নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রীয়ভাবে ভারত শুধু শোষন আর অপসংস্কৃতরি প্রসার বস্তিার করব,েধ্বংস করবে আমাদরে প্রকৃত,ি বকিৃত করবে আমাদরে আবহমান বাংলা সংস্কৃতি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

পাকিস্থানমুক্ত ভারতমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মানে আমেরিকার মতো হওয়া নয়। সমবন্টনের এক ও অদ্বিতীয় পৃথিবী মানে আমেরিকার মতো হওয়া নয়। ভারত রাষ্ট্রীয়ভাবে কখনই সমঅধিকার সংগ্রামে সহায়তা করবে না তবে ভারতের সমঅধিকারভিত্তিক সংগঠন সহায়তা করতে পারে । রাষ্ট্রীয়ভাবে ভারত শুধু শোষন আর অপসংস্কৃতির প্রসার বিস্তার করবে,ধ্বংস করবে আমাদের প্রকৃতি, বিকৃত করবে আমাদের আবহমান বাংলা সংস্কৃতি,ভারতের কাছে প্রতিবাদহীন দাস হয়ে পড়ছি আমরা।জাতি পাকিস্থানের কলংকমুক্ত হয়েছে কিন্ত ভারতীয় শোষন অপসংস্কৃতি থেকে মুক্ত হতে পারেনি। পাকিস্থান আমাদের শোষন করেছে ২৫ বছর,ভারত শোষন করে চলেছে ৪৩ বছর। শ্রীলংকার তামিল টাইগারদের দমন করতে,কশ্মীর দমন করতে,ভারতের আভ্যন্তরিন গরীব মানুষের বিদ্রোহ দমন করতে অসংখ্য নিরীহ গরীব মানুষ মেরেছে এবং মারছে। ধর্ম সা¤প্রদায়িকতা লটারী মানষিকতা খয়রাতী মানষিকতা জুড়ে দিয়ে গরীব ধনীর অনিবার্য দ্বন্দ্ব এড়াতে চাইছে।গরীবকে হুমকি দিয়ে তার যৌনতা হরণের মতো ভারত স্বাধীন সার্বভৌম বংলাদেশকে স্নায়ু ভয় দেখিয়ে ভৈরব আশুগন্জ্ঞ বন্দর বিনেপয়সায় নিয়েছে। ত্রিপুরাসহ ৭টি প্রদেশে যাতায়াত মালামাল বহনের রাস্তা করে নিয়েছে,নিত্যপণ্য থেকে শুরু করে যন্ত্রাংশ,বিলসী পণ্য সকল পণ্যের বাজার দখল করে আছে,সীমান্ত এলাকা দখল করছে,বংলাদেশী মানুষ মারছে,হেরোইন ফেনসিডিল আর নগ্নতা দিয়ে আমাদের প্রতিবাদহীন করে রাখছে। গরীব ধনীর অনিবার্য দ্ব›দ্ধ এড়াতে ভারত ঘন ঘন মিনিটে মিনিটে পুজাআর্চনা সংগে সংগে নায়িকা সেলিব্রেটিদের বুক আর পেটের কাপড় সরিয়ে দ্রুত তালে কোমর ঘুটার প্রসার ঘটাচ্ছে। ভারতীয় রাষ্ট্রীয় শোষনের প্রতিবাদ এ দেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো করেন না।এ ক্ষেত্রে আমাদের রাজিৈতক দলগুলি সে স্বাধীনতার পক্ষের বা বিপক্ষের সকলেই ঘুরে ফিরে আমেরিকা ও ভারতের দালালী করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.