাতে চেয়েছিলাম। কিন্তু তা রক্ষা করা যায়নি।
পরে, মোবাইলটা হাতড়ে বিভিন্ন সিস্টেম থেকে "কল ডাইভার্ট" খুঁজে বের করে, শুধু এই ২টা নাম্বার'কে সেট করে রাখলাম!!!
কর ব্যাটা, এখন যত খুশি আমারে কল দে!!!!!
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫৭
ইষ্টিকুটুম বলেছেন: মিসকল দিয়ে যে জ্বালাচ্ছে, তার জন্যেই কল-ব্লক সার্ভিস ব্যবহার করতে গিয়ে খরচ সপ্তাহে ৮টাকা!!! কি সাংঘাতিক!!!!
২| ১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৭
জামিনদার বলেছেন: গত ৪-৫ দিন থেকে আমাকে কয়েকটা নাম্বার থেকে কল দেয়। আমি রিসিভ করলে কল কাটা যায়। আবার আমি ফোন দিলে সুধু ব্যস্ত দেখায়। মাঝে কল হয় ১ সেকেন্ডের ভেতর করা যায়। এর মানে কি??
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২২
ইষ্টিকুটুম বলেছেন: এখানে দেখুন কয়েকজন ব্লগার আমাকে সাহায্য করেছেন। উপদেশ দিয়েছেন, কি করা উচিত বলে। আপনি ওনাদের সাহায্য নিন।
আশা করি আপনিও উপকৃত হবেন।
৩| ১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৮
মোকাম্মেল ওয়াহিদ বলেছেন: মুবিল কম্পানি না আবার ডাইভার্টের জন্য আপনার পয়সা কাটে। ১২১ এ ফুন দিয়া জিগাইয়া লন
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২৪
ইষ্টিকুটুম বলেছেন: হুম, আপনার ধারণাই সঠিক!!! আহারে!!! কই যাইতাম!!!
৪| ১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫০
পাথরের কান্না বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা .।.।.।.।.।.।.।.।.।।।
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৩২
ইষ্টিকুটুম বলেছেন: এত হাসির কি হইছে???
৫| ১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০১
ঈশান বলেছেন: আমি কখন মিসকল ব্যাক করিনা তা সে যেই হোক। পরিচিত কেউ মিসকল দিলে ঝাড়ি দেই। সারাদিন বহুত ঝামেলায় যায়। কল রিসিভ করার টাইম নাই। একদিন গভীর রাতে, আড়াইটা তিনটা হবে, কে যেনো মিসকল দিতেছে। আমি গাঢ় ঘুমে। কোনমতে চোখ মেলে দেখি অচেনা নাম্বার। কল ব্যাক করলাম। এক মেয়ে ফিসফিস করে বলতেছে, হ্যালো, শাহেদ ভাই? (মেজাজ টা)। বললাম, শাহেদ ভাই না খালেদ ভাই না জেনে এতো রাতে মিসকল দেন কেন? মেয়ে বলে, শাহেদ ভাই বলছে তার ঘুম সহজে ভাংগেনা তাই। কিছু বললাম না আর। (শাহেদ রে পাইলে)
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৩৫
ইষ্টিকুটুম বলেছেন: হুম!!! ঘুমের মধ্যে আজাইরা ফোন আসলে কি যে বিরক্তি লাগে, তা ঐ ব্যক্তি নিজে ভুক্তভোগী না হলে জীবনেও বুঝবেনা।
৬| ১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৯
ফালাক বলেছেন: শুধু মাত্র ২ টা নাম্বার ডাইভার্ট করলেন কেমনে? এইসবতো জানতাম ইন জেনারেল সব কলের জন্যই প্রযোজ্য
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫১
ইষ্টিকুটুম বলেছেন: আমার স্প্রিন্ট সেটে আমি কল ডাইভার্ট অপশনে দেখতে পাচ্ছি কয়েকটি অপশনঃ
১। ডাইভার্ট অল ভয়েস কল,
২। ডাইভার্ট ইফ আনরিচেবল,
৩। ডাইভার্ট ইফ নো আন্সার,
৪। ডাইভার্ট ইফ বিজি,
৫। ডাইভার্ট অল ডাটা,
৬। ক্যানসেল অল ডাইভার্ট।
আমি ৩নং পার্ট দিয়ে কাল রাতে ১টি নাম্বারকে করে রেখেছিলাম।
আজ এখানে এসে বিভিন্ন কমেন্ট থেকে মনে হচ্ছে, আমার ও টাকা কাটলে আর এই সিস্টেম চালু করে কি লাভ??
