নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

গরীবকে হুমকি দয়িে তার ইজ্জত হরণরে মতো ভারত স্বাধীন র্সাবভৌম বংলাদশেকে স্নায়ু ভয় দখেয়িে ভরৈব আশুগন্জ্ঞ বন্দর বনিপেয়সায় নয়িছে।ে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

হে গণজাগরণ মঞ্চ আপনদের সফলতা লাল সবুজের পতাকাকে সম্মানিত করেছে,আপনারা থামবেন না,মুক্তিযুদ্ধের শহীদরা.জীবন্ত যোদ্ধারা আত্মায় সুখ অনুভব করছে। আপনারা থামবেননা, নতুন করে আওয়াজ তুলুন ধনী মুক্তিযোদ্ধা, গরীব মুক্তিযোদ্ধাদের একই মানের ঘর,একই মানের খাবার,একই মানের শিক্ষা,একই মানের স্বাস্থ্যসেবা দিতে হবে,যে বাংলার ্বহমান সংস্কৃতির স্বাধীনতার জন্য এত শহীদের রক্ত ঝরলো সেই বাংলা সংস্কৃতির দেশে হিন্দি চ্যানেল,ইংরেজী চ্যানেল আবহমান বাংলাসংস্কৃতিকে গ্রাস করছে। ঘন ঘন মিনিটে মিনিটে পুজাআর্চনা সংগে সংগে নায়িকা সেলিব্রেটিদের বুক আর পেটের কাপড় সরিয়ে দ্রুত তালে কোমর ঘুটা এতো আবহমান বাংলাসংস্কৃতি নয়।আপনারা থমবেন না দাবী তুলুন,নতুন করে শপথ নিন,আওয়াজ তুলুন আর্ন্তজাতিক খবর চ্যানেল ছাড়া বিজাতীয় সংস্কৃতির সকল চ্যানেল বন্ধ করতে হবে।আমাদের মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ভারত বাংলাশের স্বাধীনতাকামী মানুষের পাশে থেকে যে মহানুভবের পরিচয় দিয়েছে সেই ভারত কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষের প্রতি নির্দয় হচ্ছে। গরীব ধনীর অনিবার্য দ্ব›দ্ধ এড়াতে ভারত ঘন ঘন মিনিটে মিনিটে পুজাআর্চনা সংগে সংগে নায়িকা সেলিব্রেটিদের বুক আর পেটের কাপড় সরিয়ে দ্রুত তালে কোমর ঘুটার প্রসার ঘটাচ্ছে,ঝাড়খন্ড,উড়িষ্যায় ড্রোন হামলা করে গরীব মানুষ মারছে। ধর্ম সা¤প্রদায়িকতা লটারী মানষিকতা খয়রাতী মানষিকতা জুড়ে দিয়ে গরীব ধনীর অনিবার্য দ্বন্দ্ব এড়াতে চাইছে।গরীবকে হুমকি দিয়ে তার যৌনতা হরণের মতো ভারত স্বাধীন সার্বভৌম বংলাদেশকে স্নায়ু ভয় দেখিয়ে ভৈরব আশুগন্জ্ঞ বন্দর বিনেপয়সায় নিয়েছে। ত্রিপুরাসহ ৭টি প্রদেশে যাতায়াত মালামাল বহনের রাস্তা করে নিয়েছে,নিত্যপণ্য থেকে শুরু করে বিলসী পণ্য সকল পণ্যের বাজার দখল করে আছে,সীমান্ত এলাকা দখল করছে,বংলাদেশী মানুষ মারছে,হেরোইন ফেনসিডিল আর নগ্নতা দিয়ে আমাদের প্রতিবাদহীন করে রাখছে। হে গণজাগরণ মঞ্চ ২৫ বছরের পাকিস্থানী শোষন আর বিজাতীয় সংস্কৃতি এদেশের মুক্তিকামী মানুষ রুখে দিয়েছিলো,পাকিস্থানী দালাল রাজাকারদের বিচারে আপনাদের সফলতায় প্রমান হয়েছে আপনারা সাচ্চা দেশপ্রেমিক। পাকিস্থানী শোষন আর বিজাতীয় সংস্কৃতি থেকে আমরা মুক্ত হলেও ভারতীয় শোষন আর অপসংস্কৃতি আমাদের গ্রাস করেছে।দেশপ্রেমিক আপামর জনসধারণকে ভারতীয় শোষন আর অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে এদেশেীয় ভারতীয় দালালদের অপসারণ ও বিচার এবং সুন্দরবন ধ্বংসকারী ভারতীয় প্রকল্প বাতিলের দাবীতে নিশ্চয়ই গণজাগরণের মতো দেশ্রপ্রমিক সংগঠন রাষ্ট্র ও সরকারের উপর চাপ সৃিষ্ট করে পকিস্থানমুক্ত,ভারতমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়তে নতুন করে শপথ গ্রহণে দৃঢ় প্রত্যয়ী হবে,গণজাগরণ মঞ্চের প্রতি এ আশা এদেশের গরীব মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকের।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

ক্লিকবাজ বলেছেন: ভারতকে যে বন্ধু মনে করে সে এক্টা ুদির ভাই।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনারা থমবেন না দাবী তুলুন,নতুন করে শপথ নিন,আওয়াজ তুলুন আর্ন্তজাতিক খবর চ্যানেল ছাড়া বিজাতীয় সংস্কৃতির সকল চ্যানেল বন্ধ করতে হবে। ++

ঘন ঘন মিনিটে মিনিটে পুজাআর্চনা সংগে সংগে নায়িকা সেলিব্রেটিদের বুক আর পেটের কাপড় সরিয়ে দ্রুত তালে কোমর ঘুটা এতো আবহমান বাংলাসংস্কৃতি নয়।

++

কিন্তু কার কাছে আশা করলেন এতকিছূ!!!!!!

সরকারের তিন বাহিনীর ঘেরে মধ্যে থেকে সরকারী বিরয়ানী খেয়ে আর সরকারী প্ররোচনায় নাটক নাটক খেলা যায়- সত্যিকার বিপ্লিব হওয়া যায় না।

চ্যালেঞ্জ করছি- তারা যদি সমথ্যবান ঞয়ে থাকে যে কোন জাথীয় ইস্যুতে কয়েক মাস না কেয়কটা দিন অবরোধ করে দেখাক- যে তারা বাপের বেটা!!!

পারবে না। একটা ঘন্টাও টিকতে দেবেনা।

মতিঝিল অপারেশনের পর যেমন মুহুর্তে খালি করে ফেলেছে- সবাই স্পিকটি নট ছিল, আছে.. তেমনি হবে। এটাই বাস্তবতা।

প্রকৃত দেশ জনতার দাবী নিয়ে গারা এক মিনিটও টিকবে না।

তাই সত্যিকারের দেশ প্রেমিক চাই । বিরিয়ানিখোর ণয়।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

িবপুল বক্‌সী বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিকারের দেশ প্রেমিক চাই । বিরিয়ানিখোর ণয়। +++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.