নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

র্ধামকি ধনীদরে ঔরসজাতদরে লাগামহীন ভোগবলিাসী জীবন ----।

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

ধনী শিশু গরীব শিশু সকলকেই পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য ভালোমত শেখানো হয়ে থাকে শুধু গরীব পিতা মাতা ও সন্তানের আবেগ অনুভুতি ক্ষুব্ধ না হয়ে কম খেয়ে ভাংগা ঘরে শুয়ে ধৈর্য্যের পরীক্ষা দেবে। ধনী পিতা মাতা যতদিন বেচে থাকছেন সব্বোর্চ আরাম আয়েশ ও বাদশাহী জীবন যাপন করছেন মৃত্যুর আগ পর্যন্ত তারপর ঔরসজাত সন্তানদের জন্য রেখে যাচ্ছেন পাহাড় পরিমান সম্পদ যা দিয়ে ধার্মিক ধনীদের ঔরসজাতদের লাগামহীন ভোগবিলাসী জীবন,মেয়ের হাত খরচ মাসে ১০লক্ষ টাকা,বিদেশ ট্যুর লক্ষ লক্ষ টাকা,নাইট ক্লাব ও বেশ্যার খরচ করছেন লক্ষ লক্ষ টাকা। আর একই সময়ে গরীব পিতা মাতা সন্তানের অবর্ণণীয় কষ্টকর অনিশ্চয়তার জীবন,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস। গরীব পিতা মাতা সন্তানের আবেগ অনুভুতি যেনো ক্ষুব্ধ না হয়,বিদ্রোহী না হয়,সে জন্য ধর্মীয় অনুশাসনযুক্ত আবেগী সংস্কৃতি ছন্নছাড়া শয়তান মানবাধিকার লংঘনকারী আমেরিকা ও ভারতের মদদে বহমান শুধু নয় নগ্নতা যৌনতার হাট বসিয়েছেন উদ্দেশ্য হে গরীব আবেগ অনুভুতিতে ক্ষুব্ধ না হয়ে কম খেয়ে ভাংগা ঘরে শুয়ে ধৈর্য্যের পরীক্ষা দেবে,অভাব অনটন নিয়ে ঝগড়া করবে এবং সম সুযোগ ও সম বন্টনের কথা ভুলে যাবে,পরকালে সব পাবে।আমাদের রাষ্ট্রবিদরা পিতা মাতার দায়িত্ব সন্তানের আর সন্তানের দয়িত্ব পিতামাতার এই মুল্যবোধ গড়ে তুলেছেন শুধু ধনীদের সব্বোর্চ আরাম আয়েশ ও বাদশাহী জীবন যাপন বহাল রাখতে।রাষ্ট্রই পারে,এ দু:খের অবসান ঘটাতে।রাষ্ট্রই পারে সকল শিশু সকল বৃদ্ধদের সম সুযোগ ও সম বন্টনের ব্যবস্থা করতে।শুধু রাষ্ট্রই পারে ব্যবস্থা করতে সকলের নিশ্চয়তার।সমস্যা শুধু পরিবর্তনশীল সরকার যারা রাষ্ট্র পরিচালনা করেন অর্থাৎ দুর্নীতির শীর্ষে অবস্থানকারী রাজনৈতিক দল পুলিশ ও বিচারবিভাগ। সরকারী দল ,বিরোধী দল, ধর্মীয় দল সকলেই সরকারে থাকতে কালো টাকা বৈধ করার সুযোগ দিয়েছেন। সকল দলই বিভিন্ন ইস্যুতে লাগাতার হরতাল দিয়েছেন কিন্তু সমস্ত কালো টাকা আল্লাহর ওয়াস্তে রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়ার দাবীতে, যৌনতা নগ্নতা বাজারজাতকরণ বন্ধের দাবীতে কোন দলই লাগাতার হরতাল দেননি। আমাদের রাজনৈতিক দলগুলো আর কত আড়াল করবেন,কতকাল গরীবকে ঘুম পাড়িয়ে রাখবেন !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২

সরদার হারুন বলেছেন: উত্তর দিতে পারি তবে ভয় হয় তালেবানি হামলার । মনে করুন মেজর জিয়া যদি ক্ষমতা নাপেতো
তাহলেকি তার বউ তার মৃত্ুযর পরে বি,এন,পির প্রধান হতে পারতো ? আবার
হাসিনা কি আউমিলীগের প্রধান হতে পারতো ?
তাদের এমন কি গুন আছে যা দলের আর কারো নাই
তাহলেকি রাজনীতি কি গুনের না হহে বংশের বা আর কারো সম্পত্তি ?

এ কথার যেমন স্বঠিক উত্তর নেউ তেমনি আপনার কথারও নেই।























আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.