কিন্তু, অনেক আগে একবার কল ডাইভার্ট করেছিলাম, টাকা কাটতো কিনা মনে পরছেনা।
৭| ১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৬
কাল্পনিক চরিত্র বলেছেন: আপনি কল ডাইভার্টে কিভাবে দুইটা নাম্বার সেট করে রাখলেন,তা বুঝলাম না! ডাইভার্ট তো সকল কলের জন্যই হবে!!!! আর এমন সিস্টেম এ তো নিজেরও সমপরিমাণ টাকা কাটা যায়!!!!
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৪৫
ইষ্টিকুটুম বলেছেন: আমার "জিপি সিম" আমি ব্যবহার করি "স্প্রিন্ট-সেট" এ।
এখানে দেখলাম কল ডাইভার্ট করার জন্য নির্দিষ্ট নাম্বার চায়। তবে, আমি দুটি নাম্বারে কল ডাইভার্ট সিস্টেম করতে চাইলেও মনে হচ্ছে একটিতে হয়েছে।
কল ডাইভার্টে আমার টাকাও কাটবে? তাইলে আর, এই সিস্টেম চালু করে ঐ নাম্বার আটকে লাভ কি হলো?? (
(
৮| ১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫১
সাকিন উল আলম ইভান বলেছেন: এই পেইন আর নতুন কি । পিকচার মেসেজ যে দেয় নি এটাই তো বেশি
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৮
ইষ্টিকুটুম বলেছেন: পিকচার ম্যাসেজ ও কেউ কেউ দেয়। কিন্তু, আমার মোবাইলে এমএমএস কার্যকরী নয়, তাই কি পিকচার দেয়, তা দেখতেই পাইনা!!! না দেখতে পেয়েই ভালো আছি।
৯| ১৪ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০১
সায়েম মুন বলেছেন: অপরিচিত/ অনাকাঙ্খিত নাম্বার থেকে মিসকল একটা বিরক্তিকর বিষয়।
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৪
ইষ্টিকুটুম বলেছেন: ইষ্টিকুটুমকে এতদিন বাদে মনে পরলো!!! ভালো আছেন, মুন ভাই??
আসলে সারাদিনে বা কয়েকদিনে এক'দুবার মিসকল আসলে এটা বিরক্তির পর্যায়ে যায় না। আমরা প্রিয় বাঁ পরিচিত মানুষকে তো এরকম মিসকল দিয়ে থাকি কোন কোন সময়ে।
কিন্তু, অযথা, পর পর ননস্টপ মিসকল দিলে ইচ্ছা করে ঝাড়ু দিয়া বাইড়াইতে!!!
ভালো থাকবেন।
১০| ১৪ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৪
িনদাল বলেছেন: কল ডাইভার্টে আপনার টাকা কাটবে
আপনার সিম কোন কম্পানির আর সেট কোন কম্পানির ? স্যামসান্গ আর সনি এরিকসনের বেশিরভাগ সেটে কল ব্লক অপশন আছে। জিপি সিম হলে আপনি সাড়ে ৮ টাকা দিয়ে এক সপ্তাহের জন্য কল ব্লক করে রাখতে পারেন। অন্য সিম হলে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সিস্টেমটা জেনে নিন
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৭
ইষ্টিকুটুম বলেছেন: আমার "জিপি সিম" আমি ব্যবহার করি "স্প্রিন্ট-সেট" এ।
এখানে দেখলাম কল ডাইভার্ট করার জন্য নির্দিষ্ট নাম্বার চায়। তবে, আমি দুটি নাম্বারে কল ডাইভার্ট সিস্টেম করতে চাইলেও মনে হচ্ছে একটিতে হয়েছে।
কল ডাইভার্টে আমার টাকাও কাটবে? তাইলে আর, এই সিস্টেম চালু করে ঐ নাম্বার আটকে লাভ কি হলো??
