![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো টাকার মালিকেরা কি গরীব ! কালো টাকার পরিমান প্রায় ৫ লক্ষ ৪০ হাজার কোটি টাকা অর্থাৎ বাংলাদেশের মোট বাজেটের দ্বিগুন। কালো টাকা কি বৈধ টাকা ! খুবই সহজ, কালো টাকা বৈধ হলে আমরা আর কালো টাকা বলতাম না, বলতাম বৈধ টাকা। কালো টকার মালিকেরা সমস্ত কালো টাকা আল্লাহর ওয়াস্তে রাষ্ট্রীয় তহবিলে জমা দিলে নিশ্চয়ই কালো টকার মালিকেরা না খেয়ে থাকবে না বা আরাম আয়েশ কমবে না,তাহলে ১০% ট্যাস্ক দিয়ে কেনো কালো টাকা বৈধ করার সুযোগ দেয়া হচ্ছে । সরকারী দল ,বিরোধী দল, ধর্মীয় দল সকলেই সরকারে থাকতে কালো টাকা বৈধ করার সুযোগ দিয়েছেন। সকল দলই বিভিন্ন ইস্যুতে লাগাতার হরতাল দিয়েছেন কিন্তু সমস্ত কালো টাকা আল্লাহর ওয়াস্তে রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়ার দাবীতে, যৌনতা নগ্নতা বাজারজাতকরণ বন্ধের দাবীতে কোন দলই লাগাতার হরতাল দেননি। আমাদের রাজনৈতিক দলগুলো আর কত আড়াল করবেন,কতকাল গরীবকে ঘুম পাড়িয়ে রাখবেন ! গরীবরা বুঝতে শুরু করেছে আপনারা ধনী সরকারী আমলা,রজনীতিক কাম শিল্পপতি আপনারাই সকল কালো টাকার মালিক। রাষ্ট্রীয় সম্পদ আইন করে সাদা বানিয়ে নিজেদের ব্যাক্তিগত সম্পদের পরিমান বৃদ্ধি করেছেন করছেন। আপনারা ধার্মিক ধনীরা ছন্নছাড়া শয়তান মানবাধিকার লংঘনকারী আমেরিকা ও ভারতের মদদে আপনারা ধার্মিক ধনীদের ধন সম্পদ টাকা পয়সা কয়েশগুন বৃদ্ধি পেয়েছে তা বলছেন না বলছেন দারিদ্রতা হ্রাস পেয়েছে। কেনো এমন বলছেন ! সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে সমস্ত কালো টাকা আল্লাহর ওয়াস্তে রাষ্ট্রীয় তহবিলে জমা নিয়ে উপকুল অঞ্চল সহ শহরের বস্তি ফুটপাত ও গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে বসবাস কারীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা এবং নিরাপদ ঘর বানিয়ে দিন। রাজনৈতিক দলগুলির গঠনতন্ত্রে অর্ন্তভূক্ত করুন যারা রাজনীতিকে পেশা হিসেবে নিতে চান তারা কেউই ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেন না। নির্বাচনী ইশতাহারে উল্লেখ করুন আমরা যে দলই ক্ষমতায় যাই সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে।
২| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:১২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কালো টাকার পরিমান প্রায় ৫ লক্ষ ৪০ হাজার কোটি টাকা অর্থাৎ বাংলাদেশের মোট বাজেটের দ্বিগুন-এই হিসাব কই পাইলেন ?
৩| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৯
বুড়ো আলেকক্স বলেছেন: m¯—v iswMb †Uwjwfk‡bi gva¨‡g Avgiv †hgb bMœZv ‡hŠbZv N‡i e‡m †`wL Avi `vwi`ªZv fy‡j _vKvi fvb Kwi †Zgwb A‡bK Z_¨I cvB|
৪| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্বাচনী ইশতাহারে উল্লেখ করুন আমরা যে দলই ক্ষমতায় যাই সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে।
আহা কতই না ভাল হত।
ওরা করবে এই দাবী!!!!!!!!!!!!!!!!!
মাস কয়েক আগে এক পুরানো দোস্ত কার্ড দিল দেখি এলাহি কারবার। সে এক দলের মহাসচিব!!!!!!!
তো আলাপে সালাপে বল্লাম, দুস্ত তুমরাতো আমজনতার ভাগ্য নিয়া খেল..
এই দুই দলরে বাদ দিতে একটা ট্রাম্প কার্ড খেল!
সে আগ্রহ দেখালে বল্লাম কল্যান রাষ্ট্রের কনসেপ্ট দিয়া একটা জাগরনে আহবান দেও- দেখবা জনগন লুইফা নেবে।
তার মাথানাড়ানোতো খানিক সন্দেহ হওয়ায় সরাসরি বল্লাম- বুঝছো তো কল্যান রাষ্ট্র কি?
খানিকটা শরম ভাব নিয়া না সূচক উত্তর দিল!
তো বোঝেন এক দল বোঝেই না। আরেক দল বুইঝাও করবে না। আরেক দল পুরানো মহারাজা ভাব নিয়া বাকী সব প্রজা ট্রটি করতেই লাইক করে!!!!
তবে আর আশা কোথায়?
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ দুপুর ২:০৭
মৃদুল মিয়া বলেছেন: যতদিন আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি আশ্রয়ে থাকব ততদিন এস্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে।