![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য সন্তানের প্রতি পিতামাতার কর্ত্যবের যে মুল্যবোধ তাকি শুধু ধর্মীয় মুল্যবোধ। পশু পাখিদের সামাজিক সভ্য বুদ্ধিসম্পন্ন সমাজ নেই সে কারনে পশু পাখিদের মধ্যে নবিনদের প্রতি প্রবিনেরা দায়িত্ব পালন করলে ও নবিনরা প্রবিনদের কোন দায়িত্ব পালন করেনা । আমরা সামাজিক সভ্য বুদ্ধিসম্পন্ন মানুষ তাই ছোটবেলা থেকেই আমাদের সমাজে প্রবিনদের প্রতি,পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য ভালোমত শেখানো হয়ে থাকে।বড় হয়ে আমরা দায়িত্বশীল সন্তানের খেতাব পেলে প্রীত হই। রাষ্ট্র যদি সামর্থ্যবান হন যে নবীন প্রবীন সকলের দায়িত্ব রাষ্ট্রের পক্ষে পরিবর্তিত সরকারগুলো পালন করতে পারে। ৬০ উ্ের্ধা প্রবিনের সংখ্যা এ মুহুর্তে বাংলদেশে প্রায় ১কোটি ৮০ লক্ষ ০-১৮বছর শিশুর সংখ্যা প্রায় ৭ কোটি ৫০ লক্ষ। কালো টাকার পরিমান প্রায় ৫ লক্ষ ৪০ হাজার কোটি টাকা অর্থাৎ বাংলাদেশের মোট বাজেটের দ্বিগুন। কালো টাকা কি বৈধ টাকা ! খুবই সহজ, কালো টাকা বৈধ হলে আমরা আর কালো টাকা বলতাম না, বলতাম বৈধ টাকা। কালো টকার মালিকেরা সমস্ত কালো টাকা আল্লাহর ওয়াস্তে রাষ্ট্রীয় তহবিলে জমা দিলে নিশ্চয়ই কালো টকার মালিকেরা না খেয়ে থাকবে না বা আরাম আয়েশ কমবে না,তাহলে ১০% ট্যাস্ক দিয়ে কেনো কালো টাকা বৈধ করার সুযোগ দেয়া হচ্ছে । সরকারী দল ,বিরোধী দল, ধর্মীয় দল সকলেই সরকারে থাকতে কালো টাকা বৈধ করার সুযোগ দিয়েছেন। সকল দলই বিভিন্ন ইস্যুতে লাগাতার হরতাল দিয়েছেন কিন্তু সমস্ত কালো টাকা আল্লাহর ওয়াস্তে রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়ার দাবীতে, যৌনতা নগ্নতা বাজারজাতকরণ বন্ধের দাবীতে কোন দলই লাগাতার হরতাল দেননি। আমাদের রাজনৈতিক দলগুলো আর কত আড়াল করবেন,কতকাল গরীবকে ঘুম পাড়িয়ে রাখবেন ! গরীবরা বুঝতে শুরু করেছে আপনারা ধনী সরকারী আমলা,রজনীতিক কাম শিল্পপতি আপনারাই সকল কালো টাকার মালিক। রাষ্ট্রীয় সম্পদ আইন করে সাদা বানিয়ে নিজেদের ব্যাক্তিগত সম্পদের পরিমান বৃদ্ধি করেছেন করছেন। আপনারা ধার্মিক ধনীরা ছন্নছাড়া শয়তান মানবাধিকার লংঘনকারী আমেরিকা ও ভারতের মদদে আপনারা ধার্মিক ধনীদের ধন সম্পদ টাকা পয়সা কয়েশগুন বৃদ্ধি পেয়েছে তা বলছেন না, বলছেন হোমিওপ্যাথী ওষুধের মত ফোটা ফোটা দারিদ্রতা হ্রাস পেয়েছে। কেনো এমন বলছেন ! পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য সন্তানের প্রতি পিতামাতার কর্ত্যবের যে মুল্যবোধ তাকি শুধু ধর্মীয় মুল্যবোধ। পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য ভালোমত শেখানো হয়ে থাকে শুধু গরীব পিতা মাতা সন্তানের ঘাড়ে কষ্টের বোঝা বাড়াতে। সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে সমস্ত কালো টাকা এবং অতিরিক্ত উদ্বৃত্ত সম্পদ আল্লাহর ওয়াস্তে রাষ্ট্রীয় তহবিলে জমা নিয়ে উপকুল অঞ্চল সহ শহরের বস্তি ফুটপাত ও গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে বসবাস কারীদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা এবং নিরাপদ ঘর বানিয়ে দিন। রাজনৈতিক দলগুলির গঠনতন্ত্রে অর্ন্তভূক্ত করুন যারা রাজনীতিকে পেশা হিসেবে নিতে চান তারা কেউই ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেন না। নির্বাচনী ইশতাহারে উল্লেখ করুন আমরা যে দলই ক্ষমতায় যাই সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে।
©somewhere in net ltd.