১১| ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৮:১৭
অভ্রমালা বলেছেন: অনেক দিন পর আপনার ব্লগে এসে আপনার তিক্ত অভিজ্ঞতা শুনলাম। আশা করছি খুব তড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন।
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২০
ইষ্টিকুটুম বলেছেন: সমস্যা!!!!! আমার স্প্রিন্ট নামের সেটটার চার্জই থাকেনা। সারাদিনে ওনাকে ২-৩বার চার্জ দিতে হয়!!!! আমি দীর্ঘ সময় বাইরে থেকে সেটা কিভাবে সম্ভব??
ভালো থাকুন।
১২| ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩৭
িনদাল বলেছেন: স্প্রিন্ট সেট এ কল ব্লক অপশনটা থাকার কথা।
জিপিতে কলব্লক একটিভ করার জন্য:
মোবাইল এ ৩৪ টাকার কম রাখবেন।
start cb লিখে 5678 এ পাঠিয়ে দেবেন। সাকসেসফুল রিপ্লাই দেবে। সাড়ে ৮ টাকা কাটবে।
Add মোবাইল নাম্বার লিখে 5678 পাঠিয়ে দিন। এভাবে ১০ টা নাম্বার ব্লক করতে পারবেন।
৬ দিন পর stop cb লিখে 5678 এ পাঠিয়ে দেবেন। আশা করা যায় এতদিন বিজি পেলে আর ফোন দেবে না।
আর আপনি তো পরিচিত ব্লগার। ঐ নাম্বার ২টা এখানে দিয়ে দেন। সবাই একটা করে মিসকল দিলে আর ডিস্টার্ব করবে না।
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৬
ইষ্টিকুটুম বলেছেন: আর আপনি তো পরিচিত ব্লগার। ঐ নাম্বার ২টা এখানে দিয়ে দেন। সবাই একটা করে মিসকল দিলে আর ডিস্টার্ব করবে না।
--------------------------------------------------------------------------
দারুন বুদ্ধি!!!!!
তবে, একটি নাম্বারে কল করে জানতে পেরেছি যে ঐটা একটি ছেলে ব্যবহার করে- নাম্বারটি হলোঃ 01921293397
অন্যটি হলোঃ 01742050972 এটা পুরুষ নাকি নারী? জানা নেই।
এই মুহুর্তে কল ব্লক করার সুযোগ এক্টিভ করার মতন টাকা রিচার্জ করা নেই। কাল করাবো সকালে।
অনেক উপকার হলো। ভালো থাকবেন।
১৩| ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩৮
রানা চৌধুরী বলেছেন: কল ডাইভার্ট করলে টাকা কাটবে। ধরুন আপনি আপনার এয়ারটেল নম্বর থেকে কল ডাইভার্ট করলেন আপনার জিপি নম্বরে। আপনি যদি আপনার এয়ারটেল এ আসা ইনকামিং কল যেটা আপনার জিপিতে ডাইভার্ট হয়ে এসেছে এবং আপনি কল রিসিভ করলেন তাহলে আপনার এয়ারটেল থেকে আপনার জিপিতে কল করলে যে পরিমান চার্জ হত সেই পরিমান চার্জ/টাকা আপনার এয়ারটেল থেকে কেটে নেবে। এ ক্ষেত্রে যদি আপনার এয়ারটেল থেকে আপনার জিপি নম্বর এফএনএফ করা থাকে তাহলে সেই পরিমান চার্জ কেটে রাখবে।
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৯
ইষ্টিকুটুম বলেছেন: হুম!!! ব্যাপারটি এবার বুঝিয়ে বলার পরে বোধগম্য হয়েছে।
আমি কল ডাইভার্ট অপশনটি থেকে ঐ নাম্বার ডিএক্টিভেট করেছি।
অনেক ধন্যবাদ।
১৪| ১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:১০
নীরব 009 বলেছেন: যন্ত্রণা
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৩৬
ইষ্টিকুটুম বলেছেন: হুম!!!
শুভ রাত্রী।
১৫| ১৫ ই অক্টোবর, ২০১১ রাত ২:৪৮
নীরব 009 বলেছেন:
১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫৮
ইষ্টিকুটুম বলেছেন: নীরব'দা আপনার ব্লগে ঐটা তিন ব্লগারের একত্রিত একটি বই নাকি???
