![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধর্মই ধর্ম আর সত্যিকার ধর্মকে নাস্তিক,সন্ত্রাসবাদের অপবাদ দেওয়া হচ্ছে আমেরিকা ভারতের পৃষ্টপোষকতায়।আমাদের আর সুযোগ থাকছেনা,আমেরিকা ভারতের গ্রাসে পরিণত হচ্ছি,সবুজ ঘাস আমেরিকা ভারতের দখলে।সত্যিকার ধর্ম মানে একটি নির্দিষ্ট ধর্ম নয়,সত্যিকার ধর্ম মানে নগ্নতা যৌনতা নয়।আমেরিকা ভারত অনুসারিত আজকের পৃথিবী ধর্ম মানে নগ্নতা যৌনতার বাজার অনুগামী যা চরম অধর্ম।প্রাচীন কাল থেকেই ধর্ম ভিত্তিক সম্পদের মালিকানা বৈধতার সমাজ যার বর্তমান অবস্থা নগ্নতা যৌনতা বাজার প্রসারিত করে,দরিদ্রদের কুয়াশাচ্ছন্নে রেখে প্রাণপ্রণে সম্পদের মালিকানা আকড়ে ধরে সুখের ভোগ।আমাদের একমত হতেই হবে সত্যিকর ধর্ম যদি হয় এমন যে,পৃথিবীর সকল মানুষ একই মানের খাবার খাবে,একই মানের কাপড় পরবে,একই মানের শিক্ষা গ্রহন করবে,একই মানের ঘরে থাকবে,সবাই এক অদ্বিতয় পৃথিবীর জন্য কাজ করবে,ভাষা,উৎসব আচার প্রচলিত ধর্মবিশ্বাস যার যা তা থাকবে,তা কি সর্বকালের শ্রেষ্ঠ ধর্ম হতে পারেনা !এ মত এ পথ গ্রহন পুজিবাদ সমাজতন্ত্র ও সকল ধর্মের নির্যাস থেকে। আমরা সদ্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ,আমরাই পারি এ মত এ পথের মডেল হতে। আমাদের আর সুযোগ থাকছেনা এখনই আমাদের কি কি কারণে আমেরিকা ও ভারতকে ঘৃণা করা দরকার তা পাঠ্যপুস্তকে অর্ন্তরভুক্ত করতে হবেএবং শিল্প সাহিত্য চলচিত্র নাটকের মাধ্যমে আমেরিকা ভারতকে ঘৃণা করার প্রয়োজনীয়তার উদ্যোগ গ্রহন করতে হবে।যাতে করে শিশুরা প্রজন্মের পর প্রজন্ম আমেরিকা ও ভারতকে ঘৃণা করতে শেখে,আমেরিকা ও ভারতকে বর্জন করতে শেখে।নতুন পথ নতুন মতে আমাদের সকল রাজনৈতিক দলকে একমত হতে হবে। প্রথম পদক্ষেপ হিসেবে জরুরী ভিত্তিতে যা দরকার তা হলো নির্বাচনের ভাষণে, নির্বচনী ইশতেহারে যুক্ত করুন আমরা খমতায় গেলে স্বাধীন বাংলাদেশে দরীদ্ররা ও সকল জনগন ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন পাবে এ রকম ব্যবস্থা বাস্তবায়ন করবো, আমরা খমতায় গেলে দেশপ্রেম নিয়ে দেশসেবার রাজনৈতিক কর্মী,নেতা,মন্ত্রী,এম পি,সকল জনপ্রতিনিধির মুলমন্ত্র হবে আমরা দেশ সেবা করবো, একটি নির্দিষ্ট পরিমানের সম্পদের বেশী মালিক হবো না,রাজনীতিকে রোজগারের পেশা বানাবো না।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
বৈকন্ঠ বলেছেন: বলিষ্ঠ, নির্ভিক লেখার জন্য ধন্যবাদ..