![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ভিত্তিতে প্রার্থী দেওয়া হয়ে থাকে।যারা সাংসদ নির্বচিত হয়ে থাকেন তারা কি গরীব ! যে দেশের বেশীরভাগ মানুষ গরীব সে দেশের বেশীরভাগ সাংসদ ধনী। গরীবদের উন্নয়নের দায়িত্ব ধনীদের কাছে।ফলাফল যা হওয়ার তাই হচ্ছে ধনী চোরদের সুইচ ব্যাংকে জমা বৃদ্ধি পাচ্ছে। তার মানে বেশীরভাগ গরীবের চুরি হওয়া সকল শ্রম সুইচ ব্যাংকে জমা আছে। বেশীরভাগ গরীব তাদের চুরি যাওয়া সকল শ্রম ফেরৎ পেতে পারে ! আমরা যে কাগুজে টাকার নোট দিয়ে লেনদেন সম্পন্ন করি,বিনিময় করি,সুইচ ব্যাংকে জমা রাখি, এ কাগুজে টাকার নোটই যে গরীব শ্রমিকের শ্রম,এ কাগুজে টাকার নোটই যে গরীব শ্রমিকের গায়ের ঘাম তা কি আমরা জানি ! আমরা কি কাগুজে টকার নোটে গরীব শ্রমিকের গায়ের ঘামের গন্ধ পাই ! সকল শ্রমিক যদি বলে এ পৃথিবীর যা কিছু আছে সব কিছুই গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম ! আমরা (গরীব শ্রমিকেরা )আমাদের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম ফেরৎ চাই। কি বলতে পারেন ধার্মিক ধনীরা ! বলতে পারেন শ্রমের বিনিময়ে মজুরী দিয়েছি,বেতন দিয়েছি যে কারনে আমরা ধার্মিক ধনীরা গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম ভোগ করছি, সুইচ ব্যাংকে জমা রাখছি। গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম ভোগ করা অত সহজ নয়, তার জন্য আমরা ধার্মিক ধনীরা নিজেরাই কয়েকটি রাজনৈতিক দল গড়ি,এই যেমন আ লীগ,বিএনপি,জাতীয় পার্টি,জামায়ত। আমরা ধার্মিক ধনীরা মুলত রসুনের মতো । গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম ভোগ করার, সুইচ ব্যাংকে জমা রাখার ক্ষেত্রে আমরা রসুন। আমরা ধার্মিক ধনীরাই সংসদ নির্বচিত হই এবং গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম নিয়ন্ত্রন করি,ভোগ করি,সুইচ ব্যাংকে জমা রাখি। গরীবেরা যাতে একজোট হতে না পারে,গরীবেরা যাতে সবগুলো সংসদ আসনে জয়ী হয়ে গরীব শ্রমিকের গায়ের ঘামের ঘনিভুত রূপ,জমাট বাধা শ্রম নিজেরা ব্যবহার করতে না পারে, নিয়ন্ত্রন করতে না পারে তার জন্য আমরা ধার্মিক ধনীরা রসুনের মত তলে এক, তার জন্য আমরা ধার্মিক ধনীরা এক দল অন্য দলের নিন্দা করি,পাতনো কলহ করি, তার জন্য আমরা ধার্মিক ধনীরা যৌনতা নগ্নতা বাজারজাতকরন করি, তার জন্য আমরা ধার্মিক ধনীরা ধর্মকে ব্যবহার করি। গরীবরা বুঝতে শুরু করেছে আপনারা ধনী সরকারী আমলা,রজনীতিক কাম শিল্পপতি আপনারাই সকল কালো টাকার মালিক। রাষ্ট্রীয় সম্পদ আইন করে সাদা বানিয়ে নিজেদের ব্যাক্তিগত সম্পদের পরিমান বৃদ্ধি করেছেন সুইচ ব্যাংকে জমা করছেন। আপনারা যতদিন বেচে থাকছেন সব্বোর্চ আরাম আয়েশ ও বাদশাহী জীবন যাপন করছেন মৃত্যুর আগ পর্যন্ত তারপর ঔরসজাত সন্তানদের জন্য রেখে যাচ্ছেন পাহাড় পরিমান সম্পদ। বিবেকে বাধে না আপনাদের ! বুক কাপেনা আপনাদের ! তাই আমরা গরীবেরা আপনাদের বিবেকের কাছে,আপনাদের চেতনার কাছে আরজি করছি রাজনৈতিক দলগুলির গঠনতন্ত্রে অর্ন্তভূক্ত করুন যারা রাজনীতিকে পেশা হিসেবে নিতে চান তারা কেউই ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেন না। যারা সংসদ নির্বাচনে প্রাথী হবেন তারা ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেন না । নির্বাচনী ইশতাহারে উল্লেখ করুন আমরা যে দলই ক্ষমতায় যাই সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে।
২| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫
mrof বলেছেন: অই মিয়ার!
আপনিও যে বললেন "ধার্মিক ধনী "আচ্ছা বলেন তো কোন ধর্মে মানুষের টাকা মেরে খেতে বলেছে?
কোন ধর্মে ব্যাভিচারকে বৈধ বলেছে?
কোন ধার্মিক লোক তো এসব করতে পারেনা।
তারপর ও কেন আপনি বারবার " ধার্মিক ধনি "কথাটা ব্যবহার করেছেন?
আপনার মতলবটা কি? আপনি কি ইসলামের অনুসারীদের খাটো করতে চাচ্ছেন নাকি?
তাহলে শুনে রাখুন, ইসলাম শুধু নামাজ হজ্জ এসবের মধ্যে সিমাবদ্ধ নই। বরং রাষ্ট্রপরিচালনা লেনদেনও ইসলামের অন্তর্ভুক্ত। সুতরাং যারা সর্বক্ষেত্রে ইসলাম কে মানবেনা, তারা মুসলমান হতে পারে কিন্তু ধার্মিক না।
৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৮
বুড়ো আলেকক্স বলেছেন: একজন ধার্মিক গরীব ও একজন ধার্মিক ধনীর মধ্যে কি পার্থক্য তা আমরা ধার্মিক গরীবেরা বাস্তব জীবনে দেখছি,উপলব্দি করছি। ধার্মিক ধনী সরকারী আমলা,রজনীতিক কাম শিল্পপতিদের বাদশাহী রাজপ্রাসাদ,লাগামহীন ভোগবিলাসী জীবন,মেয়ের হাত খরচ মাসে ১০লক্ষ টাকা,বিদেশ ট্যুর লক্ষ লক্ষ টাকা,নাইট ক্লাব ও বেশ্যার খরচ লক্ষ লক্ষ টাকা । ধার্মিক গরীবদের অবর্ণণীয় কষ্টকর অনিশ্চয়তার...
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৯
bakta বলেছেন: ভাই নর্বিাচনে টা কি ?
মনে হচ্ছে নির্বাচনে হবে - ঠিক করুন প্লীজ ।