সময় করে পড়তে হবে।
১৬| ১৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫১
নষ্ট কবি বলেছেন:
এর মানে আপনি মোব টিজিং এর শিকার
১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫৫
ইষ্টিকুটুম বলেছেন: বড়ই জ্বালাতনের মধ্যে আছি। আর, আপনি হাসি দিতেছেন??
মোবাইল টিজিং?? ভালো বলেছেন তো!!!
১৭| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৩:০৬
রিয়েল ডেমোন বলেছেন: প্রথম বার ডাইভার্ট করে দেখি টাকা কাটে, কি যে খারাপ লাগছে
১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫৮
ইষ্টিকুটুম বলেছেন: প্রথমবার ডাইভার্ট করে টাকা কেটেছিলো বলে মনেই পরছেনা!!!
তবে, যেগুলা জ্বালাতন করে, তাদের একটিকে ব্লক করেছি। বাকিগুলার সাথে আমার ছেলে-ক্লাসমেট বা কলিগ'বন্ধুরা কথা বলে্!!!
কলিগ বন্ধুর একজন আবার র্যাব এর সাথে যোগাযোগ আছে। তাঁর ইচ্ছা, আমি নাম্বারগুলো র্যাবে দিয়ে দেই।
১৮| ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ১১:০৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ক্রিং ক্রিং ক্রিং এটা কার পোষ্ট??
২৮ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:০৯
ইষ্টিকুটুম বলেছেন: এটা ইষ্টিকুটুমের পোস্ট। যেগুলা জ্বালায়, সেগুলারে তুই ফোন করে জ্বলাতে থাক।
১৯| ২৭ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৫
সকাল রয় বলেছেন:
হুম
২৮ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:১০
ইষ্টিকুটুম বলেছেন: বুম!!!
২০| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:১১
শায়মা বলেছেন: আপুনি কল ডাইভার্ট করলে তো করলে সোজা কাছাকাছি পোলিশ স্টেশনের নাম্বারেই করতে।
২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:৩৩
ইষ্টিকুটুম বলেছেন: আমি তো পুলিশি থানার পাশেই থাকি। কিন্তু, একবার পুলিশের সংগে যোগাযোগ হলে নাকি অনেক ঝামেলায় পরতে হয়; তাই আর সেদিকে গেলামনা।
আছো কেমন আপুনি?
২১| ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩৭
তেরো বলেছেন: এখনো কি ফোন করে জ্বালাচ্ছে??!! নাকি ডাইভার্টের বুদ্ধিতে কাজ হইছে!
২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪৬
ইষ্টিকুটুম বলেছেন: কল ব্লক করে রেখেছিলাম এক সপ্তাহ; তাতে আবার ৮টাকা খরচ হয়েছে।
আমার দুই কলিগকে দিয়ে দুইবার দুই নম্বরে ফোন রিসিভ করিয়ে কথা বলিয়েছিলাম। একজন বলে দিয়েছে, " একই নাম্বারে একটি মেয়েকে বারে বারে ফোন করার মধ্যে কি কোন সুবুদ্ধির পরিচয় পাওয়া যায়?? আর, এইসব ফোনে হ্যারাসমেন্ট এসব তো ২০০০ সালের কথা। পুরানা হয়ে গেছে এইসব। এখন নতুন কিছু করুন।"
এর পর হতে এখন আর জ্বালাচ্ছেনা।
এর পরে আবার জ্বালালে র্যাব দুলাভাই আছে, তার হাতে ছেড়ে দেবো ব্যাপারটা। তখন বুঝবে মজা!!!
২২| ০৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৬
সাগর ঝিনেদা বলেছেন: ৮ টাকার জন্য আপনার মায়া দেখে মনে একটায় প্রশ্ন টাকা খরচ করে ব্লগিং করতে আপনার না জানি কেমন মায়া হয়া
রম্যফান.কম - এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা
১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১৫
ইষ্টিকুটুম বলেছেন: টাকা খরচ করে ইন্টারনেট ব্যবহার করি ব্লগিং সহ বহুবিধ কাজে।
আর, আমার কোন প্রিয় মানুষের ইসকল বা কল আসায় কিন্তু ৮টাকা কেন ১০০টাকা খরচ হলেও খারাপ লাগেনা। খারাপ লাগে কেউ ডিস্টার্ব করছে আমাকেই; অথচ, তাকে শাস্তি দিতে গিয়ে নিজের টাকা খরচ হয়। এটা তো সত্যিই বিরক্তিকর!!
