নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

টাকার মালকি হওয়া অহংকাররে,র্গবরে। গরীব হওয়া লজ্জার,অপমানরে,উপহাসরে !

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

টাকার মালিক হওয়া অহংকারের,গর্বের। গরীব হওয়া লজ্জার,অপমানের,উপহাসের ! এ মুল্যবোধ এর উৎপত্তিস্থল সময় প্রকৃতি থেকে সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকৃতির শুরু থেকেই। গরীবরা গরীব হয়েও দু:খ কষ্ট ভুলে বড়লোকের প্রশংসায় পঞ্চমুখ হয় এ মুল্যবোধও এর অংশ। কোরামিন ঔষুধ দিয়ে ছন্নছাড়া শয়তান ভারত এবং আমেরিকা বড়লোকের প্রতি গরীবের এ মুল্যবোধ টিকিয়ে রাখতে অব্যাহত চেষ্টা করছেন। ছন্নছাড়া শয়তান ভারত এবং আমেরিকার কোরামিনের অব্যাহত ডোজগুলোর অন্যতম নগ্নতা যৌনতা নায়িকা সেলিব্রেটিদের বুক পেটের কাপড় সরিয়ে দ্রুত তালে কোমর ঘুটানো,সংবিধনে গনিকাবৃত্তি জুয়া নিষিদ্ধ হলেও মসজিদের দেওয়ালে বিউটি পার্লারের সাইন বোর্ড এবং মসজিদের ১০০ গজের মধ্যে বৃটিশ আমল থেকে বহমান গণিকালয় যা এখনও বিদ্যমান কারন এগুলো কোরামিনের ডোজ। গরীবদের দমনে রাখার এন জিও ডোজ, নগ্নতা ডোজ ভারতে বেশী কার্যকর করতে হচ্ছে আর তা করতে গিয়ে বাংলাদেশের গরীবদেরও দমনে রাখতে হচ্ছে । ভারত ভালো করেই জানে বাংলাদেশের গরীবেরা সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলে ভারতের বিশাল ও ব্যাপক গরীব জনগোষ্ঠীর মধ্যেও সম্পদের মালিকানা বিলোপের গরীব ধনীর অনিবার্য দ্বন্ধ আরেও ভয়াভহ হবে। তাই আমরা কোরামিন ক্ষেতে না চাইলেও ছন্নছাড়া শয়তান ভারত এবং আমেরিকা আমাদের দেশের ধনীক শ্রেনীর স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দলগুলির মাধ্যমে পর্দার অন্তরালে কোরামিনের মদদ দিচ্ছে,লক্ষ কোটি ডলারের ঋণী প্রকল্প দিয়ে আরো ও দুর্নীতির সুযোগ দিয়ে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে ঋণগ্রস্থ করে গলধকরন করেছে । যে কারনে আমাদের সরকারগুলোর মধ্যে দেশের কথা না ভেবেই ব্যাক্তিসম্পদের মোহে আমেরিকা ভারতের বেশী আনুগত্য পাাওয়ার বিশাল দৌড়ঝাপ। আমরা যতই আমাদের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আন্দোলন করি তাতে এ অবস্থার পরিবর্তন হবেনা। আমাদের ভারত বিরোধী জোট আমেরিকা বিরোধী জোট করে আমেরিকা ও ভারতকে এদেশে নিষিদ্ধ করতে আওয়াজ তুলতে হবে। আমেরিকা ও ভারতকে এদেশে নিষিদ্ধ করতে গণমাধ্যম বেশী ভূমিকা রাখতে পারে। এদেশে আমেরিকা ভারত নিষিদ্ধ হলে, ব্যাক্তি মালিকানা সম্পদের সীমাবদ্ধ আইন হলে,গরীব শিক্ষিত মানুষের সমন্বয়ে সরকার গঠিত হলেই দেশ হবে দীর্ঘমেয়াদী ঋণমুক্ত স্বনির্ভর। বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণশীর্ন ঘরে বসবাসকারী সকল মানুষের স্বাস্থ্যকর ঘর ,স্বাস্থ্যসম্মত লেট্রিন,সুপেয় পানি,স্বল্প মুল্যে সুচিকিৎসা,বিনা মুল্যে উচ্চ শিক্ষা ও প্রত্যেক পরিবারকে মাসে দশ হাজর টাকা ভাতা এবং নিরাপত্তা প্রদান হবে রাষ্ট্রের প্রধান কর্তব্য। (চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

সৌরভ ওয়াহিদ বলেছেন: INDIA USA ke dos diye lav nay ora oder provab khatabey amader somajer vitor thekhe durniti komane hobe.

Durniti amader modhdhe emon vabe cheye gese ze class 5 er picchi o ekhon PSE Porikkhar age Question neoyar jonno chesta kore / ashay thake. Pita mata samanno bachcha result valo korar jonno Question jogar kore dichcche porikkhar ager din.

Durnitir Biz bopon hocche ekhan thekhey. Nijerder vitorer poshuke niyontron korte hobe Durniti zero kora somvob na holey komate hobe.

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

বুড়ো আলেকক্স বলেছেন: আপনারা যতখুশী রাজনীতি করুন,কিন্তু একটা নির্দিষ্ট পরিমানের বেশী সম্পদের মালিক হতে পারবেননা,আপনারা যত খুশী ঘুষ দুর্নীতি করুন কিন্তু— একটা নির্দিষ্ট পরিমানের বেশী সম্পদের মালিক হতে পারবেননা,এবং যেকোন বৈদেশিক চুক্তি স্বাক্ষরের আগে অবশ্যই জনমত যাচাই করতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.