![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে সকল দলই দেশের উন্নয়ন চায়,কল্যাান চায়,মুখে বলে ,বাস্তবে নিজেরা ও নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সুবিধাভোগী, শুভাকাংখীদের সম্পদ,খমতা,আরাম আয়েশ ভোগ, আর সাধারন অরাজনৈতক নাগরিকদের সম্পদ,খমতা,আরাম আয়েশ ভোগ পার্থক্য আজ ¯পস্ট দৃশ্যমান,।রাজনৈতিক দলগুলির নিজেদের মধ্যেই গনতান্ত্রিক চর্চ্চা নেই।রাজনীতি রোজগেরে পেশা। এই রাজনৈতিক দলগুলিই এ দল ও দলের নিন্দা করে মুলত জনগনকে ধোকা বোকা বানিয়ে নিজেদের,ধনীদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে কাজ করছে। কালো টাকার পরিমান বৃদ্ধি পেয়েছে,সুইচ ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে, দরিদ্র মানুষেরা এখনও অবর্ণণীয় কষ্টকর অনিশ্চয়তায় বস্তি,ফুটফাত,গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে। ন্যায় অন্যায় এর মূল্যবোধ বিবেচনা করলে গরীব কম খেয়ে ভাংগা ঘরে শুয়ে ধৈর্য্যের পরীক্ষা দেবে আর ধনীরা বেশী খাবে সব্বোর্চ ভোগ করবে তাই ন্যায় মূল্যবোধ হিসেবে স্বীকৃত। আল্লাহ প্রদত্ত সকল সম্পদ সকল মানুষ সমান সমান খাবে,সমান সমান ভোগ করবে তা অন্যায় মুল্যবোধ হিসেবে স্বীকৃত শুধু নয়,যারা একথা বলে তারা ধর্মপালন করলেও তাদেরকে নাস্তিক বলার মুল্যবোধ গড়ে তুলেছেন ধার্মিক ধনীরা।সভ্যতা বিকশিত হওয়ার সাথে সাথে এই মুল্যবোধকে আরোও বিকশিত,শক্ত পাকাপোক্ত করেছেন। ছন্নছাড়া শয়তান মানবাধিকার লংঘনকারী আমেরিকা এবং ভারত পৃথিবীব্যাপী সভ্যতাকে সম্পদ আড়াল আর ভোগ সংস্কৃতিতে পরিণত করছে।ব্যবহার করছে ধর্ম এবং যৌনতা। স্বাধীন দেশকে স্বাধীন কল্যানকর রাষ্ট্রে পরিণত করার সুযোগ জনগণের কাছে।সেই সুযোগ বিনষ্ঠ করছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি যারা পর্যায়ক্রমে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো এরা মুলত আমেরিকা ও ভারতের দালাল।ধর্ম এবং নগ্নতাকে বাজারজাত করছেন।ভোট হতে হবে বর্তমান সংস্কৃতির বাইরে অর্থাৎ নতুন সংস্কৃতিতে। প্রথম পদক্ষেপ হিসেবে রাজনৈতিক দলগুলির গঠনতন্ত্রে অর্ন্তভূক্ত করতে হবে যারা রাজনীতিকে পেশা হিসেবে নিতে চান তারা কেউই ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেন না। যারা সংসদ নির্বাচনে প্রাথী হবেন তারা ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেন না । নির্বাচনী ইশতাহারে উল্লেখ করতে হবে আমরা যে দলই ক্ষমতায় যাই সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে।যারা বেশী টাকার মালিক হতে চান তারা ফ্রেশ ব্যবসা করবেন,রাজনীতি নয়,রাজনীতিকে ব্যবহার করেও নয়। স্বাধীন দেশের রাজনৈতিক দলগুলিই দূর্নীতির শীর্ষ অবস্থানে এ দু:খ কোথায় রাখবেন,আমরা তো বেশরম নই।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
ভিটামিন সি বলেছেন: ভাইজান, আপনার নামের মতো বানান ও বুইড়া হয়ে গেছে।