ঈদ শুভেচ্ছা আপনাকেও। ঈদ কেমন কাটলো? ভালো থাকুন।
২৩| ০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১১
আকাশটালাল বলেছেন: ডাইভার্ট করে রাখছেন ফোন, এই কারনেই আপনারে ফোন করে পাইতেসি না
ঈদ মোবারক
১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১৮
ইষ্টিকুটুম বলেছেন: হাহা, ফোন ডাইভার্ট করিনাই। দুইটা নাম্বার-রে ডাইভার্ট করেছিলাম প্রথমে, তারপরে ব্লক করেছি।
ঈদ মুবারক।
২৪| ০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: নাম্বারগুলা দে
ঈদু মুবারকু
১২ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
ইষ্টিকুটুম বলেছেন: তুই নাম্বার নিয়া কি করবি? সুদূর কাতার থিকা এইসব নাম্বার ফুন কইরা কুনো লাভ আছে??
ঈদ কেমন কাটালি??
কার্ডটা তো দারুন সুন্দর!!
২৫| ১৬ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৩৪
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: বস আপনি প্রথম ছবিটার মত রাগী নাকি ? আমি মিস কল দেই না কিন্তু। আমি কল দেই। আমি ভালো না বস
প্রথম ছবিটা দেখলাম শুধু। পেলাস দিয়ে গেলাম। আবার আসবো
০৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
ইষ্টিকুটুম বলেছেন: আমি রাগী নই। কিন্তু, কখনো কখনো রেগে যাই।
২৬| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৬
সরলতা বলেছেন: শুভ জন্মদিন আপু!
০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৩
ইষ্টিকুটুম বলেছেন:
সরলতা_পু, আমার জন্মদিনের কথা কিভাবে জানলে??
কেমন আছো??
২৭| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩৬
khairun বলেছেন: শুভ জন্মদিন
২৮| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪৫
শিশিরের শব্দ বলেছেন: শুভ জন্মদিন
২৯| ০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৪
khairun বলেছেন: মিষ্টি কই?
৩০| ০১ লা ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১০
টুকিঝা বলেছেন: শুধু এইসব জ্বালাতনের জন্য সিম চেঞ্জ করতে হয় আমার!!!
৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৩
পটল বলেছেন:
৩২| ০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৫
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: শুভ নববর্ষ। ২০১২ হোক আনন্দ উচ্ছলতার বছর
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪০
ইষ্টিকুটুম বলেছেন: শুভ নতুন বছর! কেমন আছেন সব?
৩৩| ০২ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৬
আবু সালেহ বলেছেন: ছবিটা দেখে অনেক মজা পাইছি....লোকটার জরুরী ব্যাপার হলো, "এটা কোন জায়গা?"
এ ধরনের প্রশ্রের সম্মুখীন আমারও মাঝে মাঝে হতে হয় ..... তখন মনে হয় বেটাকে সামনে এনে একটা থাপ্পড় দিতে পারলে খুশি হতাম.....
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪২
ইষ্টিকুটুম বলেছেন: একদম!! যা বলেছেন!!
কেমন আছেন ভাই??
৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১৩
শায়মা বলেছেন: ইষ্টিকুটুম মিষ্টিকুটুম!
১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৫
ইষ্টিকুটুম বলেছেন: মিষ্টি শায়মা'পু আছো কেমন?
আমি আছি অনেক ব্যস্ততা নিয়ে। ব্লগে বসার সময় হয়না।
৩৫| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৮
শায়মা বলেছেন: আহারে এমন ব্যাস্ত হতে হয়???
৩৬| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৬
ঘুমন্ত আমি বলেছেন: আমি ভাই এতে মজা পাই ।বলতে পারেন কেন ?এই টাইপের কলে প্রথমবার ভালো ব্যাবহার করি তারপরও যদি কেউ আবার করে তখন আমি গালিসমগ্র নিয়ে একটি সাউন্ড ক্লিপ যোগার করেছি নেট থেকে ঐইটা প্লে করে দেই এইবার ব্যাটা কত বকা শুনবি শোন !
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৭
রবিনহুড বলেছেন: মিসকল ব্লক সার্ভিসটা ব্যবহার করতে পারতেন।